নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথে সবাইকে নিরন্তর আহ্বান

সত্যকে সবাই মেনে নিতে প্রস্তুত থাকে না। যদি তা নিজ স্বার্থ বিরোধী হয়। আমি তাদের হতে দূরে থাকতে চাই।

বিষণ্ন মন

সত্যের জন্য সত্যকে অনুভব করার চেষ্টা করি।

বিষণ্ন মন › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলার বেজে ওঠা সুর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

মানুষের আনন্দের আড়ালে যে দুঃখও লুকিয়ে থাকতে পারে। গতকাল এ কথার সত্যতার প্রমাণ পেলাম আবারো। আমরা সকাল বেলায় যে ভেলা ভাসিয়েছিলাম আনন্দের সাগরে, বিকেলে তা আবিষ্কার করলাম এক দুঃখের সাগরে। সকালে যে চেহারাতে পাখিদের কলরবে মুখরিত সূর্যদ্বীপ্ত দিনের আভাস পেলাম, বিকেলে দেখেছি শ্রাবণের কালো মেঘে ঢাকা পড়েছে সেই আকাশ।



হ্যাঁ, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ঠিকই ধরেছ, গতকাল সময়ের এক অনিবার্য দাবির মুখে আমাদের প্রাণের ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে এলাম। বিশ্ববিদ্যালয়ের জীবন পার করতে পেরে অনেকটা সস্তি বোধ করছিলাম।



Rag-day এর শুরুটা হয়েছিল আনন্দের মধ্য দিয়ে, কিন্তু বিকেল বেলায় সবার মনের বীণায় এক বেদনার সুর বাজতে শুনলাম। অনেকের অবিরাম অশ্রু ঝরতে দেখেছি!!!!



এক সাথে আর ক্লাস করা হবে না!!!!



এক সাথে সবাই মিলিত হতে পারি কি না তাও জানি না!!!!



আমাদের মাঝে এই দীর্ঘ সময়ে হৃদ্যতার বন্ধন তৈরী হয়েছিল। জীবন নামক গ্রন্থিতে, যে অধ্যায়ের সুচনা হয়েছিল আমরা সবাই মিলে গতকাল তার উপসংহার রচনা করলাম।



শুরু হলো জীবনের নতুন অধ্যায়। অধ্যায় শুরুতে এসেই মনে হলো জীবনের স্বার্থকতা খুঁজতে গিয়ে একটা নদী পার হয়ে উপস্থিত হলাম এক সমুদ্র সৈকতে। এখন পাড়ি দিতে হবে সামনের জলধি, সেই পথে চলার সময় আমাদের মনে রেখো। এই সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে সবার দেখা মেলা ভার, তারপরও যদি কখনও দেখা হয়। বেশী না হোক এতটুকু শুনতে চাইব, “বন্ধু কেমন আছ ?”



সত্যি বন্ধুরা, তোমাদের খুব ভালোবাসি। সারা জীবন তোমাদের কথা মনে থাকবে................................।

সবাই অনেক......... অনেক......... বেশি ...বেশি ...... বেশি... ভাল থাক। এই কামনা করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.