![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের জন্য সত্যকে অনুভব করার চেষ্টা করি।
তখনও স্কুলের আঙিনা মাড়াইনি। সব স্মৃতি স্পষ্টভাবে মনে পড়ে না। বাবা নতুন একটা টি-শার্ট কিনে দিয়েছিলেন। টি-শার্টের বুকে একটা ছবি ছিল, যে একটা ফুটবল নিয়ে দূর্দান্ত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। বড়রা অনেকেই জিজ্ঞাস করত। ছবিটা কার? উত্তর দিতে পারতাম না। অনেকে আবার উত্তর বলেও দিত ম্যারাডোনা।কিন্তু কে এই ম্যারাডোনা? তাঁকে তেমনভাবে চিন্তাম না, চেষ্টাও করতাম না।
১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবলের কথা স্পষ্টভাবে মনে পড়ে। যদিও কোন খেলা দেখার সুযোগ আমি পাইনি। আমাদের গ্রামে তখন টিভি ছিল মাত্র দুটি। এত মানুষের ভিড়ে আর রাত জেগে খেলা দেখার অনুমতি ছিল না। তবে দেখতাম অনেক ছেলেরা মাথা নেড়া করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর সমর্থক বলে নিজেদের জানান দিতে। অনেক বন্ধুরা সেই কার্টিং নিয়ে স্কুলে আসার কারণে স্যারের গঞ্জনার শিকার হতো।
২০০২ সালের বিশ্বকাপ ফুটবল কোরিয়া ও জাপানে হওয়ার সুবাদে খেলাটা দিনের বেলাতেই দেখা যেত। তখন পাড়াতে ছেলেদের মধ্যে আমরা যারা ফুটবল খেলতাম তাদের অধিকাংশই ছিল ব্রাজিলের সাপোর্টার। বন্ধুদের স্রোতে কখন যে হৃদয়ে ম্যারাডোনার স্থান রোনালদো, রোনাল দিনহো, রিভালদোরা দখল করে করে নিল বুঝতেই পারিনি। সেই থেকে আমি ব্রাজিলের সাপোর্টার।
ব্রাজিলের সাপোর্টার হলেও মেসি,রোনালদোর মত প্রতিভাবান খোলোয়ারদের প্রশংসা করতে কার্পণ্য করি না। যেমন কার্পণ্য করে থাকে আমাদের ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারা। ব্রাজিলের সাপোর্টার মানেই আর্জেন্টিনার কোন খেলায়ারের গুণগান জীবন থাকতে করতে চায় না আর আর্জেন্টিনার সাপোর্টার মানেই ব্রাজিলের কোন খেলায়ারের গুণ চোখে পড়ে না।
আমি বরাবরই একজন খেলা প্রিয় মানুষ, তবে খেলা পাগল নই। আমি খেলাটাকে অবসরের বিনোদন হিসেবে দেখার পক্ষপাতী। কাজ নষ্ট করে খেলা নয়, তাই হাতে অবসর থাকলেই কেবল খেলা দেখব। কখনও দেখা যাবে, একদিকে আমার প্রিয় দলের খেলা চলছে আর অন্যদিকে চলছে আমার গভীর ঘুম। সকালে হয়তো কারো কাছে শুনে নিব প্রিয়দলের খেলার ফলাফল।
জীবনের ফুটবল বিশ্বকাপে নিজের অজান্তেই ম্যারাডোনাকে বুকে নিয়ে ঘোরা আর শেষ পর্যন্ত ব্রাজিলের সাপোর্টার হওয়ার কারণে চাই দু’টি দলই ফাইনালে উঠুক তথা বিশ্বকাপটি দু’দেশের একটি দেশে থাকুক। তাই সবাইকে জানাই ব্রাজিন্টিনার শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ রাত ১১:৩১
সোহান বাশার বলেছেন: লাইভ বিশ্বকাপ ফুটবল দেখতে চাইলে: Click This Link