নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথে সবাইকে নিরন্তর আহ্বান

সত্যকে সবাই মেনে নিতে প্রস্তুত থাকে না। যদি তা নিজ স্বার্থ বিরোধী হয়। আমি তাদের হতে দূরে থাকতে চাই।

বিষণ্ন মন

সত্যের জন্য সত্যকে অনুভব করার চেষ্টা করি।

বিষণ্ন মন › বিস্তারিত পোস্টঃ

তোমরাই করবে জয়! কিন্তু...........

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১

আমাদের কোমলমতি শিশুদের মাঝে কি আপনারা কিছু দেখতে পারছেন? একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এরাই যথেষ্ট।
.
কিন্তু আমরাই এদেরকে নিষঠুরতা শেখাই পদে পদে। ব্যক্তি, সমাজ, রাজনীতি, রাষ্ট্রই তাদের নিষঠুরতার বড় শিক্ষক। এদের মধ্যেই কেউ কেউ অস্ত্র, রড, হাতুড়ি হাতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে কাঁপিয়ে তুলবে। প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়বে রক্ত নেশায়।
.
তখন আমরা স্রেফ ভুলে যাবো এটার জন্য আমরাই দায়ি; আমরা পারিনি তাদের কোমল হৃদয়টা বাঁচাতে। অভিভাবক হিসেবে আমাদের ব্যর্থতার যায়গাগুলো চিহ্নিত করা উচিত।
.
আসুননা আমরা নিজেদের বদলাই। সমাজ, রাজনীতি, রাষ্ট্র থেকে নিষঠুরতার শিক্ষকদের বিদায় দেই, আহ্বান জানই মানবতার শিক্ষকদের। আমাদের শিশুদের গড়ে তুলে সুন্দরে, ভালোবাসায়, মানবতায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭

নাহিদ০৯ বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/nahih09/30248997|এক বিন্দু সদিচ্ছাও তৈরি করতে পারেনি তোমাদের এই আন্দোলন।

২| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩

নাহিদ০৯ বলেছেন: এক বিন্দু সদিচ্ছাও তৈরি করতে পারেনি তোমাদের এই আন্দোলন।

৩| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২

রাকু হাসান বলেছেন: বাংলাদেশ স্বপ্ন দেখতেই পারে তাঁদের নিয়ে । ছবি গুলো আগামি র বাংলাদেশের কথা বলে ।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: ভালো শিক্ষার্থীদের যৌক্তিক দাবীই জয় আনবে।

৫| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: বিপ্লবের ধ্বংস, সৃষ্টির প্রসব বেদনা মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.