নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমানা

স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নে বাস করি না ।

রুমানারাজ

নিজের উপর সব সময় বিশ্বাস রাখি ।

রুমানারাজ › বিস্তারিত পোস্টঃ

চুল নিয়ে কিছু কথা......

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১২:৪৮

মাথা ভরা ঘন চুল প্রতিটি মানুষ ই চায় । কিন্তু এখনকার দিনে শত ব্যস্ততার ভিতর কোনো রকম যত্ন ছাড়া সুন্দর চুলের কথা ভাবাও যায় না । আমি কোনো বিউটিশিয়ান না । কিন্তু নিজে ব্যবহার কোরে অনেক উপকার পেয়েছি বলে চুল নিয়ে কিছু বলার সাহস কোরছি ।

চুল পড়া বন্ধ করার কিছু সহজ উপায়-



৩০% নারকেল তেল, ৩০% সরিষার তেল, ৩০% জলপাই তেল(অলিভ অয়েল) এবং ১০% ক্যাস্টর অয়েল একসাথে মিশিয়ে চুলের গোরায় গোরায় হালকা করে ঘষে লাগাতে হবে । আঙ্গুলের দিয়ে হালকা করে মাথা ম্যাসাজ করতে হবে। পরের দিন শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে। এতে চুল পরা অনেক কমে যাবে এবং নতুন চুল গজাবে। এটি সপ্তাহে অন্তত ২ দিন লাগাতে হবে।



যদি চুল অনেক রূক্ষ হয়ে যায় তাহলে বাজারে বিভিন্ন প্রোটিন ট্রিটমেন্ট পাওয়া যায় , ওগুলো সপ্তাহে একদিন ব্যবহার করলে চুল অনেক নরম , কোমল আর মসৃন হয়।



তাছাড়া মেহেদি পাতা বাটা, ডিম, লেবুর রস, কফি, নারকেল তেল একসাথে মিশিয়ে মাসে ৩ বার ব্যবহার করলেও চুল অনেক মসৃন ঝলমলে আর ঘন হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.