| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর আসবো না তোমাদের মাঝে
ভালোবাসবো না আর সকাল-সাঁঝে ,
আমি আর কখনো কাঁটা হয়ে রইবো না পথে
হারিয়ে যাবো আমি শ্ঙ্খচিলের সাজে ।
পেয়েছি আমি আমার সূর্যকে
আজি আমারি মতন
হেলেদুলে বয়ে চলা অশান্ত নদী আমার প্রয়োজন ।
সাদা বক হয়ে উড়বো আমি বাকিটা জীবন ।
দেখবে না কভু আমার এ অবনীল মন ।
আমি আর যেতে চাই না পথের সীমানা
আমি হতে চাই তোমের মাঝে ঝরনা হার না মানা
©somewhere in net ltd.