নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

আমরা আমড়াই তো!!

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৫২



সেদিন এক মেয়ে জিজ্ঞেস করলো “আপু!! বিসিএস এর জন্য কি 'পরতে' হবে?” শুনে আমি অবাক ও বিরক্ত “তোমার যে পোশাক ভালো লাগে সেটাই 'পরতে' পারো।“ সে কি পোশাক পরবে সেটাও কি আমাকে বলে দিতে হবে? আজব দুনিয়া!

“আপু...এইসব কি বলছেন? জানতে চাচ্ছিলাম কি বই 'পরতে' হবে?” ওহ! এতক্ষনে বুঝলাম যে সে আসলে জানতে চেয়েছে কি বই 'পড়তে' হবে। 'পরা' আর 'পড়া' দুটো এক নয়। 'পরা' মানে পরিধান করা। আর 'পড়া' মানে পড়াশুনা করা।

আগে চোররা চুরি করত এবং কখনোবা ধরা পড়ত। আজকাল চোররা স্বয়ং শ্রীকৃষ্ণ...চুড়ি করে (পরে), ধড়া (চূড়ো) পরে। :)

একবার এক ভদ্রমহিলার গলার সোনার চেন ছিনতাই হয়ে গেছে। উনি হন্তদন্ত হয়ে থানায় ফোন করে বলছেন “হ্যালো পুলিশ...হ্যালো পুলিশ...” দারোগা জিজ্ঞাসা করলেন “জী বলুন.....কি সমস্যা?” ওপাশ থেকে কাতর স্বরে উত্তর এলো “আমার গলার হাড় চুড়ি হয়ে গেছে।“ জাঁদরেল দারোগাবাবু রেগে গিয়ে বললেন “গলার হাড় চুরি গেছে তো থানায় ফোন করেছেন কেন? ডাক্তারের সাথে যোগাযোগ করুন।" :D

র-ড় বিভ্রাট প্রায়শই ঘটে। কথা বলার সময় হয়তো আঞ্চলিকতার দোষে বা আলস্যবশে 'র-কে 'ড়' বা 'ড়'-কে 'র' উচ্চারণ করা হয়। জিভের দোষ মেনে নেওয়া যায়, কিন্তু লেখাতেও?

ইদানীং দেখি র-ড় অদলবদল করে লেখার হিড়িক উঠেছে। বানান ভুল এমনিতেই খুব চোখে পীড়া দেয়। তার ওপরে র-ড় অদলবদল হলে অর্থই যে বদলে যায় কখনো সখনো। দেখে কখনোবা চক্ষুস্থির আর কখনোবা হেসে গড়াগড়ি। কয়েকটা উদাহরণ দেই।

* "সামনে পরীক্ষা। লাইব্রেরীতে কাল পরতে যেতে হবে।" [লজ্জায় পড়ে গেলাম। বাসায় পোশাক না পরে লাইব্রেরীতে কেন? :P]

* “অনেকদিন পরে আজ শারি পড়লাম।“ [এক ঝলক দেখে ভাবছিলাম শায়েরি অধ্যয়ন করেছে মেয়েটি। পরে ভাবলাম শাড়িতে বর্ণমালা বা কবিতার লাইন লেখা ছিল হয়তো। :-B]

* “পরার বই পরতে একদম ভালো লাগে না।“ [বই দিয়ে তৈরী পোশাক হলে আসলে পরতে ভালো না লাগারই কথা। :|]

* “বরিষ ধরা-মাঝে শান্তির বাড়ি/ শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে/ ঊর্ধ্বমুখে নরনারী।“ [বৃষ্টিবাদলে বাড়িতে না থাকলে কি আর হৃদয় বা শরীর কোনটাই শুকনো রাখা যায়? B:-)]

* "চুড়ি করতে গিয়ে গ্রেপ্তার দুই যুবক।" [আশ্চর্য! বেচারারা গয়না বানাচ্ছিল, তাতেই গ্রেপ্তার। :(]

* "নাড়ী উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না।" [অবশ্যই!! কিন্তু কিভাবে দেশের স্বাস্থ্য ভালো করা যায় সে বিষয়ে চিকিৎসকদের মতামত নেয়া হোক। :-P]

* "ট্রেন স্টেশনে ছুড়ি হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে।" [দেশে ‘নাড়ী’ উন্নয়ন অবশ্যই হয়েছে। নতুবা মেয়েরা এমন দুর্ধর্ষ হামলা করতে পারে! B:-/ ]

আজকাল শুধু জেতা নয় হারটাও কিন্তু রীতিমতো শক্ত হয়ে উঠেছে! 'হার' যে এখন 'হাড়' হয়ে গেছে। আর হাড় যে বেশ শক্ত পদার্থ সেটা অনস্বীকার্য!

রামকৃষ্ণ নাকি বলেছিলেন আমরা মানে এই মানুষরা নাকি আমড়া। আমাদের কেবল আঁটি আর চামড়া আছে; কোন শাঁস নেই। ইদানিং আমরা সবাই আসলেই ‘আমড়া’ হয়ে গেছি; কিছুটা শাঁসের অভাবে, আর কিছুটা 'র' এবং 'ড়' বিভ্রাটে। =p~ মহা সমারোহে আজকাল আমরা কাপড় পড়ছি আর বই পরছি। :)

ভুল বানানের কাঁকরমুক্ত হোক লেখালেখি। আনন্দময় হোক, মসৃণ হোক শব্দের হাত ধরে কল্পলোকে যাত্রা!!

© শিখা

মন্তব্য ৯৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:০৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপ, আমার Behalf এর নাম শিখা। শিরোমাম না দেখে পোস্ট কারির নাম চোঁখে পড়তেই এক পশলা বৃষ্টির মত নিমিষেই শেষ। খুব ভালো লাগল।
পোস্টের জন্য ধন্যবাদ

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:০৯

শিখা রহমান বলেছেন: যুক্তি না নিলে যুক্তি দাও আমার ব্লগে আপনার প্রথম আসা। ভাগ্যিস আপনার "ভালো অর্ধেকে"র নাম আমার নামে। না হলে হয়তো পড়তেনই না। :)

মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি গল্প লিখি মূলত। মাঝে মাঝে কবিতা লেখার অপচেষ্টা করি। ব্লগে একটু বৈচিত্র্য আনার জন্য এই পোষ্ট দিলাম আর আপনার সাথে পরিচয় হয়ে গেলো। :)

শুভকামনা আপনার জন্য ও আমার মিতার জন্য। ভালো থাকবেন। মাঝে মাঝে ব্লগবাড়িতে বেড়াতে আসবেন।

২| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৫

বিষাদ সময় বলেছেন: খুব ভালো লাগলো। "র" আর "ড়" এর ভুল দেখতে দেখতে এখন নিজেই মাঝে মাঝে দ্বিধাগ্রস্থ হয়ে যায় এখানে “র” হবে না “ড়” হবে।
যদিও লিন্ক দেয়া আমার অভ্যাস না তারপরও একেবারে প্রাসঙ্গিক বলে নিচে একটি লিন্ক দিলাম সম্ভব হলে ঘুরে আসবেন-
বানান নিয়ে বানানো কথা

ভাল থাকুন অনেক অনেক।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৭

শিখা রহমান বলেছেন: বিষাদ সময় আমার ব্লগে স্বাগতম। আপনার লিঙ্কের লেখাটা এক নিঃশ্বাসে পড়ে মন্তব্য করে এলাম। খুব সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ লিঙ্কটার জন্য।

পড়ার জন্য আর মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি গল্প লিখি মূলত। মাঝে মাঝে কবিতা লেখার অপচেষ্টা করি।

অন্তর্জালে বিভিন্ন সময়ে দুষ্টামি করে র-ড় বিভ্রাট নিয়ে লিখেছিলাম। ব্লগে একটু বৈচিত্র্য আনার জন্য একসাথে করে এই পোষ্ট দিলাম আর আপনার সাথে পরিচয় হয়ে গেলো। :)

শুভকামনা। ভালো থাকবেন। ব্লগে মাঝে মাঝে দেখা হবে নিশ্চয়ই।

৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৯

শায়মা বলেছেন: পরা মানে যে পড়া নয় তা এ ব্লগের অনেকেরই অজানা দেখেছি....

তবে পোস্ট পড়ে হাসতে হাসতে মরে গেলাম... মড়ে যাইনি, পরেও যাইনি....:)

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩১

শিখা রহমান বলেছেন: শায়মা অনেকদিন পরে আমার পোষ্টে আপনার মন্তব্য পেলাম। ভালো আছেন আশাকরি।

অন্তর্জালে বিভিন্ন সময়ে দুষ্টামি করে র-ড় বিভ্রাট নিয়ে লিখেছিলাম। ব্লগে একটু বৈচিত্র্য আনার জন্যই একসাথে করে এই পোষ্ট দিলাম। :)

পোষ্ট পরে হেসেছেন জেনে মন ভালো হয়ে গেলো। ভাগ্যিস পরে গিয়ে মড়ে যাননি!! :)

৪| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৫

মিথী_মারজান বলেছেন: কি চমৎকার পোস্ট আপুনি!!
হাসতে হাসতে পেট ব্যাথা করছে আমার।
আজ থেকে আপনি আমাদের ব্লগেও একজন ফেভারিট টিচার।

ভুল বানানের কাঁকরমুক্ত হোক লেখালেখি।

আপ্রাণ চেষ্টা করবো আপু।:)

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:০২

শিখা রহমান বলেছেন: মিথীমনি :) :) :) মজা করার জন্য আর হাসাহাসির জন্যেই এই পোষ্টটা দিলাম। আমি পোষ্ট করার সময়েও অনেকদিন পরে লেখাটা পড়ে আবারও হাসলাম।

আমি ব্লগে টিচার হতে চাই না। তোমার মতো মিষ্টি কবি-লেখকদের আপুনি হতে চাই। :) [শুধু কারো কারো জন্য (নাম বলবো না) জালিবেত তোলা আছে। =p~ ]

ভালো থেকো মিষ্টি মেয়ে। ভালোবাসা ও আদর পড়ার জন্য।

৫| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: !:#P

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৮

শিখা রহমান বলেছেন: :) :D B-)

৬| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৬

মিথী_মারজান বলেছেন: এই রে! আপু!
আমার ব্যথা বানান ভুল :p

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪০

শিখা রহমান বলেছেন: মিথীমনি :) কোন অসুবিধা নেই। বুঝতে পেরেছি যে টাইপো। আর ব্লগেতো মন্তব্য করলে আর সংশোধন করা যায় না।

৭| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকে আবার পালালে খবর আছে!!X(
পালালে পোস্টই পড়মু না!
পুরজাপতির প্রোপিক কেন হে?:(


গিফট,
জবা ফুল, ঈশ্বরদী,পাবনা থেকে তোলা।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪৪

শিখা রহমান বলেছেন: নিজাম পালাইনি। আজ আমি জালিবেত হাতে রেডি :) পোস্ট পড়ে আবার মন্তব্য করবেন।

"পুরজাপতির প্রোপিক কেন হে?" উত্তরে গান দিলা্ম। :)

"আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে

মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে"

ঈশ্বরদী,পাবনা থেকে পাঠানো জবাফুলের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।

৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:

যদি ভুল বানানে ভূল থাকে; এটাকে কিভাবে দেখা যায়?? :P ;)

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪৮

শিখা রহমান বলেছেন: শাহরিয়ার আপনার মন্তব্য পড়ে তাড়াতাড়ি পোস্ট চেক করলাম। নাহ!! ভুল বানান "ভূল" করিনি। :)

আমি মাঝে মাঝে উল্টো পাল্টা বানান দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যাই। অভিধান খুলে দেখি জানা বানান ভুল হলো কিনা।

পড়ার জন্য ধন্যবাদ কবি। ভালো থাকবেন।

৯| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৬

শায়মা বলেছেন: আমি ভালো আছি কিন্তু খুব খুব ব্যাস্ততায় কেটেছে বেশ কটা মাস।
আপু আমি আবার ইজি কাজেই মনে হয় বেশি বিজি হয়ে যাই।
মানে সামান্য একটা কাজ নিয়েই এত বেশি বাড়াবাড়ি করে ফেলি যে নিজেকেসহ আশেপাশের সবাইকেই ব্যাতিব্যাস্ত করে তুলি।
আমার গ্রুপে যারা থাকে তাদের মাঝেও ছড়িয়ে যায় সেই অতি ঝামেলাটাই। তবে সব কিছুর পরেও সাফল্যের আনন্দে সকল দুঃখ ভুলে যাই ...... :)

এখন ব্যাস্ততা কিছু কমেছে কিন্তু একটু ঝামেলা লেগেই আছে।

কি আর করা এইতো জীবন......

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫৩

শিখা রহমান বলেছেন: শায়মা আপনি অনেক কাজ করেন। বেশী গুণী হলে যা হয় আর কি!! অধিক গুণের সমস্যা!! :) "সব কিছুর পরেও সাফল্যের আনন্দে সকল দুঃখ ভুলে যাই ...... :) " সফলতার কথা জেনে ভালো লাগলো।

ব্যস্ততা আর পিছু ছাড়ে কই!! আসলেই এটাই জীবন।

ভালো থাকবেন। শুভকামনা। কথা হবে মাঝে মাঝে অবশ্যই।

১০| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪২

বিষাদ সময় বলেছেন: এহ! আমিই যেমন "যাই" কে "যায়" লিখে এসেছি...................

আপনার পোস্টের সাথে প্রাসঙ্গিক পুরাতন একটি কৌতুক মনে পড়ল যা শেয়ার (গুগল থেকে) করার লোভ সামলাতে পারছি না............

এক ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করলেন-
শিক্ষকঃ বলতো বাবা, Horse বাংলা কি?
ছাত্রঃ গুরা।
শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn বাংলা কি?
ছাত্রঃ গুরা।
শিক্ষক কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কি???
ছাত্রঃ গুরা।
শিক্ষক পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই কি গুরা নাকি???
ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষের টা গুরা-গুরা।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫৭

শিখা রহমান বলেছেন: বিষাদ সময় আপনার মন্তব্য পড়ে হাসি থামাতে পারছি না। মাঝরাতে মুখ চেপে হাসতে হচ্ছে। :) :D "একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষের টা গুরা-গুরা।" :D :D :D

আপনার সাথে পরিচিত হয়ে আসলেই খুব ভালো লাগলো। ভালো থাকবেন। শুভকামনা।

১১| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন:

ছবি দিয়ে মন্তব্যের উত্তর দিলাম।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:০০

শিখা রহমান বলেছেন: রাজীব কার মন্তব্যের উত্তর দিলেন। B:-/

ছবিটা সুন্দর। পোষ্টটা পড়ার জন্য ও ছবিটার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা সতত।

১২| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: শাহরিয়ার আপনার মন্তব্য পড়ে তাড়াতাড়ি পোস্ট চেক করলাম। নাহ!! ভুল বানান "ভূল" করিনি। :)


হা হা হা আপু


আপনার ভুল বানান ভুল হয়নি !!

মাঝে মাঝে ভুল বানানে ভুল দেখি একারণে বলা।

আর ভুল বানানের সম্রাট আমি নিজেই এই ব্লগে ; আর কাকে কি বলবো।। =p~

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:০৫

শিখা রহমান বলেছেন: শাহরিয়ার "ভুল বানানের সম্রাট আমি নিজেই এই ব্লগে" তাই কি? খুব বিরাট কোন ভুল চোখে পড়েনিতো। টাইপের সময় অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। ভুল আমারও হয়। :( তবে সাধ্যমতো চেষ্টা করি বানান ঠিক রাখতে।

এটা একটা দুষ্টুমি পোষ্ট। মজার ছলে সঠিক বানানের প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়া মাত্র।

শুভকামনা। ভালো থাকবেন কবি।

১৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়াহু!;) এইতো আমাড় পছন্দেড় লেখা??:P

গানাঃ
১। শুধু গান গেয়ে পড়িচয়
চলার পথে একটু দেখা,
একি শুধু অভিনয়.....;)

২। আমি ভয় কড়বো না ভয় কড়বো না
আমি কাড়ো জালি বেতের ভয়ে মড়বো না...:P

৩। লাভ ইউ, লাভ ইউ
ও মাই আপু/পাগলু...(শিখা ড়হমান:P)

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:১১

শিখা রহমান বলেছেন: নিজাম আপনাকে নিয়ে আর পারি না। :) কি মন্তব্য রে বাবা!! পড়ার সময়ে মনে হচ্ছিলো ভাত খাওয়ার সময়ে দাঁতের নীচে কাঁকর পড়েছে। :(

দাঁত কড়মড় করতে করতে মন্তব্য পড়লাম। X( জালি বেতের ভয়ে মড়তে না পারলেও মরতে যে হবেই...:P

"ও মাই আপু/পাগলু...(শিখা ড়হমান:P)" X( X( X( নিজের নামে 'র' নাই বলে এমন অবিচার!! :(

১৪| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:১১

শাহরিয়ার কবীর বলেছেন: প্রথমে বুঝতে পেয়েছি
মাজার ছলে এটা ভুল বানানের সচেতনমূলক পোষ্ট।। ;)

আর লজ্জা দিয়েন না আপু, এই বানান ভুলের জ্বালায় আমার কবিতা লিখে পোষ্ট দিতে ভীষণ লাগে।
বুড়া হলাম কিন্তুু সূরা শিখলাম না,, বিষয়টা এমন।। :P

০২ রা জুন, ২০১৮ ভোর ৫:০৮

শিখা রহমান বলেছেন: শাহরিয়ার আমার এক প্রিয় বন্ধু বানানের ব্যাপারে খুব খুঁতখুঁতে। তার অনুরোধে মাঝে মাঝে অনলাইনে দুষ্টামি করে এইসব পোষ্ট করা হয়। একসাথে মিলিয়ে ব্লগে মজা করার জন্য পোষ্ট দিলাম।

আপনার তেমন কোন ভুল চোখে পড়েনি। লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি স্বীকার করছেন ও ভুল শোধরানোর চেষ্টাও করেন। এও পোষ্ট মূলত তাদের উদ্দেশ্যে যারা ভুল শোধরানোর চেষ্টাই করে না।

শুভকামনা। সুন্দর সব কবিতার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন কবি।

১৫| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বর্তমান জেনারেশন বানান নিয়ে তেমন মাথা ঘামায় বলে মনে হয় না। এই ব্লগের অবস্থাও তথৈবচ! আমি কয়েকটি পোস্টে এ নিয়ে কিছু বলার চেষ্টা করেছিলাম কিন্তু কাউকে এ ব্যাপারে আগ্রহী বলে মনে হয়নি। যদিও আমি বানানের ব্যাপারে শতভাগ নির্ভুল নই তারপরও সঠিকটা শেখার চেষ্টা করছি প্রতিনিয়ত। ইচ্ছে থাকলে উপায় হয়, কিন্তু কেউ কেউ এই ইচ্ছেটাই করতে চায় না।
পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ!

০২ রা জুন, ২০১৮ ভোর ৫:১৪

শিখা রহমান বলেছেন: সম্রাট "বর্তমান জেনারেশন বানান নিয়ে তেমন মাথা ঘামায় বলে মনে হয় না।" একদম ঠিক। বাংলাদেশের টিভি চ্যানেলে যখন উপস্থাপক বলে 'বন্ধুড়া তোমড়া আজ খেমন আছো?" মাথাব্যথা করতে থাকে।

ব্লগে যাদের পোষ্ট নিয়মিত পড়ি তাদের বানান আশাহত করেনি। তবে আপনি পুরনো ব্লগার আর অনেক বেশী নিয়মিত। আপনার চোখে হয়তোবা ভাষার শুদ্ধতার প্রতি এই অবহেলা বেশী চোখে পড়েছে।

" ইচ্ছে থাকলে উপায় হয়, কিন্তু কেউ কেউ এই ইচ্ছেটাই করতে চায় না। " সহমত!! গুগলদার সুবাদে সঠিক বানান খুঁজে পাওয়া খুবই সহজ। ভাষার প্রতি শ্রদ্ধা না থাকলে আসলে এই ইচ্ছেটাই হয় না।

শুভকামনা। ভালো থাকবেন কবিসম্রাট।

১৬| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:১৭

জাহিদ অনিক বলেছেন:

আদ্যোপান্ত একটি সরস রচনা। স্যাটায়ারও বলা যায়।
চমৎকার শিখা রহমান।
গল্প কবিতার পাশাপাশি আপনি দেখছি রম্যতেও প্রাণবন্ত। বিরহের কবিতা লেখা যতটা সহজ রম্য লেখা ততটাই কঠিন।

০২ রা জুন, ২০১৮ ভোর ৫:১৯

শিখা রহমান বলেছেন: জাহিদ "বিরহের কবিতা লেখা যতটা সহজ রম্য লেখা ততটাই কঠিন।" সহমত!! রম্যরচনা বড্ড কঠিন। ব্লগে বৈচিত্র্য আনার জন্য, মজা করার জন্য এই পোষ্টটা দিয়েছিলাম। আপনার এতো ভালো লেগেছে দেখে মন ভরে গেলো।

সুন্দর মন্তব্য ও অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। শুভকামনা প্রিয় কবি।

১৭| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:১০

নিওফাইট নিটোল বলেছেন: অস্থির লিখেছেন.......বানান নিয়ে আমি নিজেও খুব সতর্ক/শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করি সবসময়।

আমার মতে মানুষ বানান ভুল করে অসতর্কতায়- আর অসতর্কতা আসে অশ্রদ্ধা থেকে......ভাষাকে প্রায় কোন মানুষই ভালোবাসে না- এর শুদ্ধ রূপের গুরুত্বও বোঝে না- আল্টিমেইটলি এটাকে গ্র্যান্টেড মানে প্রাপ্য হিসেবেই মনে করে। আমি নিজে শুদ্ধতার গুরুত্ব বোঝাতে গিয়ে ফ্রেন্ডদেরকে তাদের নামের বানানের/উচ্চারণের বিকৃত রূপটা শোনাই/বলি- তখন কেউ পুরো ফায়ার হয় আবার কেউ বলদের মতো হাসে :) ........নিজের উপর বিকৃতি না ঘটলে বানানের গুরুত্ব কেউ-ই রিয়েলাইজ করেই না!!

পরা/পড়া; যায়/যাই টাইপের 'ভূল'গুলো দেখতে দেখতে 'ভুল' ঠিক করার ইচ্ছাই মাঝেমাঝে উঠে যায় /:) .......তখন আসলেই চিক্কুর পাইড়া কাইন্দা কইতে মুঞ্চায়- "আমরা আমড়াই তো"!!

বৃষ্টিস্নাত বিকেলে রকম রস আহরণে অস্থির লাগল.......শীতল বিশুদ্ধ বাতাসের শুভেচ্ছা পোষ্টে :)

০২ রা জুন, ২০১৮ ভোর ৫:২৫

শিখা রহমান বলেছেন: নিটোল আমার ব্লগে স্বাগতম। আপনার মন্তব্যটা এত্তো সুন্দর আর সুচিন্তিত। ঠিক আমার মনের কথা গুলো গুছিয়ে বলেছেন। আমারও আপনার মতো ভুল বানান দেখলে "আসলেই চিক্কুর পাইড়া কাইন্দা কইতে মুঞ্চায়।" বানান ভুল ঠিক কারো নামের উচ্চারণ বিশ্রী করে করার মতো। মানুষটাকে অপমান করা। ভাষা মায়ের মতো আর বানান গুলোতো মায়ের শরীরেরই অংশ।

আপনাকেও শীতল বিশুদ্ধ বাতাসের শুভেচ্ছা। মাঝে মাঝে ব্লগে দেখা হবে আশাকরি। ভালো থাকবেন ও শুভকামনা।

১৮| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫০

অলিভিয়া আভা বলেছেন: কোনটা রেখে কোনটার কথা বলি। সবগুলতেই বেশ সুন্দর করে দেখিয়েছেন যে বানান ভুল হলে বুঝতে কতটা অসুবিধা হতে পারে।
* “পরার বই পরতে একদম ভালো লাগে না।“ [বই দিয়ে তৈরী পোশাক হলে আসলে পরতে ভালো না লাগারই কথা। :|] হা হা ভাবতেই কেমন যেন লাগছে, একটা পোশাক যদি বই দিয়ে বানানো হয়।
লাইব্রেরীতে গিয়ে পড়ার ব্যাপারটাও মজার ছিল।
খুব সুন্দর করে লিখেছনে। ভালো লাগলো। :)

০২ রা জুন, ২০১৮ ভোর ৫:২৭

শিখা রহমান বলেছেন: আভা ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। খুব মনোযোগ দিয়ে পড়েছেন বোঝাই যাচ্ছে। কৃতজ্ঞতা জানবেন।

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা আর আপনাকে হাসাতে পেরেছি ভেবে লেখাটা সার্থক মনে হচ্ছে। ভালো থাকবেন।

১৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মোস্তফা সোহেল বলেছেন: লেখা পরে খুব আরাম পেলাম ;)

০২ রা জুন, ২০১৮ ভোর ৫:২৯

শিখা রহমান বলেছেন: সোহেল আমিও আপনার মন্তব্যটা 'পরে' খুব আনন্দ পেলাম। ;) :)

শুভকামনা ও ধন্যবাদ।

২০| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: সঠিক বানানের একটা অভিধান এর নাম বলবেন কাইন্ডলি। বানান ভুল করাটা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তাছাড়া অভ্র দিয়ে লেখার দরুন অনেক বানানের ই সঠিক বানান মনে রাখতে পারতেছিনা। আপনার পোস্টটা পড়ে কয়েকটা বানানের প্রতি সাবধান হয়ে গেলাম।

ব্লগে নতুন আসলাম। আমার ব্লগে ঘুরে আসার দাওয়াত রইলো। চাইলে এই পোস্টটা আমরা রোজা রাখছি না উপোস থাকছি?! একটু পড়তে পারেন।

০২ রা জুন, ২০১৮ ভোর ৫:৩৭

শিখা রহমান বলেছেন: ইব্‌রাহীম অনলাইনে খোঁজ করলেই অনেক সঠিক বানানের নির্দেশিকা ও অভিধান পেয়ে যাবেন। তবে ছাপানো অভিধান চাইলে বাংলা একাডেমীরটা কিনে নিতে পারেন।

আপনার ব্লগে ঘুরে এলাম। যে লেখাটার লিঙ্ক দিয়েছেন, সেটা পড়ে মন্তব্য করেছি।

ব্লগিংয়ের জগতে আপনাকে স্বাগতম। মাঝে মাঝে ব্লগে দেখা হবে আশাকরি। ভালো থাকবেন ও শুভকামনা।

২১| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মনিরা সুলতানা বলেছেন: আমি এ পোষ্ট দেখি নাই :(
ব্লগে একজন লেখক ছিলো " শতদ্রু এক নদী" নামে আজকাল সে ব্লগে আসে না যদিও।কিন্তু ফেসবুকে !!! আমি কিছু লিখলেই ঝাঁপায়ে আসে ,বানান ভুল এই ভুল সেই ভুল।জীবন তাবাতাবা করে ফেলে।
এই পোষ্ট ও দেখি আমাকে নিয়েই লেখা /:)


০২ রা জুন, ২০১৮ ভোর ৫:৪৪

শিখা রহমান বলেছেন: নীরা তোমাকে নিয়ে খালি সুনীল কবিতা লিখবে কেন? অন্যদেরও যে কখনো তোমার মনো্যোগ পাওয়ার ইচ্ছে হয়। ;) "শতদ্রু এক নদী" বা "শত্রু এক নদী" তোমার ভুল ধরলেও আমিতো কখনো তোমার লেখার তেমন বানান ভুল দেখিনি। সুনীল বলে গেছেন নীরা কোন ভুল করতেই পারে না। :)

তোমার জন্য আমার সব কাব্য কথা। এই পোষ্ট মোটেও তোমার জন্য নয়!!

ভালোবাসা আর শুভকামনা নীরা। ভালো থেকো।

২২| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

উদাস মাঝি বলেছেন: বানাম বুল হথেই পাড়ে, এনিয়ে এটো কতার কিচু টো ডেকিনা ;)

আফনেও বানাম বুল কড়বেন না আড়, ওষয্য লাগে আমাড় :-&

০২ রা জুন, ২০১৮ ভোর ৫:৫০

শিখা রহমান বলেছেন: উদাস মাঝি :) আঝকাল অনেখেই কিন্থু কতাও বলে বুল উচ্ছাড়োনে। বানাম বুলের কতা বাধ দেন। আমিথো দেকি তাড়া টিক কড়ে কতাও বুলতে পাড়ে না। এখধম ওষয্য লাগে আমাড়ও :-& :D

মজার মন্তব্যের জন্য ধন্যবাদ। অনেক হাসলাম।

আমার ব্লগে স্বাগতম। মাঝে মাঝে বেড়াতে আসবেন। শুভকামনা।

২৩| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: চমৎকার করে লিখেছেন। ভালো লাগল। +।

০২ রা জুন, ২০১৮ ভোর ৫:৫২

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ সুমন। এইসব ব্যাপার আসলে মজা করে লিখলে হয়তো মানুষ একটু খেয়াল করে। এই ভাবনা থেকেই রম্য রচনার চেষ্টা।

আপনার ভালো লেগেছে জেনে লেখাটা সার্থক মনে হলো। শুভকামনা। ভালো থাকবেন কবি।

২৪| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: আজকাল আসলেই বানান নিয়ে সচেতনতা কমে গিয়েছে। কিছু কিছু ভুল তো অনলাইনে, অফলাইনে এত বেশি দেখা যায় যে কোনটা ভুল কোনটা ঠিক তাই গুলিয়ে ফেলি!

এমন একটি পোষ্টের দরকার আসলেই ছিল। অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:৩২

শিখা রহমান বলেছেন: ঠিক বলেছো। ভুল বানান দেখতে দেখতে আমি নিজেই অনেক সময়ে সঠিক বানান নিয়ে সন্দিহান হয়ে যাই। আমার এক প্রিয় বন্ধু বানানের ব্যাপারে খুব খুঁতখুঁতে। তার অনুরোধে মাঝে মাঝে অনলাইনে দুষ্টামি করে এইসব পোষ্ট করা হয়। একসাথে মিলিয়ে ব্লগে মজা করার জন্য পোষ্ট দিলাম।

কিছুদিন আগে চন্দ্রবিন্দুর ব্যবহার নিয়ে তার অনুরোধে একটা পোষ্ট লিখেছিলাম। ব্লগে একসময় পোষ্ট করে দেবো।

শুভকামনা। ভালো থাকবেন। আপনার সিরিজটা প্রথম দিকে পড়লেও ফলো করার সময় পাচ্ছি না। সময় নিয়ে পড়ে ফেলবো শীঘ্রই।

২৫| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আমারও আবার জানা হলো! :)

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:৩৩

শিখা রহমান বলেছেন: প্রান্তর পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।

২৬| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,



বেশ লেখা হয়েছে ।

রামকৃষ্ণ মহাশয় খুব ভুল কিছু একটা বলেন নি । আমাদের আঁটিটা শক্ত আর চামড়াটা শুধু আছে চকচকে হয়ে । প্রাণের শাঁস
গেছে শুকিয়ে । তাই জ্ঞান-গরিমায়, বোধে জেল্লা না থাকলেও নিজ অবস্থানে শক্ত আঁটির মতোই গাঁট হয়ে থাকি ।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:৩৬

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস "প্রাণের শাঁস গেছে শুকিয়ে। তাই জ্ঞান-গরিমায়, বোধে জেল্লা না থাকলেও নিজ অবস্থানে শক্ত আঁটির মতোই গাঁট হয়ে থাকি।" এই অশ্রদ্ধার, অবহেলার ব্যাপারটাই পীড়া দেয়। ভুল হতেই পারে কিন্তু ভুলের প্রতি উদাসীনতা মেনে নেওয়া কঠিন।

বরাবরের মতো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন মন্তব্যের যাদুকর।

২৭| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:১৫

ভুয়া মফিজ বলেছেন: আমার মনে হয়, বানান ভুলের পেছনে না জানার চেয়ে অবহেলাই বড় কারন। কোনকিছু লিখে একবার পড়লেই সব নজরে আসে। বানানের সাথে সাথে বাক্য গঠনেও প্রচুর গরমিল চোখে পরে, এমনকি এই ব্লগেও!!!
সেজন্যে অনেক ভালো লেখাও শেষ করতে ইচ্ছা করে না, পড়েও মজা পাই না।

পোষ্টখানা পড়ে আনন্দ পেলাম। :)

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:৪৫

শিখা রহমান বলেছেন: ভুয়া মফিজ "বানান ভুলের পেছনে না জানার চেয়ে অবহেলাই বড় কারন।" সহমত!! উপরের মন্তব্য ও প্রতিমন্তব্যগুলোতেও এই অবহেলার আর ভাষার প্রতি অশ্রদ্ধার কথাই বার বার উঠে এসেছে। বানান আর ব্যাকরণের ভুল সর্বস্ব লেখা পড়া আর দাঁতের নীচে খাওয়ার সময়ে কাঁকড় পড়া একইরকম। লেখা পড়ার ইচ্ছে নষ্ট হয়ে যায়।

লেখাটা পোষ্ট করার সময় আপনার কথা ভেবেছিলাম। আপনি বাবাকে নিয়ে লেখাটা পড়ে মন খারাপ করেছিলেন। বলেছিলেন একটা মন ভালো করা পোষ্ট দিতে। আনন্দ পেয়েছেন শুনে ভালো লাগলো।

শুভকামনা। ভালো থাকবেন।

২৮| ০২ রা জুন, ২০১৮ রাত ১:৩৯

মাআইপা বলেছেন:
নতুন টিচার দুষ্ট ছাত্র-ছাত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে জিজ্ঞেস করলো, বল দেখি গাছে কয়টি পাখি আছে? ছাত্রীটি চিৎকার করে বলে ভাইয়া বলিস না স্যার কিন্তু পড়াচ্ছে।
আপনার লেখা ভাল হয়েছে। মাঝে মাঝে এভাবে পড়ালেই তো পারেন “আমরা আমড়াই তো!!”
শুভকামনা রইল

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:৫৯

শিখা রহমান বলেছেন: মাআইপা "মাঝে মাঝে এভাবে পড়ালেই তো পারেন “আমরা আমড়াই তো!!” :) ব্লগেও মাষ্টারী করতে বলছেন? ঘরে তিনজন আর কাজে একশ দেড়শ আমড়াদের মাষ্টারী করে আসলে এইসব খেলার ছলে পড়ানো অভ্যাস হয়ে গেছে। :-B

সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

২৯| ০২ রা জুন, ২০১৮ রাত ২:৩৬

ওমেরা বলেছেন: ভাষার সঠিক উচ্চারণ ভাষার অহংকার , শুদ্ধবানানে লিখা ভাষার অলংকার,সাথে হাতের লিখা যদি সুন্দর হয় তবে সোনায় সোহাগা ।

আমি ভাষা সঠিক উচ্চারন পারিনা ( বাংলা , সুইডিশ) লিখায় বানান অনেক ভুল হয়(বাংলা) আর হাতের লিখা কাকের ঠ্যাং বকের ঠ্যাং ( ভাগ্য ভাল ব্লগে হাতে লিখতে হয় না)

ইউরোপে লিখা পড়া করাতে বানান ভুল আর অসুন্দর হাতের লিখার জন্য তেমন সমস্যায় পরতে হয়নি । আমাদের টিচার বলত তুমি যদি শুদ্ধ বানানে লিখতে পারো সেটা বেষ্ট, কিন্ত একটু আকটু ভুল হলেও তোমার মিনিং যদি ঠিক থাকে তোমাকে আমি পূর্ণ নাম্বার দিব ।

বিসিএস এর জন্য কি পরব( পড়ব) ? বিসিএস যেহেতু একটা পরিক্ষা এখানে “পরব” বল্লেও আমার ধারনা সবাই বুঝতে পারবে সে কাপড় পরা নাকি বই পড়া বুঝিয়েছে ।

যাই হোক আমাদের সবার সচেতন হওয়া উচিত ভাষার সঠিক উচ্চারণ ও শুদ্ধ বানানের প্রতি।

ধন্যবাদ আপু ।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:০৮

শিখা রহমান বলেছেন: "ভাষার সঠিক উচ্চারণ ভাষার অহংকার, শুদ্ধবানানে লিখা ভাষার অলংকার,সাথে হাতের লিখা যদি সুন্দর হয় তবে সোনায় সোহাগা।" আসলেই!! এখন কম্পিউটারে সবকিছু টাইপ করার কারণে আমারও হাতের লিখা কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে গেছে। একসময় সুন্দর ছিলো। :(

আমেরিকায় কিন্ডারগার্ডেনে উচ্চারণের ওপরে ভিত্তি করে বানান শেখানো শুরু হয় আর তখন ভুল বানানে মনের ভাব প্রকাশ করলেও শিক্ষকেরা মেনে নেন। কিন্তু প্রথম থেকে অষ্টম গ্রেড পর্যন্ত প্রতি সপ্তাহে বানানের লিষ্ট দেয়া হয় আর সপ্তাহান্তে বানানের ওপরে পরীক্ষা হয়। ওপরের ক্লাসে বানান ভুল আর পাংচুয়েশন ভুলের জন্য নম্বর কাটা হয়। চাকরীর আবেদনে একাধিক বানান বা ব্যাকরণগ ত ভুল থাকলে সেই আবেদনকারীকে খারিজ করে দেয়া হয়। সব জাতিই তাদের মাতৃভাষাকে শ্রদ্ধা করে, ভালোবাসে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

৩০| ০২ রা জুন, ২০১৮ রাত ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি কমেন্ট আমুতে দেয়ার কারণ টা কি বুঝতে পেরেছেন?
যাতে কোন ভুল না হয়। :P

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:১১

শিখা রহমান বলেছেন: কবি আমিতো আর শব্দ পুলিশ নই। :) টেনশন ঝেড়ে ফেলে খোলামনে মন্তব্য করুন। B-)

৩১| ০২ রা জুন, ২০১৮ সকাল ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ইমু হবে।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:১২

শিখা রহমান বলেছেন: :) বুঝতে পেরেছি। ভালো থাকবেন কবি।

৩২| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পোষ্ট আর মন্তব্য প্রতিমন্তব্য সবই দারুন!!!!

আর বলার কিছু নেই। সবাই সব বলে ফেলেছে যে! ;) হা হা হা

আমাদের জাতীয় দিক নির্দেশনা মূলক কাজ খুবই কম!
বাংলা একেডেমি স্রেফ বইমেলাতে আটকে আছে! বিশাল বিশাল ভবন আর দিবসে সীমাবদ্ধা!
মাস শেষে মাইনের দায় বোধ যে নেই হৃদয়ে!!!!বিবেকতো কবেই মরে ভূত!

মিডিয়া গুলোর ছ্যাড়াব্যাড়া নাটক, অনুষ্ঠান উপস্থাপনা! আঞ্চলিকতা আর পুরান ঢাকার ভাষা প্রমোট করতে করতে তাতে আরো জল ঢালছে! ষ্টাইলে পরিণত হয়েছে ভাষা বিকৃতি!
একটা ইউনিক ষ্টাইলতো মেইনটেইন করতে হবে। কোন একটা চ্যানেলকে। প্রতিষ্ঠানকে! যাকে মানুষ আইডল বলে মানবে!

কে কাকে জাগায়??? সব জেগে ঘুমে! যাই আমিও কুম্ভ কর্ণের খোঁজ করি!!!!! :((

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:১৮

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী খুব দরকারী কিছু কথা আপনার মন্তব্যে উঠে এসেছে। "একটা ইউনিক ষ্টাইলতো মেইনটেইন করতে হবে। কোন একটা চ্যানেলকে। প্রতিষ্ঠানকে! যাকে মানুষ আইডল বলে মানবে!" একদম!! আগে কিন্তু ভাষার এমনটা অপব্যবহার ছিলো না।

সুচিন্তিত মন্তব্যের জন্য ও পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা কবি। ঘুমে বা জাগরণে ভালো থাকবেন।

৩৩| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৪০

একদম_ঠোঁটকাটা বলেছেন: আসলে বাংলাটা খুব একটা লেখা হয় না তাই মাঝেমধ্যে ভুল হয়ে যায়। আবার চিন্তায় পড়ে যাই " অদ্ভুত" এ " দ " নাকি "ত" হবে!
বাংলা ভাষা এখন একটা জগাখিচুড়ী ভাষা হয়ে দাড়িয়েছে । "অসম্ভব" এখন বলা হয় "বেসম্ভব" ।

"অরণ্যদেব"- যাদব পায়েং

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:২৪

শিখা রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। লিঙ্কে দেয়া পোষ্টটা পড়লাম। ভালো লেগেছে।

আমার ব্লগে স্বাগতম। আশাকরি মাঝে মাঝে ব্লগে আপনাকে পাবো।

শুভকামনা। ভালো থাকবেন।

৩৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫২

উম্মে সায়মা বলেছেন: আসলেই দৃষ্টিকটু লাগে। বানান ভুল হলে লেখাটা যত ভালোই হোক আর পড়তে মন চায়না। একটা খারাপ ইম্প্রেশন চলে আসে।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:২৬

শিখা রহমান বলেছেন: উম্মে বানান আর ব্যাকরণের ভুল সর্বস্ব লেখা পড়া আর দাঁতের নীচে খাওয়ার সময়ে কাঁকড় পড়া একইরকম। লেখা পড়ার ইচ্ছেই নষ্ট হয়ে যায়।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা।

৩৫| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাসতে হাসতে মরে গেলাম... মড়ে যাইনি, পরেও যাইনি...
হা হা হা ঘার ভাংগেনি,,,,,,,,,ঘড় ও পুরে নাই ......চমৎকার সব শব্দের খেলা
সুন্দর মজা করে লিখেছেন। ভালো লাগলো।
................................................................................................................................................................

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৩০

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল মজার মন্তব্যের জন্য ধন্যবাদ। :) মজা করার জন্যেই পোস্টটা দিয়েছি। মজা করার ফাঁকে ফাঁকে একটু বানানের প্রতি মনোযোগের কথা মনে করিয়ে দেয়া। :-B

আমার ব্লগে স্বাগতম। ফুলগুলোর জন্য ধন্যবাদ। আশাকরি মাঝে মাঝে ব্লগে আপনাকে পাবো।

আপনাকেও ফুলেল শুভেচ্শুছা। ভালো থাকবেন।

৩৬| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:২৫

জোকস বলেছেন: তা তো বুঝলাম, কিন্তু আমড়ার ছবি দেখে যে আমার জিহ্বায় জল এসে গেল।

বাইচ্চাগোর লাহান মুখে লালা পইরছে :P

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

শিখা রহমান বলেছেন: জোকস আমার ব্লগে স্বাগতম। আপনি প্রথম পাতায় এসেছেন দেখলাম। অভিনন্দন!!

ইশশ!! আপনার মন্তব্য পড়ে আমারও জিহ্বায় জল এসে গেল। লাল মরিচের গুঁড়ো মাখা লবন দিয়ে কচকচে আমড়া খেতে ইচ্ছে করছে। :(

শুভকামনা। আশাকরি মাঝে মাঝে ব্লগে আপনাকে পাবো। ভালো থাকবেন।

৩৭| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

আখেনাটেন বলেছেন: চমৎকারভাবে বিষয়টি তুলে ধরেছেন। পরতে পরতে বেশ হাসি হেসে নিলুম। একটার পড় একটার বর্ণনা বেশ ভালো লেগেছে। :P

যদিও অনেক সময় কীবোর্ডের কারণে এই বিভান্তিকর অবস্থার মুখোমুখি হতে হয় অনেকের। তারপড়ও কথা থেকে যায়। আমাদের লেখা পরাতে আর একটু সচেতন হওয়া দরকার। :(

সেদিন ঝুম শিড়োনামের একটি বাংলা গান শুনছিলাম। খুবই বিখ্যাত গান। কয়েক কোটিবার শোনা হয়েছে। শোনার পড় মনে হল শিল্পীও কি এ সমস্যায় পতিত কিনা? আমার কানেড়ও সমস্যা হতে পারে।

সুন্দর এ লেখাটির জন্য অনেক অনেক শুভেচ্ছা শিখাপা আপনাকে।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫১

শিখা রহমান বলেছেন: আখেনাটেন :) আপনাড় মন্তব্যেড় জন্য ধন্যবাদ। টাইপো আর অবহেলা এক নয়। একটু সচেতনতা আশা কড়াই যায়। :-B বানান থেকে র-ড় বিভ্রাট এখন উচ্চাড়ণেও। অনেক গানের শিল্পীই র-কে ড় উচ্চারণ কড়েন। আপনার কান ঠিক আছে। জানাড় সমস্যা!! :(

পড়ার জন্য আপনাকেও শুভকামনা ও ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৮| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১:৩১

রাকু হাসান বলেছেন: এই সমস্যাটা বর্তমানে অনেক হচ্ছে .।ব্যক্তিগত ভাবেও সচেতনতার অভাবে হয়ে যায় । এমন একটা আর্টিকেল শেয়য়ার করার জন্য ধন্যবাদ । আমাদের সচেতনতা বাড়িয়ে দিতে ভাল কা্জ করবে ।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

শিখা রহমান বলেছেন: রাকু হাসান আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। মজা করে লিখলেও পোষ্টটা আসলেই সচেতনতার দিকে দৃষ্টি আকর্ষণের জন্যেই।

আমার ব্লগে আপনাকে স্বাগতম!! মাঝে মাঝে ব্লগে দেখা হবে আশাকরি। ভালো থাকবেন ও শুভকামনা।

৩৯| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উন্নত রসের বুদ্ধিদীপ্ত রম্যপোস্ট।
বানান-সমস্যার মতো অনেকের যতি/বিরামচিহ্ন'র সমস্যা আছে প্রকট। সেগুলোর উপর একটু নজর দেবেন আশা রাখি :)

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

শিখা রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই রম্য রচনা ঠিক আমার আসে না। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

"বানান-সমস্যার মতো অনেকের যতি/বিরামচিহ্ন'র সমস্যা আছে প্রকট। সেগুলোর উপর একটু নজর দেবেন আশা রাখি।" B:-) আমাকেই নজরদারি করতে হবে? ব্লগের ব্যাকরণ পুলিশের দ্বায়িত্ব শেষমেষ আমার ওপরেই বর্তালো কি? =p~ চেষ্টা করবো। লিখলে অবশ্যই পোষ্ট করবো ব্লগে।

শুভকামনা। ব্লগে আসার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন কবি।

৪০| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: এই প্রথম আপনার লেখা পড়লাম আপু। এক কথায় চমৎকার। বানান ভুল নিয়ে দারুন উপস্থাপনা। =p~

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২

শিখা রহমান বলেছেন: ফুলঝুরি আমার ব্লগে স্বাগতম। মিষ্টি মন্তব্যটার জন্য ধন্যবাদ। রম্যরচনা তেমন লিখি না। গল্প-কবিতাই বেশী।

মাঝে মাঝে ব্লগে দেখা হবে আশাকরি। ভালো থাকবেন ও শুভকামনা।

৪১| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:০৬

তারেক ফাহিম বলেছেন: শীখা’পু কি শেখাইলেন B-)

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

শিখা রহমান বলেছেন: তারেক :) এমন কিছু শিখাইনি যা আপনি জানেন না। মনে করিয়ে দিলাম এই যা!! =p~

শুভকামনা। ভালো থাকবেন।

৪২| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুম‌ণি, অসাধারণ পোস্ট পড়লাম। খুবই ভা‌লো লাগ‌লো।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

শিখা রহমান বলেছেন: সাজ্জাদ মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনি আমার ব্লগের নিয়মিত পাঠক ও আমার ব্লগে আপনাকে স্বাগতম!! মাঝে মাঝে ব্লগে দেখা হবে আশাকরি। ভালো থাকবেন ও শুভকামনা।। তাই আপনার মন্তব্যের ওজন আলাদা।

ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। শুভকামনা। ভালো থাকবেন।

৪৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৫৮

সনেট কবি বলেছেন: না হেসে পারলাম না।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

শিখা রহমান বলেছেন: সনেট কবি আপনি আনন্দ পেয়েছেন সেটা অনেক বড় পাওয়া। আমি আপনার কবিতার মুগ্ধ পাঠক।

শুভকামনা। ভালো থাকবেন সুন্দর সব স্বপ্ন নিয়ে।

৪৪| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আপুনিইইই।।।
এতো মজা করে কিভাবে লিখলেন???!!!

যাইহোক আমারো অনেক ভুল হয়, শুধরে দিয়েন।।।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২০

শিখা রহমান বলেছেন: বৃষ্টি বিন্দু :) প্রিয় ছড়াকার-কবিকে আনন্দ দিতে পেরেছে আমার সামান্য লেখা সেটাতো বিরাট পাওয়া।

আপনার তেমন ভুল চোখে পড়েনি। পড়লে অবশ্যই বলতাম।

শুভকামনা। ভালো থাকবেন। সুন্দর সব কবিতা-ছড়ায় ব্লগ ভরে উঠুক।

৪৫| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:২৮

পবন সরকার বলেছেন: হে হে হে র আর ড় নিয়ে দারুণ লিখেছেন। ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:২৯

শিখা রহমান বলেছেন: পবন সরকার আমার ব্লগে আপনাকে স্বাগতম!! মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন। ব্লগে মাঝে মাঝে দেখা হবে নিশ্চয়ই।

৪৬| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই সমস্যা গুলো কোন সময় মনের অজান্তেই হয়ে যায়। তবে ঠিক করে উচ্চারণ আর লিখা চাই।

০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৪০

শিখা রহমান বলেছেন: সুজন ভুল আর অবহেলার মাঝে বিস্তর ফারাক। আমি আসলে বানান ভুলের বিষয়ে সতেচন হওয়ার কথা বলতে চেয়েছি।

পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন।

৪৭| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

রায়হান চৌঃ বলেছেন: অসাধারণ লিখেন আপনি।
খুব ভালো লাগে, বলতে পারেন খবই মজা পাই আপনার শুদ্ধ বাংলা শব্দ গুলো পড়তে।
"র" / "ড়" এর এত ভুল ব্যবহার সামু তে না আসলো জানতে পারতাম না। আমার মনে হয় গত ৫ বছরে যে পরিমান মন্তব্য আমি নিজে নিজে করেছি, তা যদি লিখা হয় তবে সামু তে জায়গা হবে না। তবে এটা ঠিক যে "বাংলা আদর্শ লিপি" যারা পড়েনি তারা ই এই ভুল গুলো করে যাচ্ছে। আশা রাখি আমরা বাংলাদেশিরা শুদ্ধ বাংলা বলতে ও লিখতে পারবো।

চর্চা হোক শুদ্ধ বাংলা
বেঁচে থাকুক আমার "বাংলা আদর্শ লিপি"

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৪

শিখা রহমান বলেছেন: রায়হান চৌঃ আমার ব্লগে স্বাগতম। আপনার সুন্দর ও সুচিন্তিত মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

"চর্চা হোক শুদ্ধ বাংলা
বেঁচে থাকুক আমার "বাংলা আদর্শ লিপি"..একমত!!

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন। ব্লগে মাঝে মাঝে দেখা হবে নিশ্চয়ই।

৪৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: আজই আপনার ব্লগে প্রথম আসলাম , হ্যাঁ বৈচিত্র আছে । মনে হচ্ছে এই ব্লগ আমাকে বার বার ডাকবে । ভাল থাকুন সব সময় ।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

শিখা রহমান বলেছেন: দৃষ্টিসীমানা হুউউউ...আমার ব্লগে প্রথম পা রাখার জন্য ভাললাগা নেবেন।

ব্লগে একটু বৈচিত্র আনার চেষ্টা ইচ্ছাকৃত। কবিতা, কাব্যকথা, একটু দুষ্টুমি পোস্ট আর গল্প দিয়ে একটু চেষ্টা করি, তবে লেখাদের মান কেমন হয় কে জানে!!

" মনে হচ্ছে এই ব্লগ আমাকে বার বার ডাকবে ।" --- ডাকলে সাড়া দেবেন কিন্তু!!

শুভকামনা সতত!! আবারো দেখা হবে আশা করি। :)

৪৯| ১৪ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দাড়ুন স্যাটায়াড়
ভিশন ভাল্লাগলো পরে

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৬

শিখা রহমান বলেছেন: কি করি আজ ভেবে না পাই তোমাড় ভালোলাগা মানেই দাড়ুন ব্যাপাড়!! তোমাড় ড়সবোধ আর ড়ম্য ছরাগুলো দুর্দান্ত। তুমি বললেই তাই মন আলো আড় মন ভালো। :``>>

ভালো থেকো ছেলে। পাশে থাকাড় জন্যে একড়াশ ভালোবাসা ও ঢণ্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.