![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
নামহীন পুরুষ তোমাকেই বলছি,
হ্যা তোমাকেই...
ভীড়ের মাঝে শরীর খুবলে ধরা তোমাকে,
বাসে টেম্পুতে লোকচক্ষু এড়িয়ে
কোমরের ভাঁজে আঙ্গুল খেলানো
তোমাকেই বলছি।
যদিও কোন অভিজ্ঞ সেনাপতিই শত্রুপক্ষের সাথে
রণকৌশল আলোচনা করে না তারপরেও বলছি।
গলির মোড়ে অশ্লীল খিস্তি, কুকুর ডাকা শীষ
বাজিয়ে আমাকে ডাকা তোমাকে,
আচমকা লোডশেডিং হতেই অন্ধকারে হামলে পড়া তোমাকে,
হ্যা তোমাকেই বলছি।
প্রকৃতির প্রতিশোধের কথা বলছি।
নামহীন পুরুষ তোমাকেই বলছি।
তোমার ঘরেও একদিন জন্ম নেবে মেয়ে।
রক্তমাংসের ভোগ্যপণ্য নয়, মোহনীয় খাজুরাহোর মূর্তি,
বা স্বর্গলোকের দেবীও নয়,
কামাতুর তোমাকে সে শেখাবে মেয়েরাও মানু্ষ।
সে শুধুই শরীর নয়,
বর্তুলাকার পিন্ডদ্বয়ের পেছনে তারও
হৃৎপিণ্ড আছে, মন আছে।
সে তোমাকে শেখাবে
প্রত্যেক নারীই জ্যোৎস্না আর যাদুর মিশেলে গড়া
এক আশ্চর্য প্রানী, যেমনটা তোমার মা...
তারা জন্ম দিতে পারে।
তোমার মেয়ে একদিন তোমাকে মনে করিয়ে দেবে
মাতৃগর্ভের কথা, তোমার জন্মের কথা।
নামহীন পুরুষ জেনে রাখো,
পথে ঘাটে বাসে বাড়িতে অসুরনিধন করে
তোমাকেই সে দেবে যুদ্ধজয়ের সংবাদ।
তার রণজয়ী চোখের আয়নায় তুমি,
অপলক ত্রাসে দেখবে তোমার বুকেই বিধে আছে
ধারালো ত্রিশূল।
শোন নামহীন পুরুষ...
নাম না জানলেও গোত্র জানি তোমার
তুমি মানুষ নও, অসুর।
© শিখা (২৮ শে জুন, ২০১৮)
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭
শিখা রহমান বলেছেন: সাজ্জাদ সবার উদ্দেশ্যে কবিতায় বলা হয়নি। যাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদেরকে উল্লেখ করা হয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।
২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
অনেক পরিবারে মেয়ে হয় না, শুধু ছেলে হয়!
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭
শিখা রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।
৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭
শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮
শিখা রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় লেখক। ভালো থাকবেন। শুভকামনা।
৪| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! সব পুরুষকে নয়। সব পুরুষই অসুর নয়। কবিতা ভালো হয়েছে। আপনার প্রতিবাদী লেখাগুলো খুবই ধারালো! তবে এভাবেই লেখা উচিত!
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:১১
শিখা রহমান বলেছেন: কবিসম্রাট আপনার মন্তব্য পেয়ে মনে হলো কবিতায় প্রতিবাদ তুলে আনতে পেরেছি। সব পুরুষকে নয়, শুধু বিশেষ কিছুকে উদ্দেশ্য করেই যে এই কবিতা লেখা সেটা অনুধাবনের জন্য কৃতজ্ঞতা।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন কবি। শুভকামনা।
৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪
অচেনা হৃদি বলেছেন: কবিতায় ভালো লাগা আপু । +++
স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২১
শিখা রহমান বলেছেন: অচেনা হৃদি কেমন আছো? ব্যস্ততার জন্য ব্লগে কম আসা হচ্ছে আজকাল। ফোন থেকে ব্লগের লেখা পড়লেও মন্তব্য করা হয় না। তোমার কয়েকটা লেখা আর কবিতা বেশ ভালো লেগেছে।
"স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না।" স্বপ্নই বাচিয়ে রাখে আশাকে আর আমাদের।
সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা। ভালো থেকো। শুভকামনা।
৬| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসুরেরা যে কবিতা পড়ে না কবি!
যার ভেতর কাব্য থাকে সেতো অসুর হতেই পারেনা!
তবে অসুর বধের দারুন কাব্যে মুগ্ধতা।
যে পথে তুই এলি ভবে
ভাবলিনা তারে সত্যভাবে;
ভক্তি প্রনাম প্রাপ্য যাহার
ভগবানে -তোর কিরুপ ব্যবহার?
হুশ ফিরা তোর থাকতে সময়
নইলে ত্রিশুল বিঁধবে বুকে।
+++
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৭
শিখা রহমান বলেছেন: বিদ্রোহী আপনার মন্তব্যগুলোও কবিতা হয়ে যায়। এমন সুন্দর করে বলেন যে মন ভরে যায়!!
"অসুরেরা যে কবিতা পড়ে না কবি!
যার ভেতর কাব্য থাকে সেতো অসুর হতেই পারেনা!" সে জানি। কিন্তু মনের ক্ষোভ আর বিদ্রোহ কবিতাকে ছাড়া আর কাকেই বা জানাবো। কবিতা যে সত্যি বলে, মনের কথা, বিবেকের কথা বলে।
মন্তব্যে একরাশ মুগ্ধতা ও ভালোলাগা রণক্লান্ত কবি। শুভকামনা। অনেক ভালো থাকবেন।
৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৭
ঋতো আহমেদ বলেছেন: কবিতা ভালো হয়েছে। সহজ ভাষায় তীব্র ঝাঁঝালো তীক্ষ্ণ বক্তব্য। ধীক্কার সেই সব অসুর দের।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৮
শিখা রহমান বলেছেন: ঋতো মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা। অনেক ভালো থাকবেন।
৮| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৩
সূচরিতা সেন বলেছেন: অনেক ভালো লাগল আপু।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০
শিখা রহমান বলেছেন: সূচরিতা সেন আমার ব্লগে প্রথম এলেন। স্বাগতম। পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
আশা করছি মাঝে মাঝে ব্লগে আপনাকে পাবো। ভালো থাকবেন। শুভকামনা।
৯| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫
রাকু হাসান বলেছেন: কবিতা ++ ,শুনুক নামহীন পুরুষেরা .....কষ্ট করে পড়ছি ।শিখাপু চা খাওয়ান ,তবে সময় নষ্ট হয়নি আমার ।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৭
শিখা রহমান বলেছেন: রাকু হাসান কষ্ট হলো কেন পড়তে? বেশী কঠিন করেতো লিখিনি। সোজা সাপটা ভাষায় মনের কথা বলেছি। যাইহোক সবসময়ে আমার পাশে থাকার জন্য এক কাপ মশলা চা আপনার প্রাপ্য।
ভালো থাকবেন। শুভকামনা।
১০| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬
সুমন কর বলেছেন: সত্য কথন !! ভালো লিখেছেন।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮
শিখা রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি। শুভকামনা। অনেক ভালো থাকবেন।
১১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩১
তারেক_মাহমুদ বলেছেন: একদম ঠিক জায়গায় আঘাত করেছেন আপু। মানুষরূপী পশুদের বিরুদ্ধে কবির ভাষায় তীব্র প্রতিবাদ। অনেক মুগ্ধতা ++
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০
শিখা রহমান বলেছেন: তারেক সুন্দর মন্তব্যে উৎসাহ পেলাম।
পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা রইলো। শুভকামনা। অনেক ভালো থাকবেন।
১২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২
রাকু হাসান বলেছেন: হাহা কষ্ট করে পড়ার কথা বলার মানে হলো ,চা আদায় করে নেওয়া । ,বুঝতে হবে ।
কবিতা পড়তে কোন কষ্টই হয়নি ,বরং আরাম দায়ক হয়েছে ।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪৯
শিখা রহমান বলেছেন: রাকু হাসান চা খেতে চাইলে বলেলেই পাবেন। নিতান্তই অন্তর্জালীয় চা-নাস্তা।
ভালো থাকবেন। সুন্দর মন্তব্যে সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
১৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতার ছত্রে ছত্রে স্পুলিঙ্গ!
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫১
শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন অনেকদিন পরে লেখায় আপনার মন্তব্য পেলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভকামনা।
১৪| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১
সিগন্যাস বলেছেন: আমিতো ভাল মানুষ । রাস্তাঘাটে কোন দিকে তাকাই না
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫২
শিখা রহমান বলেছেন: সিগন্যাস তাহলেতো সমস্যা নেই। এই কবিতা আপনার উদ্দেশ্যে নয়।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।
১৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৮
এখওয়ানআখী বলেছেন: ত্রিশূল তোমাকেই ধরতে হবে নারী: অসুরকন্যার জন্য আর অপেক্ষা নয়।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৩
শিখা রহমান বলেছেন: এখওয়ানআখী আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।
১৬| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: দ্রোহের অনলে ভরপুর। দারুন লিখেছেন কবি ।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৫
শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন প্রিয় কবি। শুভকামনা।
১৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২
ঢাকার লোক বলেছেন: কবিতা ভালো হয়েছে। প্রতিবাদী ! ধারালো!!
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৫
শিখা রহমান বলেছেন: ঢাকার লোক আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।
১৮| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
উপযুক্ত শাস্তি ওই পাপিষ্ঠদের! প্রতিবাদী কবির প্রতিবাদী কবিতা! ভাল লাগা!
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৭
শিখা রহমান বলেছেন: ভ্রমরের ডানা অনেকদিন পরে লেখায় আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। ভালো আছেন আশাকরি।
বরাবরের মতোই সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। শুভকামনা।
১৯| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৮
অক্পটে বলেছেন: কোন কোন পুরুষ কেন যে অনুভব করেনা যে তারও মা আছে, আছে বোন বা স্ত্রী। এসব কাছের মানুষেরোও অন্য পুরুষের লালসার শিকার হেতে পারে।
কবিতাটি ভাল লেগেছে।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৯
শিখা রহমান বলেছেন: অক্পটে আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর ও সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি আমার কবিতার সারমর্ম মন্তব্যে তুলে ধরেছেন।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।
২০| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৫৩
জাহিদ অনিক বলেছেন:
যে পুরুষ হারিয়েছে নাম-
বদনাম যেন তার তরেই;
কেউবা আবার আসল নাম হারিয়ে
কুড়িয়েছে সর্বনাম।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০১
শিখা রহমান বলেছেন: জাহিদ কাব্যিক মন্তব্যে অভিভূত হলাম।
এতো সুন্দর কিছু কথা মন্তব্যে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ কবি। ভালো থাকবেন।
মন্তব্যে ভালোলাগা ও আপনাকে শুভকামনা।
২১| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৫৭
উম্মে সায়মা বলেছেন: সেসব নামহীন পুরুষদের ধরে ধরে এ কবিতা পড়ানো উচিৎ। তবু যদি কিছুটা উপলব্ধি হয়!
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০২
শিখা রহমান বলেছেন: উম্মে সায়মা সুন্দর ও সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা রইলো।
২২| ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০০
সামু পাগলা০০৭ বলেছেন: শিখা আপু! পড়ার সাথে সাথে পোস্টে দিয়েছি লাইক। অসাধারণ!
নামহীন পুরুষদেরকে বা তোমার ভাষায় অসুর, এবং আমার ভাষায় মানুষরূপী অমানুষদেরকে প্রতি লাইনে চড় মেরেছ। পত্রিকা, টিভি, মিডিয়া এবং চারিপাশেই এসব অমানুষদের কীর্তিনামা যখনই পড়ি ঘেন্নায় শরীর গুলিয়ে ওঠে। অন্য নারীর ধর্ষনের খবরে নিজের শরীরেও অস্বস্তি বোধ করি। অপরিচিতা কোন নারীর যৌতুকের পুড়ে যাবার খবরে নিজের শরীরই জ্বলে ওঠে। সেই জ্বলুনি কবিতার মধ্যেও দেখলাম। কে বলে নারীরাই নারীর শত্রু? একজন নারীই সবচেয়ে বেশি বুঝতে পারে আরেক নারীর মন! কবিতার চড়ের শব্দে আমার জ্বলুনি একটু কমল। এভাবে ভার্চুয়াল এবং রিয়েলে অমানুষদেরকে চড়ের পর চড় মেরে যেতে হবে। প্রতিবাদী হতে হবে। অবশ্য, রাতের অন্ধকারে একা মেয়ে চার পাঁচ জন জানোয়ারের সাথে কোন শক্তিতে পেরে উঠবে?
আচ্ছা মেয়ে ধর্ষিত হলে বা যেকোন বিপদে পড়লে মানুষ তো জানতে চায়, মেয়েটি ওখানে ঐ সময়ে কি করছিল? আমার একটা প্রশ্ন মনে হয়, যেসব ছেলেরা গভীর রাতে বাইরে থেকে মেয়েদের অত্যাচার করে, অথবা দিনে দুপুরে পড়াশোনা না করে বখাটে তকমা লাগিয়ে মেয়েদের বিরক্ত করে, তাদের পরিবার কি একবার খোঁজও নেয়না তারা কোথায় আছে? কি করছে? পড়াশোনা, চাকরির কি অবস্থা? আমি খুব অবাক হই ভেবে যে এত দু:সাহস একজন পুরুষ পায় কোথা থেকে? পুরুষ থেকে অমানুষ হবার যাত্রায় পরিবার ও সমাজের কিছু আশকারা কি থাকে না? "সোনার আংটি বাঁকাও ভালো" বলা মানুষদেরকে সাবধান করতে পারলে হয়ত কিছু অমানুষ জন্মানো বন্ধ হয়ে যাবে।
মজার বিষয় হচ্ছে, প্রতিটি ছেলেই নিজের মাকে সর্বোচ্চ সম্মান দেয়, পিতার চেয়েও বেশি মাকে আপন ভাবে। আর কন্যা সন্তানকেও কলিজার মতো আগলে রাখে। কিন্তু সেই একই পুরুষ অন্যের মা, বোন, মেয়েকে কিভাবে অত্যাচার করে? একজন ইভটিজারের মেয়ে যখন টিজড হয় সে কি কবিতার মতো অনুধাবন করতে নারীর অস্তিত্বের শক্তিতে? কে জানে! করতে পারলেই বা কি! এক বয়সের পাপ অন্য বয়সের অনুতাপে পুড়ে যায় না।
এধরণের টপিক নিয়ে নারী হিসেবে বেশি বকবক করা আমার দায়িত্ব! দায়িত্ব পালন করলাম।
শুভেচ্ছা রইল অনেক প্রিয় শিখা আপুর জন্যে।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৭
শিখা রহমান বলেছেন: পাগলী মেয়েটা তুমি এমন সুন্দর গুছিয়ে মন্তব্য করো যে মন ভরে যায়। আর কিভাবে যেন খুব সহজেই মনের কথাগুলো লিখে ফেলো।
"এধরণের টপিক নিয়ে নারী হিসেবে বেশি বকবক করা আমার দায়িত্ব! দায়িত্ব পালন করলাম। পালন করলাম।" তুমি খুব ভালো ভাবেই দায়িত্ব পালন করেছো। দুর্দান্ত মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
ভালো থেকো অনেক পাগলী রাজকন্যা। ভালোবাসা ও শুভকামনা।
২৩| ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল আপু,
অসুর নিধন পর্ব অসাধারণ হয়েছে । কিন্ত এ অশুভ শক্তি যে কিছুতেই দমিবার নয়। সবকালে সব সমাজে এরা বিরাজমান। আমাদের অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর যে কোনও উপায় থাকেনা।
নিরন্তর শুভেচ্ছা আপু আপনাকে।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১০
শিখা রহমান বলেছেন: পদাতিক শুভদিন। আপনার এখন দিনের শুরু। পড়ার জন্য ধন্যবাদ।
"আমাদের অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর যে কোনও উপায় থাকেনা।" প্রতিবাদ আর প্রতিরোধ না করলে যে তাই হবে।
ভালো থাকবেন। শুভকামনা সতত।
২৪| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯
তারেক ফাহিম বলেছেন: নামহীন মানুষকে অসুর বলছেন।
আমার দেখা অভিজ্ঞতা।
আমি আর তারানা ভিড়ের মাঝে দাঁড়িয়ে রিক্সা খুঁঝছি। আচামক তারানা চট করে এক থাপ্পর বসে দিলে বেয়াদবের গালে
কি হয়েছে বলা মাত্রই লোকটি ভিড়ের মাঝে হারিয়ে যায়।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৩
শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম আপনি যে অভিজ্ঞতার কথা বলছেন সে অভিজ্ঞতা কম বেশী এবং একাধিকবার আমার হয়েছে, আর নিশ্চিতভাবে বলতে পারি অন্যদেরও হয়েছে।
পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।
২৫| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: নামহীন পুরুষকে একটা নাম দিয়ে দ্যান আফা।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৪
শিখা রহমান বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
২৬| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬
বৃষ্টি বিন্দু বলেছেন: নামহীন এই পুরুষরা কি আসলে পুরুষ?
এদেরকে কি মানবীয় মানষিকতা আছে?
কিছুই নেই...
কবিতাটি একটি প্রতিবাদী স্লোগান।
বোঝাতে পারবনা কতটা ভালো লেগেছে।
এই স্লোগান আরো জোরদার হোক...
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৭
শিখা রহমান বলেছেন: বৃষ্টি বিন্দু "কবিতাটি একটি প্রতিবাদী স্লোগান।
বোঝাতে পারবনা কতটা ভালো লেগেছে।
এই স্লোগান আরো জোরদার হোক..." মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।
২৭| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
সোহানী বলেছেন: একবার মনে পড়ে বান্ধবীর সাথে গাউছিয়ার মাঝে হাটছিলাম। এক লোক আমাদেরকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। আমার বান্ধবীর ছিল বেশ স্বাস্থবান। সে সাথে সাথেই ওই ছেলেকে দৈাড়ে যেয়ে এমন ধাক্কা দিল যে মাটিতে পড়ে গেল। তারপর কলার চেপে ধরলো........... হাহাহাহা। অনেকদিন পর মনে পড়ে গেল।
ভালোলাগলো শিখা প্রতিবাদী কবিতা।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২১
শিখা রহমান বলেছেন: সোহানী আপনার মন্তব্য পড়ে মনে পড়ে গেলো আমার এক খালার কথা। ঠিক এমনটাই ঘটেছিলো। উনি আর আমি ঈদের সময়ে গাউছিয়ার ভিড়ে হাটছিলাম। উন হঠাত পিছন ফিরে এক লোকের হাত ধরে সপাটে চড় বসিয়ে দিয়েছিলেন। প্রায় দুই দশক আগের কথা। কিছুই বদলায়নি বরং এইসব অমানুষদের সাহস আরো বেড়েছে।
পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।
২৮| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
জাজাফী বলেছেন: লেখাটি সুন্দর হয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষিতে লেখা সত্য বচন। খুব কম মানুষই এমন করে লিখছে। এখন সবাই তাবেদারী করতেই বেশি পছন্দ করে। আপনাকে সাধুবাদ জানাই। আমরা একটা অনলাইন পত্রিকা করেছি একটু ভিন্নধরনের। শুধু মাত্র ছোটদের বিষয় নিয়ে তাই নাম দিয়েছি "ছোটদেরবন্ধু" সময় পেলে ঘুরে আসবেন আর যদি আমাদের বিষয়াবলীর কোন কিছু আপনার ভালো লাগে তবে সেই ধরনের লেখাও দিতে পারেন আমরা তা আনন্দের সাথে প্রকাশ করবো। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন বিষয়ে প্রবন্ধ লিখলে তা আমাদের দিতে পারেন আমরা খুশি হবো। আপনার লেখায় প্রখর তীক্ষ্ণতা আছে,শক্তি আছে,প্রতিবাদ আছে যা আমাকে মুগ্ধ করেছে। এই লেখাটির জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে চাই।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৪
শিখা রহমান বলেছেন: জাজাফী আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর ও সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। ছোটদের উপযোগী লেখা লিখলে চেষ্টা করবো আপনার পত্রিকায় দিতে।
ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য ও আপনারদের পত্রিকার জন্য।
২৯| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:২০
সাহসী সন্তান বলেছেন: গত কয়েকদিন পূর্বে শহীদ মিনারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত একজন ছাত্রীর উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ইডেন কলেজের একজন ছাত্রীর লেখা একটা কবিতা পড়ছিলাম! আপনার কবিতার সাথে সেটা অনেকটাই সেমিলার...
আমার বাম স্তনে হাত দেয়া ছেলে দুটো আবার তার বাবা মার কোলে ফিরে যাক,
যে সাতজন টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল আমাকে,
তারাও ফিরে যাক তাদের প্রেমিকার কাছে।
আশ্রয় নিক প্রিয়তমার বাহুডোরে...
কিংবা আমারই মতো কোনো এক নারীর ছায়াতলে।
আমি জেনে গেছি, এই বাংলা তাদের,
আমি এও জেনে গেছি...
বাংলার বাতাসে ছড়িয়ে পড়েছে কিছু বিষাক্ত কুলাঙ্গারের নিঃশ্বাস,
পরিত্রাণ নেই কোথাও।
আমার স্তনে যে সাত সুপুরুষের চিহ্ন লেগে আছে তারা সংসারী হও,
তাদের কোলে জন্ম নিক ফুটফুটে দু'টো মেয়ে...
দিব্যি দিয়ে বলছি, এ আমার আশীর্বাদ!
আপনার কবিতাটাও সুন্দর হয়েছে! শুভ কামনা জানবেন!
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৭
শিখা রহমান বলেছেন: সাহসী সন্তান আপনার মন্তব্যে একরাশ ভালোলাগা ও কবিতায় মুগ্ধতা। অনেক অনেক ধন্যবাদ এই দুর্দান্ত কবিতাটা মন্তব্যে দেবার জন্য। পড়ে অভিভূত হলাম।
পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা।
৩০| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬
কাউছার হোসেন বলেছেন: দারুন লিখেছেন আপু, অনেক ভালো লাগল।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৮
শিখা রহমান বলেছেন: কাউছার হোসেন আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।
৩১| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৩
অর্ক বলেছেন: লেখার বক্তব্য ও বিষয়বস্তু অত্যন্ত ভালো তা বলাই বাহুল্য এবং এ সময় অত্যন্ত প্রাসঙ্গিক। কিন্তু বর্ণনায় প্রাঞ্জলতার বড়সড় ঘাটতি রয়েছে। দ্বিতীয় স্তবকের বাক্যটা ত্রুটিপূর্ণ মনে হলো, কিছুতেই গলাধঃকরণ করতে পারলাম না। লেখার শব্দ চয়ন বিশেষ ভালো লেগেছে। শব্দভাণ্ডারে আপনার ভালো দখল আছে বোঝা যাচ্ছে। আর এটা প্রতিভা বা দৈব নয়, শ্রমলব্ধ অর্জন। যাকে কুর্ণিশ করছি। আরও ভালো লেখার অপেক্ষায় রইলাম।
ভরপুর শুভেচ্ছা।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩২
শিখা রহমান বলেছেন: অর্ক আমি কবিতার চেয়ে গল্পেই বেশী স্বচ্ছন্দ আর তাই বর্ণনায় প্রাঞ্জলতার বড়সড় ঘাটতি থাকতেই পারে। আপনার সুন্দর ও গঠনমূলক সমালোচনায় ভালোলাগা রইলো। চেষ্টা করবো ত্রুটি কাটিয়ে সুন্দর লেখা উপহার দিতে।
আমার ব্লগে আপনাকে স্বাগতম। আশাকরি মাঝে মাঝে আপনাকে ব্লগে পাবো।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।
৩২| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৭
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৩
শিখা রহমান বলেছেন: ঠ্যঠা মফিজ মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা। অনেক ভালো থাকবেন।
৩৩| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯
তারেক সিফাত বলেছেন: আপু বেশ ভালো লাগলো কবিতাটি।
শুভকামনা রইলো।
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
শিখা রহমান বলেছেন: পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি মাঝে মাঝে পাঠক হিসেবে আপনাকে পাবো।
শুভকামনা ও ভালো থাকবেন।
৩৪| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,
নির্বাক, অব্যক্ত কিন্তু শক্তিশালী বক্তব্যে ঠাসা কবিতা । ঋজুতা আছে , আছে নামহীন পুরুষ নিধনে দূর্গতিনাশিনী -দশভূজা দেবীর আগমনী বার্তাও । চমৎকার !
সহব্লগার অর্ক বলেছেন - "দ্বিতীয় স্তবকের বাক্যটা ত্রুটিপূর্ণ মনে হলো" । আমার মনে হয় বাক্যটি ত্রুটিপূর্ণ নয় , স্থানটি ত্রুটিপূর্ণ । ঐ দ্বিতীয় স্তবকটিকে তৃতীয় স্তবকে স্থান দিলেই বাক্যটা পরবর্তী স্তবকের সাথে মিলে সার্থক হয়ে উঠবে মনে হয়।
সাহসী সন্তান এর উল্লেখিত একজন ছাত্রীর লেখা কবিতাটিও কিন্তু দারুন ।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭
শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস "নির্বাক, অব্যক্ত কিন্তু শক্তিশালী বক্তব্যে ঠাসা কবিতা ।" আপনার মন্তব্যে বরাবরের মতোই মন ভালো হয়ে গেলো।
অর্ক এবং আপনাকে গঠনমূলক মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা। আপনাদের মন্তব্য অনুসারে কবিতার স্তবকের ত্রমানুসার ভেবে দেখবো।
ভালো থাকবেন। শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সকলেই খারাপ নয়; কেউ কেউ খারাপ।