![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
প্রথম দেখা চৌরাস্তার ব্যস্ত মোড়ে,
ট্রাফিক পুলিশের ইশারায় স্থবির যানজটে।
কতোক্ষণ আর!! খুব বেশী হলে দু-এক মিনিট,
আর তোমাকে দেখা বড়জোর কুড়ি কি ত্রিশ সেকেন্ড।
বাসের দরজায় দাঁড়িয়ে থাকা উদাসীন এক যুবক,
তার উড়ন্ত চোখ আকাশপানে পাখা মেলেছে।
আকাশ নীল শার্ট আর মেঘরঙ্গা জিন্স,
উস্কুখুস্কু ঝাঁকড়া চুলের একখন্ড ঝড়োয়া মেঘ।
কয়েকটা মুহূর্ত মাত্র!!
আর কক্ষচ্যুত আমার পৃথিবী,
আহ্নিকগতির দিক বদল,
আর ভরদুপুরে ফিনিকফোটা জ্যোৎস্না নামা…
সেই ত্রিশ সেকেন্ডের দেখা
আজ অবধি বুকের মাঝে আতশবাজির ফোয়ারা ছোটায়।
রঞ্জন…সে দিনটা এখনো মনে আছে জানো?
তারিখটা ছিল ২৯শে আগস্ট।
এরপর কলাভবনের চত্বরে,
হঠাৎ চোখের সামনে কোথাও একটা চেনা ছায়া।
কোথাও সেই ঝড়োয়া বাতাস, এক টুকরো কালবোশেখী।
বিভোর আড্ডার মাঝেও বাধ্য হলাম তাকাতে।
বুকের ভেতরে ওই অদ্ভুত ধুকপুকানিটা
এ জীবনে যতোবার হয়েছে,
ততোবারই জেনেছি আমি প্রেমে পড়েছি।
সেদিনও জানলাম।
চোখের সামনে সেই রোদ-পোড়া রাস্তা, বাসের দরজা,
সর্বনাশা দুপুর আর ঝড়ের মতো তুমি,
আবার ভেসে এলো সবটা।
পরিচয় হলো সেদিনই, ১৯শে সেপ্টেম্বর।
সেদিন তোমার সাবলীল আলাপভঙ্গী, জড়তাহীন কথা,
সমুদ্রের মতো কন্ঠস্বর,
আজও বুকে তীর হয়ে বিঁধে আছে।
আমি ডুবেছিলাম রঞ্জন!!
সাঁতার জেনেও ডুবেছিলাম,
ভাসতে চাইনিতো…
তোমার বলিষ্ঠ বাহুতে, নীলাভ গালে আমার বিকেল থমকে গিয়েছিলো।
ওই পুরুষালী বুকে, একাকী চিবুকে মনের আঙ্গুলের অবাধ্য এক্কাদোক্কা,
ফিসফিসিয়ে বলেছিলাম তখনই "শিরায় শিরায় বিষ!!"
তোমাকে ভাবলে এমন অস্থির লাগে...
ভয় থাকে না, লজ্জা-দ্বিধা কিচ্ছু থাকে না আমার।
তুমি আমায় বড্ড নির্লজ্জ্ব, খুব বেপরোয়া করে দাও।
চৌরাস্তার মোড়ে ভীড় অগ্রাহ্য করে তোমার জন্য দাঁড়িয়ে থাকতে পারি,
মস্ত উঁচু ইমারত থেকে বাতাসে ছুঁড়ে দিতে পারি ভালোবাসার স্বীকারোক্তি,
খুব সহজেই সব ছেড়ে তোমার জন্য বন্ধুর পথ হাঁটতে পারি।
আমার সবটাই যে দিয়ে ফেলেছি এই তোমায়,
টুকরো টুকরো করে ছড়িয়ে রেখেছি তোমার চারপাশে।
নিকোটিনের গন্ধমাখা ওই কালচে ঠোঁটের টোপ গিলেছি,
তোমার ওই উড়াল চোখের ফাঁদে মন দিয়েছি।
রঞ্জন!! এই চাঁদ টাঙ্গানো নাভী, এই বাদামীরঙ্গা যৌবন
তোমায় ছাড়া বড্ড ফাঁকা, খুব বেমানান জানো?
ভেতরের এই উথাল পাথাল ঢেউ
কখনো জোয়ার এলে আনমনে ওই আঙ্গুলে ছুঁয়ে দেখো…
যে আঙ্গুল ভুল করেও ছুঁয়ে গেলে ধমনীতে চিড়বিড়িয়ে ওঠে প্রেম।
বিশ্বাস করো রঞ্জন…
তোমায় দেখলে সব ভুলে যাই।
তোমাকে ভাবলেই রক্তেমাংসে নেশা ধরে,
তুমি ঝাঁচকচকে আগুন, খিদের মতো টাটকা আগুন।
ভুলে যাই যে আমার শরীর মনের ক্রাশ
এই তুমি বন্ধুর ছোটভাই,
আমার চেয়ে ঠিক এক বছর ৪ মাস ৮ দিনের ছোট।
কখনো বলা হবে না তোমাকে "এইইই শোন...তুমি আমার শিরায় শিরায় বিষ..."
সাথে থাকা হলেও জানি তোমার পাশে থাকা হবে না।
বছর কুড়ি পরে আমরা যখন ঘোরসংসারী,
হয়তোবা খুব সুখীও,
বুকের মাঝে ফাঁকা লাগলে জেনে নিও ঠিক
ওখানটাতে ছিলাম আমি।
একলা দুপুর-গহীন রাতে অস্থিরতা, আনমনে ঘোর,
লাগলে তখন জেনে নিও আমিও ছিলাম,
আমিও তোমার “শিরায় শিরায় বিষ।“
© শিখা রহমান
(ছবি ইন্টারনেটে সংগৃহীত)
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
শিখা রহমান বলেছেন: প্রথমকথা আমার লেখায় আপনার প্রথম মন্তব্য কি? ব্লগে স্বাগতম!!
ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। আপনাকেও শুভকামনা। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহ! এমন বিষে জর্জরিত হতেও বুঝি পরম সুখ!! কী দারুণ লেখনি!!! পড়ে কিছুক্ষণ বুঁদ হয়ে থাকলাম। ফ্যান্টাস্টিক!!!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
শিখা রহমান বলেছেন: সম্রাট এমন বিষে জর্জরিত হতে পরম সুখই!! ভালোবাসার তো রক্তে উন্মাদনা তোলারই কথা।
আপনি কবিতা পরে বুঁদ হয়ে ছিলেন শুনে আসলেই অভিভূত হলাম। কবিদের ভালো লাগা অনেক বড় পাওয়া।
আপনার লেখা পাচ্ছিনা অনেক দিন। কবিতা চাই প্রিয় কবি!!
শুভকামনা ও পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকুন কবিতায় কবিসম্রাট!!
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
স্রাঞ্জি সে বলেছেন:
এমন শিরায় শিরায় বিষে ভালবাসার অগ্রাহ্য করবে কে, রঞ্জন!
কবিতার শিরা উপশিরায় বিষাদবৃক্ষ দূর হোক।
প্রথম ভাললাগা.....
বাদামরঙ্গা শব্দটার শাব্দিকঅর্থ কি বলবেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি সে "এমন শিরায় শিরায় বিষে ভালবাসার অগ্রাহ্য করবে কে, রঞ্জন!" --- হয়তো করবেনা। কিন্তু রঞ্জন মনে হয় না জানতো!!
প্রথম লাইকের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি খুব মনোযোগী পাঠক। আসলে টাইপো ছিলো। "বাদামীরঙ্গা" হবে, ঠিক করে দিলাম। তবে আপনি বলার পরে মনে হলো "বাদামরঙ্গা" শব্দটাও হতে পারতো। বাদামের মতো রং!!
ভালো থাকুন। পাশে থাকার জন্য ও সবসময় মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য ভালোলাগা জানবেন। আর যদিও অর্থ জানা নেই কিন্তু "স্রাঞ্জি সে" নামটা কেন জানি ভালো লেগেছে, কোথাও একটা ছন্দ আছে।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
ফেনা বলেছেন: মন ছোঁয়ে গেল।
আমি! প্রতিউত্তর! এবং অপেক্ষা।
শুভেচ্ছা জানবেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
শিখা রহমান বলেছেন: ফেনা কবিতাটা আপনার মন ছুঁয়ে গেছে জেনে ভালো লাগলো।
আপনাকে আবারো লেখায় পেয়ে খুব ভালো লাগলো। পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায়।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি কবিতা আমার ভালোলাগে না। পোস্টে মাইনাচ।
পুনশ্চঃ মাত্তার আপু, তুমি কোন ডিপার্টমেন্ট থেকে পড়েছো?
তোমার ক্যাম্পাস লাইফের ঘটনা নিয়ে কোন লেখা থাকলে লিংক দিও। তাড়াহুড়োর কিছু নেই, সময় করে দিলেই হবে।।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
শিখা রহমান বলেছেন: প্রতিক্রিয়া ! নিজামকে বলে তোমাকে মাইর খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমার পোষ্টে প্লাস না, জিরো না, একেবারে মাইনাচ!! কি দুঃসাহস!!
আমার ক্যাম্পাস লাইফ নিয়ে কোন লেখাতো নেই। ব্লগে নিজের কথা কম বলাই ভালো। একটু রহস্য থাকুক না হয়!!
তবে আমার এখনকার প্রাবাসী জীবনের গল্প আছে। "একজন দ্বিচারিণীর গল্প," "রমনীয় তকমা," আর "খয়েরী রঙের অপলাপ।" লিঙ্ক খুঁজে দেবো পরে সময় করে। তুমিতো আর সহজে পড়ছো না, যা ফাঁকিবাজ!!
ভালো থেকো প্রতিক্রিয়া বাবু। অনেকদিন পরে তোমার মন্তব্য পেলাম। তোমার মন্তব্য মানেই এক ঝলক সতেজ হাওয়া!!
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধূর, ব্লগের কবিতা আমার ভালোলাগে না। পোস্টে মাইনাচ।
।।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
শিখা রহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! তোমার প্রতিক্রিয়াতো সব লেখায় একটাই "পোস্টে মাইনাচ। "
আর এই কবিতার দু'দিন আগেইতো গল্প দিলাম, সেটাতে তো প্রতিক্রিয়া দেখলাম না।
জালিবেত বাদ!! এখন থেকে কান ধরে ওঠবস করাতে হবে।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
নীল আকাশ বলেছেন: ভালবাসা বাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট! প্রথম প্রেম মনের গভীরে সুপ্ত বেদনার মতোও, সারা জীবন শুধু খুঁচিয়েই বেড়ায়.......।
কবিতা ভালো হয়েছে, আপু।
নতুন একটা গল্প দিয়েছিলাম, সময় পেলে পড়ে জানাবেন কেমন হয়েছে........।
শুভ কামনা রইল!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
শিখা রহমান বলেছেন: নীল সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে উৎসাহ পেলাম। আধা খেঁচড়া কবিদের জন্য এইসব মন্তব্যই অনুপ্রেরণা!!
আপনার নতুন গল্পটা সময় করে পড়ে দেখবো। আপনাকেও শুভকামনা। ভালো থাকুন সবসময়।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪
হাবিব বলেছেন: ভালো লেগেছে..... কবিতায় +++
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
শিখা রহমান বলেছেন: হাবিব আপনার ভালোলাগা বড় পাওয়া। প্লাসের জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা ও পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
নজসু বলেছেন: এক পলকের একটু দেখা...............
তাতেই কতো কি হয়ে গেলো।
ভালো লাগলে হৃদয়ে গেঁথে যেতে বেশি সময়ের দরকার হয়না।
ভালো লাগাটা এতোই প্রখর যে তারিখ দিন ক্ষণ সময় আজও কবির হৃদয়পটে অমলিন।
শুভকামনা রইল আপনাদের জন্য।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
শিখা রহমান বলেছেন: নজসু ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
"ভালো লাগলে হৃদয়ে গেঁথে যেতে বেশি সময়ের দরকার হয়না।
ভালো লাগাটা এতোই প্রখর যে তারিখ দিন ক্ষণ সময় আজও কবির হৃদয়পটে অমলিন।" --- খুব সুন্দর করে বলেছেন।
আপনাকেও শুভকামনা। পড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
ক্লে ডল বলেছেন: তীব্র প্রেমের এক কাব্যিক ঢেউ এ চেপে, দুলে দুলে যেন মোহিত এক যাত্রা করলাম। এক বছর ৪ মাস ৮ দিনের ছোট তে এসে খানিকটা ধাক্কা! তারপর বুকের ভিতর একটা মোচড় নিয়ে পড়া শেষ। এখানেই লেখকের সার্থকতা!
সত্যি খুবই সুন্দর এবং ব্যতিক্রম লেখা!!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
শিখা রহমান বলেছেন: ক্লে ডল অনেকদিন পরে লেখায় আপনাকে পেয়ে ভালো লাগলো।
আমার কবিতায় আপনার যাত্রা এমন সুন্দর করে বর্ণনা করলেন যে আপ্লুত হলাম। কবিতায় একটা গল্প আছে, আর অনেকগুলো দৃশ্যকল্প। আপনার কবিতাটা "সুন্দর এবং ব্যতিক্রম" মনে হয়েছে শুনে মন আলো হয়ে গেলো।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
মনিরা সুলতানা বলেছেন: একটু দেখা
একটু কথা
বুকের মাঝে চিনচিনে ব্যথা .....।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
শিখা রহমান বলেছেন: নীরা আসলেই তাই "বুকের মাঝে চিনচিনে ব্যথা ....."!!
কবিতাটা রঞ্জনের জন্য লেখা আর তোমার জন্য ব্লগে পোস্ট করলাম। তুমি গল্পটা পড়ে মন খারাপ করেছিলে। রঞ্জনরা হারায় না, তার থাকেই কারণ তারা "শিরায় শিরায় বিষ!!"
ভালো থেকো কবিতার মেয়ে। ভালোবাসা আর শুভকামনা।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: আমি নাটয় নির্মাতা হলে এই কবিতা দিয়ে একটা নাটক বানাতাম।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
শিখা রহমান বলেছেন: রাজীব আপনি নাটক নির্মাণ করলে জানাবেন নিশ্চয়ই। I will be honored.
ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর!!
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটা আগেও পড়েছি । সময়ের অভাবে মন্তব্য করতে পারেনি। এখনো ঠিক একই অবস্থা । সময় পেলে আমার মন্তব্য করতে আসব। যেটুকু বুঝেছি ভালো লেগেছে।
শুভ কামনা ও বিনম্র শ্রদ্ধা প্রিয় আপুকে ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
শিখা রহমান বলেছেন: পদাতিক আমারও আপনার সপ্তম পর্ব পড়া বাকী। মন দিয়ে, সময় নিয়ে পড়তে বসবো। ব্যস্ততার মাঝেও এসে মন্তব্য করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। মন্তব্যের অপেক্ষায় থাকলাম। শুভকামনা নিরন্তর!!
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতার মত যেন একটা প্রেমের গল্প । আক্ষেপে পোড়ানো ।
ভাল লেগেছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
শিখা রহমান বলেছেন: কথাকথিকেথিকথন কবিতায় আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ঠিক বলেছেন!! কবিতায় একটা গল্প আছে, আর অনেকগুলো দৃশ্যকল্প।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা সতত!!
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
সাইন বোর্ড বলেছেন: অাবৃত্তির জন্যে বেশ উপযোগি কবিতা, প্রবাহমান অাবেগ, নদীর জলের মতো বয়ে চলেছে...
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
শিখা রহমান বলেছেন: সাইন বোর্ড মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি কি আবৃত্তি করতে পারেন? ভালো লাগলে আবৃত্তি করতে পারেন।
মন্তব্যে ভালোলাগা আর আপনাকে অফুরন্ত শুভকামনা।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
জাহিদ অনিক বলেছেন: ১৯শে সেপ্টেম্বর, ২৯শে আগস্ট-
১ বছর চার মাস ৮ দিন---
কবিতা ও কবি সার্বজনীন হলেও, কিছুকিছু কবিতা তো লেখা কেবলমাত্র একজন দেবতার নৈবেদ্য রূপেই, কোথাও না কোথাও সে যদি দেখে ফেলে, পড়ে ফেলে; তবেই না কবিতার পূর্ণতা আসে।
তথাপিও, আমরা যারা কেবলই পাঠক তারাও সে একক দেবতার পূজো দেখি- মন্ত্রের মত কবিতা জপি-
কবিতায় মুগ্ধতা শিখা আপু
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:১৯
শিখা রহমান বলেছেন: জাহিদ "১৯শে সেপ্টেম্বর, ২৯শে আগস্ট-
১ বছর চার মাস ৮ দিন--- " --- অবশ্যই দিন-তারিখ গুলোর অর্থ আছে!!
এই কবিতা যাকে ভেবে লেখা তার কাছে পৌঁছাবে না তা জানি আর সেজন্য আক্ষেপও নই। স্বীকারোক্তির কবিতায় প্রত্যাশা থাকে না কবি, শান্তি থাকে। তবে কবিতার নৈবেদ্য পাঠকের পূজোয় লাগলেই যে সার্থকতা!!
কবিদের মুগ্ধতা মানেই এলোমেলো ছোঁড়া শব্দদের তীর কোথাও লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা প্রিয় কবি।
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ক্ষণিকের দেখা কিন্তু এর রেশ থেকে যায় আজীবন
ক্ষুরধার লেখনি.....
সব মিলিয়ে চিত্ররূপময় বর্ণনা
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২৪
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স সুন্দর মন্তব্যে ভালোলাগা রইলো। কবিতায় অনেকগুলো দৃশ্যকল্প ব্যবহার করেছি। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম।
পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: আপু আবার পড়লাম । আদিবাসী সংস্কৃতির উপরে সামান্য একটু কাজ করতে গিয়ে জেনেছি অসম্ভব মাদল ভক্ত আদিবাসী সম্প্রদায় যদি পেটে একটু মহুয়া ফলের নির্যাস থেকে তৈরি পানীয় পরে তাঁত ছন্দে মাদলের উদ্দমতা বারে গোটা জাতি মেতে উঠে এক অনাবিল আনন্দে । বোধ হয় এই কারণেই শিব নীলকন্ঠ হয়েছিলেন । আপনার এই শিরায় শিরায় বিষও এতটা আকাঙ্খিত এতটা এমন মাতাল হাওয়া বয়ে যাক এ জীবনে .......
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩০
শিখা রহমান বলেছেন: পদাতিক আপনার মন্তব্যটা এমন সুন্দর যে মন আকাশে উড়লো। ভালোবাসার কবিতায় আমি একটু নির্লজ্জ, একটু বেপরোয়া। ভালবাসা ততোক্ষণই ভালোবাসা যতোক্ষণ সে বেহিসেবী, মাতাল করা। ভালোবাসা আসলেই শিরায় শিরায় কাঙ্খিত বিষ!!
ভালোবাসার "মাতাল হাওয়া বয়ে যাক এ জীবনে ......." মন্তব্যে একরাশ মুগ্ধতা আর ভালোলাগা। শুভকামনা প্রিয় লেখক।
১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯
সোহানী বলেছেন: তোমার লিখাগুলো সত্যিই ভিন্নরকম ঠিক যেমনটা বলতে চাই। কিছুটা প্রতিবাদী, কিছুটা ভালোবাসা মিশ্রিত অভিমান....................
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
শিখা রহমান বলেছেন: সোহানী আপু আমার লেখাগুলোকে যে আপনার নিজের কথা মনে হয়েছে এটা বড় পাওয়া। আপনি কবিতার সুরটা বুঝতে পেরেছেন। ভালোবাসার কবিতায় অভিমান থাকতেই পারে। কিন্তু এই লেখায় যে একটু প্রতিবাদও আছে সেটা ধরতে পেরেছেন দেখে মনটা ভালো হয়ে গেলো।
ব্যস্ততার মাঝে সময় করে মাঝে মাঝে আমার লেখা পড়ার জন্য অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। শুভকামনা প্রিয় আপু।
২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
মিথী_মারজান বলেছেন: শিরায় শিরায় নীল দংশন- ভালোবাসার, আকাঙ্ক্ষার,অনুভবের।
হৃদয়ছোঁয়া কবিতা।
ভালো না লেগে উপায় নাই।
ভালো না লাগিয়ে কোন পাঠককে ছেড়েছেন এই পর্যন্ত???
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
শিখা রহমান বলেছেন: মিথীমনি এমনকি কখনো হয়েছে যে আমার কোন লেখা তোমাকে আপ্লুত করেনি। তুমি মরেছো মেয়ে!! আমাকে ভালবেসেছো...আমি তোমার শিরায় শিরায় বিষ!!
ইশশ!! আমার লেখার সব পাঠকেরা যদি তোমার মতো আমাকে, আমার লেখাকে ভালোবাসত!! ভালো থেকো আর ভালো রেখো ভালোবাসায় জারুল ফুলের মালিক। এত্তো আদর রইলো।
২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
রাফা বলেছেন: বাপরে , তিব্রতায় শিরায় শিরায় বিষ। এমন ভালবাসার কাছে যে কেউ ডুবতে চাইবে আমি নিশ্চিত।
চমৎকার হয়েছে ,শি.রহমান।
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
শিখা রহমান বলেছেন: রাফা আপনার ভালো লেগেছে জেনে স্বস্তি পেলাম। আগের একটা লেখা আপনার ভালো লাগেনি বলেছিলেন।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন।
২২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেখা হয়ে গেল এই মোড়ে, আরেকটি গল্প কবিতায় বলে গেলেন। এত সুন্দর করে লিখেন কি করে! পাঠে মুগ্ধ।
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
শিখা রহমান বলেছেন: সুজন আপনি এমন মুগ্ধতায় রাখেন বলেই লিখতে পারি। আপনার মতো পাঠক আর শুভাকাঙ্ক্ষীদের এমন সব মন্তব্যই যে আমার লেখার রসদ আর ইচ্ছের যোগান দেয়।
আর হুউউউ...ঠিক বলেছেন। এই কবিতাটা আসলেই একটা গল্প। গল্পকার তো মাঝে মাঝে কবিতাতেও গল্প চলেই আসে।
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। শুভকামনা সতত প্রিয় ব্লগার।
২৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৬
শাহারিয়ার ইমন বলেছেন: রঞ্জন বেটা এরকম ভালবাসা উপেক্ষা করলে সে বড়ই দুর্ভাগা হবে
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
শিখা রহমান বলেছেন: ইমন এই কবিতা যাকে ভেবে লেখা তার কাছে পৌঁছাবে না তা জানি আর সেজন্য আক্ষেপও নই।
"জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার,-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি..." রঞ্জনকে আবার, তবে হয়তোবা বলা হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!
২৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২
নক্ষত্র নীড় বলেছেন: আমার পোস্টে কোনো কোনো কবিতা সম্পর্কে যেভাবে মন্তব্য করেন, এখানে সেভাবে সুযোগ নেই। সুযোগ পেলে ছাড়তাম না।
এ তো বিষলক্ষ্যার ছুরি। ছত্রে ছত্রে ছড়ানো। বিষে বিষ ক্ষয়। হয়নি, হলো না। হবে না। উদ্যত, ফণা তুলবে। ছোবল দেবে।
মনে পড়ছে, প্রোফাইলের কথাগুলি : কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। "কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
শিখা রহমান বলেছেন: নক্ষত্র আপনার কবিতায় কেমন মন্তব্য করেছি বলুনতো? কবিতাদের তো ভালোই লেগেছে। মনে পড়ছে না যে কোন কাঁটা ছেঁড়া করেছি। করেছি কি কবি?
এই কবিতা না হয় বিষলক্ষ্যার ছুরি, ছত্রে ছত্রে বিষ। কথা দিচ্ছি যে আমার কোন না কোন কবিতায় আপনি ঠিকই তেমন মন্তব্য করতে পারবেন। কবি আমিচিত্রাঙ্গদা নই। আচমকাই কখনো বা শব্দের তীরে কেউ ঘায়েল হয়।
আমারও মনে আছে আপনি বলেছিলেন প্রোফাইলের কথাগুলি আমার সাথে মিলিয়ে নেবেন। হিসেব মিললো কি কবি?
মন্তব্যের জন্য ভালোলাগা। আর থাকুন পাশে। শুভকামনা কবি।
২৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
তারেক_মাহমুদ বলেছেন: বেশ কয়েকবার পড়েছি, পড়তে ভাল লাগলো। কবিতার ব্যাপারে আমি বড্ড আনাড়ি তাই ভয়ে মন্তব্য করিনা।
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২
শিখা রহমান বলেছেন: তারেক পড়তে ভালো লেগেছে, তাও কয়েকবার, শুনেই মন আলো হয়ে গেলো। কবিতা ভালো লাগাটাই ব্যাপার, তা সে পড়তে হোক কি কবিতার মর্মার্থের কারণেই হোক কিংবা অর্থহীন শব্দমালা মনে ঝংকার তোলার জন্যেই হোক। কবিতা ভালোবাসার মতো, সবসময়ে না বুঝলেও হবে।
আর তুমি আর আমি দুজনেই কবিতার রাজ্যে আনাড়ি। আমি আনাড়ি কবি আর তোমার মতে তুমি আনাড়ি পাঠক। একদম রাজযোটক!!
পড়ার জন্য আর মন্তব্যটার জন্য এত্তো ভালোলাগা। শুভকামনা প্রিয় ব্লগার।
২৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে আপু।
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২
শিখা রহমান বলেছেন: সোহেল পড়ার জন্য আর মন্তব্যটার জন্য এত্তো ভালোলাগা। শুভকামনা প্রিয় ব্লগার।
২৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
অব্যক্ত কাব্য বলেছেন: ব্যতিক্রমী অসাধারন লেখা।
কিছু কিছু প্রণয় তবে থেকে এমন যায় উচ্চারনহীন?
মাঝে মাঝে ফ্রকর পেলেই বাজিয়ে করুন বীণ!
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
শিখা রহমান বলেছেন: অব্যক্ত কাব্য আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো। কিছু কিছু প্রণয় ভাষা পায়না বলেই কিন্তু কবিতাদের জন্ম!!
সুন্দর মন্তব্যটার জন্য ভালোলাগা রইলো। শুভকামনা নিরন্তর!!
২৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: এত সুন্দর কবিতা পড়লে প্রেম ফিরে ফিরে আসে।
আর প্রেম তো থাকেই বুকের ভিতর। কখনো কখনো পাখির উড়াল হয়।
খুব সুন্দর লেখা শিখ।
বিশ বছর।
পনের বছর।
দশ বছর।
আসলে বছর গেলেও মানুষ ঠিক থাকে।
একই রকম। একই অনুভবে। এই অদ্ভুত ভালোলাগার জন্যই আমরা মানুষ ।
শুভেচ্ছা শিখা। ভালো থাকবেন
০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০৪
শিখা রহমান বলেছেন: মনছোঁয়া মন্তব্যটার জন্য অনেক ভালোলাগা সাজি। আপনি আসলেই আমাকে বুঝতে পারেন। ওই যে আপনার লেখায় বললেন না যে মনে হচ্ছে আমরা পরষ্পরকে অনেকদিন ধরে চিনি মনে হয়। কোন কোন মানুষের সাথে ইথারের তরঙ্গ মিলে যায়। তেমন কাউকে খুঁজে পেলে কি যে ভালো লাগে!!
আপনাকে ব্লগে ও আমার লেখায় পেয়ে খুব লাগছে। শুভকামনা নিরন্তর!! দেখা হবে কবিতায়-গল্পে-শব্দের ঝংকারে!!
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
আখেনাটেন বলেছেন: এত চমৎকার করে ল্যাখেন কীভাবে? মনে হল একটি বিষে নীল হয়ে যাওয়া পরিযায়ী পাখির ইতিহাস কমপ্যাক্ট করে ঠাসা হয়েছে কয়েক লাইনে।
অসাধারণ।
০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০৭
শিখা রহমান বলেছেন: আখেনাটেন আপনার মন্তব্যে অভিভুত হলাম। "মনে হল একটি বিষে নীল হয়ে যাওয়া পরিযায়ী পাখির ইতিহাস কমপ্যাক্ট করে ঠাসা হয়েছে কয়েক লাইনে।" --- কথাটা আমার অনেক অনেকদিন মনে থাকবে। এমন সুন্দর করে বললেন!!
ভালো থাকুন প্রিয় ফারাও। আপনার রম্য লেখাটা পড়েছি কিন্তু। সময় করে মন্তব্য করবো।
শুভকামনা আর আপনি আছেন বলেই ব্লগটা এমন হাসি খুশী। আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন।
৩০| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:১১
রাফা বলেছেন: অসত্য লিখে খুশি করার চাইতে , সত্য লিখে ভালো লাগার প্রমাণ দেওয়াটাই আমার কাছে বেশি গ্রহণযোগ্য।
০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:১১
শিখা রহমান বলেছেন: রাফা আপনি সম্ভবত বুঝতে ভুল করেছেন। আমি কিন্তু আগের মন্তব্যে অনুযোগ করিনি। কারো আমার লেখা আগে ভালো লাগেনি অথচ এই লেখাটা ভালো লেগেছে, সেটা বিশাল আনন্দের ব্যাপার আমার জন্য। সেটাই মন্তব্যে বলেছি, হয়তো শব্দগুলো ঠিকভাবে ছুঁয়ে যায়নি।
অবশ্যই ভালো লাগা, মন্দ লাগা সব নির্দ্বিধায় জানাবেন। না জানালে লেখার মান উন্নয়ন করবো কি ভাবে বলুন?
পাশে থাকার ধন্যবাদ। ফিরে এসে আবারো মন্তব্য করার জন্য এত্তো ভালোলাগা। শুভকামনা সতত!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
প্রথমকথা বলেছেন: ভাল লাগল। কিছুটা ব্যতিক্রম লেখা। শুভকামনা।