নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

তোমাকে পেলে!!

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭


তোমাকে পেলে কবিতা লেখা ছেড়ে দেবো,
কলম-কালি-কাগজ ছেড়ে তেল-নুন-ঘামে সংসারী হবো।
কমলালেবু ভোরে আলো ফুটতেই
কোমরে আঁচল জড়িয়ে রান্নাঘরে উনুনের আঁচে লালচে কপোল,
পছন্দের খাবারের সাথে
টিফিন বাক্সের কোণে গুঁজে দেবো হৃদয়ে তীর বেঁধা চিরকুট।
কর্মব্যস্ত তোমাকে ফোন করে বলবো “সময় করে খেয়েছো তো?”

দুপুর গড়িয়ে বিকেল নামতেই স্নান সেরে কপালে কালো টিপ,
পাটভাঙা তাঁতের শাড়ী, আর এলোচুলে টবের সদ্যফোটা গোলাপ;
এক চিলতে বারান্দার গরাদে রাখবো কাজল ঘেরা চোখের অপেক্ষাদের।

ছুটির দিনে লম্বা বাজারের ফর্দ লিখবো,
বাজার শেষে তুমি এলে ফর্দের সাথে মিলিয়ে নেবো
তেল-নুন-চাল-ডাল-দারুচিনি-এলাচের হিসেব;
দু’আঙুলে টিপে যাচাই করে নেবো মাছের তাজাভাব,
দেখবো মাংসের রং, ধনেপাতা লেবু কাঁচামরিচের ঘ্রাণ।

কথা দিচ্ছি
তোমাকে পাওয়ার পর একটা কবিতাও লিখবো না,
খুনসুটি করবো তোমার সাথে, আদর-সোহাগ,
কখনো বা ঝগড়াও, মান-অভিমান, রাগ ভাঙ্গাবো
আর শুধু ভালোবাসবো,
যেমনটা করে পৃথিবীর তাবৎ সংসারী মানুষেরা।

ভ্রু পল্লবে ডাকলেও যাবো না চন্দনের বনে,
কবিতারা থাকুক নির্বাসনে,
শব্দ বোনার কুরুশকাঠি বাক্স বন্দী;
শুভঙ্কর থাকুক দাঁড়িয়ে চৌরাস্তার মোড়ে অনন্তকাল,
নন্দিনী এখন সংসারী,
সুরঞ্জনাকে ডেকে ডেকে ফিরে যাক প্রেমিক যুবকের দল।

কথা দিচ্ছি
তোমাকে পাওয়ার পর আর একটাও কবিতা লিখবো না,
শুধু একবার তুমি আমার কবিতা হয়ে দেখো।
কথা দিচ্ছি
আমি তোমার বনলতা সেন হবো,
আর তুমি হবে আমার শ্রেষ্ঠ কবিতা।

© শিখা রহমান

মন্তব্য ৯৯ টি রেটিং +২৮/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

হাবিব বলেছেন: প্রতিটি লাইনে ভালো লাগা রেখে গেলাম

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

শিখা রহমান বলেছেন: হাবিব কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া। ধন্যবাদ কবি। পাশে থাকার জন্য শুভকামনা নিরন্তর।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: বাহা খুব সুন্দর তো!!!
খুব ভাল লেগেছে কবিতা শিখাপু।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

শিখা রহমান বলেছেন: সোহেল আপনার মন্তব্যের মুগ্ধ উচ্চারণ মন ছুঁয়ে গেলো। আপনি সবসময় পাশে থেকে মন্তব্যে অনুপ্রাণিত করেন।

অনেক ভালোবাসা ও শুভকামনা আপনাকে। ভালো থাকুন সবসময়।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতাটির বুনোট চমৎকার.......

চলমান জীবনের চাওয়া পাওয়া ফুটে উঠেছে....

আসলেই তো প্রিয়জনকে পেলে আর কি লাগে....

বরাবরের মতোই মুগ্ধতার ছোঁয়া রেখে গেলাম....

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনার মন্তব্যে সবসময়েই মুগ্ধ আর অনুপ্রাণিত হই।

জীবনের প্রাত্যাহিক চাওয়া পাওয়া কবিতায় চলেই এলো। ওগুলো যে আমার চলমান জীবনের টুকরো কথা। আর ভালোবাসায় বসবাস করলে হয়তোবা এমন করেই কবিতা ভুলে থাকা যায়।

আপনিও বরাবরের মতো মন্তব্যে মন ছুঁয়ে গেলেন। শুভকামনা প্রাচীন পক্ষী। দেখা হবে গল্পে-কবিতায়।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কী দারুণ একটা কবিতা! কারো জন্য এমন করে লিখলে সে কি এই আবেদন উপেক্ষা করতে পারবে? অসম্ভব আবেদনময় হয়েছে!!
তবে আমি ব্যক্তিগতভাবে চাইব না যে আপনি কারো জন্য কবিতা লেখা ছেড়ে দিন। :) ছেড়ে দিলে আমাদের মত পাঠকদের কী হবে? এমন অসাধারণ কবিতার স্বাদ কিভাবে চাখব? :)

জাস্ট ফ্যান্টাস্টিক!!

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

শিখা রহমান বলেছেন: সম্রাট আপনার মন্তব্য না পেলে কবিতা অসম্পূর্ণ থেকে যায়, কোন কোন কবি এতোখানি ভালোলাগারই!!

"কারো জন্য এমন করে লিখলে সে কি এই আবেদন উপেক্ষা করতে পারবে? অসম্ভব আবেদনময় হয়েছে!!" --- আমার কবিতারা আবেগী তা জানি। কবিতা খুব ব্যক্তিগত বলেই হয়তো। কবিতার আবেগ আপনাকে ছুঁয়ে গেছে দেখে ভালো লাগলো।

আবেদন উপেক্ষা করতে পারবে কিনা কে জানে। বলেতো দেখিনি কারণ কবিতা ছেড়ে থাকতে পারবো বলে মনে হয় না। 8-| কবিতা আমার প্রেমিক পুরুষ, আমার প্রথম প্রেম। :`> আপনি নিশ্চিন্ত থাকেন যে এমন আরো আবেগী আর ছেলেমানুষী কবিতা দিয়ে আপনাদের অনেকদিন জ্বালাতন করবো। :(

ভালো থাকুন কবিসম্রাট। আপনি পাশে থাকেন বলেই ব্লগে পথ হাঁটতে ভালো লাগে। শুভকামনা নিরন্তর!!

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

নুরনবী হোসেন বলেছেন: প্রতিটি লাইনে এতটা আবেগ লেগে আছে যে আমি পড়ে মুগ্ধ হয়ে গেছি।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

শিখা রহমান বলেছেন: নুরনবী হোসেন আমার লেখায় আপনাকে স্বাগতম। কবিতার আবেগ আপনাকে ছুঁয়ে গেছে জেনে অনুপ্রাণিত হলাম।

আশা করি লেখায় আপনাকে মাঝে মাঝে পাবো। শুভকামনা ও ভালো থাকুন সবসময়।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
তেত্রিশ বছর কেটে গেল- কেউ কথা রাখেনি!
কবি তো কবেই কয়ে গেছেন!
তবে কেন আবার মিছে ছলনায় ডাকো কুহকি ডাক
পতঙ্গতো আগুনে ঝাপিয়ে পড়বেই
বিছুটির মতো- মিলন শেষে স্ত্রীর হাতে মরণ জেনে
মিলনের কি ছটফটানি!

আটপৌড়ে জীবনের স্বপ্নতো যাদুঘরে
কিংবা সোদা গন্ধ মাখা মাটির পথের অচিন গাঁয়ে
নগর আর নাগরিক জীবনে স্বপ্নগুলো কর্পূর আয়ু
মনে পড়ে? ঝি ঝি ডাকা সন্ধ্যার আধারে
কুপি জ্বলা আলো আধারিতে
ঘোর লাগা চাহনি
আঙুলে শিখা কাটাকাটি খেলা!

অত:পর কামনার শিখায় তৃপ্তির জ্বলন
মিলনের উচ্ছাস কে লজ্জ্বার ফিসফিসািনেত লুকিয়ে
বুনো ঘোড়ার নি:শব্দ দাবড়ােনা
জোছনারা লুকিয়ে পড়ে বাঁশ বাগানে
ডানা ঝাপটে চালের উপর ডাহুক ডাহুকি -

নাকের নোলকে খুশির ঝিলিক
আঁচলে মুছে দিয়ে ঘাম শরম শরম চোখে আড়চোখে চোখাচুখি
লজ্জ্বা লুকোতে বুকে এলিয়ে পড়া, আহ্লাদী আদরে
যাহ দুষ্টু! বাকী কথারা হারিয়ে যায় অধর আদরে!
জলের ভেতর হাসফাস করে ভুস করে ভেসে ওঠার মতো
ছুটে যেতে চাও! গভির চুমোর গভিরতা থেকে!
ডেকে ওঠা পেচার দোহাই দিয়ে
আবার গুটিয়ে আসো আনমনেই বুকের গভীরে!

না না । অমন স্বপ্নের ফিনিক্স পাখিকে আর জাগিওনা!
এইতো বেশ আছি স্বপ্নকে স্বপ্নে সাজিয়ে!


২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী অনেকদিন পরে আপনাকে লেখায় পেয়ে ভালো লাগছে। তবে একটু ঈর্ষাও হচ্ছে। আপনি কিভাবে কবিতার উত্তরে এমন হুটহাট কবিতা লিখে ফেলেন। আর সেই উত্তর কবিতা আবার আসল কবিতার থেকে ভালো। :||

ধন্যবাদ এমন সুন্দর কবিতাটার জন্যে। কবিতার শেষ লাইন দুটো দুর্দান্ত
"না না । অমন স্বপ্নের ফিনিক্স পাখিকে আর জাগিওনা!
এইতো বেশ আছি স্বপ্নকে স্বপ্নে সাজিয়ে!"
তবে জানেন তো স্বপ্নকে জাগানোই যে কবির কাজ আর কবিপ্রেয়সী কবির কবিতা।

উত্তর কবিতাটা খুবই ভালো হয়েছে কবি। আলাদা করে পোস্ট দিয়ে দিতেই পারেন।

শুভকামনা। মন্তব্যে মুগ্ধ আর অভিভূত হয়েছি সে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: হায়রে কবি !!!
কবি' র আর তোমাকে পাওয়া হইলো না; হুম , না পাওয়াই ভালো তো ;)
পেলে আমরা পাঠক ' রা যাবো কোথায় ! কবিতা কোথায় পাবো!

এই জন্যই অল্পের জন্য বিখ্যাত হতে না পারা কবি " ম সুলতানা " বলেছেন -

কবি' র কি আর পরান জুড়ায় !
হাহাকারে' ই কোকিল ডাকায়।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

শিখা রহমান বলেছেন: নীরা কবি দূরে থাক, কবিতা আমাকে পেলেই হবে। শুধু এই কবিতা ধরা দিলো না বলেই আমিও " ম সুলতানা "র মতো অল্পের জন্য বিখ্যাত হতে পারলাম না। :(

" ম সুলতানা "র এই কবিতাটি আমার খুব প্রিয়। মনে করিয়ে দেবার জন্য ভালোবাসা। :)

কবিতার মেয়ে ভালো থেকো আর এই অবিখ্যাত কবিকে ভালোবেসো।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

ডট কম ০০৯ বলেছেন: অনেকদিন পর ব্লগে একটা ভাল কবিতা পড়লাম। লিখতে থাকুন। ভাল লাগা রইল।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

শিখা রহমান বলেছেন: ডট কম ০০৯ আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার মন্তব্যে অভিভূত ও অনুপ্রাণিত হলাম।

আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। আপনাকেও একরাশ ভালোলাগা ও শুভকামনা।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

মিথী_মারজান বলেছেন: আপনার এই কবিতাটা আমার খুবই পছন্দের আপু।
বর্ণ,শব্দ ছাড়াও নিত্যদিনের প্রতিটি আচরণে, প্রিয়জনের প্রতি যত্নেও যে একেকটা কবিতার সৃষ্টি হয় এটা আমরা প্রায় সময়েই ভুলে যাই।
কবিতাটা পড়লে দুনিয়ার অনেক বাহ্যিক আনন্দ ছেড়ে দিয়ে ঠিক এমন প্রতীক্ষায় সুখী হতে ইচ্ছা করে।
আর অনুভূতিগুলো এত সুন্দর করে কবিতায় গাঁথা শুধুমাত্র আপনার পক্ষেই সম্ভব আপু।
অ-নে-ক সুন্দর!!!:)

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

শিখা রহমান বলেছেন: মিথীমনি আমার কি এমন কিছু আছে যা তুমি ভালোবাসো না? খুব ভালোবাসো বলেই প্রতিটা কবিতা-গল্প, প্রতিটা লেখায় এমন সুন্দর সব শব্দমালা উপহার দাও যে ভালোবাসায় আপ্লুত হই। এই যে তুমি আমায় যেমন দোষগুণ সব নিয়ে ভালবাসো, ঠিক তেমন কোন ভালোবাসাকেই কবিতা মনে হয়। জীবন্ত কবিতার সাথে বসবাসের ইচ্ছা যে আজন্ম!!

"বর্ণ,শব্দ ছাড়াও নিত্যদিনের প্রতিটি আচরণে, প্রিয়জনের প্রতি যত্নেও যে একেকটা কবিতার সৃষ্টি হয় এটা আমরা প্রায় সময়েই ভুলে যাই।" --- এমন সুন্দর করে আমার এই সামান্য কবিতাকে কেউ বলেনি!! এমন শুধু তোমার পক্ষেই বলা সম্ভব, তুমি যে আমার মনের শহরে জারুল ফুল ফোটাও মেয়ে।

ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা। সমস্ত জারুল ফুল তোমার জন্যে মেয়ে!! ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

নজসু বলেছেন:



আদর্শ গৃহিণী।
ভালোবাসার গৃহিণী।
মমতায় ভরা গৃহিণী।
সোহাগিনী গৃহিণী।

কবিতা কখন রচিত হয়?
কেন রচনা করা হয়?
কবির বুকে জমে থাকা টগবগে ভালোবাসা, প্রিয়জনের জন্য আকুলি বিকুলি প্রাণের কথা
মন খুলে লিখতেই কবিতার সৃষ্টি হয়।

সেই তুমি কল্পনা থেকে যখন বাস্তবে এসে দাঁড়াবে, তখন সাদা খাতার শব্দগুলো কবি হৃদয়ে চিরস্থায়ী আসন গড়বে।
তখন কবি দেখিয়ে দিতেন গৃহিণীর প্রকারভেদ।

আফসোস।!
একটা বিষন্ন অনুভূতি হচ্ছে কবিতার নিচের লাইনটায়-

শুধু একবার তুমি আমার কবিতা হয়ে দেখো।

প্রিয়জন আর কবিতার প্রতি কবির ভালোবাসা অপরিসীম।
দুইমেরুকে, দুই কল্পনাকে একত্রিত হলে মন্দ হতো না।

কবিতা হবে প্রিয়জন।
প্রিয়জন হবে কবিতা।

দুটোই এক হলে তবে মনের অস্থিরতা কমতো।
মন উজাড় করে সপে দেয়া যেত নিজেকে।

আমাকে বলতেই হচ্ছে-
আদর্শ কবি।
ভালোবাসার কবি।
মমতায় ভরা কবি।
সোহাগিনী কবি।


২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

শিখা রহমান বলেছেন: নজসু আপনার মন্তব্যে বারাবরের মতোই মুগ্ধ ও অভিভূত হলাম। আপনি যে আমার এই সামান্য কবিতাটা নিয়ে এতো গভীর ভাবে ভেবেছেন, শুধু এই জন্যেই লেখাটা সার্থক মনে হচ্ছে।

"প্রিয়জন আর কবিতার প্রতি কবির ভালোবাসা অপরিসীম।
দুইমেরুকে, দুই কল্পনাকে একত্রিত হলে মন্দ হতো না।

কবিতা হবে প্রিয়জন।
প্রিয়জন হবে কবিতা।

দুটোই এক হলে তবে মনের অস্থিরতা কমতো।
মন উজাড় করে সপে দেয়া যেত নিজেকে।
" ---- একদম আমার মনের কথাটা বলেছেন। আমার ভালোবাসার মানুষ যখনই আমাকে পড়েছে, আমার নিজেকে কোন অদ্ভুত সুন্দর কবিতার পংক্তিমালা মনে হয়েছে।

পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আমি সৌভাগ্যবান যে আপনার মতো এমন বিদগ্ধ পাঠক পেয়েছি।

শুভকামনা নিরন্তর!! ভালো থাকুন ভালবাসায়, গল্পে-কবিতায়, সুন্দর সব ভাবনায়।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

বিজন রয় বলেছেন: !!!!!????

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

শিখা রহমান বলেছেন: বিজন আপনার মন্তব্যের অনুবাদ করলাম। :)

!!! = তাই আর ??? = কি?

আপনি বলেছেন "তাই কি?" আমি বলছি "হুউউউ...তবে সে যদি কবিতা না হতে পারে তবেতো আর কবিতা লিখতে বাঁধা নেই।"

ভালো থাকুন কবিতায় আর ভালোবাসায়। শুভকামনা নিরন্তর!!

১২| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: তীব্র ভক্তি করবে নাশ/ শোন রে মনা সাধুর উক্তি/ নেরে বেছে বনবাস/ মিলবে মুক্তি আন্ধার হইলে/ দিনে কষ্ট সাধনায়/ মাটিত শুইলে সত্য কইলে/ সাঙ্গ সকল কামনায়।।

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

শিখা রহমান বলেছেন: রাজীব আপনি বরাবরের মতোই 'সহজ সরল সুন্দর' মন্তব্যে মন ভালো করে দিলেন।

কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ। সবসময় মন্তব্যে উৎসাহিত করার জন্য অফুরন্ত শুভকামনা।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

কিরমানী লিটন বলেছেন: পাওয়ার আনন্দ আরও বর্ণিল করুক- কবিতারা...
তেল, নুন, কপালের টিপ আর পাটভাঙ্গা শাড়ীর আঁচলে লেপটে থাকা আদরে- সোহাগে খুনসুটি হয়ে জড়িয়ে থাকুক কবিতারাও। তাই কবিতাকে বিসর্জন দিয়ে নয়- প্রাপ্তির আনন্দে কবিতাও উদ্ভাসিত হোক।

নান্দনিক কবিতায় এক রাশ মুগ্ধতা ছড়ালো- খু উ ব ভালো লাগা ছুঁইয়ে গেলো...। আভিবাদন প্রিয় কবি শিখা রহমান আপু

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

শিখা রহমান বলেছেন: কিরমানী লিটন আপনার মতো আবেগী কবির মুগ্ধতা অনেক বড় পাওয়া।

"তেল, নুন, কপালের টিপ আর পাটভাঙ্গা শাড়ীর আঁচলে লেপটে থাকা আদরে- সোহাগে খুনসুটি হয়ে জড়িয়ে থাকুক কবিতারাও। তাই কবিতাকে বিসর্জন দিয়ে নয়- প্রাপ্তির আনন্দে কবিতাও উদ্ভাসিত হোক।" --- এমন সুন্দর করে বলার পরে আমার আর কি বলার থাকতে পারে বলুন!!

সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য একরাশ মুগ্ধতা আর ভালোলাগা। শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাকে পেয়ে গেলে কথা দিন আর সুন্দর কবিতা লিখবেন
আর বেশি স্বপ্নময় শব্দ ব্যবহার করবেন।

++++++++++++++++++

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার আপনার মন্তব্য মন ছুঁয়ে গেলো। কথা দিচ্ছি কবিতা লিখবো। তাকে পেলে তাকে ভালোবাসার কথা যে কবিতাতেই বলবো।

প্লাসের জন্য অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও শুভকামনা প্রিয় ব্লগার।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

এস এম ইসমাঈল বলেছেন:
আপু, এসব শুধু কথার কথা নয়তো? কথা ঠিক থাকবে তো?
কথা দিলে কথা রাখতে হয় কিন্তু, হোক সেটা কবিতায় কিংবা বাস্তবে।

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

শিখা রহমান বলেছেন: এস এম ইসমাঈল কথার কথা নয়। তবে তারও কিন্তু কিছু করতে হবে জানেনতো? পেলেই হবে না। সে যদি আমার কবিতা না হয়ে উঠতে পারে তবেতো আর কবিতা লেখা বন্ধ করতে পারবো না। :)

পড়ার জন্য ও পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর!!

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

নীল আকাশ বলেছেন: অনবদ্য কবিতা। প্রতিটা লাইনে মুগ্ধতা........
শুভ কামনা রইল, আপু।

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

শিখা রহমান বলেছেন: নীল আপনার মুগ্ধতা বড় পাওয়া আমার জন্য।

মন্তব্যে সবসময় অনুপ্রাণিত করার জন্য অনেক ভালোলাগা আর শুভকামনা রইলো।

ভালো থাকুন ভালোবাসায়, গল্পে-কবিতায়!!

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

বলেছেন: নন্দিনী এখন সংসারী ----+++


ভালোলাগা যত

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

শিখা রহমান বলেছেন: ল আপনি আমার পছন্দের চরিত্রটাকেই লক্ষ্য করেছেন সেজন্য ভালোলাগা। সুরঞ্জনা আর নন্দিনী আমার সবচেয়ে প্রিয় কাব্যপ্রিয়া।

প্লাসের জন্য ও কবিকে কবিতার বাইরেও বোঝার জন্য ভালোলাগা এত্তো!!

শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লেগেছে আপু!

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

শিখা রহমান বলেছেন: কবীর তুমি পছন্দের কবি ও ব্লগার। তোমার কবিতা পড়ে ভালো লেগেছে শুনে আমারও মন আলো হয়ে গেলো।

শুভকামনা। ভালো থেকো ভালোবাসায়, সুন্দর সব স্বপ্নদের সাথে নিয়ে।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

সাইন বোর্ড বলেছেন: এই অস্থির সময়েও এরকম প্রেমের কবিতা লিখতে পারা দারুণ ব্যাপার ।

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

শিখা রহমান বলেছেন: সাইন বোর্ড সময় অস্থির হলেও প্রেম যে থেকেই যায়। অথবা কে জানে প্রেম আছে বলেই হয়তো সময় অস্থির হয়, তা সে প্রেম মানুষের জন্যেই হোক কি দেশের জন্যে।

মন্তব্যের জন্য ভালোলাগা ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন। এই অস্থির সময়ে প্রেমে হোক ক্ষণিকের বিশ্রাম আএ আশ্রয়!!

২০| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: এমন মন নিংড়ানো ভালবাসার আহ্বানধ্বনি হৃদয়কে দোলায়িত করবেই। কবির প্রতিক্ষার অবসান হবেই। নিতান্ত আটপৌরে সারল্য জীবনের মধ্যে যে মায়াবী ছন্দ খুঁজে পেয়েছেন তা বাস্তবিকই উদাসী মনে ডায়েরীর পাতা না ভরিয়ে বনলতা সেন হওয়া ঢেড় কামনীয়। কবিতায় ++++

বিনম্রশ্রদ্ধা প্রিয় আপুনিকে।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

শিখা রহমান বলেছেন: পদাতিক আপনি সবসময়েই এমন সুন্দর মন্তব্য করেন যে মন ভালো হয়ে যায়।

"নিতান্ত আটপৌরে সারল্য জীবনের মধ্যে যে মায়াবী ছন্দ খুঁজে পেয়েছেন তা বাস্তবিকই উদাসী মনে ডায়েরীর পাতা না ভরিয়ে বনলতা সেন হওয়া ঢেড় কামনীয়।" --- খুব সুন্দর করে বলেছেন।

প্লাসের জন্য ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন প্রিয় লেখক ও ব্লগার। ভালোবাসা ও শুভকামনা।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

পলক শাহরিয়ার বলেছেন: কবিতা বেশ ভাল হয়েছে আপু। প্রতিটি লাইন ছিল বোধগম্যতার সীমানায় আর সৌন্দর্যছড়ানো। ধন্যবাদ,লিখুন এমন আরো সব লাইন।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

শিখা রহমান বলেছেন: পলক শাহরিয়ার আমার লেখায় আপনাকে প্রথম পেলাম।

"প্রতিটি লাইন ছিল বোধগম্যতার সীমানায় আর সৌন্দর্যছড়ানো।" --- ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।

ব্লগে স্বাগতম। আশাকরি মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো। শুভকামনা সতত।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

শায়মা বলেছেন: আপুনি!!!!!

থাক থাক তাকে পাবার দরকার নেই!!!!


নইলে কবিতা হবে কেমনে করে!!!

কাগজে কলমে না লিখলে আমরা তো জানবোনা তোমার অজানা কবিতা বালকের কথা !!!!

:P

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

শিখা রহমান বলেছেন: শায়মা মনি শুধু তুমিই আমাকে আর আমার কবিতাকে এমন ভালোবাসলে!!

তাকে পাওয়া এমন সহজ নয় বলেই এই কবিতা জানতো? :P আর কবিতাকে ছেড়ে যাওয়া আমার জন্যে অসম্ভব। কবিতাই যে আমার প্রথম প্রেম, আমার সেই স্বপ্নের প্রেমিক পুরুষ।

এত্তো ভালোবাসা ও শুভকামনা মিষ্টি মেয়েটা। দেখা হবে গল্পে-কবিতায়, কোন এক অজানা কবিতা বালকের আখ্যানে!!

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আরোগ্য বলেছেন: একটা পঙক্তি বাদে পুরো কবিতায় অসংখ্য লাইক। সেই পঙক্তিটার জন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
তোমাকে পেলে কবিতা লেখা ছেড়ে
দেবো,

তাহলে আমাদের মত পাঠকের কি হবে?
অনেক শুভ কামনা আপনার জন্য। কবিতাময় হোক সংসার জীবন।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

শিখা রহমান বলেছেন: আরোগ্য আপনি একদমই চিন্তা করবেন না। :) সংসার কবিতাময় হলেও কবিতাকে নিয়ে সংসার পাতা কঠিন। তাই কাগজে কলমে ব্লগে আপনাদের কবিতা দিয়ে জ্বালাতেই হবে।

আপনার মন্তব্যটা পড়ে মন ভরে গেলো। কেউ আমার মতো সামান্য লেখিকার কবিতা পড়ে ভাবতেই অস্থির লাগে।

ভালোবাসা ও শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সবসময়, কবিতায় আর ভালোবাসায়!!

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার কবিতা সব সময়ই ভাল লাগে অনেক। প্রতিবারের মতো এবারো এক রাশ ভাল লাগা জানিয়ে গেলুম।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

শিখা রহমান বলেছেন: প্রভামনি আমার কবিতা সবসময়ে পড়ার জন্যে তোমাকেও একরাশ ভালোবাসা ও আদর ছোট্ট মেয়েটা।

ভালো থেকো সবসময় আর তোমার এই ছবিটা অন্নেক মিষ্টি হয়েছে।

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

জাহিদ অনিক বলেছেন: বাহ ! খুব সুন্দর কবিতা শিখা আপু।
তোমাকে পেলে আপদমস্তক তোমার হয়ে কবিতায় সংসার করার প্রত্যয়।

কবিতায় ভালোলাগা

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

শিখা রহমান বলেছেন: জাহিদ কবিদের ভাললাগা অনেক বড় পাওয়া আর তুমি আমার প্রিয়তম কবিদের একজন।

"তোমাকে পেলে আপদমস্তক তোমার হয়ে কবিতায় সংসার করার প্রত্যয়।" -- কবি বলেই পারলে এমন এক বাক্যে কবিতাটাকে ধারণ করতে।

ভালোবাসা ও শুভকামনা কবি। ভালো থেকো কবিতায় আর ভালোবাসায়।

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কথা দিচ্ছি
তোমাকে পাওয়ার পর একটা কবিতাও লিখবো না,
খুনসুটি করবো তোমার সাথে, আদর-সোহাগ,
কখনো বা ঝগড়াও, মান-অভিমান, রাগ ভাঙ্গাবো
আর শুধু ভালোবাসবো,

........................................................................
এত লোভে কি বর পাওয়া যায় ?
যারা ভালো প্রেমিকা হবার প্রতিশ্রুতি দেয়
তারা কখনোই ভালো গৃহীনি হতে পারে না ।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল মন্তব্য পড়ে মজা লাগলো। :)

"যারা ভালো প্রেমিকা হবার প্রতিশ্রুতি দেয়
তারা কখনোই ভালো গৃহীনি হতে পারে না ।"
--- ভালো গৃহিনী হবো কখন বললাম? :P

পাশে থাকার জন্য ধন্যবাদ ও শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়।

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান জানি আমার আজকাল কবিতা পড়তে খুব ভালো লাগছে।
তোমার এইখানিও...
মুগ্ধতা জানাতেও মুন্সিয়ানা চাই, এ জীবনে হবে না আর |-)
তাই প্রিয়তে নিয়েই সব বলে গেলেম,
কবিতো সবি বুঝে......

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

শিখা রহমান বলেছেন: কি করি আজ ভেবে না পাই "ক্যান জানি আমার আজকাল কবিতা পড়তে খুব ভালো লাগছে।" --- তাই বুঝি? কেন বলতো? কোন সুখের অসুখ? :P

"কবিতো সবি বুঝে......" --- হুউউউ...বুঝে নিলাম। সব বুঝি না তবে কারো কারোটা বুঝি। 8-|

প্রিয়তে কবি ও কবিতাকে রাখার জন্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর!!

২৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: আপুনি!!!!!

থাক থাক তাকে পাবার দরকার নেই!!!!


নইলে কবিতা হবে কেমনে করে!!!

কাগজে কলমে না লিখলে আমরা তো জানবোনা তোমার অজানা কবিতা বালকের কথা !!!!

:P


গুরুর উপড় কথা কবে বলেছি, না কভু বলবো.......

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

শিখা রহমান বলেছেন: হুউউউ...গুরুর ওপরে কথা না বলাই উচিত। তার ওপরে এমন লক্ষী আর মিষ্টি একজন গুরু যে তোমাকে শিষ্যত্ব দিয়েছে সেটাই তোমার সৌভাগ্য!! :)

আর তোমার আজকাল কবিতা পড়তে ভালো লাগছে। এই সময় আসলেই কবিতা লেখা বন্ধ না করাই উচিত। :P

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিথী_মারজান বলেছেন: আপনার এই কবিতাটা আমার খুবই পছন্দের আপু।
বর্ণ,শব্দ ছাড়াও নিত্যদিনের প্রতিটি আচরণে, প্রিয়জনের প্রতি যত্নেও যে একেকটা কবিতার সৃষ্টি হয় এটা আমরা প্রায় সময়েই ভুলে যাই।
কবিতাটা পড়লে দুনিয়ার অনেক বাহ্যিক আনন্দ ছেড়ে দিয়ে ঠিক এমন প্রতীক্ষায় সুখী হতে ইচ্ছা করে।
আর অনুভূতিগুলো এত সুন্দর করে কবিতায় গাঁথা শুধুমাত্র আপনার পক্ষেই সম্ভব আপু।
অ-নে-ক সুন্দর!!!:)


মিথীমনি আজকাল মাইন্ডরিডিং এ সিদ্ধহস্ত হৈয়াছে। কিছু কহিবার আগেই সুড়সুড় করিয়া সব কহিয়া দেয়!!
''নকল মুক্ত বাংলাদেশ চাই''

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

শিখা রহমান বলেছেন: মিথীমনি ছাড়া ভালোবাসার জারুল ফুল ফোটে কই? সে যে আমার মনের কথা এমন সুন্দর করে শব্দে সাজাবে এতে আর আশ্চর্য কি!!

তবে সে সবার মাইন্ডরিডিং করে বলে মনে হয় না। :) কেউ কেউ মুগ্ধতা জানানোর মুন্সিয়ানা নেই দাবী করে মিথীমনির কথা ধার করে বৈকি!!

কপিক্যাট হলেও ভালোবাসা বুঝে নিলাম ছেলে!!

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমরা সবাই বোধহয় একই রকম করেই ভাবি কবিতা।
২০১র এরডিসেম্বর এ লেখা আমার কবিতা ,"আমি কিংবদন্তী হবো তোমার কবিতায়"
আমার বই "কফির পেয়ালায় নিশিতি রাত জাগে" তে এই কবিতাটা আছে।

কবিতাটা হলো
তুমি আমাকে নিয়ে একটা কবিতা লিখেছো জানলে
আমি শিশিরের সুষমা হতাম।
আগুনের শিখা হতাম।
সমুদ্রের ঢেউ হতাম।
হতাম আকাশে ওড়া পাখিদের মতন সুখি।

শুধু একবার আমার নাম লিখলে
উপন্যাসের কত কালজয়ী চরিত্রের মতন
তোমায় কবিতার আমিও কালজয়ী হতাম।

লিও তলস্তয়ের আনাকারেনিনার দুঃখকে ছাপিয়ে
আর একটা ষ্টেশন
আরো কিছু গভীর গোপন দুঃখ হয়তোবা আমাদের নেই।
ইবসেনের নোরা,
যার দম আটকানো অদ্ভুত এক পুতুলের মতন জীবন যাপনের ইতিহাস ও আমাদের নয়।
ডল'স হাউসের শেষ দৃশ্যে নোরার চলে যাওয়া।
দরজাটার বন্ধ হওয়া।
এমন কিছু ঘটবার জন্য আমাদের কোন দুঃখ স্মৃতি জমা নেই।

তবে আমাদের আরো অনেক কিছু আছে!
আমাদের দুজনের বানানো নক্ষত্রের চাদর আছে।
আমাদের রেলগাড়ি আছে।
রেলগাড়িতে বুফে কার আছে।
(যেখানকার পুডিং তোমার ভারী পছন্দ)
আমাদের ভোরের স্বপ্ন আছে।
যে স্বপ্নে গায়ে চাদর দিয়ে দিয়ে তুমি আর আমি
শীতের সকালে চায়ের দোকান খুঁজে বেড়াই।
চায়ের কাপ থেকে চা ঢেলে খাওয়া ম্যানার্স এর বাইরে
অথচ স্বপ্নে আমরা সুরুৎ সুরুৎ শব্দ করে চা খাই।

আমাদের স্বপ্ন গুলোতে অনেক গাছের সমাহার।
তুমি গাছ ভালোবাসো বলে তোমাকে ডাকি ইউক্যালিপটাস।
তুমি আমার কোন নাম দাওনি।
বলেছো তার জন্যই নাম দিতে হয় যার নামটা সুন্দর নয়!
এ কথা শুনে আমি অহংকারী ময়ূর হয়ে যাই।

আমি তোমার জন্য দূর্বাঘাসের মালা বানাই।
ঘন কুয়াশায় হাঁটতে হাঁটতে আমরা অনেকদুর চলে যাই।
আমাদের নিঃশ্বাসের সাথে ধোঁয়া বের হয়।
আমি সান্দ্রা বুলকের মতন সুখটান দিতে থাকি।
তুমি হাসতে হাসতে বসে পড়ো।
কত ছোট ছোট সুখ আমাদের পথে জমা হতে থাকে ।

সান্দ্রা বুলককে আমার ভারী পছন্দ! তোমারও তাই?
ছেলেদের মধ্যে পছন্দ হ্যারিসন ফোর্ড আর রিচার্ড গিয়ার।
তোমার আর ও একজন পছন্দ,
জুলিয়া রবার্টস্‌।
আমারও তাই।

আমাদের কত মিল।
আমাদের কত মিলে যাওয়া সুখ।
অথচ আমরা কত দুর!
তুমি জোনাকী হলে আমি হই রোদ্দুর।
তুমি হরপ্পায় গেলে আমি যাই মোহনপুর।

শুধু তুমি আমাকে নিয়ে যদি একবার কবিতা লেখো
আমি মেনে নিতে পারি আমাদের নির্বাসন।
আমাদের যেনো আন্দামান নিকোবরে কোন দ্বীপে পাঠানো হয়।
তুমি দীনমান কবিতা লিখবে।
আর আমি মেঘের ভেলায় ভাসাবো আমার স্বপ্নলোকের ডিঙা!

তুমি শুধু একবার নাম লিখে দেখো।
আমি কিংবদন্তী হবো তোমার কবিতায়!
view this link
-----------------
কবিতার জয় হোক। শুভেচ্ছা শিখা।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

শিখা রহমান বলেছেন: সাজি আপনার মন্তব্যে বোনাস হচ্ছে এই দুর্দান্ত কবিতাটা। কি যে দারুণ!! অবশ্য আপনার যে কয়েকটা লেখা পড়েছি, সবগুলোই ভাললাগায় ছুঁয়ে গেছে।

আপনি আগেও একটা লেখায় বলেছিলেন যে আপনার সাথে আমার চিন্তাধারার কোথাও একটা মিল আছে। শুনতেই মন ভরে গিয়েছিলো, আজও তাই। হয়তো পাশাপাশি গন্তব্যে চলা রেললাইন আমরা অথবা কে জানে হয়তো জীবনের কিছুটা পথ হয়তো একইভাবে হেঁটেছি। যে কারণেই হোক, আপনার মতো একজন গুণী লেখিকা ও কবির সাথে চিন্তা কখনো কখনো মিলে যাওয়াতে সম্মানিত ও অভিভূত আমি।

ভালো থাকবেন। শুভকামনা ও ভালোবাসা নিরন্তর। আবারো ঠিক ঠিক দেখা হয়ে যাবে কবিতায়!!

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বাহ রে, কী অসাধারণ কবিতা। আপনার কবিতা সবসময়ই মুগ্ধ করে আপু!

প্লাস+++

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

শিখা রহমান বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম আপনার মন্তব্যের মুগ্ধতা মন ছুঁয়ে গেলো। আপনি আমার কবিতা পড়েন সবসময় ও তা ভালোলাগে শুনে অনুপ্রাণিত হলাম।

প্লাসের জন্য ও পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। শুভকামনা অফুরন্ত!!

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন , ভাল লাগা রইল ।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

শিখা রহমান বলেছেন: দৃষ্টিসীমানা আপনার ভালো লেগেছে শুনে মন আলো হয়ে গেলো।

পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনা।

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

শিখা রহমান বলেছেন: কবিতা সুন্দর লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনা কবি।

৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:







পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বিরাজমান। কবিতা না লিখে কবিতার সাথে বসবাসের সাধনা। নিজেকে উজাড় করে দেয়া প্রেম। সব মিলিয়ে কবিতা ভাল লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

শিখা রহমান বলেছেন: কথাকথিকেথিকথন আপনাকে লেখায় পেয়ে ভালো লাগলো।

আপনার ভালোলাগা বড় পাওয়া আমার জন্যে। সুন্দর কাব্যিক মন্তব্যে একরাশ মুগ্ধতা ও ভালোলাগা।

ভালো থাকুন সবসময়। শুভকামনা অফুরন্ত!!

৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫

রাফা বলেছেন: চমৎকার!!!
কবি কবিতা হয়ে যাক এটা কখনই চাইবোনা,
কারন তাহলে এরকম কবিতার সৃষ্টি ষ্তব্দ হবে।

তবে আমি কিন্তু এমনই চাই!!!

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

শিখা রহমান বলেছেন: রাফা "কবি কবিতা হয়ে যাক এটা কখনই চাইবোনা,
কারন তাহলে এরকম কবিতার সৃষ্টি ষ্তব্দ হবে।

তবে আমি কিন্তু এমনই চাই!!!"
--- আপনি কবি ও কবিতার মাঝে এই দোলাচলটা ধরতে পেরেছেন দেখে ভালো লাগলো।

আপনার ভালো লেগেছে জেনে মন আলো হয়ে গেলো। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়। শুভকামনা নিরন্তর!!

৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

রাফা বলেছেন: @সু.শি.সাজি আপু ,আপনার কবিতাটিও অসাধারন।এত ভালো লেগেছে যে আক্ষরিক শব্দে কিছুতেই বর্ণনা করতে পারছিনা।
একের ভিতরে দুই পেলাম,ধন্যবাদের অন্যবাদ।

৩৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা বুঝা বড় দায়। কেননা কবিই জানেন তারকাব্য বনিতা নাকি গল্পের ছলাকলা। কবিতা পিড়ীতরা কবিতা পড়ে বাহ বাহ দিয়েই যাবেন কবি উচ্ছাসে আরো কবিতা লিখবেন কবির কবিতার খাতায় কতো কতো কবিতা জমা হবে। এত সুন্দর করে চিন্তা না করতে পারাটা কি অপরাধ? তাহলে অভিবাদন আপনাকে আরো সুন্দর কাব্য বৃষ্টিতে ভিজিয়ে দিন ধু ধু মরুপ্রান্তর।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

শিখা রহমান বলেছেন: সুজন সুন্দর কাব্যিক ও সুচিন্তিত মন্তব্যের জন্য মুগ্ধতা ও ভালোলাগা।

কাব্যের বৃষ্টি নামানোর ক্ষমতা আমার আছে কিনা জানি না। আমি নগন্য কবি। তবে কখনো কখনো ধু ধু মরুপ্রান্তরে মেঘের ছায়া দেওয়ার চেষ্টা করবো সেকথা দিতে পারি।

পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনা।

৩৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৯

ওমেরা বলেছেন: ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধাঁন ভাংগে, কবিও তাকে পেলেও কবিতা লিখা ছাড়তে পারবে না জানি। সুন্দর লাগল কবিতা ।ধন্যবাদ আপু।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

শিখা রহমান বলেছেন: ওমেরা মনি তুমি একদম ঠিক বুঝতে পেরেছো কবিকে। কবি কবিতাকে কখনোই ছাড়তে পারবে না। :)

সুন্দর মন্তব্যের জন্য অনেক আদর। এত্তো ভালোবাসা আর শুভকামনা মিষ্টি লেখিকা!!

৩৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৩

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

শিখা রহমান বলেছেন: কবিতা সুন্দর লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনা কবি।

৪০| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

সোহানী বলেছেন: ওরে বাপরে, এতো আহবান সাড়া দিবে না এমন পুরুষ কি জন্মেছে এ পৃথিবীতে????????????? মনে হয় না শিখা, নিশ্চিত থাকো ;) ;) ............

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

শিখা রহমান বলেছেন: সোহানী আপু আপনার মন্তব্য পড়ে হাসলাম অনেক। :)

এমন অস্থির আহ্বান করেই তো তাকে ধরতে চাইছি। ;) একবার ধরা দিক। তারপরে কবিতা লেখা ঠেকায় কে? :P

পড়ার জন্যে ধন্যবাদ প্রিয় আপু। ভালোবাসা ও শুভকামনা নিরন্তর!!

৪১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

রাকু হাসান বলেছেন:


এই কবিতাটি অন্য সব কবিতা থেকে অনেক অনেক ভালো লাগছে । তাই প্রিয়তে রাখলাম । দারুণ ভাবনা ,ভীষণ রোমিন্টকতা ।

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

শিখা রহমান বলেছেন: রাকু কবিতাটা আপনার এতো ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত ও অভিভূত হলাম।

প্রিয়তে রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। পাশে থাকার জন্য ধন্যবাদ ও অফুরন্ত শুভকামনা।

৪২| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

সেজুতি_শিপু বলেছেন: ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

শিখা রহমান বলেছেন: সেজুতি_শিপু আমার লেখায় আপনাকে প্রথম পেলাম। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আমার ব্লগে স্বাগতম। আশাকরি মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো। শুভকামনা সতত!!

৪৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,




কবিতার জন্যে যে কবি আকুল, যিনি নিজেকে বলেন- কবিতা প্রেমী, তার এমন কবিতা বৈরাগ্য কেন? কবিতার বাঁধন ছিঁড়ে কেন কারো বাহুডোরে বাঁধা পড়ার সর্বনাশা ঝোঁক? উড়নচন্ডী বলে কি!!!
তাই কি কবিতার ঘর-গৃহস্থালী ছেড়ে আলু-পটলের ফর্দ লেখার ঘোর?

কবিতা লেখার হাতে বেলোয়ারী চুড়ির রিনিঠিনি বাজিয়ে কপালে কাঁচটিপ পড়ার আকুতি, পাটভাঙা তাঁতের শাড়ীতে সুগন্ধ ছড়িয়ে বাহুলগ্না হওয়ার অপেক্ষা, চিরন্তন নারীর চিরন্তনী প্রকৃতির এক ছবি আঁকলেন যেন।

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস আবারো মন্তব্যে ঘোর লাগালেন। আপনি আসলেই মন্তব্যের যাদুকর।

"কবিতার জন্যে যে কবি আকুল, যিনি নিজেকে বলেন- কবিতা প্রেমী, তার এমন কবিতা বৈরাগ্য কেন? কবিতার বাঁধন ছিঁড়ে কেন কারো বাহুডোরে বাঁধা পড়ার সর্বনাশা ঝোঁক? উড়নচন্ডী বলে কি!!!
তাই কি কবিতার ঘর-গৃহস্থালী ছেড়ে আলু-পটলের ফর্দ লেখার ঘোর?"
--- কবিতার সাথেই যে সংসার করতে চাইছি যদি সে মানুষটা কবিতা হয়। কবিতা যে আমার প্রেমিক পুরুষ!!

"কবিতা লেখার হাতে বেলোয়ারী চুড়ির রিনিঠিনি বাজিয়ে কপালে কাঁচটিপ পড়ার আকুতি, পাটভাঙা তাঁতের শাড়ীতে সুগন্ধ ছড়িয়ে বাহুলগ্না হওয়ার অপেক্ষা, চিরন্তন নারীর চিরন্তনী প্রকৃতির এক ছবি আঁকলেন যেন। " --- সে চিরন্তন নারী যে এই কবির মাঝেই বসবাস করে, তাকে অস্বীকার করি কি করে? কবিতা যে আমার কথাই বলে!!

আপনার মন্তব্য মানেই শব্দের আতশবাজি আর মন জুড়ে ভালোলাগা। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা যাদুকর!!

৪৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

আলমগীর কাইজার বলেছেন: কথা দিচ্ছি
তোমাকে পাওয়ার পর একটা কবিতাও লিখবো না,
খুনসুটি করবো তোমার সাথে, আদর-সোহাগ,
কখনো বা ঝগড়াও, মান-অভিমান, রাগ ভাঙ্গাবো
আর শুধু ভালোবাসবো,
যেমনটা করে পৃথিবীর তাবৎ সংসারী মানুষেরা।

অসম্ভব সুন্দর লাইনগুলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

শিখা রহমান বলেছেন: আলমগীর কাইজার আমার লেখায় আপনাকে প্রথম পেলাম। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। কবিতার বেশ কিছু লাইন আপনার এমন ভালো লেগেছে জেনে লেখাটা সার্থক মনে হলো।

আমার ব্লগে স্বাগতম। আশাকরি মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো। শুভকামনা সতত!!

৪৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

পবিত্র হোসাইন বলেছেন: সত্য হোক মনের আশা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

শিখা রহমান বলেছেন: পবিত্র আপনার শুভকামনা সত্যি হোক। :)

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনা।

৪৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

নক্ষত্র নীড় বলেছেন: যা একখান ছবি দিলেন না !
আমি কী দেব, সামান্য এইটাই দিলাম_

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

শিখা রহমান বলেছেন: নক্ষত্র আপনি মাঝে মাঝেই কি দারুচিনি দ্বীপে চলে যান? নাকি সেখানেই বসবাস আর মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসেন? নাকি ধ্রুবতারার দূরেই থাকার কথা?

আপনাকে অনেকদিন পরে লেখায় পেয়ে আসলেই ভালো লাগছে।

শুভকামনা কবি।

৪৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

নক্ষত্র নীড় বলেছেন: তোমাকে না পেলে

তোমাকে পেলে
আমাকে
আমি তোমার চরণ হবো
তোমাকে পেলে
আমি কবিতা হবো
তুমি আমাকে লিখবে
সাদা কাগজে, খাতার ওপরে
আমাকে সাজাবে, কাটাকুটি করবে, ছিঁড়বে- নতুন
উপমা, প্রতীকে, উৎপ্রেক্ষায়, রূপকে জড়াবে
যুগল ওষ্ঠে তুলে নেবে
নীরবতা বাঙ্ময় হবে- আমাদের কোরাস
থেমে যেতে যেতেও থামবে না
শেষ হয়েও অশেষ থেকে যাবে
তার রেশ অনুভূত হতে থাকবে
শীৎকারের মতো উচ্ছ্রিত শব্দমালা টের পাবো !

তোমাকে পেলে
আমি তোমার পঙ্ক্তিমালা হবো
তুমি আমার কবি হবে ।

আমাদের
পাঠক-পাঠিকা হবে ।

তোমাকে না পেলে
কিন্তু কিছুই হবে না ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

শিখা রহমান বলেছেন: নক্ষত্র আপনার বুঝি এই কবিতাটা সামান্য মনে হলো? কি যে সুন্দর!! কি যে মন ছুঁয়ে গেলো!! কবিতা লিখে এমন সুন্দর উপহার আমি কক্ষনো পাইনি।

"তোমাকে পেলে
আমি কবিতা হবো
তুমি আমাকে লিখবে
সাদা কাগজে, খাতার ওপরে
আমাকে সাজাবে, কাটাকুটি করবে, ছিঁড়বে- নতুন
উপমা, প্রতীকে, উৎপ্রেক্ষায়, রূপকে জড়াবে
যুগল ওষ্ঠে তুলে নেবে
নীরবতা বাঙ্ময় হবে- আমাদের কোরাস
থেমে যেতে যেতেও থামবে না
শেষ হয়েও অশেষ থেকে যাবে
তার রেশ অনুভূত হতে থাকবে
শীৎকারের মতো উচ্ছ্রিত শব্দমালা টের পাবো।"
-- ইশশ!! প্রতিটা লাইন ছুঁয়ে গেলো।

ভালো থাকুন কবিতায়, ভালোবাসায় আর ধ্রুবতারা হয়ে দিগন্তরেখার ওপারের আকশে।

৪৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

নক্ষত্র নীড় বলেছেন: ক'দিন আমার মুঠোফোন থেকে ঢোকা যাচ্ছিল না। যা বাজে লাগছিল । আলসেমি করে কম্পুতে খুব একটা ঢুঁ মারতেও ইচ্ছে করছিল না। এসব জট-জটলা আর কি ।

দারুচিনি দ্বীপে একা একাও কাটাবো। কাউকে সঙ্গে নিয়েও যাবো। দুটোই দারুন অভিজ্ঞতা হবে, তাই না !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

শিখা রহমান বলেছেন: কেমন আছেন ধ্রুবতারা?

আপনার দারুচিনি দ্বীপ আছে আর আমার আছে নিঝুমপুর। নিঝুমপুর কোন দ্বীপবাসীর অপেক্ষায় থাকবে।

৪৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

নক্ষত্র নীড় বলেছেন: হে নিঝুমপুর, আমি তোমার ভেতরে হারিয়ে যাবো ! দেবে ?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

শিখা রহমান বলেছেন: নিঝুমপুর খুব ছোট নির্জন শহর। সেখানেতো আর সমুদ্রের গর্জন নেই, নোনাগন্ধ নেই।

দ্বীপবাসীর সেখানে হারাতে হলে কল্পনাতেই হারাতে হবে। সে কি পারবে হারাতে?

৫০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

নক্ষত্র নীড় বলেছেন: পারবে, পারবে!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

শিখা রহমান বলেছেন: দেখা যাক কল্পনার ডানা কতোদূর উড়তে পারে?

ভালো থাকুন ধ্রবতারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.