নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

আরেকবার ভালোবাসবি রুদ্র?

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০



দুপুরবেলাটা বড্ড চুপচাপ। কান পাতলে বসন্ত হাওয়ার হাঁটাচলার শব্দ মেলে, আলতো পায়ে ঘাসের গালিচায়। রোদের লুকোচুরি পাতাদের আনাচে কানাচে। পাতায় পাতায় ঝামরের শব্দ। আর পাখিদের কলকলানি। কে জানে কেন, কি কারণে অনবরত বাড়ির ছাদে পায়রাদের বাকবাকুম।

মন খারাপ হয়ে যায় আমার। চোখ বন্ধ করলে টের পাই, গন্ধ পাই ফেলে আসা শহরের। হারিয়ে যাওয়া ছেলেবেলার শব্দরা জ্যান্ত হয়ে ওঠে। দুপুরের রোদ মাখা হাওয়ায় হঠাত ভেসে আসে নানাবাড়ির সামনে ফেলে আসা তেজপাতা গাছের আদরের শব্দ, দারুচিনি গাছের বাকলের ঝাঁঝালো গন্ধ, পাঁচিলের ওপরে ঝুঁকে পড়া কাঁঠালি চাঁপার ডাল, ইগলু আইসক্রিমওয়ালার ঘন্টার টিং টিং, রান্নাঘরে নষ্ট হওয়া কলের অনবরত টুপটাপ জল পড়ার আওয়াজ, ফেরীওয়ালার সুরেলা ডাক, দুরের কোন ছাদে ডানপিটে ঘুড়ি। ঝিমুতে থাকা রৌদ্রক্লান্ত শহর, আমার স্মৃতির শহর টুকরো টুকরো মনখারাপ হয়ে এখানে ওখানে ছিটকে আসে। দুম করে একা লাগে, ভয় করে।

রুদ্র...তোর ঠোঁট, তোর স্পর্শ এখনও কেন জানি না লেগে আছে, আমার চোখে মুখে। বারবার পালাচ্ছি। আমি পালাচ্ছি, আর পালাচ্ছি। তবু আমার ঠোঁট ভিজে, মনখারাপের চুমুতে।

কোন এক দুপুরের আচমকা, অস্থির, লুকোনো চুরোনো চুমু। ঠোঁটে ঠোঁট রেখেই ভয়ে সরিয়ে ফেলা। মনে আছে তোর? একবার শান্তভাবে তোর ঠোঁটে ঠোঁট রাখতে দিবি রুদ্র? লুকোনো চুরোনো, অস্বস্তিকর, তাড়াহুড়ো নয়...শান্ত ভাবে, অনেকক্ষণ!! হতে পারে এমন কোন নির্জন দুপুর, কোনও সন্ধ্যা কিংবা কোন নিয়ন আলোর রাতে।

নরমেরা ছোঁবে নিজেদের মতো করে যতক্ষণ ইচ্ছে। ঠোঁটের আঁচে পুড়তে থাকব। মোমের মতো গলতে থাকব। ভালোবাসায় ভিজতে থাকব। চোখের জল ছোঁবে তোর রুক্ষ নীলচে গাল, তোর নিকোটিনের গন্ধমাখা ঠোঁট। আমাকে ভিজতে দিবি রুদ্র?

শেষ চুমু তোর জন্য রুদ্র!! তোর সামনে নতজানু আমি। ইচ্ছে করলেই নিয়ে যেতে পারিস প্রাচীন কোন অন্ধকার মাখা পাহাড়ি জঙ্গলে। নিয়ে যেতে পারিস সেই উদ্ধত পাহাড় চূড়োয়, হাত বাড়ালেই যেখানে চাঁদ ছোঁয়া যায়। সেই পাহাড়চুড়ো থেকে ভাসিয়ে দিস আমাকে, আমার শরীরকে। কথা দিচ্ছি পতনের আগ মুহূর্ত পর্যন্ত তোকে ভালোবাসবো। আমাকে তুই মুক্তি দিস রুদ্র!!পাহাড়ের পাশে পাশ ফিরে ঘুমিয়ে যাবো, অনন্ত অসাড় ঘুম। তোর চোখে চোখ রেখে নির্বিবাদে শূণ্যে হারাবো। নিয়তির মতো অমোঘ হারিয়ে যাবো।

আর তুই? তুই ফিরে যাস তোর নিজের ঘরে, নিজের জীবনে। হঠাত এমন কোন একলা হয়ে যাওয়া দুপুরে, রোদমাখা হাওয়ায় ভেসে আসা শব্দে, হয়তোবা মনে পড়বে আমাকে। পাতাদের ফিসফিসানি, বাতাসের বয়ে চলা, পাখিদের অকারণ ডাকাডাকি মনে করিয়ে দেবে আমায়। অথবা মস্ত থালার মতো চাঁদ আকাশে...জোছনার আড়ালে লুকিয়ে থাকা নীলচে অন্ধকারে আচমকা মনে পড়বে এমন কোন এক রাতে আমাকে ফেলে এসেছিলি তুই।

অযাচিত একটুকরো পাখির পালকের ওম মাখা বিষণ্ণতা ছোঁবে তোর মন। তুই জানিসও না, অথচ তোর আশেপাশেই আমি রয়ে গেছি। রুদ্র...একটু হলেও মনখারাপ করিস আমার জন্য।

শোন রুদ্র!! সেই রাতটা আসার আগে, পাহাড়চূড়োয় ওঠার আগেই ঠোঁট ছুঁতে দিবি আমায়? মনখারাপেরা বাড়ি ফেরার আগেই, হারিয়ে যাওয়ার আগেই একটু কি ভালোবাসবি আমায়?

তুই চাইলেই হারিয়ে যাব। যেদিন বলবি, সাথে সাথে হারিয়ে যাবো। কিন্তু ততোদিন, ঠোঁট ছুঁতে দিবি আমায়, আরেকবার? শান্ত ভাবে? দুপুরবেলার দিব্যি, রুপকথার চুপকথার দিব্যি, আরেকবার ভালোবাসবি রুদ্র?

© শিখা রহমান
Painting by Arya Chandra Chowdhury (IN ANTICIPATION)

মন্তব্য ৫৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কথার মালা সাজিয়েছন আপু।

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

শিখা রহমান বলেছেন: মামুন ইসলাম আমার লেখায় আপনাকে স্বাগতম।

সুন্দর মন্তব্যে মন ভালো হয়ে গেলো। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায়।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

পবিত্র হোসাইন বলেছেন:



ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো
ইচ্ছে ছিলো তোমাকেই সুখের পতাকা করে
শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো।

ইচ্ছে ছিলো সুনিপুণ মেকআপ-ম্যানের মতো
সূর্যালোকে কেবল সাজাবো, তিমিরের সারাবেলা
পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো।

ইচ্ছে ছিলো নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে
রাখবো তোমার লাজুক চঞ্চুতে,
জন্মাবধি আমার শীতল চোখ
তাপ নেবে তোমার দু’চোখে।

ইচ্ছে ছিলো রাজা হবো
তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে।

-হেলাল হাফিজ ।
# হিংসা

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

শিখা রহমান বলেছেন: পবিত্র আপনার মন্তব্য পেলেই মন খুব ভালো হয়ে যায় দুটো কারণে।

প্রথমত আপনি হেলাল হাফিজের কবিতা দেন মন্তব্যে। উনি আমার প্রিয়তম কবিদের একজন, রুদ্রের পরেই। ওনাকে আবার #হিংসা হয়।

দ্বিতীয়ত আপনার #হিংসার জন্য। হিংসা করলে বুঝতে পারি আপনার লেখাটা ভালো লেগেছে। আপনার ভালোলাগা আমার জন্যে বড় পাওয়া।

ভালো থাকুন হিংসিত পাঠক ভালোবাসায় ও হিংসায়। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর!!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

আরোহী আশা বলেছেন: খুব সুন্দর+++++++

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

শিখা রহমান বলেছেন: আরোহী মন্তব্যে মন ভালো করে দিলেন। প্লাসের জন্য ধন্যবাদ।

পাশে থাকার জন্য অশেষ শুভকামনা। ভালো থাকুন সবসময়।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আকুলতা পাঠকের মন ছুঁয়ে গেলো !
ভালোবাসা কবি।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

শিখা রহমান বলেছেন: নীরা তোমার মন ছুঁয়ে গেছে এতেই লেখার সার্থকতা।

ভালো থেকো আর ভালোবেসো কবিতার মেয়ে।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

হাবিব বলেছেন:



এই যে আকুতি মনে মনে পুঁশে রাখো
কাছে এলে কেন তবে আচলে মুখ ঢাকো?

লজ্জায় লাল হয়ে কেন চোখ বুজো তবে
এত যদি লাজ থাকে কেমনে প্রেম হবে?




১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

শিখা রহমান বলেছেন: হাবিব আপনি যে কিভাবে এমন হুটহাট কবিতা লিখে ফেলেন? আপনি আসলেই স্বভাব কবি।

বরাবরের মতোই সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য একরাশ ভালোলাগা রইলো।

শুভকামনা নিরন্তর ও পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আকুলতায় মন ছুঁয়ে যাক পাঠকের।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ সুন্দর মন্তব্যের জন্য ভালোলাগা রইলো।

শুভকামনা সতত!! ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই সৌভাগ্য রুদ্র'র, তাকে নিয়ে কেউ এতবড় কাব্য রচনা করে ভালোবাসার মিনতি মিশানো কথামালায়।

ভালো লাগলো খুব কাব্য কথাগুলো।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

শিখা রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন হুউউউউ...রুদ্রর সৌভাগ্য সে নিজেই জানে না। জানে না যে কেউ তার ভালোবাসার জন্যে আজও প্রতীক্ষায় আছে।

কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া। শুভকামনা কবি।
ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথাগুলো মন ছুঁয়ে গেল। আরেকবার ভালোবাসায় সিক্ত হোক রুদ্র ও তার প্রেয়সী।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

শিখা রহমান বলেছেন: সম্রাট অনেকদিন পরে লেখায় আপনাকে পেয়ে মন ভালো হয়ে গেলো। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

অফুরন্ত শুভকামনা কবিসম্রাট। ভালো থাকুন কবিতায় ও ভালোবাসায়।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাশি রাশি আকুলতায় শ্রভ্র শিশির ঝড়ানো লিখাটি পাঠকের হৃদয় নিংড়াবে তা আমি নিশ্চিত।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

শিখা রহমান বলেছেন: মাহমুদুর রহমান সুন্দর কাব্যিক মন্তব্যে মন আলো করে দিলেন। অনুপ্রেরণার জন্য ধন্যবাদ ও ভালোলাগা।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় লেখা।

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

শিখা রহমান বলেছেন: রাজীব পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য ভালোলাগা জানবেন।

পাশে থাকার জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: আমি ভাবলাম কবিতা!!!

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

শিখা রহমান বলেছেন: বিজন কবিতাই তো!! হৃদয়ের সব কথাই যে কবিতা।

পড়ার জন্যে ধন্যবাদ। আপনার জন্য নাহয় কবিতা (প্রথাগত) দেব শিঘ্রীই।
শুভকামনা কবি।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে ! রুদ্র কি সত্যিই এত পাষাণী !
আলত নরম ঠোঁট যখন তার ওষ্ঠ কে নাড়িয়ে দিল, যে ঠোঁটের বন্ধনে স্বপ্ন আঁকা, দৃষ্টি সুদুরপ্রসারী , বিদ্যুতের মতো শির শির বয়ে যায় সারা শরীরে, শহরের সমস্ত ব্যস্ততা একের পর এক পাশ কাটিয়ে, নিকোটিনের গন্ধ মাখা ঠোটে মাদল হয়ে পাহাড়চূড়া ডিঙিয়ে পৌঁছে যাবে রূপকথার দেশে। মহাকাব্যের নায়কের হৃদয় তবুও গলেনি ? এতই পাষাণী সে ?
সুন্দর ! চমৎকার অভিব্যক্তি।

আপনার রুদ্রকে আপনি যেমন ভাবে সাজান সে কেবল আপনারই ; পাঠক থেকে সে শত যোজন দূরে। হা হা..

শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় আপুকে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

শিখা রহমান বলেছেন: পদাতিক আবারো সুন্দর কাব্যিক মন্তব্যে মুগ্ধতা রইলো।

"আলত নরম ঠোঁট যখন তার ওষ্ঠ কে নাড়িয়ে দিল, যে ঠোঁটের বন্ধনে স্বপ্ন আঁকা, দৃষ্টি সুদুরপ্রসারী , বিদ্যুতের মতো শির শির বয়ে যায় সারা শরীরে, শহরের সমস্ত ব্যস্ততা একের পর এক পাশ কাটিয়ে, নিকোটিনের গন্ধ মাখা ঠোটে মাদল হয়ে পাহাড়চূড়া ডিঙিয়ে পৌঁছে যাবে রূপকথার দেশে।" --- কি দুর্দান্ত!!

"আপনার রুদ্রকে আপনি যেমন ভাবে সাজান সে কেবল আপনারই ; পাঠক থেকে সে শত যোজন দূরে।" --- আমার রুদ্র যে আমারই, বুকের গোপন দেরাজে রাখা।

পাশে থাকার জন্য ও সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্যে আপনাকেও শুভকামনা ও ভালোবাসা।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

বলেছেন: আহ আফসোস হয় আবেগময় আবেদনে।


আবার রুদ্র হবো আমি রুদ্ধ কপাট খুলে,
চুপিসারে ছোঁয়ে যাবো তোমাী কোমল চিবুকে।


++++
ভালোলাগা অবিরাম।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

শিখা রহমান বলেছেন: ল আফসোস কেন কবি? আপনি যার রুদ্র তার কাছে ফিরে যেতেই পারেন।

কাব্যিক মন্তব্যে আর পাশে থাকার জন্য একরাশ ভালোলাগা।

শুভকামনা কবি। ভালো থাকুন প্রাপ্তির সুখে, অপ্রাপ্তির চাওয়াতে আর ভালোবাসায়।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

ফয়সাল রকি বলেছেন: দারুন।
প্লাস।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

শিখা রহমান বলেছেন: ফয়সাল পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য ভালোলাগা জানবেন।

প্লাসের জন্য ধন্যবাদ। পাশে থাকার জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অই রুদ্র কই গেলি!!!!!!!!!!!
জলদি আয়
জনম গেলে জনম পাবি
এমন প্রেম একজনমে না পেলে আর পাবিনা :P

হা হা হা

অসাধারন এক আবেগী হৃদয়ের আকুলতা ফুটেছে লেখায়!
মুগ্ধ পাঠ :)

++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী রুদ্র যে আসেনি সে কথা তো বলিনি!! :) এমনভাবে ডেকেছি বলেই সে এসেছে। তাকে যে বার বার আমার কাছে, এমন ভালোবাসার কাছেই ফিরে আসতে হয়।

"অসাধারন এক আবেগী হৃদয়ের আকুলতা ফুটেছে লেখায়!" --- মন্তব্যে অনুপ্রাণিত হলাম। প্লাসের জন্য ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সব প্রথমের অনুভূতিই আঁকা থাকে মানসপটে....
এ যেন ক্যানভাসে তুলির প্রথম আঁচড়...
যা শত চেষ্টাতেও মোছা যায় না...
ছবির মতোই জীবনের সাথে মিশে যায়....

প্রবল আকুতির এই চিত্ররূপময় লেখায় ভালোলাগার পরশ....

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আপনার মন্তব্যে আবারো একরাশ মুগ্ধতা।

"সব প্রথমের অনুভূতিই আঁকা থাকে মানসপটে....
এ যেন ক্যানভাসে তুলির প্রথম আঁচড়...
যা শত চেষ্টাতেও মোছা যায় না... "
---- আপনি লেখাটার মর্মকথা খুব সুন্দর করে বলেছেন।

ভালো থাকুন প্রাচীন পক্ষী আপনার শব্দের ঝর্না আর ভালোবাসার অবগাহনে।
শুভকামনা নিরন্তর।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: এমন ভাবে বললে রুদ্র ফিরিয়ে দেবেনা দিতে পারবে না। :P দারুন লিখেছেন। পড়ে আরাম পাওয়া গেল।।। রুদ্রের জায়গা আমি হলে তো কথাই ছিল না।।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

শিখা রহমান বলেছেন: সেলিম "এমন ভাবে বললে রুদ্র ফিরিয়ে দেবেনা দিতে পারবে না।" --- একদম ঠিক বলেছেন।
রুদ্রকে বার বার আমার কাছেই ফিরতে হয়। এমন ভালোবাসাকে ফিরিয়ে দেবার সাধ্য রুদ্রের নেই।

আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।

শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬

মুক্তা নীল বলেছেন: লুকানো প্রথম চুমু --- ফিলিংস রয়ে যায় আ-জী-ব-ন। এতো মনের টান কি শুধু এক তরফা হয়? নাইবা হলো রুদ্রের সাথে তেল, চাল, নুনের সংসার কিন্তু এই ভালোবাসার কঠিন মূল্য ই বা কম কিসে?
শিখা আপু , আপনার লেখায় অসম্ভব ভালোলাগা রইলো। শুভেচ্ছা ও শুভকামনায় ---মুক্তানীল

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

শিখা রহমান বলেছেন: মুক্তা নীল আপনার মন্তব্য সবসময়েই মন ছুঁয়ে যায়। আপনি আমার লেখাকে, আমাকে বুঝতে পারেন।

"লুকানো প্রথম চুমু --- ফিলিংস রয়ে যায় আ-জী-ব-ন। এতো মনের টান কি শুধু এক তরফা হয়? নাইবা হলো রুদ্রের সাথে তেল, চাল, নুনের সংসার কিন্তু এই ভালোবাসার কঠিন মূল্য ই বা কম কিসে? " --- আপনি আমার লেখার মূলকথা বুঝতে পেরেছেন। মন আলো করে দেয়া কথাগুলোর জন্য একরাশ ভালোলাগা।

আপনাকে ভালোবাসা ও শুভকামনা রইলো। ভাল থাকুন সবসময়।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:২০

সোহানী বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: অই রুদ্র কই গেলি!!!!!!!!!!!
জলদি আয়
জনম গেলে জনম পাবি
এমন প্রেম একজনমে না পেলে আর পাবিনা :P

হাহাহাহাহা.......... এমন ডাকাডাকি করলে রুদ্রর গোষ্ঠি জ্ঞাতি এসে পড়বে শিখা নো চিন্তা.......... :P

আকুলতার গদ্য কবিতায় অনেক ভালোলাগা শিখা।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯

শিখা রহমান বলেছেন: সোহানী এমনভাবে ডেকেছি বলে রুদ্রতো কবেই এসে পড়েছে। তবে তোমার কথাই ঠিক। এখন রুদ্রর গোষ্ঠি জ্ঞাতিও চলে আসছে। :P

মজার মন্তব্যের জন্য ভালোলাগা। তোমার ভালো লেগেছে জেনে মন আলো হয়ে গেলো।

অনেক ভালোবাসা ও শুভকামনা প্রিয় সোহানী।

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১

রাফা বলেছেন: তুমি কিবা দুরে রও,
চোখের আড়াল হও -
মনে রেখো আমিও ছিলাম।

রুদ্ররা খুবই হতভাগা হয় ।
সঠিক ভালোবাসা ফেলে ,
মেকি ভালোবাসায় ডুবে যায়।

প্রতিটি লাইন হ্রদয় ছুয়ে গেছে.....

ধন্যবাদ,শি.রহমান।

১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

শিখা রহমান বলেছেন: রাফা "তুমি কাছে কিবা দুরে রও,
চোখের আড়াল হও -
মনে রেখো আমিও ছিলাম।" --- খুব পছন্দের একটা গান মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

আপনি আসলেই মানুষ বুঝতে পারেন। রুদ্ররা ভালোবাসা নিতে জানে না, খুব একাকী হয়। অথচ ভালোবাসারা কি আকুল হয়েই না তাদের জন্য আজীবন প্রতীক্ষা করে।

আপনার হৃদয় ছুঁয়ে গেছে জেনে লেখাটা সার্থক মনে হলো।

পাশে থাকার জন্য আর মনখারাপের সময়ে "শি.রহমান" ডেকে মন ভালো করে দেবার জন্যে ভালোলাগা রইলো।
শুভকামনা নিরন্তর।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রুদ্র তুই কি ভুলে গেলি সেই আবেগী চুমো গুলো
তুই কি ভুলে গেলি স্পর্শের স্বাদ
তুই কি ভালবাসবিনা আর
বল তুই কার, কার ?

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার কবিতা মন্তব্যের জন্য একরাশ ভাললাগা।

শুভকামনা নিরন্তর। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: খুব ভালো হয়েছে ।
মুগ্ধতা রেখে গেলাম

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

শিখা রহমান বলেছেন: সৈয়দ জায়েদ আহমদ আমার লেখায় আপনাকে স্বাগতম।

সুন্দর মন্তব্যে মন ভালো হয়ে গেলো। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

শুভকামনা সতত!! ভালো থাকুন ভালোবাসায়।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

নজসু বলেছেন:

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

শিখা রহমান বলেছেন: নজসু ফুলেল কমেন্টের জন্য ভালোলাগা রইলো।

পাশে থাকার জন্য ধন্যবাদ। অফুরন্ত শুভকামনা ফার্স্ট বয়।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

রাফা বলেছেন: হুমম...বুঝে গেছেন ,একটা শব্দ মিসিং ছিলো আমার কমেন্টে।
গানটা শুনতে শুনতে আপনার লেখাটা পড়ছিলাম।
সেটা দিয়েই মন্তব্যের শুরুটা করলাম।

আরেকটা ধন্যবাদ পেতেই পারেন,শি.রহমান।
মন্তব্যটা পরিপূর্ণ করার জন্য।

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭

শিখা রহমান বলেছেন: রাফা পছন্দের গানের লিরিক্স মুখস্থ থাকে। বুঝতে পেরেছি যে লেখার সময় ভুল করে একটা শব্দ বাদ পড়ে গিয়েছে।

বাহ!! গানের সাথেতো লেখার বিরহী আকুলতা মিলে গেছে। ভালো টাইমিং!! :)

প্রতিমন্তব্য দেখার জন্য ও আবারো লেখায় ফিরে আসার জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

জাহিদ অনিক বলেছেন:

দুর্দান্ত এমন দুপুরের জীবন সঞ্চয়ী চুমু কেবল মনে হয় রুদ্র'রাই দিতে জানে।
শুভেচ্ছা ও ভালোবাসা শিখা আপু

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

শিখা রহমান বলেছেন: "দুর্দান্ত এমন দুপুরের জীবন সঞ্চয়ী চুমু কেবল মনে হয় রুদ্র'রাই দিতে জানে।" --- আসলেই তাই মনে হয়!!

সুন্দর মন্তব্যের জন্য ভালোলাগা কবি। তোমাকেও শুভকামনা ও ভালোবাসা জাহিদ।

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

কিরমানী লিটন বলেছেন: অন্তর আদ্রিত করা আবেগি জীবনের গল্প। অতলে ঢেউ খেলে উথাল- পাথাল। খুব সুন্দর আর অনবদ্য আপনার গদ্যের কারিশমা। শব্দের এই কোলাহল প্রাণবন্ত খেলায় মনটা হু হু করে, ভাসি- ভাসায়ও ...

অভিবাদ রইলো আপনার জন্য। ভালো আর নিরাপদে থাকবেন- সবাইকে নিয়ে ...।

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

শিখা রহমান বলেছেন: কিরমানী লিটন আপনার কাব্যিক ও আবেগময় মন্তব্য মন ছুঁয়ে গেলো। আপনার মন আমার সামান্য শব্দের ভেলায় ভেসেছে জেনে লেখাটা সার্থক মনে হলো।

ধন্যবাদ পাশে থাকার জন্য ও মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য। ভালো থাকুন কবি ভালোবাসায় ও কবিতায়।
শুভয়াকামনা সতত!!

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২

আখেনাটেন বলেছেন: আহ্ কী নিদারুন আকুতি! রুদ্রদা, আপনি কুথায়?


দুর্দান্ত! দুর্দান্ত!

শিখাপা, আপনাদের এই সব মহাকাব্যিক লেখা দেখলে মনে হয় কুঁয়োই ঝাঁপ দিয়ে, থুক্কু লেখায় ঝাঁপ দিয়ে ডুবে ডুবে যেতে থাকি অতল থেকে অতলে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

শিখা রহমান বলেছেন: আখেনাটেন আপনি মানুষটাই খুব মজার। আপনার মন্তব্য পড়ে হাসতেই হয়। :)

কিন্তু লেখা পড়ে ঝাঁপ দেবেন না প্লিজ!! আপনি ব্লগের সবচেয়ে ভালো রম্য লেখক এবং নব্য কবি। ব্লগ ও বাংলা সাহিত্যের আপনার কাছে অনেক কিছু পাওয়ার আছে।

মন্তব্যের জন্য ভাললাগা। শুভকামনা মিশরীয় সম্রাট। ভালো থাকুন, আনন্দে থাকুন সবসময়।

২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,




জল পড়ার টুপটাপ শব্দের মতো স্মৃতিদেরও ঝরে পড়ার শব্দ, সুতো ছেঁড়া ঘুড়ির মতো যেন আটকে রইলো লেখায়।

গল্পের শরীরে বিছানো চাদরখানা সরিয়ে ফেললে থরথর কাপা এক তৃষিত অধরের সুডৌল উপত্যকার হাহাকার শোনা যায় বুঝি। সে প্রান্তরে কোষমুক্ত তরবারীর মতো কারো ঠোট চুম্বনের অপেক্ষায় বারেবারে চমকায়, ঝলসায়! চাষী যেমন ক্ষেতে বীজ বুনে অপেক্ষা করতে থাকে ফসলের জন্যে, তেমনি সেই ঠোটও থাকে প্রতীক্ষায়।
অথচ যে নারী চুম্বনযোগ্য তার চোখ কেন যে অশ্রুতে মলিন হয়ে আসে.................

এই হলো আপনার গল্পের উপপাদ্য। চমৎকার আবেগ মিশিয়ে লেখা, নিষিদ্ধ বয়সের চুমু খাওয়ার মতোই শিহরন তোলা।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস আপনার মন্তব্য পড়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম।

আপনার মন্তব্যগুলো কবিতা হয়ে যায়। এমন আশ্চর্য সুন্দর, এমন মন ছোঁয়া!!

মুগ্ধতা, মুগ্ধতা আর মুগ্ধতা!! ভাগ্যিস আপনি মাঝে মাঝে আমার লেখায় মন্তব্য করেন। এমন শব্দের ইন্দ্রজালে বাঁধা পড়তে পারি।

শুভকামনা মন্তব্যের যাদুকর। ভালো থাকুন শব্দের মায়াজালে ও কবিতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.