![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....
লক্ষী মেয়ে আমি!!
মদের গেলাসে ঠোঁট ছোঁয়াইনি,
যাইনি রেস্তোরাঁয় বারে,
পাড়া-প্রতিবেশী, পরিবার-স্বজন, তুমি,
সংবাদ শিরোনাম, পত্র পত্রিকা বলেছিলো,
ওই সব মেয়েরা মদ খেয়ে বেলাল্লাপনা করে বলেই ধর্ষিত হয়েছে,
নেশায় বেহুঁশ ছিল বলেই ওরা ধর্ষিতা হয়েছিলো।
যদি তোমাকে বলি,
সম্পূর্ণ হুঁশে ছিলাম যখন জোর করে চুমু দিয়েছিলে আমায়,
আঁচড়ে কামড়ে ছিন্নভিন্ন করেছিলে,
মুখে পুরে দিয়েছিলে মদের গন্ধ মাখা ঠোঁট,
উন্মত্ত তুমি ছিড়ে ফেলেছিলে শাড়ি-ব্লাউজ,
নেশাতুর শরীরে পুরুষত্ব নাকি পশুত্ব জেগে উঠেছিল,
না না চিৎকার, কাকুতি মিনতি সব উপেক্ষা করে
ধর্ষণ করেছিলে এই লক্ষ্মী মেয়েটা কে?
জ্ঞানী পুরুষ আমার...
অবলা হলেও অবুঝ তো নই আমি,
বুঝিয়ে দাও আমাকে
নেশা কেন তোমার জন্য ধর্ষণের অজুহাত
আর আমার ক্ষেত্রে ধর্ষণের আমন্ত্রণ?
রাতে বিরাতে বাইরে যেতে বারণ,
অন্ধকারে নাকি দানবেরা ওঁত পেতে থাকে!!
সন্ধ্যা নামতেই তাই ঘরের দুয়ার এঁটে বসে থাকি আমি...
যদি তোমাকে বলি
ওইসব কদর্য আঙ্গুলেরা কিলবিল করে দিনের আলোতেও,
রৌদ্রালোকে দানবেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়,
ওই সব নপুংসকেরা রয়ে গেছে জনারণ্যে,
ফুটপাথে, বাসে-ট্রেনে, হাটে বাজারে সর্বত্র..
নারীখাদকেরা থাকে গদি আঁটা সুদৃশ্য অফিসে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে...
অযাচিত ঘিনঘিনে স্পর্শেরা আচমকাই হামলে পড়ে শরীরে,
ছুঁয়ে দেয় কাঁধ-বুক-গলা,
অলক্ষ্যে কি সবার সামনেই খামচে দেয় নিতম্ব, আমার কোমরের বাঁক!!
বুকের ভাজেঁর আভাস, অন্তর্বাসের ফিতের উকি,
শাড়ির ফাঁকে এক চিলতে কোমর,
কামনার উদ্রেক করে পুরুষের...
মেয়েরা তেতুঁল…
দেখলেই মুখে লালা, সামনে এলে শিশ্নে জল অবশ্যম্ভাবী…
ছেনালী নারীর ইশারার কাছে অসহায় পুরুষ আহা!!
কামনার লাগাম কি তার হাতে?
যদি তোমাকে বলি,
ছয় বছরের মেয়েটার আকাশ নীল স্কুল ইউনিফর্মের নীচে,
পা বেয়ে মাকড়শার মতো কিলবিলিয়ে
জানুসন্ধিতে উঠেছিলো তার শিক্ষকের আঙুলেরা,
নয় মাস বয়সী শিশুকে নির্জন দুপুরে তার প্রতিবেশী ধর্ষণ করেছিলো,
অশীতিপর অসহায় এক বৃদ্ধাকে পাড়ার ছেলের দল।
জ্ঞানী পুরুষ আমার...
এরা কি গিয়েছিলো রাতে বিরেতে অজায়গা কুজায়গায়?
কি ইশারা দিয়েছিলো কাজল মাখা চোখে?
ডেকেছিলো কি টকটকে লাল লিপ্সটিক মাখা পুরু ঠোঁটে?
আঁটোসাটো খাটো পোশাকে প্রকট ছিলো কি
ওই বোরখায় ঢাকা মেয়েটির যৌবনের ভাজঁ,
ভোগ শেষে আবর্জনার মতো রাস্তায় পড়েছিল যার মৃতদেহ?
জলখাবার খোলা রাখলে বিড়াল কুকুরে মুখতো দেবেই!!
লক্ষী মেয়ে আমি…
নির্দেশ মেনে ঘরের দুয়ার এঁটে
সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন রেখেছি নিজেকে।
যদি তোমাকে বলি,
কোন এক সাধারণ মেয়ের গল্প,
যাকে তার চাচারা দিনে রাতে পালা করে ভোগ করেছে;
কোন এক অসহায় মেয়ের কথা,
যাকে তার বাবা টাকার লোভে বিক্রি করেছে;
চানঘরে জলের নীচে ঘন্টার পর ঘন্টা কাটানো
কোন এক কিশোরীর কথা,
যে মুছে ফেলতে চেয়েছে ঘিনঘিনে স্পর্শ
বুকে, জানুসন্ধিতে, সারা শরীরে;
অথবা কোন এক তন্দ্রাহারা তরুণীর গল্প,
যার দুঃস্বপ্নে হানা দেয় এক নপুংসকের হিসহিসে কন্ঠ,
তার শরীরের বিবমিষা গন্ধ...
জ্ঞানী পুরুষ আমার...
এখন বলে দাও কোথায় লুকাবো?
কোথায় নিরাপদ আমি?
বাক্সে নাকি তালা আঁটা সিন্দুকে?
সেই দুর্ভেদ্য লোহার ঘরেও কোন এক আঙুল
কিলবিলিয়ে ছুঁয়ে দেবে না তো আমায়?
আবার? তখনো? আরেকবার?
© শিখা রহমান
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১০
শিখা রহমান বলেছেন: আরোগ্য ভালো আছি। আপনি আর ব্লগের সবাই ভালো আছেন আশা করি।
আসলে বইমেলায় দেশে যাওয়াতে একটু ব্যস্ত ছিলাম। তারপরে ফিরে এসে অন্যান্য ব্যস্ততা আর ব্লগে ঝামেলার জন্যে আসাই হয়নি। আপনাদের সবাইকে আর ব্লগ অনেক মিস করেছি।
কেমন আছেন আপনি? পোস্ট দিতেই আপনাকে ব্লগে পেয়ে মন ভালো হয়ে গেলো।
২| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনার পোষ্ট পেলাম।
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৩
শিখা রহমান বলেছেন: রাজীব আসলেই প্রায় মাস দুয়েক পরে ব্লগে এলাম। কেমন আছেন? ব্লগ আর ব্লগারদের মিস করেছি অনেক।
বইমেলায় এলেন না যে? আপনার সাথে দেখা হবে ভেবেছিলাম। প্রিয় অনেক ব্লগারদের সাথে দেখা হলো।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১০
আরোগ্য বলেছেন: শিখা আপুর নাম দেখেই পোস্টে লাইক দিয়েছি। যদি কবিতা পড়ার পর আরেকটা লাইক দিতে পারতাম। মনে আক্ষেপ মেটানোর জন্য প্রিয়তে নিলাম।
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৯
শিখা রহমান বলেছেন: আরোগ্য অনেক অনেক কৃতজ্ঞতা।
আপনারা এমন পাশে থাকেন আর অনুপ্রাণিত করেন বলেই ব্লগ আর ব্লগারদের এমন ভালোবাসি।
ভালো থাকবেন সবসময়। শুভকামনা নিরন্তর!!
৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৪
আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনার আগমনে ব্লগে আনন্দের দ্যুতি ছড়াচ্ছে।
ব্লগটা ভালো নেই। আজকেও দুটি নতুন নিক খুলে কতিপয় পোস্টে অশ্লীল ছবির ফ্লাডিং করেছে।
আশা করি আপু আপনি এখন থেকে আগের মত সক্রিয় থাকবেন।
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৭
শিখা রহমান বলেছেন: আরোগ্য শুনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। আজকাল ভালো থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে।
আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত হলাম, হই বার বার। ব্লগের সবাইয়ের কাছে থেকে যে ভালোবাস আর অনুপ্রেরণা পেয়েছি, পাই সেটা লেখালেখির অন্যতম বড় প্রাপ্তি।
আজ ব্লগে এসে আসলেই খুব ভালো লাগছে। মনে হচ্ছে অনেক অনেক দিন পরে নিজের বাড়িতে এলাম।
আমি অবশ্যই সক্রিয় থাকার চেস্টা করবো। আশাকরি ব্লগে আবার আগের মতো সুস্থ পরিবেশ ফিরে আসবে।
ভালো থাকুন প্রিয় ব্লগার। ব্লগে পাশাপাশি পথ হাঁটবো আরো অনেক অনেক দিন।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৬
ল বলেছেন: গভীর ভাবে মনকে নাড়া দিয়ে গেলো লেখাটা।
কয়েকবার পড়েও যেনো তৃপ্তি মিটছে না।
সত্যিই লাইনগুলোর গভীরতা বিশাল।
ধন্যবাদ
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৩
শিখা রহমান বলেছেন: ল শুভ সকাল। আপনাকে লেখায় পেয়ে আর আপনার ভালোলাগা পেয়ে মন আলো হয়ে গেলো।
ভালো আছেন আশা করি। নতুন কবিতা দিয়েছেন কি ব্লগে? সময় করে পড়ে নেবো।
আপনি কবিতাটা আগেও পড়ে সুন্দর মন্তব্য করেছিলাম। আবার পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে আবারো অভিভূত ও অনুপ্রাণিত হলাম।
কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া। পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
শুভকামনা অফুরন্ত প্রিয় কবি।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: এত্তগুলা দিন পরে আপনার পোস্ট..........
সমাজের নৈতিক পতনের প্রতিচ্ছবি এ কবিতা.......
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৯
শিখা রহমান বলেছেন: শুভ সকাল!! কেমন আছেন প্রাচীন পক্ষী?
পোস্ট দিতেই আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। বইমেলাতে দেশে যাওয়া, অন্যান্য ব্যস্ততা আর ব্লগের ঝামেলার জন্য অনেকদিন ব্রেক হয় গেলো। প্রায় মাস দুয়েক ব্লগে আসা হয় না। সবাইকে অনেক মিস করেছি।
ব্লগে নতুন অনেক পোষ্ট দিয়েছেন কি? আপনার কবিতা লেখা চলছে?
এত্তগুলা দিন পরে আপনার মন্তব্য আর এত্তগুলা ভালোলাগা। লাইকের জন্য ধন্যবাদ।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর প্রাচীন পক্ষী।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: যারা ধর্ষণ করে অপরাধ করে তাঁদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই।আর আপনার জন্য আমার পক্ষ থেকে কেবল পরামর্শ একটাই।
আল্লাহর উপর ভরসা রাখুন। নামাজ পড়ুন।আল্লাহ ও তার রাসুলের কথা মত নিজেকে পরিচালিত করুন।এভাবেই শান্তি না হলে কোন শান্তি নেই।
আর সেদিন নুসরাত নামে একটা মেয়ে ধর্ষিত হয়েছে তার আগে তনু,সুবর্ণচরের এক নারী সহ অসংখ্য নারীর উদাহরন টেনে আনতে পারবো যাদের অপরাধীদের কোন বিচার হয় নি।আসলে আমরা সিষ্টেম করেছি তো তাই দুর্দশা আমাদের যেমন আইন আছে তবে টাকার কাছে তা অসহায়।
মনে রাখবেন, যাদের কর্মের বিচার এই পৃথিবীতে হয় নি তাই বলে যে তার পার পেয়ে গিয়েছে তা কিন্তু না।আল্লাহ পরকালে কি ছেড়ে দিবেন?সব কিছুরই বিচার হবে।কেবল ধৈর্য ধরতে হবে।
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৬
শিখা রহমান বলেছেন: মাহমুদুর রহমান আপনাকে লেখায় পেয়ে ভালো লাগছে। অনেকদিন পরে ব্লগে এসে চেনা মানুষদের সাথে দেখা হলেই মন ভালো হয়ে যাচ্ছে।
খুব প্রাসঙ্গিক আর সুন্দর মন্তব্যে একরাশ ভাললাগা আর মুগ্ধতা রইলো।
"যারা ধর্ষণ করে অপরাধ করে তাঁদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই।" --- সম্পূর্ণ সহমত!!
"আর সেদিন নুসরাত নামে একটা মেয়ে ধর্ষিত হয়েছে তার আগে তনু,সুবর্ণচরের এক নারী সহ অসংখ্য নারীর উদাহরন টেনে আনতে পারবো যাদের অপরাধীদের কোন বিচার হয় নি।আসলে আমরা সিষ্টেম করেছি তো তাই দুর্দশা আমাদের যেমন আইন আছে তবে টাকার কাছে তা অসহায়।" --- কবিতাটা আসলে সেই সিস্টেমের বিরুদ্ধেই ক্ষোভের প্রকাশ, বিচার না পাওয়ারর হতাশা আর ক্ষোভেরই বহিঃপ্রকাশ। আমরা পারিনি নিরাপদ পরিবেশ দিতে আর অন্যায়ের বিচার করতে...দুঃখজনক ও হতাশাব্যঞ্জক!!
"মনে রাখবেন, যাদের কর্মের বিচার এই পৃথিবীতে হয় নি তাই বলে যে তার পার পেয়ে গিয়েছে তা কিন্তু না।আল্লাহ পরকালে কি ছেড়ে দিবেন?সব কিছুরই বিচার হবে।" ---- অবশ্যই!! আপাতত এটা মনে করেই মনে শান্তি রাখতে হচ্ছে।
ভালো থাকুন সবসময়। পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার!!
৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১২
ব্লগার_প্রান্ত বলেছেন: সত্যি সত্যি যদি গল্প কবিতা দিয়ে মানুষকে সচেতন করা যেতো...
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৪
শিখা রহমান বলেছেন: ব্লগার_প্রান্ত অনেকদিন পরে লেখায় আপনাকে পেলাম। অবশ্য আমি নিজেও মাস দুয়েক ব্লগে আসিনি। ভালো আছেন আশা করি।
গল্প কবিতা দিয়ে কিছুটা হলেও যে সচেতন করা যায় না তা কিন্তু নয়। গল্প কবিতা সামাজিক আন্দোলন আর রাষ্ট্রীয় সংস্কারের সহায়ক হতে পারে।
আপনার মন্তব্যে হতাশা আর কষ্টের ছাপ মন ছুঁয়ে গেলো। প্লিজ আশা হারাবেন না!! মানুষের শুভবুদ্ধি আর ভালোতে বিশ্বাস না রাখলে যে বেঁচে থাকা কঠিন।
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর!!
৯| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৩
স্রাঞ্জি সে বলেছেন:
না, নারী সিন্দুক কিংবা তালা বন্দি কোন বাক্সে আর লুকাবে না। এখন নারীদের বের হয়ে আসতে হবে আলখাল্লা ছেড়ে। জায়নামাজে নই শুধু। প্রতিনিয়ত রুখে দাঁড়াতে হবে পশুত্ব বর্বরতার প্রতিচ্ছবি লোলুপ পুরুষদের প্রতি।
নারীরা আজ পিছনে নাই। যতক্ষণ শ্বাস আছে যুদ্ধ করে যাচ্ছে। হার না মেনে। তবুও যখন তার চারপাশ মানুষগুলো অমানুষ হয়ে উঠে। তখন.... তখন এই পৃথিবীটা তার শত্রু।
কবিতার এক রুদ্ধশ্বাস করুণ আভায় কষ্টের ছাপ।
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৪
শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি সে কেমন আছেন? অনেকদিন পরে ব্লগে আসতেই আপনার মন্তব্য পেয়ে মন আলো হয়ে গেলো। ব্লগ ও ব্লগারদের মিস করেছি অনেক। আশাকরি সবাই ভালো আছেন।
"না, নারী সিন্দুক কিংবা তালা বন্দি কোন বাক্সে আর লুকাবে না।...প্রতিনিয়ত রুখে দাঁড়াতে হবে পশুত্ব বর্বরতার প্রতিচ্ছবি লোলুপ পুরুষদের প্রতি। " --- মনের কথা বলেছেন। তবে ওই যে বললেন সমস্ত পৃথিবী কখনো কখনো বড় অচেনা, চারপাশের মানুষেরা খুব বিরুদ্ধতা করে।
"কবিতার এক রুদ্ধশ্বাস করুণ আভায় কষ্টের ছাপ।" --- কবিতায় আসলেই কষ্ট ছিলো, ছিলো হতাশা, ক্ষভ আর একটু বিদ্রুপও!!
মন্তব্যে একরাশ ভালোলাগা রইলো। পাশে থাকার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার ও কবি।
১০| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,
সামুর ক্রান্তি জনিত কারণে হোক, অথবা দীর্ঘ অন্তর্ধানের পরে হোক; দুরন্ত কাম ব্যাক। সেদিন ফেসবুকের প্রথম পড়েছিলাম কবিতাটি। কবিতায় ভালোলাগা। শুভ বুদ্ধির উদয় হোক। মানুষের মন থেকে বন্য কুপ্রবৃত্তির অবসান ঘটুক।
শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৫
শিখা রহমান বলেছেন: পদাতিক কেমন আছেন? সামুর ক্রান্তিকাল চলছে তা সত্যি। তবে তাও হয়তো নিয়মিতই থাকতাম। কিন্তু বইমেলার কারণে দেশে যাওয়ায় ব্যস্ততা ও অন্যান্য কারণে একটু ব্রেক হয়ে গেলো।
প্রায় দু'মাস পরে ব্লগে এলাম। ব্লগ ও ব্লগারদের অনেক মিস করেছি। লেখালেখির মধ্যে দিয়ে কারো কারো সাথে এমন সখ্যতা গড়ে উঠেছে, যেমন আপনার সাথে। ব্লগে না এলে মনে হয় সারাদিন কাজের শেষে একটু খোলা আকাশের নীচে হাঁটিনি।
আপনার ধারবাহিক নিশ্চইয়ই অনেক দূর এগিয়ে গেছে। সময় করে পড়ে নিতে হবে।
হুউউউউ...আপনি কবিতাটা আগেও পড়েছেন ও পড়ে খুব সুন্দর মন্তব্য করেছিলেন মনে আছে। আবারো পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
সহমত ও আশা রাখছি আপনার মতোই "শুভ বুদ্ধির উদয় হোক। মানুষের মন থেকে বন্য কুপ্রবৃত্তির অবসান ঘটুক।"
পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন ভালোবাসায়। শুভকামন সতত!!
১১| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৮
আকতার আর হোসাইন বলেছেন: কোথাও নারী আজ নিরাপদ না....
সুন্দর লিখেছেন..
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৮
শিখা রহমান বলেছেন: আকতার আর হোসাইন আমার ব্লগে স্বাগতম।
আসলেই "কোথাও নারী আজ নিরাপদ না...." আর সে আমাদেরই ব্যর্থতা!! তবে আশা করতেই পারি একদিন এই পৃথিবী নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য নিরাপদ আবাসস্থল হবে।
আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা নিরন্তর!!
১২| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো আছি
না, ব্লগে নতুন কোনো পোস্ট দিইনি। আসলে ব্লগের বর্তমান অবস্থার কারনেই আমার এ নিষ্ক্রিয়তা। ব্লগের পাঠক সংখ্যা নিতান্তই কমে গেছে। তাই দর্শক বা শ্রোতা মোটাদাগে বললে, "ভিজিটর" কমে যাওয়াটা আমার পোস্ট না করার অন্যতম কারন। তবে শ্রীঘই পোস্ট দেওয়ার অভিলাষ ব্যক্ত করছি
আশাকরি আপনি ভালো আছেন
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৮
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স নতুন পোষ্ট দেননি
আপনার মতো গুণী কবি-লেখকরা পোস্ট দিলে ধীরে ধীরে ব্লগ আবার আগের অবস্থায় ফিরে যাবে আর পাঠক সংখ্যাও বেড়ে আগের মতো হবে। আশা করছি ব্লগে আবার আনন্দময় ও সুস্থ পরিবেশ ফিরে আসবে।
"তবে শ্রীঘই পোস্ট দেওয়ার অভিলাষ ব্যক্ত করছি" --- অপেক্ষায় থাকলাম। পোষ্ট দিলে জানাবেন অবশ্যই।
আর হুউউউউ...আমি ভালো আছি আর আপনিও ভালো আছেন শুনে মন আলো হয়ে গেলো।
শুভকামনা সতত প্রাচীন পক্ষী।
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৪
মুক্তা নীল বলেছেন: আপা,
কেমন আছেন? এতো দিন পর আপনাকে পেয়ে কি-যে ভালো লাগছে, তা হয়তো লিখে প্রকাশ করতে পারবো না। আজকের অনুভূতিটাই পাল্টে গেলো।
আর আপনার কবিতা পড়ে মনটা-ই খারাপ হয়ে গেলো। মুক্তি কি -সে??? মুক্তি নাইতো। সমাজে আমাদের মেয়েদের অবস্থান এখন এটাই। বাস্তবতারচাপে ও লোকলজ্জায় অনেকেই নিশ্চুপতাকে মেনে নিয়েছে। আর প্রতিবাদী, সে- তো নাই বললেই চলে। আবার প্রতিবাদীকে প্রাণেেও মেরে ফেলা হয়।
আপনার লেখাটা অসাধারণ হয়েছে।
আপনার বই দুটি আমি সংগ্রহ করেছি এবং পড়েছি। বইয়ের বিষয়ে বিস্তারিত পরে আসছি।
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৯
শিখা রহমান বলেছেন: মুক্তা নীল আপনি কেমন আছেন? ব্লগে অনেকদিন পরে এসেই আপনাকে পেয়ে কি যে ভালো লাগছে!! আমি ভালো আছি। বইমেলার কারণে দেশে যাওয়া আর অন্যান্য ব্যস্ততায় প্রায় মাস দুয়েক ব্লগে আসা হয়নি। ব্লগ ও ব্লগারদের অনেক মিস করেছি।
এমন মনখারাপ করা কবিতা লিখতে ভালো লাগে না। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে লেখা হয়েই গেলো। হতাশা আর ক্ষোভ রাখার জন্য কবিতাকেই বেছে নিতে হলো।
"বাস্তবতারচাপে ও লোকলজ্জায় অনেকেই নিশ্চুপতাকে মেনে নিয়েছে। আর প্রতিবাদী, সে- তো নাই বললেই চলে। আবার প্রতিবাদীকে প্রাণেেও মেরে ফেলা হয়। " --- একদম এখনকার বাস্তবতা...মন্তব্যে সংক্ষেপে বর্তমানকে তুলে ধরেছেন।
আমার বই দুটো আপনি সংগ্রহ করেছেন ও পড়েছেন শুনে অভিভূত হলাম। অনেক অনেক ধন্যবাদ। আপনার পাঠ প্রতিক্রিয়া ও মূল্যবান মতামতের অধীর অপেক্ষায় থাকলাম।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার!!
১৪| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৫
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
এতে কবিতার রূপকে অনেক
গুঢ় কথা উঠে এসেছে ।
শুভেচ্ছা রইল
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩০
শিখা রহমান বলেছেন: ডঃ এম এ আলী আমার লেখায় আপনাকে স্বাগতম।
কবিতা ভালো লেগেছে শুনে মন আলো হয়ে গেলো। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা সতত!!
১৫| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়া আপুনি,
প্রতিমন্তব্যে আবার আসা। উপরওয়ালার আশীর্বাদে ভালো আছি। আশা করি আপনি ও পরিবারের সকলে কুশলে আছেন। মরীচিকার 21 তম পর্ব হয়তো আগামীকালে প্রকাশ করব । যদি সময় হয় তাহলে আকবার ঘুরে আসার অনুরোধ রাখছি । পাশাপাশি ঋদ্ধ- থ্রি র উপরে একটি রিভিউ লিখছি। প্রতি চারটি করে গল্প নিয়ে একটি করে পর্ব লিখে, তিনটি পর্ব ইতিমধ্যে প্রকাশ করেছি। আপনার মর্মরধ্বনিও সামনে আসবে কোন একদিন। ভাবছিলাম ব্লগে আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে সেই ফাঁকে আপনার গল্পের রিভিউ লিখে বেরিয়ে যাব। কিন্তু আজ আপনার অভ্যুদয়ের মধ্যে দিয়ে এ যাত্রায় সে গুড়ে বালি। হা হা হা হা হা....
শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুনিকে।
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৬
শিখা রহমান বলেছেন: পদাতিক সময় নিয়ে আপনার ব্লগে যেতে হবে বুঝতে পারছি। মরীচিকা তো দেখি অনেকদূর এগিয়ে গেছে।
আপনার ঋদ্ধ- থ্রি রিভিউ পড়ে নেবো অবশ্যই। আমার অনুপস্থিতিতে আমার গল্পের রিভিউ লিখতে চাইছেন!! মনে হচ্ছে রিভিউ ভালো নয়। তেমন হলে আমি অবশ্য ব্লগে থাকলেও না দেখার ভান করবো
আপনাকেও শুভকামনা নিরন্তর!! ভালো থাকুন ভালোবাসায়।
পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় ব্লগার।
১৬| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৪
অজ্ঞ বালক বলেছেন: দারুন লিখসেন কবিতাটা। আপনার ভোকাবুলারি অনেক আর সেগুলার প্রয়োগও চমৎকার। সমসাময়িক ও যুগোপযোগী কবিতা। পেলাস।
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৯
শিখা রহমান বলেছেন: অজ্ঞ বালক আমার ব্লগে আপনাকে স্বাগতম।
কবিতায় প্লাসের জন্য ধন্যবাদ ও সুন্দর মন্তব্যের জন্য একরাশ মুগ্ধতা। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা সতত!!
১৭| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব আসলেই প্রায় মাস দুয়েক পরে ব্লগে এলাম। কেমন আছেন? ব্লগ আর ব্লগারদের মিস করেছি অনেক।
বইমেলায় এলেন না যে? আপনার সাথে দেখা হবে ভেবেছিলাম। প্রিয় অনেক ব্লগারদের সাথে দেখা হলো।
আমি বইমেলায় বেশ কয়েকবার গিয়েছি। কিন্তু কারো সাথেই দেখা হয়নি।
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৩
শিখা রহমান বলেছেন: রাজীব আপনি বইমেলায় গেলেন কিন্তু কোন ব্লগারের সাথেই দেখা হয়নি।
আপনি হয়তো তাদের খোঁজেননি। অনেক ব্লগার, বিশেষ করে যাদের বই প্রকাশ হয়েছে, তারা কিন্তু প্রায় প্রতিদিনই বইমেলায় ছিলেন।
যাই হোক কোন একদিন আমার বা অন্য কোন ব্লগারের সাথে আপনার দেখা হয়েই যাবে।
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর!!
১৮| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
এম.জে. রহমান বলেছেন: মনে হচ্ছে এক দিন অনেক বড় কবি হবেন।
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৪
শিখা রহমান বলেছেন: এম.জে. রহমান আমার লেখায় আপনাকে স্বাগতম।
অপানার মন্তব্যে অভিভূত ও ভীষণভাবে অনুপ্রাণিত হলাম।
আশা করি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
শুভকামনা সতত!!
১৯| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৭
পবিত্র হোসাইন বলেছেন: কি সাংঘাতিক কবিতা
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৭
শিখা রহমান বলেছেন: পবিত্র হোসাইন কেমন আছেন? ব্লগে অনেকদিন পরে এসে আপনাকে পেয়ে ভালো লাগছে অনেক।
কবিতা "সাংঘাতিক" কি ভালো অর্থে ধরে নেবো?
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত!!
২০| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সময়ের করুণ প্রতিচ্ছবি নিয়ে আপনি ফিরে এলেন অনেক দিন পর।
১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬
শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ কেমন আছেন আপনি? ব্লগে অনেকদিন পরে ফিরেই লেখায় আপনাকে পেয়ে ভালো লাগছে।
এমন মনখারাপ করা কবিতা লিখতে ভালো লাগে না। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে আর করুণ বাস্তবতার কারণে লেখা হয়েই গেলো। হতাশা আর ক্ষোভ রাখার জন্য কবিতাকেই বেছে নিতে হলো।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার!!
২১| ১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৪
নীল আকাশ বলেছেন: কই ছিলেন এতদিন? ম্যাসেন্জারে নক করেছিলাম, চিনতে পারেন নি আমাকে?
বাস্তবতা বড়ই কঠিন আর নিষ্ঠুর। এই জঘন্য অবক্ষয় আজ সবার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।
আজ ধর্মীয় অবক্ষয় থেকে নৈতিক অবক্ষয় সব কিছুই চরম পর্যায়ে পৌছে গেছে।
ঘরে, বাইরে, শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিক্ষেত্রে মেয়েরা কতটুকু নিরাপদ? বলতে গেলে শিশু থেকে ৪০ বছরের নারী কেউ-ই তো নিরাপদ না। এরপর এই মেয়েরা বিচারও পায় না ঠিক মতো। কি জঘন্য ব্যাপার।
প্রত্যেককে তার কৃতকর্মের জবাব দিতেই হবে এই দুনিয়ায়, আজ কিংবা বা কাল..............
মর্মস্পর্শী একটা লেখা দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
একই বিষয় নিয়ে আমি লিখেছিলাম: গল্পঃ শবনম কাহিনী ৩ - ছেড়া পালে লাগে হাওয়া!। পড়ার আমন্ত্রন দিলাম।
শুভকামনা ও ধন্যবাদ রেখে গেলাম প্রিয় আপুর জন্য!!
২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২০
শিখা রহমান বলেছেন: নীল আকাশ ব্যস্ত ছিলাম। আপনি আশাকরি ভালো আছেন। বইমেলার কারণে দেশে যাওয়া আর অন্যান্য ব্যস্ততায় প্রায় মাস দুয়েক ব্লগে আসা হয়নি। ব্লগ ও ব্লগারদের অনেক মিস করেছি।
এমন মনখারাপ করা কবিতা লিখতে ভালো লাগে না। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে আর করুণ বাস্তবতার কারণে লেখা হয়েই গেলো। হতাশা আর ক্ষোভ রাখার জন্য কবিতাকেই বেছে নিতে হলো। সময় করে আপনার ব্লগে যেয়ে লেখা পড়ে নেবো।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার!!
২২| ১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লক্ষী মেয়ের পাঁচালী খুব লাগলো।
২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২২
শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।
শুভকামনা নিরন্তর প্রিয় ব্লগার!!
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দারুন নান্দনিক প্রতিবাদ!
ভোগির গালে চপেটাঘাত!
অবশ্য অজুহাত দাতারা থোরাই কেয়ার করে!
তাদের লালসায় তারা ডুবে থাকু আমৃত্যু!
ঘৃণার আগুনে তারা না বোধকরি!
না জনে প্রেম না জানে ভোগ! এক পাশবিকতায় নষ্ট করে
একজন নারীকে! না না
একটা প্রজন্মকে!
একটা সমাকে।
একটা দেশকে।
অত:পর আবার কোন এক নারীর গর্ভে জন্মাবে বলে
জন্মচক্রের হাশরে যাতনায় জ্বলতে থাকে অন্তহীন!
২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৪
শিখা রহমান বলেছেন: বিদ্রোহী বরাবরের মতোই দুর্দান্ত মন্তব্যে মুগ্ধ ও অভিভুত করলেন। এই জন্যেই কবিদের মন্তব্য পেলেই মন ভালো হয়ে যায়। কবিদের সব কথাই যে কবিতা হয়ে যায়।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
শুভকামনা নিরন্তর বিদ্রোহী কবি!!
২৪| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৬
নাসির ইয়ামান বলেছেন: প্রতিবাদমূলক কবিতা,ভাল!
তবে এরকম প্রতিবাদে কেন কাজ হবে কী?
সামাজিক সিস্টেমটাকে পাল্টাতে হবে,সরাসরি ময়দান পরিস্কার করা দরকার!
২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৭
শিখা রহমান বলেছেন: নাসির ইয়ামান আমার লেখায় আপনাকে স্বাগতম।
কিছু না বলেই, প্রতিবাদ না করেই কি সামাজিক সিস্টেম বদলানো সম্ভব?
নীরবতা কি সামাজিক সমস্যা সমাধানে সহায়ক হবে?
শুভকামনা সতত!!
২৫| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪০
হাবিব বলেছেন: আপনার লেখা এযাবৎকালের সেরা কবিতার একটি।
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৬
শিখা রহমান বলেছেন: হাবিব স্যার মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ায় ক্ষমাপ্রার্থী। দেশে বেড়াতে যাওয়া ও অন্যন্য ব্যস্ততার কারণে ব্লগে আসা হয়নি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
শুভকামনা নিরন্তর!!
২৬| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: অবশ্যই বোন দেখা হবে। আড্ডা হবে।
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৭
শিখা রহমান বলেছেন: রাজীব নুর নিশ্চয়ই। ভালো থাকুন ভালোবাসায়। শুভকামনা নিরন্তর!!
২৭| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট না করলেও আপনার মূল্যবান মতামত বিহীন তিনটা পোস্ট আছে
পোস্ট তিনটা পড়ার নিমন্ত্রণ রলো
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৯
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ায় ক্ষমাপ্রার্থী। দেশে বেড়াতে যাওয়া ও অন্যন্য ব্যস্ততার কারণে ব্লগে আসা হয়নি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
এর মাঝে নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলেছেন। প্লিজ মন্তব্যে লিঙ্ক দিয়ে দেবেন।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
শুভকামনা নিরন্তর প্রাচীন পক্ষী!!
২৮| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক সুন্দর একটি প্রতিবাদ।
পুরুষ হিসাবে একটু শরমও লাগছে।
তারপর আমার আপুর কবিতাটি একটি প্রতিবাদ।
আপনার এই প্রতিবাদের সাথে আমিও আছি।
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৭
শিখা রহমান বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ায় ক্ষমাপ্রার্থী। দেশে বেড়াতে যাওয়া ও অন্যন্য ব্যস্ততার কারণে ব্লগে আসা হয়নি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আপনি এই প্রতিবাদের সাথে আছেন জেনে ভালো লাগলো। পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা নিরন্তর!!
২৯| ২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২১
মনিরা সুলতানা বলেছেন: কী যে দারুণ ভাবে তুলে এনেছে কথা গুলো !
প্রশ্ন আর প্রতিবাদ চলুক।
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৭
শিখা রহমান বলেছেন: নীরা পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থেকো ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা নিরন্তর!!
৩০| ২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৯
শিখা রহমান বলেছেন: সেলিম মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ায় ক্ষমাপ্রার্থী। দেশে বেড়াতে যাওয়া ও অন্যন্য ব্যস্ততার কারণে ব্লগে আসা হয়নি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা নিরন্তর প্রিয় কবি!!
৩১| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: আপু কই গেলেন ? এতদিন নিরুদ্দেশ কেন?
তাড়াতাড়ি দেখা দিয়েন। আমরা আপনাকে মিস করছি।
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১০
শিখা রহমান বলেছেন: পদাতিক মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ায় ক্ষমাপ্রার্থী। দেশে বেড়াতে যাওয়া ও অন্যন্য ব্যস্ততার কারণে ব্লগে আসা হয়নি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আপনার সিরিজের সব পর্ব একদিন বসে একটানে পড়তে হবে। আশা করছি ব্লগে নিয়মিত হবো।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন। শুভকামনা নিরন্তর!!
৩২| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে অনলাইনে দেখার অপেক্ষায় রইলাম.....
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১১
শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আশা করছি ব্লগে নিয়মিত হবো।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন। শুভকামনা নিরন্তর!!
৩৩| ১১ ই জুন, ২০১৯ দুপুর ১:১৩
আরোগ্য বলেছেন: এ কি শিখা আপু, আবারও গায়েব কেন?
আশা করি সুস্থ আছেন?
প্রিয় শিখাআপুর কবিতা মিস করছি।
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১২
শিখা রহমান বলেছেন: আরোগ্য আশা করছি ব্লগে নিয়মিত হবো।
পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন। শুভকামনা নিরন্তর!!
৩৪| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: কতটা গভীর অনুভব থেকে এ কবিতাটি উঠে এসেছে, তা পাঠকমাত্রই অনুধাবন করতে পারেন।
আপনার এ কবিতাটা আমি একটানে পড়তে পারিনি। জায়গায় জায়গায় শিউরে উঠে থামতে হয়েছে।
প্রবাসে ভাল আছেন আশাকরি। হয়তো বা সময় পাচ্ছেন না, তাই প্রতিমন্তব্যও দিতে পারছেন না।
কবিতায় প্লাস + +
১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১৬
শিখা রহমান বলেছেন: খায়রুল আহসান মন্তব্যের বিলম্বিত উত্তরে প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি। আমার কবিতার চেয়েও বাস্তবতা আরো ভয়ঙ্কর। আপনি যে কবিতা পড়ে তা অনুধাবন করতে পেরেছেন তা থেকেই বোঝা যায় আপনি কেমন সংবেদনশীল পাঠক।
কবিতায় প্লাসের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন। শুভকামনা নিরন্তর!!
৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:০১
সেলিম তাহের বলেছেন: টানটান ঋজু ন্যারেটিভ ভাষা। উৎপ্রেক্ষা, উপমা বা অনুপ্রাসের কারিকুরি নেই। চাঁছাছোলা কাব্যময়তা যাকে বলে। ভালো লাগা রেখে গেলাম।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৭
শিখা রহমান বলেছেন: সেলিম তাহের আমার লেখায় স্বাগতম!! আপনার মন্তব্যে ও কবিতা বিশ্লেষণে অভিভূত হলাম।
"চাঁছাছোলা কাব্যময়তা" বাস্তবতাকে আঁকতে আনতেই হলো। আপনার ভালোলাগা অনেক বড় পাওয়া।
শুভকামনা নিরন্তর। আশা করছি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০১
আরোগ্য বলেছেন: কবিতা পরে পড়বো আগে বলেন আপু কেমন আছেন?