![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল ফেরদৌস নূর ( কন্ঠশিল্পী , অভিনেতা , লেখক ) ভালোবাসা তো - সেটাই হয় , যা শয়তানের মাঝেও মনুষ্যত্ব জাগায় , আর হিংসা , ঘৃণা , অহংকার তো সেটাই হয় , যা , মানুষকেও শয়তান বানিয়ে দেয় ।
ধার্মিকেরা কখনো খুনি হয় না।
হীন স্বার্থান্ধে, ধর্মের দোহায় দিয়ে যারা দাঙ্গা বাঁধিয়ে মানুষ হত্যা করে,
হোক সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা ইহুদি, তারা মানুষ নয়, তারা মানুষরূপী পাষণ্ড জানোয়ার ।
মানুষরুপে পৃথিবীতে এসেও . আজ সত্যিকারের মানুষ হওয়া কঠিন হয়ে যায় ।
আমাদের শিরায় শিরায় , হাঁড়ে হাঁড়ে ...দিবা - নিশি , অমানুষ ঘুরে বেড়ায় ।
তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন ,
তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত।
মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারি দেখানো পথ ॥
বিলাস-বিভব দলিয়াছ পায় ধূলি সম তুমি, প্রভু,
তুমি চাহ নাই আমরা হইব বাদশা-নবাব কভু।
এই ধরণীর ধন-সম্ভার - সকলেরি তাহে সম অধিকার;
তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র-বৎ ॥
তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে
আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে।
ভিন্ ধর্মীর পূজা-মন্দির, ভাঙিতে আদেশ দাওনি, হে বীর,
আমরা আজিকে সহ্য করিতে পারিনে’ক পর-মত ॥
তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,
তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী।
মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মন্ধতা,
বেহেশ্ত্ হ’তে ঝরে নাকো আর তাই তব রহমত ॥
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১২
রাসেল ফেরদৌস নূর বলেছেন: ধন্যবাদ ভাই ..খোলা মনের কথা ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২
খোলা মনের কথা বলেছেন: নতুন ব্লগে আপনাকে স্বাগতম।
লিখতে থাকুন সবকিছু নিয়ে কিন্তু মনে রাখবেন লেখা যেন গঠনমুলক হয়।
আপনার ব্লগ এখনো সেইফ জোনে আসেনি তাই একটু অপেক্ষা করতে পারেন ৫-৭ দিন। কারণ আপনার লেখা প্রথম পাতায় আসবে না এখন।