নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল ফেরদৌস নূর ( কন্ঠশিল্পী , অভিনেতা , লেখক )ভালোবাসা তো - সেটাই হয় , যা শয়তানের মাঝেও মনুষ্যত্ব জাগায় , আর হিংসা , ঘৃণা , অহংকার তো সেটাই হয় , যা , মানুষকেও শয়তান বানিয়ে দেয়

রাসেল ফেরদৌস নূর

রাসেল ফেরদৌস নূর ( কন্ঠশিল্পী , অভিনেতা , লেখক ) ভালোবাসা তো - সেটাই হয় , যা শয়তানের মাঝেও মনুষ্যত্ব জাগায় , আর হিংসা , ঘৃণা , অহংকার তো সেটাই হয় , যা , মানুষকেও শয়তান বানিয়ে দেয় ।

রাসেল ফেরদৌস নূর › বিস্তারিত পোস্টঃ

মরীচিকা

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

পাজেরো গাড়ীর মালিক হেলিকপ্টার দেখে ভাবছে ঃ আমার যদি একটা হেলিকপ্টার থাকতো !

নরমাল একটা গাড়ীর মালিক ভাবছে ঃ আমার যদি একটা পাজেরো গাড়ী থাকতো !

মোটরসাইকেল এর মালিক ভাবছে ঃ আমার যদি একটা নরমাল গাড়ী থাকতো !

একটা সাইকেল এর মালিক ভাবছে ঃ আমার যদি একটা মোটর সাইকেল থাকতো ।

রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ছেলেটি ভাবছে , আমার যদি একটা সাইকেল থাকতো ।

হুইল চেয়ারে বসে থাকা পঙ্গু লোকটি ভাবছে ঃ আহারে , আমি যদি সাইকেল চালাতে পারতাম ।

রাস্তার খোঁড়া লোকটি ভাবছে , আহারে , আমার যদি একটা হুইল চেয়ার থাকতো ।

রাস্তায় হেঁটে যাওয়া লোকেদের দেখে প্যারালাইজড লোকটি ভাবছে , আহারে , আমি যদি হাঁটতে পারতাম ।

চাওয়া - পাওয়ার হিসেব মিলাতে গেলে --“ সুখ “ --- হয়ে যায় মরীচিকা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

ভবঘুরে যাত্রি বলেছেন: রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ছেলেটি ভাবছে , আমার যদি একটা সাইকেল থাকতো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.