![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকে নিয়ে লিখব না
যদি সূর্যটা পুব আকাশে না আসে
যদি রাতের ওই অর্ধ চাঁদটা না হাসে
যদি নদী সমুদ্রে গিয়ে না মেশে।
আমি তোমাকে নিয়ে লিখব না
যদি পাখির কলতানে ঘুম না ভাঙ্গে
ক্ষুধিত মানুষ দ্বারে দ্বারে খাদ্য না মাগে,
আমি তোমাকে নিয়ে লিখব না
যদি তোমার ওই হাসি আমি ভুলে যাই
পাথর কঠিন কষ্ট আমাকে না কাদায়,
তুমি কারো হাত ধরে বহু দূর হেটে যেতে পার
যদি তোমার দেয়া কথা গুলু মিথ্যা হয়
আর রঙ্গধনুতে সাতটি রঙ্গ না হয়,
আমি ঠিক সে দিন তোমাকে নিয়ে আর লিখব না
যে দিন ভেতরে ঘড়ির কাটার ন্যায় টিপ টিপ আর বাজবে না।
©somewhere in net ltd.