![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৈশরে কোন খামখেয়ালি বা দুর্ঘটনায় থুতনির নিচে ঠিক এক ইঞ্চি কেটে গেল। মায়ের কি চিন্তা মেয়ের চেহারায় দাগ পড়েছে, বিয়েতে বাধ সাধবে। ইস ও মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হত। দাড়ি রেখে দিতে বলতাম দাগটা ঢাকা পরত, মার সে কি দুশ্চিন্তা! তুমি যখন একটু বড় হলে আয়নায় নিজেকে খুটে খুটে আবিষ্কার করতে লাগলে দাগটা তোমার খারাপ লাগত না বরং ভালোই লাগত। তোমাকে তাল মেলাতে নয়,তাল মেলানোর প্রশ্নই আসে না। তুমি ত আমাকে চেনই না। ডেফিনেটলি ওটা বিউটি স্পট। তোমার সুন্দর চেহারাটাকে আর সুন্দরতর করে তুলেছে,মনে হয় ইচ্ছে করে সার্জারি করে বসানো হয়েছে।
সত্যি অনেক সুন্দর।
এক ঝলক দেখা আগন্তুক সুন্দরী প্রসঙ্গে।
©somewhere in net ltd.