নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখে যাব যত দিন এই মনে রবে প্রজ্বলিত শিখা।

BM SALEK MAHBUB

BM SALEK MAHBUB › বিস্তারিত পোস্টঃ

হায়রে দেশ তোকে নিয়ে লিখতেও ভয় হয় !

১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৩

আমি আকাশ হব; না আমি সাগর হব; না না আমি বরং কলম হই। মহাবিশ্ব হবে আমার খাতা পৃথিবীটা হবে তার এক একটা পৃষ্ঠা, আমি লিখে যাব অনন্ত কাল। আমি লিখব নিঃস্ব মানুষের কথা; বিত্তবানের ব্যবহারের কথা; অত্যাচারীর অহংকারী গল্প ,অত্যাচারীতের হাহাকার এর গল্প।পেট্রোল বোমায় ঝলসে মরা মানুষ গুলুর কাহিনী। আমি লিখব দুঃখী মায়ের না বলা কথা । সেসব মানুষের কথা যারা আজো নদী তীরে অপেক্ষমান ছেলে আসবে,বাবা আসবে,ভাই আসবে দিন যায় রাত আসে্‌,;;;;; তারা কেও আসে না। আমি লিখব সেসব খেটে খাওয়া মানুষ গুলোর কথা যারা রানা প্লাজা, তাজরিন ফ্যাশান নামক প্রতিষ্ঠানে কাজ করত। আমি লিখব দিনের স্যুটেড বুটেড সেসব বাবু সাহেবদের রাতের নগ্নতার কথা;;আমি লিখব,অবশ্যই লিখব এক দল হতাশ যুবকের নেশা করার কাহিনী, কিছু আশাবাদী মানুষের মিথ্যা মোহের পেছনে ছুটে চলা।আমি না লিখলেই নয় সে কালের,এ কালের এবং আসু কালের হাজার ও প্রেম এর কাহিনী,,কারো সফলতা, কারো ব্যার্থতার কারো কি হয়ে ছিল বুঝে ওঠার আগেই শেষ হবার গল্পও। আমি লিখবো কৈশোরে যে ভালোবাসা জন্মে ছিল কিভাবে তা যৌবন এ পা রাখে,কি ভাবে প্রৌঢ়ের দিকে ধাবিত হয় ,কি ভাবে বৃদ্ধ হয় ঠিকই কিন্তু মরে না। আমি লিখব শহরের ছোট ছোট শিশু গুলির বন্ধী জীবনের করুণ কাহিনী;ইচ্ছা অনিচ্ছা সত্বেও ধর্মের বেড়াজালে আবদ্ধ হাজার ও নারীর জীবন গাথা, অজ পাড়া গায়ের একটা বৃদ্ধ শহর দেখা যার সপ্ন; আমি লিখব সড়ক দুর্ঘটনার মর্মান্তিক পরিনতি আর সড়ক পারের মানুষ গুলির লুটপাট এর কাহিনী। না লিখলে অনন্যায় হবে ছাত্র রাজনীতির ছত্রছায়ায় বারবার অকাল মৃত্যুর কঠিন বাস্তবতা। লেখা উচিত উচ্চবিত্তের জীবন কাকে বলে, লাইক ইয়াবা সীসা মানে স্মার্টনেস,লাল পানি,দুই একটা ডিজে পার্টি না থাকলে উইক এন্ড জমেনা; উচ্চবিত্তের জীবন ব্যবস্তা এ দেশের অনেক গুলু বড় ক্রাইম এর দায়।

আমি লিখব সেসব মানুষের কথা যারা সাড়ে তিন মাইল পতাকা বানিয়ে চিনিয়ে দিয়েছে সমর্থন কাকে বলে;আমি লিখব মফস্বলের স্কুল ছুটির পর প্রেম এর গল্পও,উচ্চবিত্তের বাইক ওয়ালাদের দিগ্বিদিক দাবিয়ে বেড়ানো জীবনে উপভোগের মাত্রা খুজে নেয়ার গল্পও; আমার লেখা থেকে বাদ পড়বে না যাদের জীবন ফেসবুক নামক বিশেষ এক বই এ সীমাবদ্ধ।

আমি জুকারবার্গের কাছে একটা চিঠিও লিখবো ধন্যবাদ জানিয়ে এমন একটা বই আবিস্কার করে আমাদের অনেক সামাজিক হতে সাহায্য করার জন্য। আমি লিখবো না, আমি লিখবো না, আমি লিখবো না শুধু আমার দেশ এর বর্তমান অবস্তা নিয়া তাহলে মহাবিশ্বের প্রতিটি জায়গা ফিলআপ হয়ে যাবে তখন সামাজিক যোগাযোগ বা ব্লগ এ লেখার মত কোন জায়গা অবশিষ্ট থাকবে না।

আশা করি দেশের বর্তমান অবস্তা সম্পর্কে সবাই ভালই উপলব্ধি করতে পারছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.