![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন একটা অদ্ভুত ব্যাপার এতে কোন সন্দেহ নেই। সায়েন্স এর ভাষায় স্বপ্ন হল মানুষের অবচেতন মনের কল্পনা। আমার ব্যক্তিমত স্বপ্ন সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যাপার। তুমি যে ভাবে চাইবে, তেমন ভাবে আসতে বাধ্য। স্বপ্ন বলতে আমি শুধু রাতের যে কোন সময়ের চিন্তা করা ঘটনাগুলো ঘুমানোর পর দেখার কথা বলিনি। স্বপ্ন হবে গোটা জীবন নিয়ে। পৃথিবীতে কয়েক ধরনের মানুষ আছে, কিছু আছে কারনে অকারনে সময়ে অসময়ে স্বপ্ন দেখবে আর স্বপ্ন ভঙ্গের পর আহত না হয়ে আবার পুরা উদ্যমে স্বপ্ন দেখবে। এক শ্রেণির মানুষ স্বপ্ন ভঙ্গের বেদনা থেকে দুরে থাকতে স্বপ্ন দেখার সাহস করেনা। আর কিছু দুনিয়ার সবচেয়ে নাদানের দল যারা স্বপ্ন কিভাবে দেখতে হয় সেটাই জানেনা। তবে ভালো থাকা বা সুখে থাকা যেমন আপেক্ষিক স্বপ্ন টাও তেমন।
একান্ত ব্যক্তিমত ভালো থাকার জন্য স্বপ্ন দেখতে জানতে হয়।
©somewhere in net ltd.