নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Who am I? Does it matter? In quantum physics, I’m just matter.

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

রঙ্গে ভরা বঙ্গ আমার, তার গীত গাই

০৭ ই জুন, ২০১৬ রাত ৯:১৬

১.
শুনেন, শুনেন দেশবাসী, শুনেন দিয়া মন
আজব এই দেশের কথা করিব বর্ণন।
একাত্তরে নয়টি মাস করিয়া যুদ্ধ
জন্ম নিল নতুন রাষ্ট্র, এ কথা সত্য।
ইতিহাসের পাতা পাতা ভরল সকলে
বিদেশিরা বলে কিন্তু ভিন্ন কথা রে-
ভারত আর পাকিস্তানের যুদ্ধ হইল
মাঝখানে এই বঙ্গ নাকি যুদ্ধক্ষেত্র!
সে সব নিয়ে আমাদের কোন চিন্তা নাই
একজনরে নিয়া নাচি আর বই ছাপাই।
এমনি করে চুয়াল্লিশটি বছর শেষে
দেশের দশা দেখে বিধাতা হাসে। [০৭/০৬/১৬]

(একটি ধারাবাহিক রচনা। আরও আসবে)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:২৪

ডঃ এম এ আলী বলেছেন: এটুকু ভাল লাগল পরের টুকু দেখার আশায় আছি ।
শুভেচ্ছা রইল ।

০৭ ই জুন, ২০১৬ রাত ৯:২৮

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ। মাত্র লিখলাম ভাই। এটা হচ্ছে প্রাচীন ধারার কাব্যের ফরমেট। এতে এই অংশটুকু হচ্ছে প্রাক-প্রারম্ভ। সম্পূর্ণ অংশের ১০০ ভাগের এক ভাগ বলা যায়। কতটুকু কি লিখতে পারব জানি না। তবে চেষ্টা করব।

২| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৩৬

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ। :)

৩| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: একজনরে নিয়া নাচি আর বই ছাপাই।

এই একজনটি কে বলা যাবে কি?

০৭ ই জুন, ২০১৬ রাত ১০:২২

সুব্রত দত্ত বলেছেন: নিঃসন্দেহে আপনি বুঝেছেন ভাই। শুধু শুধু নাম উচ্চারণ করে কোপানলে পড়তে চাই না। ধৃষ্টতার জন্য দুঃখিত।

৪| ০৮ ই জুন, ২০১৬ রাত ১:১৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:০৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.