নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেশা সাহিত্য, পেশা শিক্ষকতা।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগারের নাম ব্যবহার করে একটি বিনোদনধর্মী রচনা। (অনুগ্রহ করে রাগ করবেন না)

২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:০৩

জুন মাসের ২৮ তারিখ। কি করি আজ ভেবে না পাই অবস্থার অবসান ঘটিয়ে অনেক দুঃখ কষ্ট সওয়া বিজন রয় কল্লোল পথিক-এর বেশে নীলপরির সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। চাঁদের দেশের গাজী মশাই হয়তো পথটা জানেন ভেবে তার সঙ্গে দেখা করবে সুমন করকে নিয়ে, এমন আশায় ফোন দেয় সুমনকে। কর অফিসে করের হিসাবে ব্যস্ত সুমন কলটা রিসিভ করে না। এরই মধ্যে শায়মা ফোন দিয়ে বায়না ধরে। ঈদে তাকে দুটো জামা কিনে দিতেই হবে। আশ্বাস দিয়ে ফোন রাখে বিজন। মনের কথা ভাবতে ভাবতে পার হয় কালনী নদী। দেখা হয় আরণ্যক রাখালর সঙ্গে। বাঁশির সুরের মূর্ছনায় সবাইকে অশ্রু কারিগর করতে ওস্তাদ রাখাল জানায় চাঁদগাজীর কাছে না গিয়ে কাজী ফাতেমার সঙ্গে দেখা করলে লাভ হবে। রাখালের কথা মতো বিজন কাজী ফাতেমার বাড়ি যায়। দেখে মোটা ফ্রেমের চশমা পরিহিতা ফাতেমা একটা মোটা বই পড়ছেন। বইটার নাম 'সুখী মানুষ'। মনিরা সুলতানার লেখা এই বইটা নাকি 'সুলতানা'স ড্রিমস' এর মতোই। এতসব জানার পর বিজন নীলপরির সন্ধান জানতে চায়। কাজী ফাতেমা একটু ভেবে বলল সামু পাগলা০০৭ কে সঙ্গে নিয়ে সাধুবাবা রূপক বিধৌত সাধুর সাক্ষাৎ কর। বিজন তার কথা মত কাজ করে। কিন্তু কারো নামের সঙ্গে শূন্য শূন্য সাত থাকবে কেন ভাবতে ভাবতে রাত হয়ে যায়। পথে সাইফুল১৩৪০৫-এর সঙ্গে দেখা হতেই সে বলে এত সাত-পাঁচ না ভেবে তোমার লক্ষ্যের দিকে হাঁটো। রাত গভীর হয়, অপূর্ব নীলে ভরে যায় আকাশ। বিজন ভাবে কিন্তু শুধু নীল হলে হবে না, পরিকেও চাই। ভাবতে ভাবতে বিজন পথ চলে। আলোর পাখির ডাকে ভোর হয়। ওরা পৌঁছায় সাহসী সন্তান-এর দেশে। দেবজ্যোতিকাজল নামক এক ফল বিক্রেতা ওদের কিছু ফল খেতে দেয়। তারপর সাধু বাবার ঠিকানায় নিয়ে যেতে নেয়। হঠাৎ বিদ্রোহের গান গাইতে গাইতে বিদ্রোহী ভৃগু আসে। বলে, না...না...না, নীলপরিকে নিয়ে যেতে দিব না। বিজন অবাক হয়। ইনি কি মাইন্ড রিড করতে পারেন! পরে দেবজ্যোতিকাজল তাকে কানে কানে কিছু বলে। ভৃগু শান্ত হয়। বিজনকে নিয়ে তারা এক রাজপ্রাসাদে যায়। মূল ফটকের সামনে দাড়িয়ে অপূর্ব সুন্দর নীল রঙের পোশাক পরিহিতা নারী। যেন নীলপরি! হঠাৎ দৃশ্যপট চেঞ্জ করে গেমচেঞ্জার বিন্দু বিসর্গ না ভেবে গ্রেফতার করেন বিজন। কোর্টে চালান হয় বিজন। বিচারক মোঃ সাইফুল্লাহ শামীম সিদ্ধ ডিম খেতে খেতে বলেন, আরে বোকা নীলপরি সন্ধান করতে এখানে এসছো কেন! http://www.somewhereinblog.com এ যাও। তাকে পাবে। চমৎকার সব পোস্ট দেয়। বিজন ভুল বুঝতে পারে। বলে, আজ থেকে সুন্দর একটা ব্রত করলাম, নীলপরিকে শরীরী সত্তায় খুঁজব না, বরং তার সৃষ্টির মধ্যে তাকে খুঁজব। মানুষ তার শরীরী সৌন্দর্যে না, সৃষ্টিকর্মের সৌন্দর্যে বাঁচে।

বি.দ্র: লেখাটাকে এডিট করতে চেষ্টা করলাম কিন্তু কঠিন ব্যাপার। অামি এ কাজটায় খুবই দুর্বল। একবার যা লিখে ফেলি, তা কেবল ডিলিট করা ছাড়া অার কিছু করতে পারি না। সুতরাং এ গল্প এখানেই শেষ করছি। লেখা উৎসর্গ করলাম মোঃ সাইফুল্লাহ শামীম ভাইকে। তার একটি পোস্ট দেখেই এমন কিছু লেখার উৎসাহ পেয়েছি। যাদের নাম গল্পে এল না, তাদের কাছে অামি ক্ষমাপ্রার্থী। পরবর্তী সময়ে ভিন্ন কোন ক্ষেত্রে তারা অবশ্যই অাসবেন। অার যাদের নাম বারবার উচ্চারিত হয়েছে তারা অাসলে গল্পের স্রোতেই হাইলাইেটড হয়েছেন।

মন্তব্য ৯৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



ভালোই, ব্লগারদের নাম সংগ্রহে রাখা যাবে।

প্রামানিক ও রূপক বিধৌত সাধুর কোন খোঁজ খবর আছে কারো কাছে?

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সুব্রত দত্ত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। প্রামানিক ও রূপক বিধৌত সাধুর কোন খোঁজ খবর অামি দিতে পারছি না বলে দুঃখিত।

২| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন্দ নয়।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৬

কালনী নদী বলেছেন: উনারা কালনী পার হবার পর, নৌকা ঘাটের বিল দিতে ভুলে গেছেন। :)

সুন্দর হয়েছে।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

সুব্রত দত্ত বলেছেন: বিল দিয়ে দিবে ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:



@আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ,

প্রামানিকের কোন খবর।

৫| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: মাইন্ড খাইলাম। আমার নাম কোথায় গেল। আমাকে এড কর মিছিলে। হা হা হা

২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:২০

সুব্রত দত্ত বলেছেন: দুঃখিত ভাই। আপনার নামটা আসেনি বলে। আর গল্পটাও এডিট করতে পারছি না। এই আমার এক দোষ, একবার কিছু লিখে ফেললে পর তার আর এডিট করতে পারি না। বরজোর ডিলিট করতে পারি। আর আমি একজন নতুন ব্লগার। সামুতে নিয়মিত বসাও হয় না ব্যস্ততার কারণে। তাই অনেককেই চিনি না। সে জন্য দুঃখিত। পরবর্তী সময়ের নতুন কোন গল্পে যারা বাদ পড়েছেন, তার অবশ্যই আসবেন। ধন্যবাদ।

৬| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:১২

বিজন রয় বলেছেন:
শুভসকাল। ব্লগে ঢুকেই এই পোস্ট!!!!!!

প্রিয়তে।
পোস্ট ডিলিট বা ড্রাফ্ট ন্ করার জন্য অনুরোধ রইল প্রিয় সুব্রতদা।

৭| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:১৭

বিজন রয় বলেছেন: আমার নামটি মোট ১২ বার ব্যবহার হয়েছে।

যেসব ব্লগারদের নাম ব্যবহার হয়েছে সেগুলো বোল্ড করে দিলে ভাল হতো। আর লিঙ্ক দিলে আরো ভাল হতো, যদিও সময়সাপেক্ষ আর কষ্টসাধ্য।

আপনাকে ধন্যবাদ।

৮| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:১৮

জুন বলেছেন: আপনারটা ১২ বার :-* আর আমি একবারও নেই :(

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সুব্রত দত্ত বলেছেন: অাপনার নামটা পরে অ্যাড করা হয়েছে। অাসলে নতুন ব্লগার বলে অনেককেই চিনি না। এই জন্য অনেকেই বাদ পড়েছেন। অান্তরিক ভাবে দুঃখিত। মাইন্ড করবেন না। ভালো থাকবেন।

৯| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:২৫

বিজন রয় বলেছেন: প্রিয় সুব্রতদা, পোস্টি এডিট করে একটু বড় করে দিন, তাতে আরো ভাল এবং শ্রদ্ধাভাজন ব্লগারদের নাম দিতে পারবেন। যেমন সবার প্রিয় জুন আপার নামটি অবশ্যই থাকা উচিত ছিল।

এটিই যদি আপনার প্রথম নিক হয়ে থাকে তো বলবো আপনি একবারেই নতুন ব্লগার। তাই পুরানো অনেক ব্লগারের নাম আপনার জানার কথা নয়। তবুও বর্তমান যারা নিয়মিত তাদের অনেকের নাম স্থান দিতে পারেন।

তাতে পোস্টি আরো সমৃদ্ধ হবে।

১০| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:২৮

বিজন রয় বলেছেন: এই পোস্টে নায়ক বিজন রয় আর নায়িকা নীলপরি।
এখন নীলপরির প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় আছি।

নীলপরিকে শরীরী সত্তায় খুঁজব না, বরং তার সৃষ্টির মধ্যে তাকে খুঁজব। মানুষ তার শরীরী সৌন্দর্যে না, সৃষ্টিকর্মের সৌন্দর্যে বাঁচে।

দেখি নীলপরি কি বলেন।

১১| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৪

সুব্রত দত্ত বলেছেন: একেবারে সবাইকে মেনশন করে বলছি। আমি একজন নতুন ব্লগার। এটাই আমার প্রথম ও একমাত্র নিক। তাই অনেক ব্লগারকেই চিনি না। আশা করি ধীরে ধীরে চিনে যাব। @বিজন রয়, আপনি যেহেতু নায়ক, সেহেতু একটু হেল্প করেন। বাদ পড়া ব্লগারদের নামের একটা তালিকা দেন। পোস্টটা এডিট করব। @জুন আপু, জুন মাসের গল্প, সুতরাং আপনিও আসবেন এখানে।
নামগুলো বোল্ড করা আর লিংক দেয়ার চেষ্টা করব। @কবি হাফেজ আহমেদ, দুঃখিত। আপনিও গল্পে জায়গা পাবেন শীঘ্রই। @কালনী নদী, ভাড়া তারা দিয়ে দিবে। একটু অপেক্ষা করেন।

১২| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৬

বিজন রয় বলেছেন: আসলে নাম তো অনেক দিতে পারবো। কিন্তু তাতে সমস্য বাড়বে। পুরাতন অনেক ব্লগার আছেন সুন্দর নামের ভাল মানের। তারচেয়ে বরং বর্তমান যারা নিয়মিত তাদের ভিতরে যাদের নাম পাচ্ছেন তাদেরই নিয়ে আসেন।

প্রথম পেজে ব্লগে উপস্থিত তালিকা দেখলে অনেককেই পাবেন। ওখানে দুই ঘন্টার মধ্যে কয়েকবার দেখতে পারেন।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:০৭

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ। শীঘ্রই এডিট করব। তবে নায়িকার মন্তব্য জরুরি। তিনি যদি রাগ করেন তবে তো পুরো গল্পটাই মাটি হবে। তার মন্তব্যের অপেক্ষায় আছি।

১৩| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

নতুনদের নাম থাকলে ভালো হত।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯

সুব্রত দত্ত বলেছেন: সরি ভাই। রাগ করবেন না। আমিও কিন্তু একেবারে নতুন একজন। পোস্টটা এডিট হবে। আরও অনেকই জায়গা পাবেন।

১৪| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:২৫

সুমন কর বলেছেন: এ ধরনের লেখা কিন্তু বেশ কষ্টকর। বেশ হয়েছে।

+।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:১০

সুব্রত দত্ত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

১৫| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ব্লগারদের নিয়ে সুন্দর গল্পের আয়োজন ভালো লাগল ।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:১৩

সুব্রত দত্ত বলেছেন: আমি নতুন বিধায় অনেক ব্লগারের লেখাই পড়া হয়নি। তাদের নামগুলো গল্পে আসে নি সে জন্য দুঃখিত। তবে পোস্টটা আপডেট করব। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: কি করি আজ ভেবে না পাই অবস্থার অবসান ঘটিয়ে অনেক দুঃখ কষ্ট সওয়া বিজন রয় কল্লোল পথিকের বেশে নীলপরির সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। চাঁদের দেশের গাজী মশাই হয়তো পথটা জানেন ভেবে তার সঙ্গে দেখা করবে সুমনকে নিয়ে, এমন আশায় ফোন দেয় সুমনকে। কর অফিসে করের হিসাবে ব্যস্ত সুমন কলটা রিসিভ করে না। এরই মধ্যে শায়মা ফোন দিয়ে বায়না ধরে। ঈদে তাকে দুটো জামা কিনে দিতেই হবে।


হায় হায় হায় কার কাছে বায়না!!!!!!!!!!!!!!!!!!!

না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


কি করি আজ ভেবে না পাই ভাইয়ার কাছে!!!!!!!!!!!!!!!!!!!


এই ভাইয়ার মাথার ঠিক নেই নিশ্চয়ই কোনো পাগলীদের ড্রেস কিনে আনবে!!!!!!!!!!!!! :((


আর পাগলীদের ড্রেস না কিনলেও আমি তার পরপরই তাকে পাগল বানায় দেবো!:)

জুতা
স্যান্ডেল
লিপিত্তিক
কাজল,
দুল
মালা
চুড়ি
বাড়ি

না না বাড়ি না মানে ঈদে সাজু গুজু করতে যা যা লাগবে কিনে দিতে বলে!!!!!!!!!!:)

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৪

সুব্রত দত্ত বলেছেন: এখানে গল্পের নায়ক বিজন রয়। তাকেই ফোন দিয়ে জামা চেয়েছেন
কি করি আজ ভেবে না পাই ভাইয়া এ গল্পের কোন চরিত্র নন। :)

১৭| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:২০

শায়মা বলেছেন: ওহ সবাই আমাকে জামা কেনার বদনাম দাও কেনো!!!!!!!!!!!!!!!!! :((

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৯

সুব্রত দত্ত বলেছেন: বদনাম!!! না, না এটা কোন বদনাম না আপু। ভুল বুঝবেন প্লিজ। গল্পের খাতিরে লেখা। আর গল্পটা যেহেতু এডিট হবে সেহেতু জামার সঙ্গে সাজুগুজুর জিনিসগুলোও পেয়ে যাবেন। ভালো থাকবেন।

১৮| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৯

শায়মা বলেছেন: ও মাই গড!!!!!!!!!!!!!

তাইলেই হয়েছে!!!!!!!!!!!!

বিজনভাইয়া তো জামা কিনতে বিজন বনে হারায় যাবে !


কোনো সন্দেহ নাই!:(

১৯| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৯

সুব্রত দত্ত বলেছেন: তা অবশ্য বিজন ভাই ই ভালো বলতে পারবেন। একটু অপেক্ষা করেন কাহিনিতে অনেক চমক আসবে। নায়ক বিজন রয় কে হারিয়ে যেতে দেয়া যাবে না। শত হলেও গল্পের নায়ক তিনি।

২০| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:০১

অপরিচিত সেই আমি বলেছেন: পোস্টের 'বানোয়াট' শব্দটা এডিট করে ভিন্ন কোন শব্দ ব্যবহার করা যায় কিনা ভেবে দেখবেন। কারণ শব্দটা বড্ড বেশি বাজে। তাছাড়া এই ধরনের পোস্টে একজন বা দুইজনকে হাইলাইট করে লিখলে বাকিরা মাইন্ড খাইতে পারে। এমনও হতে পারে যে, যাকে হাইলাইট করছেন সেও হয়তো লজ্জা পাচ্ছে। সবার নাম যোগ করার ইচ্ছা করলে সবার নামই ভাগাভাগি করে সমান তালে দিলে ভাল হয়। তবে পোস্টকে ভাল পাইলাম!

২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ আপনাকে। অবশ্যই 'বানোয়াট' শব্দটা একটু পর কেটে দিব। আর নাম ব্যবহারের ব্যাপারে যে পরামর্শ দিলেন সেটাও মেনে নিচ্ছি। গল্পের খাতিরে দু'একটা নাম একটু বেশি হাইলাইট হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিব। তবে কাউকে লজ্জা দেয়ার মতো কিছু লিখেছি বলে মনে হয় না। যা হোক, পুরো পোস্টের আমূল পরিবর্তন আনব একটু পরই। আপনার যৌক্তিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: @ শায়মা আপা, আমি রবীন্দ্রনাথ নই।

@ অপরিচিত সেই আমি, লজ্জার কথা বলে আমি পোস্টদাতাকে বিপদে ফেলতে চাইনি। বরং উৎসাহ দিয়েছি। অতবার আমার নাম যখণ নিয়েই ফেলেছেন তো আর কি করার আছে।

এই জন্য আমি আরো অনেকের নাম পোস্টে দিয়ে আরো বড় করতে বলেছি।

সবাইকে ধন্যবাদ আর শুভকামনা।

২২| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৯

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন, নায়ক বিজন রয় কে হারিয়ে যেতে দেয়া যাবে না। শত হলেও গল্পের নায়ক তিনি।

আমার এখন ভয় করছে।

২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৭

সুব্রত দত্ত বলেছেন: ভয় পাওয়ার কিছু নাই ভাই। :)

২৩| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৬

বিজন রয় বলেছেন: বোল্ড করে দেওয়াতে অনেক ভাল দেখাচ্ছে।
সুন্দর।

ভাল থাকেন সুব্রতদা।

২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:০৫

সুব্রত দত্ত বলেছেন: কিন্তু সবার লিংক দিতে গিয়ে অনেক শ্রম দিলাম। অবশেষে বিষয় দৃষ্টিনন্দন হলো না এবং সুখপাঠ্য তো অবশ্যই থাকছে না। দুঃখ পেলাম। ;(

২৪| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:১৫

বিজন রয় বলেছেন: হা হা হা
লিংক কি ওইভাবে দেয়?

নতুন বলে আপনার জানা নেই।
আচ্ছা, এক কাজ করেন লিংক উঠিয়ে দেন। লিংক দেওয়ার আগেই ভাল ছিল।

২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৯

সুব্রত দত্ত বলেছেন: এখন লিংক উঠিয়ে দেয়ার ঝক্কি নেয়ার সামর্থ্য নেই। ক্লান্ত।
তবে লিংক দেয়ার পদ্ধতিটা শিখতে চাই। :(

২৫| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: ওকে। তাহলে থাক।

২৬| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৬

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর হইচে লিংক না দিলে মনে হয় সুন্দর হতো। শুধু নাম দিলেই পারতেন।
এটা আমার ব্যাক্তিগত মতামত। প্রিজ মাইন্ড খাইন না ভাইয়ো....

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:১৩

সুব্রত দত্ত বলেছেন: হুম। লিংক দেয়ার পদ্ধতিটি শিখিনি। তাই লিংকগুলো কেটে দিব।

২৭| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৬

আরণ্যক রাখাল বলেছেন: লিঙ্কগুলা সরায় দেন।
ভাল হবে তাইলে

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:১৪

সুব্রত দত্ত বলেছেন: হুম দিব ভাই। ধন্যবাদ।

২৮| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৯

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর হইচে লিংক না দিলে মনে হয় সুন্দর হতো। শুধু নাম দিলেই পারতেন।
এটা আমার ব্যাক্তিগত মতামত। প্রিজ মাইন্ড খাইন না ভাইয়ো....

সায়মা আপু এখনো জামা নিয়ে পড়ে আচে so sad!! কমচে কম জামা বাদে অন্য কিচু চাইতে পারতো। আগের পোস্টু গুলিতেতো জামা পেয়ে গেছেতো মনে হয়, তাইনা আপুনী????

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সুব্রত দত্ত বলেছেন: শেষ পর্যন্ত লিংক দেয়া শিখলাম। অশ্রু কারিগর শিখিয়ে দিয়েছেন এবং অামিও শিখতে পেরেছি। অাপনার মতামতের জন্য ধন্যবাদ দেরিতে দিলাম বলে দুঃখিত। অার মাইন্ড খাওয়ার তো প্রশ্নই অাছে না ভাই। ধন্যবাদ।

২৯| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৯

অপরিচিত সেই আমি বলেছেন: আপনি এই পোস্টের লাস্ট কমেন্টটা পড়েন, তাহলে লিংক যোগ করার পদ্ধতী বিস্তারিত ভাবে বুঝতে পারবেন- Click This Link

৩০| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৯

কাবিল বলেছেন: লিঙ্ক দিলেও সমস্যা নাই, একটু চেঞ্জ করে দিতে পারেন। যেমন-

জুন মাসের ২৮ তারিখ। কি করি আজ ভেবে না পাই অবস্থার অবসান ঘটিয়ে অনেক দুঃখ কষ্ট সওয়া বিজন রয়


ভালো লাগলো। লিখতে থাকেন। শুভ কামনা।

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:২০

সুব্রত দত্ত বলেছেন: এই কাজটা কীভাবে করে সেটাই জানা নেই।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সুব্রত দত্ত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদটা বেশ দেরিতেই দিলাম। সেজন্য দুঃখিত। ভালো থাকবেন। ধন্যবাদ।

৩১| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৫

থিওরি বলেছেন: গবেষণালব্ধ থিওরি!
ভালো লাগা জানবেন!

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:২৩

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ।

৩২| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৪

কল্লোল পথিক বলেছেন:




আরে মশাই করেছেন কি!
দারুন সাজিয়েছেন।

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:২৫

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৩৩| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভাই, সারাদিন নিজের পোষ্ট নিয়ে এতো ব্যস্ত ছিলাম যে এদিকে একদমই আসতে পারিনি। এই ব্লগে কেউ এই প্রথম আমাকে তার লেখা উৎসর্গঃ করলেন। যতটুকু সম্মান দিয়েছেন তাতে আমি আবেগাপ্লুত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা!!

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:২৯

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই। পুরো গল্পটাই লেখা সম্ভব হয়েছে আপনার পোস্ট পড়ে উৎসাহ পেয়ে। সে ক্ষেত্রে আপনি অবশ্যই এর ভাগিদার। উৎসর্গ আপনাকে না করলে খুব অন্যায় হত। আর আপনার পোস্টটি আরো বেশি উন্নত। ভালো লেগেছে খুব। ভালো থাকবেন।

৩৪| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

কালনী নদী বলেছেন: আপনি আরো সুন্দর করে লিঙ্ক সাজাতে পারেন, যেমন মোঃ সাইফুল্লাহ শামীম

৩৫| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে হাইপার লিংক ব্যবহার করলে ভালো হতো। যেমন, সুব্রত দত্ত শক্তের ভক্ত
এভাবে।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৬| ২৮ শে জুন, ২০১৬ রাত ১০:০৬

আর. এন. রাজু বলেছেন: ভালো লিখেছেন। কিন্তু দূঃখের বিষয় এটাই যে আমার নাম নেই। :(

৩৭| ২৮ শে জুন, ২০১৬ রাত ১০:৩০

আমিই সাইফুল বলেছেন: অসাধারণ।

৩৮| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:০১

গেম চেঞ্জার বলেছেন: পুস্ট ভালুৈচে..... B-)

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩১

সুব্রত দত্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

৩৯| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:১২

সায়েম মুন বলেছেন: বেশ লাগলো ব্লগারদের নিয়ে এরকম লেখা। হাইপার লিংকের ব্যাপারটা ভেবে দেখবেন। হামা যেটা বলেছেন।

৪০| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩৬

মিঃ অলিম্পিক বলেছেন: দেখলেনতো বাউ প্রিয় ব্লগার মোঃ সাইফুল্লাহ শামীম, মানি লোকের মান আল্লাহই রক্ষা করে!! আমি দিই নাইতো কি হইচে অন্য একজন ঠিকেই আপনাকে উপ্রে তুলে দিল হা হা হা....

২৯ শে জুন, ২০১৬ রাত ১:১৯

সুব্রত দত্ত বলেছেন: মন্তব্যে অন্যরকম গন্ধ পেলাম। যা হোক ভাই, আমি নতুন ব্লগার। তেমন কিছু বুঝি না, জানি না। যা ঘটেছে, তা অপকটে জানিয়েছি আরকি। ভালো থাকবেন। শুভ রাত।

৪১| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩৮

অশ্রুকারিগর বলেছেন: আমি ভেবেচিলুম আমি আচি। পড়ে দেখলুম এ অশ্রু কারিগর অন্য কেউ। আমি নিজেই লজ্জ্বা পেয়ে গেলুম আসলে আমাকে মেনশন করতে চাইছেন নাকি উনাকে। তবে যাকেই নিন না কেন সুন্দর হয়েচে। পোস্টে পিলাচ দিমু তয় শর্তসাপেক্ষে।

শর্ত হল আপনি লিংকগুলো এডিট করবেন। অনেক কষ্ট করে লিংক দিয়েচেন, আরেকটু কষ্ট করে লিংক এডিট করাটা শিখে ফেলেন। আপনার পরবর্তী পোস্টে কাজে দেবে। সবাই সুন্দর করে বুঝাইছেন তারপরেও আমি আরেকটু যোগ করি। আপনি এড লিংকে ক্লিক করার পর যে উইন্ডো অপেন হবে সেখানে দুইটা অপশন পাবেন। টাইটেলে আপনি যেটা লিখতে চান (যেমনঃ অশ্রুকারিগর) সেটা লিখবেন আর ইউআরএলে লিঙ্কটা বসাবেন। তাহলেই হয়ে যাবে।

অনেক সুন্দর লিখেন। ফুটবল নিয়ে পোস্টে আপনার চিন্তাভাবনার বৈচিত্র দেখেছি। এখানে প্রঅতিভা দেখলাম। ভালো থাকবেন।

আমি ভেবেচিলুম আমি আচি। পড়ে দেখলুম এ অশ্রু কারিগর অন্য কেউ। আমি নিজেই লজ্জ্বা পেয়ে গেলুম আসলে আমাকে মেনশন করতে চাইছেন নাকি উনাকে। তবে যাকেই নিন না কেন সুন্দর হয়েচে। পোস্টে পিলাচ দিমু তয় শর্তসাপেক্ষে।

শর্ত হল আপনি লিংকগুলো এডিট করবেন। অনেক কষ্ট করে লিংক দিয়েচেন, আরেকটু কষ্ট করে লিংক এডিট করাটা শিখে ফেলেন। আপনার পরবর্তী পোস্টে কাজে দেবে। সবাই সুন্দর করে বুঝাইছেন তারপরেও আমি আরেকটু যোগ করি। আপনি এড লিংকে ক্লিক করার পর যে উইন্ডো অপেন হবে সেখানে দুইটা অপশন পাবেন। টাইটেলে আপনি যেটা লিখতে চান (যেমনঃ অশ্রুকারিগর) সেটা লিখবেন আর ইউআরএলে লিঙ্কটা বসাবেন। তাহলেই হয়ে যাবে।

অনেক সুন্দর লিখেন। ফুটবল নিয়ে পোস্টে আপনার চিন্তাভাবনার বৈচিত্র দেখেছি। এখানে প্রঅতিভা দেখলাম। ভালো থাকবেন।

২৯ শে জুন, ২০১৬ রাত ১:১৪

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই। এইটাই বুঝতে ছিলাম না। অনেক অনেক কৃতজ্ঞতা। এখন মোবাইল থেকে আর এডিট করলাম না। সকালে কম্পিউটারে এডিট করে দিব। আপনার প্রশংসা বাক্য খুব উৎসাহ দিল। যে কেউ যে কোন কাজে উৎসাহ পায় যদি চারপাশের মানুষরা উৎসাহ দেয়। ছোটখাটো একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে যৎসামান্য বেতনে চাকরি শুরু করেছি। অনেক রকমের কাজে প্রতিষ্ঠানকে সহায়তা করতে চেষ্টা করি কিন্তু সহকর্মীদের কাছ থেকে উৎসাহ-ব্যঞ্জক কথা শুনতে পাই না। বরং ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে ভালো চাকরি পাচ্ছি না বলে তাচ্ছিল্যের শিকার হচ্ছি। এছাড়া ব্যক্তিগত জীবনের কিছু ভুল এবং ব্যর্থতাও পীড়া দিচ্ছে প্রতিনিয়ত। এমন অবস্থায় সামুতে এসে আপনাদের ভালো ব্যবহার, সুন্দর পোস্ট, মন্তব্য আমার জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। এতকিছু বললাম, এ জন্যই যে আপনাদের মন্তব্যগুলো কতটা গভীরে গেঁথে যাচ্ছে, তার একটু আঁচ দেয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ রাত।

৪২| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:৫৭

অশ্রুকারিগর বলেছেন: যেখানেই থাকুন ভালো থাকুন। ফেসবুকে ঢুকে দেখলাম ২০১২ সালে আমি লিখেছিলাম

Life never turns the way we want
but we live it the best way we can.
There's no perfect life, but we can
fill it with perfect moments...

কেন লিখেছিলাম, কারো কোটেশন না নিজে থেকে লিখেছিলাম, কিজন্য লিখেছিলাম আজ মনে নেই। জীবনটাতো আর থেমে থাকে না। সব মানুষেরই কিছু গল্প আছে। কষ্টের গল্প। আপনি তো তাও জব করেন, আমি একটা টেকনিক্যাল সাবজেক্টে ভালো ডিগ্রি নিয়েও জবে ঢুকতে পারতেছিনা কিছু সমস্যার কারনে। তাচ্ছিল্যগুলো এড়িয়ে চলুন। আমার ব্লগে সর্বশেষ পোস্টে দেখবেন কয়েকটা ছবি আছে। কোন মানুষদের থেকে দূরে থাকা উচিত। ৩টা স্পেসিফিক ফটো। এই ৩ প্রকার মানুষ থেকে দূরে থাকলে আপনার জীবনে সুখের অভাব হবে না। শুভ রাত্রি।

৪৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ২:০৩

রঙ্গীন ঘুড়ি বলেছেন: নতুন বলে আমার নাম নাই ;( যাই হোক ভাল লেগেছে ;)

২৯ শে জুন, ২০১৬ সকাল ৭:০৩

সুব্রত দত্ত বলেছেন: ভাই রাগ করবেন না। আমি নিজেও নতুন। নতুন বলে আপনার নাম নেই, কথাটা ঠিক না। অনেক পুরোন এবং নিয়মিত ব্লগারের নামও বাদ পড়েছে আমার সীমাবদ্ধতার জন্য। আমি এ জন্য দুঃখিত। তবে পোস্টটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

৪৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: নাম আমার থাক বা না থাক।
ভালো লেগেছে B-) B-)
এতে করে অনেক ব্লগারে নাম মনে রাখা যায়।

২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:১৭

সুব্রত দত্ত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪৫| ২৯ শে জুন, ২০১৬ রাত ৩:২১

অতৃপ্তচোখ বলেছেন: বিষণ মজা লাগলো ভাই। খুব সুন্দর গল্পের তালে তালে ---- বিচারক সাহেব সিদ্ধ ডিমের মর্যাদা রেখেছেন সঠিক ঠিকানা দিয়ে।

শুভকামনা রইলো ভাই -----

৪৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ৩:৩৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন লিখেছেন :)

৪৭| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৭:০১

নীলপরি বলেছেন: সকালবেলা সামুতে এসে প্রথমেই এই লেখাটা পড়লাম । একটার সাথে আরেকটা নাম দারুনভাবে জুড়েছেন । অনেকটা স্বপ্নের মতো । কারো কোথাও যেতে আসতে বাধা নেই । :) খুউব ভালো লাগলো ।

ধন্যবাদ আমার নাম ব্যবহারের জন্য ।
শুভকামনা ।

২৯ শে জুন, ২০১৬ সকাল ৭:১০

সুব্রত দত্ত বলেছেন: এতক্ষণে আপনি এলেন। আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। যেহেতু একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আপনার নামটা গল্পটিতে এসেছে, সেহেতু বাস্তবিক অর্থে আপনার মন্তব্যও গুরুত্বপূর্ণ। পোস্টে কিছু জটিলতা আছে (টেকনিকাল), সেগুলো ঠিক করব একটু পর। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। এডিট করার পর আরেকবার পড়বেন, সেই অনুরোধ রইল এবং গল্পের বিষয়বস্তু নিয়ে কিছু বলবেন প্লিজ। শুভ সকাল।

৪৮| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৭:২২

নীলপরি বলেছেন: আসলে একটু ব্যস্ত ছিলাম । সামুতে আসা হয়নি । তাই পোষ্টটাও দেখেনি ।

হুম অবশ্যই পড়ব । আমি মাঝে মাঝে এসে দেখে যাবো । মন্তব্যগুলো পড়তেও ভালো লাগছে ।আর বিষয়বস্তু যে বললাম অনেকটা স্বপ্নের মতো বা রূপকথাও বলা চলে । কারো কোথাও যেতে আসতে বাধা নেই । আপনি লিখে যান । ভালোই হচ্ছে । :)

৪৯| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৩১

নীলপরি বলেছেন: এডিটিং ভালো হয়েছে ।

২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৭

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ। বুঝতেই পারছেন নতুন বলে কি অবস্থায় পড়েছিলাম। আগে একবার লিংক দিয়েছি। সেগুলো ডিলিট করে আবার লিংক দেয়া, তাও একজন দুজন নয়। বিষয়টা জটিল। তবে শিখতে পেরে ভালো লাগছে। আজকাল একটা নতুন পলিসি নিয়েছি ঐ যে প্রবাদ আছে না ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’। ঐটাও গুরুত্বের সঙ্গে নিচ্ছি। অনেক অদরকারি কাজের ভেতর দিয়ে দরকারি অনেক কিছু শেখা যায়। আপনার মন্তব্য ভালো লাগল। দোয়া রাখবেন। ধন্যবাদ।

৫০| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০৫

বিজন রয় বলেছেন: আপনার মাধ্যমে এই গল্পের নায়িকাকে প্রশ্ন রেখেছিলাম ১০ নং মন্তব্যে। নায়িকা কি অবলা নাকি?
আসে-যায় দেখেনা কিছুই।

২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:০১

সুব্রত দত্ত বলেছেন: নায়িকার উপর চটে যাচ্ছেন কেন!! তিনি হয়তো ১০ নং মন্তব্যটি খেয়াল করেন নি। যা-ই হোক তিনি অবশ্যই উত্তর দিবেন। অপেক্ষা করুন। আর আজ বোধ হয় আপনার মুডটা একটু অফ। মুড ভালো থাকুক সে কামনা রইল।

৫১| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:১১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মিঃ অলিম্পিক!! ধরা খেলেন তো!! আমি এবং সুব্রত দুই ভাই মিলে এমন দুইটা ফান পোস্ট দিলাম যে পুরো ব্লগ কেঁপে গেছে। আপনি আমাদেরকে বাদ দিলেও আমরা কিন্তু আপনাকে বাদ দিইনি। হা হা হা!!!!

৫২| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২০

কাবিল বলেছেন: এবার আর সুন্দর লাগছে+++++++



কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, কিছু মন্তব্য স্কিপ করে গেছেন।
ইচ্ছা করে, সময়ের করনে নাকি বুঝতে পারেননি?

যদি বুঝতে না পারেন,
যে মন্তব্য গুলোর প্রতিউত্তর দেন নি, দিতে চাইলে মন্তব্যের উপরে তীর চিহ্ন ক্লিক করে প্রতিউত্তর দিতে পারেন
শুভ ব্লগিং

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সুব্রত দত্ত বলেছেন: হুম। আসলে ব্লগিং এখনও ভালো মতো শিখে ওঠা হয়নি। তবে প্রতিউত্তর দেয়ার পদ্ধতিটা সাহসী সন্তান ভাই কিছু দিন আগে শিখিয়ে দিয়েছেন। আসলে বেশিরভাগ সময় মোবোইল থেকে ব্লগে ঢুকি এবং ব্যস্ততার দরুণ সবগুলোর প্রতিউত্তর দেয়া হয়ে ওঠে না। সময় করে সবগুলোর প্রতিউত্তর দিয়ে দিব। আপনার মন্তব্যের এবং পরিমর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫৩| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

কালনী নদী বলেছেন: এডিট ভালো হয়েছে, ঘাটের বিল না দিলেও হইবো।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সুব্রত দত্ত বলেছেন: না, না বিল পরিেশাধ হইবে, পরবর্তী গল্পে। :) অার ধন্যবাদ ভাই।

৫৪| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: গল্প ভালো হইচে ।

৩০ শে জুন, ২০১৬ রাত ২:০০

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ। নতুন ব্লগার আমি। তাই অনেককেই চিনি না। নাম বাদ পড়েছে অনেকের। সেজন্য দুঃখিত। পরবর্তী গল্পে বাদ পড়াদের অগ্রাধিকার দেব। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার পোস্টটাও ভালো লেগেছে। শুভ রাত।

৫৫| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে গল্প! ধন্যবাদ দীনহীনকে মনে রাখার জন্য ।

০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:২৬

সুব্রত দত্ত বলেছেন: অাপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫৬| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৫:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: মজা পেলুম :)

০২ রা জুলাই, ২০১৬ রাত ৯:৫০

সুব্রত দত্ত বলেছেন: মজা পেয়েছেন জেনে ভাল লাগল। ভাল থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.