নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেশা সাহিত্য, পেশা শিক্ষকতা।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

সাগর-নদী

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬

আমাদের মস্তিষ্কের ভেতর চিন্তা নামের একটি সাগর আছে।
মৃত্যুর পরোয়ানা নিয়ে সেই সাগরে ভেসে বেড়ায় কিছু কীট।
সেগুলো আমাদের নিথর করে,
অবশ হয় আমাদের হাত-পা।
কিন্তু আমাদের হৃদয়ের ভেতরও প্রবাহিত হয় একটি শান্ত নদী।
সে নদীর নাম প্রেম।
তাতে ভেসে বেড়ায় অন্যরকম কিছু কীট।
নদী যখন সাগরে গিয়ে মেশে-
অন্যরকম কীটগুলো ধ্বংস করে কীটগুলোকে।
আমরা নিথরতা থেকে মুক্তি পাই,
সচল হয় আমাদের হাত-পা।
মৃত্যু আর বেঁচে থাকার এ প্রক্রিয়া চিরন্তন।
কিন্তু সবই নশ্বর,
আমরাও।
তাই সবকিছুর মৃত্যু ঘটে একদিন-
এমনকি সব রকম কীটগুলোরও।
তবে নদী আর সাগর প্রবাহিত হয় অনন্তকাল।
চিন্তা আর প্রেমের কোনো মৃত্যু নেই।


সুব্রত দত্ত
৩১/০৭/২০১১ খ্রিস্টাব্দ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫

অরূপ চৌহান বলেছেন: খুব সুন্দর একটি চিরন্তর দর্শন!!!!!!!!
ভাল তো বটেই.......।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:০৭

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪

সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.