নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

রাজনাথ সিং এবং বিপ্লব পরবর্তী সরকারের কাছে খোলা চিঠি

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৭

এটা ৬৯-৭১ নয়, ৮১-৮২ নয়, ৮৬-২০০১ নয়, ১৪-১৮ও নয় । এটা স্ফটিকের মত স্বচ্ছ ২০২৪ সাল । যে দেশ আবু সাঈদ , মুগ্ধ সহ হাজার হাজার শহীদের রক্তের বণ্যায় অর্জিত ৩য়বার স্বাধীন হওয়া দেশ । অনেকে বলেন, ২য়বার স্বাধীন । না । এটা ভুল কথা । যারা বাংলাদেশের মানচিত্র বোঝে না, তারাই কেবল তোমাদের প্রেসক্রিপশনে এভাবে কথা বলে । এই দেশ হাজী শয়িতুল্লাহ, দুদুমিয়া, তিতুমীর, শেরে বাংলা একে ফজলুল হক, মওলানা ভাষানীর দেশ । যে দেশ ১৯৭২ সালে ভুল নেতৃত্বের হাতে চলে গিয়েছিল । আমাদের পূর্ব পুরুষ ভাষানী এবং সোহরাওয়ার্দী সাহেবের ভুলের কারণে এটা সম্ভব হয়েছিল । যার খেসারত দিতে হয়েছে ১৯৭২-৭৫ পর্যন্ত । সেই জাতিকে আবার ভুলিয়ে ভালিয়ে তার প্রেতাত্মাকে লেডি ফেরআউন হিসেবে এই দেশে আসার সুযোগ করে নানা রকম অভিনয় করিয়ে অনেক খেলা খেলেছো না ? ঐ খেলার দিন গুজার গিয়েছে । তোমাদের ঐ স্বপ্ন আর নতুন কোন অভিনয়, নতুন কোন নাটক তৈরী করে আর কোনদিনও পূরণ করতে দিবে না শরিয়তুল্লাহদের ডিএনএ প্রবাহিত এ প্রজন্ম ।

শোন মিঃ সিং, মইন ইউ আহমেদের মত মেরুদন্ডহীন কাপুরুষকে দিয়ে যা পেরেছিলে, তেমন সুযোগ এই জাতি আর তোমাদের দিবে না । তোমাদের মিথ্যাপ্রোপাগান্ডা বাংলাদেশের হিন্দু নির্যাতন কার্ড মার খেয়েছে , বিচারিক ক্যু ? কতল হয়েছে, সামরিক ক্যু গোরস্থানে । বাঁধ খুলে চুবিয়ে কাবু করতে চেয়েছিলে ? পেরেছে কিছু করতে ? দেখনাই ? কিভাবে বরাবরের মতই এই দেশের জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে মানুষ মানুষকে রেসকিউ করেছে ? এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে কি না ?


“প্যারাট্রুপার রেডি আছে“ নামক গুজব ছড়িয়ে মইনকে বলদ বানিয়েছিলে ? বার বার ঘুঘু হয়ে ধান খেয়ে যাবে ?? তোমাদের সব খেলার সাথে আমরা পরিচিত হয়ে গিয়েছি । তোমরা এখন যে কোন খেলাই খেলবে, তার সাথে সাথে ট্রাম্পকার্ড খেলে দিব আমরা । কি মনে করেছ ? ভেবেছিলে, ভুয়া শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৬ বছরে তরুন প্রজন্ম সবাই অচল হয়ে গিয়েছে ?

শোন, কাপুরুষের মত ইসরাইলের সামরিক শক্তির হাত ধরে আমেরিকা, ব্রিটেনের সাদা চামড়াদের ঘোল খাইয়ে আমাদের নিয়ে নতুন খেলার ছক না কষে বরং তোমরা কিছু করতে চাইলে বীরের মত সামনে এসে সত্য কথা বলে আমাদের বুকে গুলি চালাতে হবে, সেই সত্য কথাটা কি ? যা তোমরা কাপুরুষের মত ৫৪ বছর অন্তরে পুষে রাখ । আমাদেরকে ঊঁইপোকার সাথে তুলনা করে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসিনাতন্ত্র দিয়ে শেষ করতে চেয়েছে । ঐ ইচ্ছা সরাসরি এভাবে বলতে হবে “ আমরা বাংলাদেশকে স্বাধীন দেশ মানিনা, ওটা আমরা দখল করব “ এই কথা বলে সরাসরি যুদ্ধ করতে আসতে হবে । মীর জাফরের বাচ্চা মিরণের ভুমিকায়তো ১৬ বছর ছিলেই । কিছু করতে পেরেছ ? আস বীরের মত সত্য কথা বলে, কোন মিথ্যা ন্যারেটিভ নিয়ে কেন ? আর আমরা সে যুদ্ধে শহীদ হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের পথ করে দিয়ে যাব ইন শা আল্লাহ্ ! কিন্তু কাপুরুষের মত বার বার মিরণ হয়ে ছুরি মারার আর কোন সুযোগ তোমাদের আমরা দেব না ।


বিপ্লব পরবর্তী সরকারে যারা আছেন, দয়া করে শুনুন । প্লীজ ! আর কতকাল কাপুরুষের মত নিজেদেরকে তাদের চাকর বানিয়ে রাখবেন ? কি কারণে ? শহীদ আবু সাঈদ মুগ্ধরা, রিক্সাওয়ালা, দিন মজুররা যারা জীবন দিয়েছে, সেই সাথে এই সংগ্রামে ঝাপিয়ে পড়েছে দেশের ৯৮% আমজনতা ! তারা কি কাউকে ভয় পেয়েছিল ? ২% কাপুরুষ গাদ্দাররা কি পালায়নাই সবাই ? তো ? এই দেশ এখনো ভারতকে ডরায় নাকি ? কেন ভয় দেখাচ্ছে ওরা ? আপনারা কি ৯৮% জনগনকে আপনাদের শক্তি মনে করেন না ? কেন মিউ মিউ করছেন ? ওদের ভুয়া গল্প সব বাতিল হয়েছে, এই হুমকিও আমরা বাতিল করে দিব ইন শা আল্লাহ ! আমরা জনগন ঐক্যবদ্ধ আছি । আপনাদের সরকারের সেট আপ বদলান । বাতিল সংবিধান ছুড়ে ফেলুন । চুপ্পুকে গ্রেফতার করার মত এভিডেন্স পেয়েও কেন তাকে গ্রেফতার করছেন না ? কেন সেনা প্রধানের ৬০০ এর উপরে ক্রিমিনালকে আশ্রয় দেয়ার অপরাধে গ্রেফতার করা হচ্ছে না ? কার ভয়ে ? কিসে ভয়ে ? আপনারা যদি ভারতকে ডরান, আর আমাদেরকে বিচ্ছিন্ন করে মারতে চান, ভুল করবেন । জনগন কিন্তু রাজপথ এখনো ছাড়েনাই । কাপুরুষদের ভয় করার কোন কারণ নেই । সাধারণ জনগন এবং সেনাবাহিনীর তরুন অফিসাররা আংগুল চুষবে না । সাবধান !!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারত ভুল রাস্তায় হাঁটছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.