![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭২ সালের স্বাধীন দেশের শাসনকালে ১৯৭৩ থেকে ১৯৭৪ এর মধ্যেই আওয়ামীলীগ এবং সেই দলের প্রধান নেতা মুজিব নিজেই নিজেকে হত্যা করেছিলেন। আওয়ামীলীগ দলের জন্মের পর থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঐ ইতিহাসটুকু রাষ্ট্রের ইতিহাস হয়ে থাকুক । বিলুপ্ত না হোক, এটা কে না চায়? পৃথিবীর অন্যান্য ফ্যাসিস্ট দল যেভাবে বিলুপ্ত হয়, এই দলটি ১৯৭৫ সালে অবিকল সেভাবেই বিলুপ্ত হয়েছিল । কিন্তু তখন রাষ্ট্র যাদের হাতে ছিল, তারা এটিকে গণভোটের মাধ্যমে আইন করে বিলুপ্ত না করে যে ভুল করেছিল, এই জাতি সেই ভুলের খেসারত দিয়েছে ১৯৮১ সালের ৩০ শে মে থেকে ২০২৪ সালের ৫ই আগষ্ট পর্যন্ত । ইতিহাসের এই অমোঘ সত্য হাল জামানার সকল রাজনৈতিক দলের ধান্দাবাজ, মুক্তিযুদ্ধের চেতনার বড়ি বিক্রেতা হাইব্রীড নেতারা ছাড়া হাড়পাকা পলিটিশিয়ান এবং এই সরকারের হাড়পাকা সবগুলো উপদেষ্টা খুব ভালো করেই জানেন । ১৯৭৫ পরবর্তী সরকারগুলোর সম্মিলিত ভুলের ফসল হিসেবে সৃষ্ট নতুন মোড়কে একই ফ্যাসিস্টকে আবারো নিষিদ্ধ করেছে ছাত্র-জনতা-সেনাবাহিনীর ম্যাক্সিমাম সদস্য সহ সম্মিলিত দেশবাসী ৫ই আগষ্ট ২০২৪ তারিখে।
একই ভুল কি আবারো করা যাবে ? বিজয়ী সিপাহী-ছাত্র-জনতা কি বলেন ?
যে ভুল জার্মানীরা করেনাই বলে তারা জাতি হিসেবে আজ পৃথিবীর মানচিত্রে উন্নত জাতিতে পরিণত হয়েছে ।
আমার এই স্মরণিকার উদ্দেশ্য ২য় বার বিলুপ্ত এই ফ্যাসিবাদী ক্যান্সারকে সরকারের ভেতর এবং বাইরে থেকে এখনো যারা ইনিয়ে বিনিয়ে আবারো ভবিষ্যত বাংলাদেশের ইতিহাসের অংশ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, তারা এই দেশ এবং এই দেশের ম্যক্সিমাম জনগনের শত্রু ।
এই ভুল যারা আবারো করবেন, মনে রাখবেন, তারা কিন্তু আবারো বিগত ১৫ বছর যারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ানক গণহত্যাকারী ফ্যাসিস্ট এর হাতে গুম, খুন হয়েছেন, তাদের সহ জুলাই -আগষ্ট/২৪ এ ছাত্র জনতার বুক থেকে ঝরে যাওয়া তাজা রক্তের সাথে বেঈমানী করবেন এবং আবারো ৫ম বার মুক্তিযুদ্ধের দিকে জাতিকে ঠেলে দেবার দায়ে দায়ী থাকবেন ।
প্রফেসর ইউনুস সরকারের তরফ থেকে তৃতীয়বার কোন ভুল করা হবে না, এমন অংগীকার এর আশা করছে বিজয়ী সকল স্টেকহোল্ডার। কিন্তু যদি ভুল করেন, তার দায়ে যেন ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা না করেন, তার জন্য কবরে যাবার আগে লিখে রেখে গেলাম ।
আল্লাহ হাফেজ ।
©somewhere in net ltd.