![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্র সমন্বয়ক মিঃ হাসনাত আব্দুল্লাহ্ এর শেষ পর্যন্ত সঠিক বোধোদয় এর প্রেক্ষিতে আমার অভিমতঃ
আপনাদের এ উপলব্ধি অনেক দেরী হয়ে গেছে । বিষয়টা অনুধাবন করার পরও এখনো আপনারা দ্রুত ভুল সংশোধন না করে কেন এভাবে ধীর গতিতে হাটছেন ? কার স্বার্থে ? আপনাদেরতো জনগনের ম্যান্ডেট রয়েছে, যা এই দেশের আপামর জনগন রাজপথে নেমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে ৫ই আগষ্ট বেলা ১২টার সময় আপনাদেরকে দিয়েছিল ? সেটা কি গোটা বিশ্ব এরই মধ্যে ভুলে গিয়েছে ? নাকি আমরা জনগন ভুলে গিয়েছি ? কি ভেবেছেন ? ছাত্রলীগ নিষিদ্ধের গেজেট প্রকাশ কি আপনাদের হাতে লেমনচ্যুষ ধরিয়ে দেয়ার মত মনে হচ্ছে না ?
আপনি যে কথা বলেছেন, ৭২ এর গণবিরোধী সংবিধান ছুড়ে ফেলতে হবে, এটা আপনাদের সরকারের প্রথম দিনই করা উচিৎ ছিল এবং ডঃ ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠার দরকার ছিল, শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন বলে এখন আপনারা সে কথা বলছেন । দেরী হয়ে গেছে অ-নে-ক । আর কোন ভুল নয় জনাব !!!
কেন আর কোন ভুল করা যাবে না ? কেননা এসব লেমনচ্যুষ ধরিয়ে দেবার নীতি জনগনের কাছে খুবই পরিস্কার । এসব পিংপং খেলা কিন্তু আর সহ্য হচ্ছে না । যেহেতু মল খসানো শুরু করেছে আপনাদের ঘাড়ের উপর বসে থাকা গাদ্দারগুলো, সেহেতু তাদেরকে আর কোন ছাড় নয় । আপনারা ডঃ ইউনুস এর সাথে দ্রুত বসে সিদ্ধান্ত নিন । ফরহাদ মজহার এবং মাহমুদুর রহমান সাহেবকেও আপনাদের বৈঠকে রাখুন । ফ্যাসিবাদকে বিলুপ্ত করতে হয় বিপ্লবের পরই । এর কোন বিকল্প নেই । যেহেতু ফ্যাসিবাদের পতন হয়েছে, তার সব কিছুই বাতিল হয়েছে । সুতরাং আবারো ঐ বাতিলের অধীনে আপনারা সময় ক্ষেপনের নীতিতে যাবেন কেন ? চুপ্পু এবং ওয়াকারকে গ্রেফতার করুন । আবু সাঈদের রক্ত যেখানে পড়েছিল , সেখানে দাঁড়িয়ে আপনারা শপথ নিন । ডঃ ইউনুস, আপনারা ৩ জন, আদিল ভাই ব্যতিত সকলকে বরখাস্থ্য করুন । প্রঃ ইউনুস রাষ্ট্রপতি এবং আপনারা ৪ জন তার অধীন কেবিনেট মন্ত্রীত্ব গ্রহণ করবেন । তার পরের কাজ পরে হবে ।
ফ্যাসিস্টদের বহাল তবিয়তে বহাল রেখে আপনারা যে পথে হাটছেন, সেটা সঠিক পথ নয় । সেটা বেঠিক পথ বলেই ফ্যাসিস্ট খুনীরা আদালতে প্রকাশ্যে মিছিল করার সাহস পেয়েছে । অথচ এরা ১৯৭৫ সালে ফ্যাসিস্ট মুজিব পতনের পর সবগুলো পালিয়ে গিয়েছিল । যারা ছিল, তারা টু শব্দটি করতে কেউ সাহস করেনি । তাদেরকে সেই সময় নিষিদ্ধ না করে যে পাপ করা হয়েছিল, তার পরিণতি ভোগ করেছে এই জাতি ২০২৪ এর ৫ই আগষ্ট পর্যন্ত । অতএব শুধু একটা সংগঠণ নয়, পুরো ফ্যসিস্ট দলকেই নিষিদ্ধ করতে হবে । কেননা এই পাপ থেকে মুক্তির জন্যই এত রক্ত ঝরেছে । আর এই দেশের ফ্যাসিবাদমুক্ত ম্যাক্সিমাম জনতা ইউনুস সরকারকে সাপোর্ট করেছে একই কারণে । ফ্যাসিবাদী শক্তি পালিয়েছে । এটাইতো বাস্তবতা । এটাই আপনাদের ক্ষমতার বৈধতা । আবারো যারা বাতিল সংবিধানের দোহাই দিয়ে এখান থেকে সরিয়ে প্যাচ মারবে, তাদেরকে অন দ্য স্পট গ্রেফতার করলে দেখবেন, কোন কেউটের বাচ্চারা আর মুখ খুলতে সাহস করবে না ।
ফ্যাসিবাদের দোষর জেনারেলরা যারা এখনো কলকাঠি নাড়ছেন, তাদেরকে গ্রেফতার করে হাসিনা যে সব দেশ প্রেমিক অফিসারদের নিশ্চিহ্ন করতে চেয়ে বিফল হয়েছে, তাদের থেকে সিনিয়র কাউকে ডেকে এনে স-সম্মানে সেনাপ্রধান এর দায়িত্ব দিয়ে সেনাবাহিনীতে শৃংখলা ফিরিয়ে আনুন । তাহলেই দেখবেন, দেশ ঠান্ডা হয়ে যাবে । সব কিছুই ঠিক হয়ে যাবে । ঠিক যেমনটি হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট এর পর । চালের দাম একলাফে ১০ টাকা থেকে ৩ টাকায় নেমেছিল । হাতে গোনা গুটি কয়েক চরিত্রহীন সুশীল, ভারতের দালাল চিহ্নিত কয়েটা গণমাধ্যম, হাসিনার পা চাটা সুবিধাখোর সামরিক- আমলা আর চোর ডাকাত ব্যবসায়ীদের জীবন বাঁচানোর জন্য আর এই দেশে আবারো ভারতের দাদাগিরি প্রতিষ্ঠার জন্য এত রক্ত ঝরিয়ে হাসিনার পতন ঘটানো হয়নাই ।
ইতিহাসের সেই ধারাবাহিকতা রক্ষা করে কেবল সেই সময়ের করা ভুল সংশোধন করুন । এই দেশ নিয়ে পিংপং খেলার সাহস আর কেউ কোনদিন করবে না । আল্লাহর উপর বিশ্বাস রেখে এই কাজ করুন । নয়তো বড় দেরী হয়ে গেলে আর সময় পাবেন না । কোন মিরনকে পেছন থেকে ছুরি মারার সুযোগ দিবেন না, প্লীজ ! কাংগালের কথা বাশি বলে ফেলে দিবেন না ।
এই ভুল সংশোধন করা না হলে এই জাতিকে আবারো অনেক রক্ত দিতে হতে পারে । অতএব সাধু ! সাবধান !!
©somewhere in net ltd.