![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০২৪ সালের ৫ই আগষ্ট ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যে বিজয় অর্জন করেছিল, তা ডঃ ইউনুস এর সরকারের একটা ভুলের কারণে বিজয়ের উদ্দেশ্যই ব্যাহত হতে চলেছে । এর প্রেক্ষিতে শেষ পর্যন্ত খুব সহজ বিষয়টা আদালত পর্যন্ত গড়ালো । আজ ২৮-১০-২০২৪ জনগণ তাদের কাংখিত ভুল সংশোধন হবে, এই আশায় মহামান্য আদালতের দিকে চেয়ে আছে দেশের বিপ্লবে বিজয়ী আপামর বিজয়ী ছাত্র জনতা ।
আশা করি মহামান্য আদালত ম্যক্মিমাম জনতার অভিপ্রায়কে সম্মান করেই রায় দিবেন ।
কেন বলছি, ভুল সংশোধন করতে যেয়ে আবারো যেন ভুল করা না হয় ?
পৃথিবীতে বিপ্লবী সরকার গঠণের বহু নজির রয়েছে । প্রথম দিনই ফরহাদ মজহার সাহেব ভুল সংশোধন করে প্রঃ ইউনুসকে সাজেশন দিয়েছিলেন । কিন্তু তিনি তার কথাকে পাত্তাই দেননাই । যে কারণেই হোক, যারা উনাকে সেই ভুল সংশোধনের জন্য বাঁধা দিয়েছেন, তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে বেঈমানী করেছেন । পরিস্কার কথা বলছি । বিপ্লবী সরকার মানে কিন্তু বিপ্লবী সরকারই । আবারও গোজামিল দিয়ে কোন ”উপদেষ্টা পরিষদ” নয় । ডঃ ইউনুস হবেন বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি । তার হবে সংক্ষিপ্ত একটা মন্ত্রী সভা । মন্ত্রী সভায় তারাই থাকবেন, যারা গত ১৫ বছর দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য ত্যাগ স্বীকার করেছেন । যারা বিপ্লবকে ধারণ করেছেন । তাদের কাজ নতুন সংবিধান রচনা, দেশের নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থার সংস্কার করে গণতান্ত্রিক নির্বাচনী সিষ্টেমে দেশকে ফিরিয়ে নেয়া । দেশের ভেংগে ফেলা অর্থনৈতিক কাঠামোকে দৃঢ় করে তোলা । তার পরে সাধারণ নির্বাচন হবে । জনগন তাদের স্বাধীন ইচ্ছার প্রকাশ ঘটাবে এমন সিষ্টেম অনুযায়ী, যে সিষ্টেমকে কারো ব্যক্তিগত ইচ্ছায় আর নষ্ট করা সম্ভব না হয় । জনগন আগে সেটা চায়, তার পরে নির্বাচন। যারা তড়িঘড়ি করে গোজামিল রেখে নির্বাচন চাচ্ছেন, তারা যে কত বড় ভুল করতে চাচ্ছেন, এখনো বুঝতে পারছেন না । আর একটুু সহ্য করে আপনাদের উচিৎ এই সরকারের ভুল সংশোধন করে আপনাদের পথকে মসৃণ করার দায়িত্ব নিতে সহায়তা করা । আপনাদেরকে ভারতের দালালমুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছি । আর ভুল করবেন না । আপনারা ১৯৮১ সালে ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ না করে যে ভুল করেছিলেন, তার পরিণাম ভোগ করার পরও যদি বুঝতে না পারেন, তাহলে আর কীই বা বলার আছে ! দোয়া করছি, আল্লাহ আপনাদের সঠিক বুঝ দিন ।
মনে রাখা দরকার, ফ্যাসিস্টদের পতন মানেই তাদের করা সব কিছুই বাতিল হয়েছে বিপ্লবী ছাত্র-জনতার বিজয়ের মাধ্যমে । সুতরাং তাদের অভিপ্রায় হচ্ছে, দেশ থেকে ফ্যাসিবাদ চিরতের বিলুপ্ত করতে হবে । দেশকে শক্তিশালী একটা অবস্থানে নিতে হবে, যাতে গত ১৮ বছর যাবৎ ভারত যেভাবে প্রকাশ্যে আমাদের নিয়ে খেলা করেছে, সেই খেলা আর তারা করতে না পারে । যারা হুদাই ভারতের ভয় দেখান, তারা ভুল করছেন । ভারতকে ভয় করার কোন কারণ নেই । এই ভয় দেখান এবং ভয় পান হাতে গোনা সেইসব সুবিধাখোর কিছু চরিত্রহীন লোক, যারা জনগনকে জিম্মি করে রাষ্ট্রকে ভারতের দাসে পরিণত করেছে এবং নিজেরা লুটপাট করে দেশের সর্বনাশ করেছে । সাধারণ জনগন যে ভয় পায় না এবং তাদের ভয়ে যে তারাও ফ্যাসিস্ট এর পাশাপাশি হেলিকপ্টারযোগে পালিয়ে যায়, তা কিন্তু পুরো বিশ্ব লাইভ দেখেছে । সুতরাং ঐ ভুয়া ভয় দেখিয়ে জনগনকে বেকুব বানাবার চেষ্টা করবে না । সাধু ! সাবধান !!!!
©somewhere in net ltd.