নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

এখন দেখি অনেকেই চিল্লাচ্ছেন, “ এই সরকার ভুল সংশোধন করেন !!! ”

১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১

অথচ ১০০ দিন আগে আমিই প্রথম চিৎকার করেছিলাম । এখনো করছি । আমার পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন বলছেন, “তুমি এখন ক্ষান্ত দাও । অনেক হইছে । তোমার কথা শোনার মানুষ কৈ ? তোমার পোষ্টের ভিউয়ার, রিডারই তো নেই । কেন এসব করছ ?
কী জানি, কেন করছি এসব ? মনে হয় আমার বাবার রক্ত আমাকে বার বার টেনে নিয়ে আসছে এ যুদ্ধের ময়দানে । মরেতো যেতেই হবে । কিন্তু মনের যত জ্বালা জমিয়ে রয়েছে, তা প্রকাশ করে রেখে যেতে চাই ।

এখন কথা উঠছে জোরেসোরে- এই সরকার দেশের জনমানুষ যে আকাংখা থেকে হাসিনার পতন ঘটিয়েছিল এবং একই সাথে ভারতের আধিপাত্যবাদের মুখে চপেটাঘাত করেছিল, তারা সেটা ধারণ করতে ব্যর্থ হয়েছে এবং তারা তাদের ভুল সংশোধন না করলে জনগন খেপে গিয়ে আবারো তাদের অভিপ্রায় নিয়ে রাস্তায় নামবে ।

আমি একটু অপ্রিয় কথা বলতে চাই । যদি কারো খারাপ লাগে, আমাকে এড়িয়ে চলুন ।

আমার মতে এই সরকার পুরোপুরি ব্যর্থ । শুধু ব্যর্থ নয়, তারা কারো কোন সাজেশন কানে তুলছে না । তারা ফ্যাসিস্ট হাসিনার মত আচরণ করছে । কারণ আমার মনে হচ্ছে ওরা সবাই অতিমাত্রায় শিক্ষিত । আমাদের এত অতিমাত্রায় শিক্ষিত মানুষদের দরকার নেই । আমাদের দরকার কিছু দেশ প্রেমিক, সৎ, যোগ্য, ন্যায়পরায় অশিক্ষিত মানুষ । যেমনঃ গ্রামের একজন অশিক্ষিত ‍গৃহীনি আওয়ামীলীগ এবং বি এন পিকে এভাবে চিনতে পেরেছিল--- “ ও ছুডু-- ছুডুরে ----, আচ্ছা ক’ দেহি, “গু” এর কুন পিঠ বালা রে -----” ?? ২০২৪ এ এসে আমাদের মত শিক্ষিত লোকরা কয়জন বুঝতে পারছি ? অথচ গ্রামের ঐ মহিলা ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত দুই দলের তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি দেখে-শুনে বুঝেছিলেন । উনি ঐ রকম বুঝেছিলেন বলেই আমাদের চির শত্রু ভারতও সেটা বুঝে মোনাফেক রাজনৈতিক নেতাদের ঘাড়ে উপর পা রেখে ২০০৯ থেকে “গু” এর এক পিঠ দিয়ে এই দেশ শাসন এবং শোষণ করানোর ব্যবস্থা করে দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা র’ এবং মইন-ফখরুদ্দিনরা মিলে । কথাগুলো শুনলে অপ্রিয় মনে হাতে পারে । কিন্তু এটা কঠিণ বাস্তবতা ।

অতএব যারা এখন এই দেশের সংস্কারের জন্য বাংলাদেশের হাল ধরবেন এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের রাজনীতি করবেন, তারা মোনাফেকী ছেড়ে তাদের মানসিক অবস্থার পরিবর্তন করতে না পারলে এবং ফ্যাসিস্ট/ভারতের দালাল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে ঐক্যবদ্ধভাবে ভারতের নাক গলানো বন্ধ করতে না পারলে এই দেশ ভারতের হাত থেকে কোনদিনও মুক্তি পাবে না , আর ইউনুসের সরকার ভুল সংশোধনও করতে পারবে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.