![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা সবাই ৫ই আগষ্ট ২০২৪ তারিখে একযোগে পরাজিত হয়েছো । সেই গ্লানীমুক্ত হওয়ার জন্যইতো এত চেষ্টা সাধনা করে ১৯৭২ সালের মত এই জাতিকে আবারও বেকুব বানাতে চাচ্ছ ? সফল হবে না । তোমাদের ধারণাই নেই, পরিবর্তিত এই পৃথিবীতে বাংলাদেশও আর আগের অবস্থানেই নেই । অথচ তোমাদের মত মুর্খরা এখনো দাঁড়িয়ে আছ ১৭৫৭ সালের পলাশীর প্রান্তরে ?
কি ভেবেছ ? এই দেশের নতুন প্রজন্ম বুঝি জানেই না যে, এই দেশে ১৯৭১ সালে ঐক্য হয়েছিল কি জন্য ? আর সেই ঐক্য অংকুরেই বিনষ্ট করে দিয়ে এই দেশকে দাসত্বের শৃংখলে বাঁধার চেষ্টা করেছিলই বা কারা ? আর তাদের সেই বাড়াভাতে ছাই ঢেলে দিয়ে তাদের সব পরিকল্পণা নস্যাৎ করে দিয়েছিলই বা কারা ? তোমরা যদি এখনো তাই মনে করে থাক যে, এই প্রজন্মের পক্ষে তোমাদের অতি চালাকী বোঝা সম্ভব নয়, তাহলে তোমরা বোকার স্বর্গে আছ ।
তোমাদের শেষ অস্ত্র জাতিকে আবারো ভুলিয়ে রেখে বিভাজিত করে অনৈক্যের ফাঁকে অনুপ্রবেশ ?
জাতি, ঐক্যবদ্ধভাবে সজাগ আছি । সবাইকে স্মরণ রাখা দরকার, ১৯৭৫ সালে তারা সেই থাপ্পড় খেয়ে অত্যন্ত সুকৌশলে তাদের গৃহপালিত কৃতদাসীকে দিয়ে অভিনয় করিয়ে ২০০৯ সাল থেকে টানা ২০২৪ এর ৫ই আগষ্ট পর্যন্ত আবারো চেষ্টা করেছিল দেশটাকে তাদের কৃতদাস বানিয়ে রাখার । তারা ভেবেছিল, এই জাতির মেরুদন্ড ভেংগে চুরমার করে দিয়ে তারা সফল হয়েছে ? তাদের সে পরিকল্পণা আল্লাহ ধুলিস্যাৎ করে দিয়েছেন কি না ? এ প্রজন্মকে আল্লাহ আবারো ঐক্যবদ্ধ করে দিয়ে সেটা প্রমাণ করেছে দিয়েছেন কি না ?
বাংলাদেশে জংগী উত্থান ঠেকানোর জন্যই তাদের এই তথাকথিত ‘ইন্দোপ্যাসিফিক কৌশল ? ওদের এই কৌশল ওদেরকেই ধ্বংস করবে । ভারতের এ প্রজন্মের তরুণরা ভিডিও তৈরী করে মোদির হিন্দুত্ববাদী অহংকারের মুখে চপেটাঘাত করে কি না ? কিসের আলামত ? কারণ তারা জানে, তাদের মিথ্যা বয়ান কি ? তাদের অনেকেই এখন জেনেছে - ব্রাক্ষ্মন্নবাদীদের অত্যাচারে জর্জরিত হয়ে কিভাবে তারা মুসলিমদের ছায়াতলে এসে তাদের সম্মান ফিরে পেয়েছিল এবং তারা কিভাবে নিরাপত্তা লাভ করেছিল । তেমনি ওদের এ প্রজন্মই বলেন বা ভবিষ্যৎ প্রজন্মই বলেন, আবারো তারা কান্নাকাটি করবে আর বলবে, আমরা বাঁচেত চাইলে ভারতকে আবারো সেই আলোকিত সভ্যতার যুগে ফিরে যেতে হবে । এটা ঘটবেই । ৫০-১০০-২০০ বছর পরে হলেও ।
আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পণাকারি । মুর্খরা এটা জানেই না ।
©somewhere in net ltd.