নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে বাঁচাতে হলে খাঁটি দেশ প্রেমিক ধার্মিক, সৎ, মেধাবী , যোগ্য, শক্ত-সামর্থ তরুণ নেতৃত্ব খুব প্রয়োজন

১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৪৯

দেশে কেবল লম্বা লম্বা গাল ভরা কথা বলার মানুষের ছড়াছড়ি দেখা যাচ্ছে। অথচ আসল কাজ কেউ করছি না ।
অনেকে বলেন , খাঁটি দেশ প্রেমিক ধার্মিক, সৎ, মেধাবী , যোগ্য, শক্ত-সামর্থ তরুণ নেতৃত্ব পাব কিভাবে ? বুঝব কিভাবে তারা তেমন যোগ্য ?

প্রথমতঃ নিজের চরিত্র দিয়ে বুঝতে হবে । আমার চরিত্র যেমন আমার পরিবারের সদস্যদের চরিত্র প্রায় সবারই সেরকম হবে ( আল্লাহ যদি ব্যতিক্রম না করেন ) । আর সমাজ, রাষ্ট্রের চরিত্রও হবে অবিকল তেমন ।

সমজে, রাষ্ট্রে এ ধরনের মানুষ চেনার মাপকাঠিঃ-

এ ধরনের মানুষ নিজেকে খুব বড় বলে দাবী করে জাহির করে না । তারা সবচেয়ে বেশী বিনয়ী হয় । অন্য সকল মানুষের সামনে নিজেকে উপস্থাপন করেন ছোট হিসেবে । তাদের লেন-দেন, চাল-চলনে কোন অসংগতি ধরা পড়বে না । তারা মিথ্যা কথা বলে না । মানুষকে কষ্ট দেয় না । অন্য কোন মানুষকে অসম্মান করে কথা বলে না । দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র হলে তার বিরুদ্ধে সাধ্যমত প্রতিবাদ করে । তারা মুসলমান হলে নিয়মিত জামাতে নামায আদায় করে । তাদের নামায এর সূরত দেখেও আলাদা একটা ক্যারেক্টারে ফেলা যাবে । যেমন মসজিদে প্রবেশের সময় তাড়াহুড়ো করে না । কাউকে ডিংগিয়ে সামনে যাবে না । নিজেকে গরম থেকে বাঁচিয়ে চলার জন্য কাতারের কোন স্থান খালি রেখে সুবিধামত স্থানে বসবে না । নামাযে আগত অন্য কেউ কষ্ট পেলে সে তাকে হেল্প করার জন্য উদগ্রীব হয়ে পড়ে । মনে করে যেন নিজেরই বাবা বা ভাই বেরদর, ব্যবসায় ভেজাল করবে না , ইত্যাদি ।

অন্য ধর্মের মানুষ এরকম চরিত্রের হলে দেখবেন, তারা বিনয়ী । ভদ্র, সত্যবাদী । কখনওই মিথ্যা কথা বলে না । কারো ক্ষতি করে না । কাউকে কষ্ট দেয় না , ধার্মিক । নিজের ধর্মের প্রতি অবিচল । লোক ঠকায় না । ব্যবসায় ভেজাল করে না, দেশ এর বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তারা সাধ্যমত প্রতিবাদ করে ইত্যাদি অনেক অনেক গুনান্বিত দেখবেন ।

বলবেন, তেমন মানুষ নেই এদেশে ?

যদি না থাকে, তাহলে ভাবতে হবে কেন নেই তেমন মানুষ ?

মানুষ সৃষ্টির বৈচিত্র নিয়ে ভাবতে হবে । মানুষ এর স্বভাব কেন এত বৈচিত্রপূর্ণ ? আল্লাহ প্রতিটি মানুষকে প্রচন্ড শক্তিশালী মেমোরী দিয়ে জ্ঞানের সকল ইনপুট দিয়ে তবে পৃথিবীতে পাঠিয়েছেন । ঠিক কম্পিউটার পরিচালনার জন্য যত কিছু সফ্টওয়ার ইনপুট দিয়ে মার্কেটে ছাড়া হয় । সেই কম্পিউটারের ইনপুটগুলো ডিসকভার না করে ঘরের কোনে ফেলে রাখলে কোন কাজ হবে ? আমাদের মনুষ্য জাতির মূল সমস্যা এখানে । এ জন্য মানুষ হয়েও মানুষকে আবার “মানুষ” হওয়ার ছবক দিতে হয় । কারণ প্রতিটি মানুষের যে দায়িত্ব নিজের পালন করার কথা, তা আমরা সঠিকভাবে করিনা । এ জন্য যে মানুষ যত বেশী নলেজ অর্জন করতে পারে, সে তত বেশী বড় হয় । আর যে যত বড় হতে পারে, সে ততই বুঝতে পারে, পৃথিবী এবং মহাজগতের সকল সৃষ্টির মাঝে সে আসলে খুবই তুচ্ছ একটা সৃষ্টি মাত্র । তখন সেই মানুষ বিনয়ী হয় । আর মুর্খ জ্ঞানীর ভান করে । চটাং চটাং করে । যেমন ফাঁটা হাড়ি বাজে বেশী ।

সুতরাং যোগ্য মানুষ খুঁজে পেতে হলে এই মানদন্ড অনুযায়ী খুঁজে বের করা সম্ভব । আর যদি কেউ মনে করেন, এটা অসম্ভব , তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.