নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়াংকা গান্ধীকে খোলা চিঠি

১৭ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৯

https://www.youtube.com/watch?v=G4NVaLB2eio প্রিয়াংকা গান্ধী, আপনার ভাষণ শুনতে ভালো লেগেছে । মুসলিম ভোট ব্যাংক নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আপনাদের দেশের রাজনীতিতে এটা একটা খেলা বটে । তবে আপনার ভাষণে ফুটে উঠেছে, আপনার নিজের দেশের প্রবলেম ভালোই অনুধাবন করেছেন এবং নাগরিকদের মর্যদা সুরক্ষার স্বার্থে ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থার প্রতি জোর দিয়েছেন । খুবই ভালো । আপনার ভাষণের ১৭ মি: ৫০ সেকেন্ড পর যে গল্পটা বলেছেন, সেই গল্পটা বাংলাদেশ বিষয়ক আপনাদের বিদেশনীতির প্রভাব আমাদের নাগরিকদের উপর কি প্রভাব বিস্তার করেছে, তা কি একদিন ছদ্মবেশে এসে আপনি এবং আপনাদের কাপুরুষ বিজেপি সরকারের কেউ যদি বিবেকবোন থেকে থাকেন তাকে নিয়ে ঘুরে জরিপ করে যাবেন ?

আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনাদের শরীরে মানুষের রক্ত থেকে থাকে, তাহলে বুঝতে পারবেন, আপনারা কি কি ভুল করে চলেছেন ? যে ভুল আপনার দাদী করে গিয়েছিলেন । আপনাদের সরকার সব সময়ই করে এসেছে । আপনার দাদীর সরকার সেই ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ সময়ে প্রায় বিজয়ের লগ্নে এসে মাত্র ৯-১০ দিনের একটা ঝটিকা সামরিক অভিযান ঘটিয়ে এই দেশের মুক্তিযুদ্ধকে কিভাবে ছিনতাই করেছিল ? কেন আমাদের মুক্তিযুদ্ধের অধিনায়ক এর হেলিকপ্টারে গুলি করে তাকে আত্ম সমর্পণের দলিলে স্বাক্ষর করতে না দিয়ে আপনাদের সেনা অফিসারকে আত্ম সমর্পণের দলিলের নায়ক বানিয়ে সেই দিনই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছিনতাই করেছিল আপনার দাদীর সরকার ? কেন আজ ৫৪ বছর যাবৎ বাংলাদেশের মুসলিম নিরিহ মানুষদেরকে জংগী ট্যাগ লাগিয়ে এই দেশকে ধীরে ধীরে আর একটা সিকিম বানাবার পরিকল্পণা নিয়ে র’ এর এজেন্ট দিয়ে কব্জা করে রেখেছেন আপনারা ?

এটা কি চরম মানবাধিকার লংঘন নয় ? ছদ্মবেশে দেখে যাবেন, আমাদের দেশের মুসলিমরা কিভাবে আপনাদের গুজরাটের কষাইদের নোংরা রাজনীতি যাতে বাংলাদেশে সফল হতে না পারে, তার জন্য এই দেশের আলেম সমাজ সহ মুসলিমরা হিন্দুদের মন্দির বুকে আগলে রেখে পাহারা দেয় ??

যদি প্রকৃত সভ্য মানুষ হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে ইনসাফভিত্তিক একজন লীডার হয়ে দেখান না ?

Priyanka Gandhi, Loved hearing your speech. your country is one in politics with state power through voting parties. However, your speech shows that the party understands the problems of your country well and believes in the principles of justice for the sake of protecting the dignity of citizens. Good. After 17m. 50 secs. in your Speach: That The story of the king's disguise among the subjects, Like the same story, one day you will visit the common people of Bangladesh in disguise and see how your cowardly hateful foreign policy about Bangladesh has made the people of our country angry with you? How has our citizenship status been violated by Your Government ?
I challenge you, if you have human blood in your body, then you will understand, what are you doing wrong? The mistake your grandmother made. Your government has always done it. How did your grandmother's government snatch the liberation war of this country in 1971 in the last period of the liberation war of Bangladesh, almost with victory, by making a sudden military campaign of only 9-10 days? Why did your grandmother's government hijack the liberation war of Bangladesh on the same day by making your army officer the hero of the surrender document by shooting the captain of our liberation war in his helicopter and not letting him sign the surrender document? Why for 54 years have you kept the Muslim innocent people of Bangladesh under the control of RAW agents with the plan to slowly make this country another Sikkim by tagging them as terrorists?
Is it not a violation of human rights? You will see in disguise, how the Muslims of our country, so that the dirty politics of your Gujarat butchers cannot succeed in Bangladesh, the Muslims of this country, along with the scholarly community, protect the Hindus in their temples?
If you are a real civilized person, then don't accept my challenge and show yourself as a fair leader?


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.