নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

তথাকথিত 31st Night উদযাপনের অসভ্যতাকে যে সকল তথাকথিত শিক্ষিত, মার্জিত, সাদা মনের মানুষরাও জাষ্টিফাই করেন, তাদের প্রতি সদয় নিবেদন

০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৪


আপনি কি জানেন ? প্রতিবারের মত এই রাতেও কতজন শিশু অসুস্থ্য হয়েছে ? সে খবর রাখেন কয়জনা ? কতজন হার্টের রোগীর আচমকা শব্দে তাদের অবস্থার আরো অবনতি হয়েছে ?

সম্মানিত সাদামনের মহোদয়, আপনাকেই বলছি, এটা ইউরোপ-আমেরিকা নয় । এই অসভ্যতা আগে কখনো এই দেশে ছিল না । আমাদের দেশের মানুষ এতে অভ্যস্থও ছিল না । এখনো অভ্যস্থ নয় । অভ্যস্থ কারা ? কতগুলো উছৃংখল তথাকথিত এলিট শ্রেণীর মাতালরা আর তাদের বখে যাওয়া ছেলে মেয়েরা । যারা ইউরোপ আমেরিকার ইমিগ্রেশন ভোগ করে । আবার তাদের বাপ দাদাদের লুটপাটের ভোগ বিলাশ করার জন্য মাঝে মাঝে এই দেশে এসেও বাপ , মা ভাই , বোন একসাথে মিলে মিশে মাতলামী, মোজ-মাস্তি করে ।
আমরাতো আসলে গোল্ডফিস মেমোরী জাতি । সহসাই ভুলে যাই । এই অসভ্য কালচারের শুরুটা খুব বেশীদিন আগে হয়নি কিন্তু । সাইকো হাসিনার আমলে না হয়েছে কি ? কতুগলো উন্মাদ মদখোর, মাতাল প্রথমে টি এস সিতে গিয়ে এই অসভ্যতার উন্মোচন ঘটায় । আর জোয়ার -ভাটার এই দেশের মানুষ আবেগপ্রবণ, তারা কিছু না বুঝেই কাউয়ার মত অনুকরণ করে । তেমন করে, যেমন গল্পের কাউয়া ময়ূরের পুচ্ছ লাগিয়ে নিজেকে ময়ূর কল্পণা করে নাচতে থাকে । কেন ? ও-- অষ্ট্রেলিয়া-আমেরিকার আকাশ রংগিন করে রাতভর ফুর্তি করে, আমরা কেন করব না ?

কিন্তু এরা ভুলে যায়, এই দেশের কৃষ্টি-কালচার এটা নয় । ওসব মুর্খ সংস্কৃতি আমাদের দেশের মানুষ কোনকালেই ধারন করেনাই । আমাদের সংস্কৃতি নিয়ে রীতিমত অবাক হয়ে ঐসব অসভ্যরা কিন্তু অনেকেই ইদানিং মানুষ হতে শুরু করেছে । ওরা বলে, আমাদের জীবনের মানে আসলে আমরা কোনদিন বুঝিনি । তোমরা কেন আগে আমাদেরকে এমন জীবনের মানে বোঝাতে এই দেশে আসনি ? যাহোক, আমি সঠিক কথা, উচিৎ কথাই বলব । যাক না আমার বিপক্ষে ? কিন্তু দিন শেষে ,আমার ঐ কৃষক চাচার ঘরের চাচী আম্মা আর প্রতিবেশী রবীন কুমার দে কাকার ঘর থেকে নিলীমা রানী কাকীমাও বলবেন, তুই সেই আগের মতই আছিস বাবা । তোর জন্য আমার দোয়া রইল ।

অতঃপর পাদটিকাঃ- আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা আমাদের একটা সভ্য ফাউন্ডেশন গড়ে দিয়েছিলেন, গেল ৫৪ বছরে তারা সাক্ষী হয়ে গেলেন, কিভাবে আমরা বিজাতীয় অসভ্যতার অনুকরণ করে আমাদের সেই সভ্য পূর্বপুরুষদের অপমান করে তাদেরকে এই পৃথিবী থেকে কতটা দু:খ দিয়ে অসুস্থ্য অবস্থায় মরতে দিয়েছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.