![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি চেয়েছিল দেশের মানুষ ?
হাসিনার দুঃশাসন এবং ভারতের দাসত্ব থেকে মুক্তিই ছিল এই রাষ্ট্রের আপামর জনতার ইচ্ছা , আকাংখ্যা ।
সেই আকাংখ্যাকে কেন ধুলোয় লুটিয়ে দেয়া হলো ?
প্রফেসর ইউনুস সরকার কেন সরকার গঠণ করতেই ভুল করলেন ?
কেন আপনি জনগণের এত বিশাল ম্যান্ডেটকে শক্তিশালী মনে না করে কতগুলো গাদ্দারের কথামত পতিত সংবিধানের হাতে বন্দী হলেন?
আপনি কেন বোঝেননাই যে, এই সংবিধানকে এই দেশের ম্যাক্সিমাম জনগন ৫ই আগষ্ট ডাষ্টবীনে ছুড়ে ফেলেছিল বলেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ? ঐ সংবিধান বাতিল হয়েছিল বলেই আপনি রাষ্ট্রক্ষমতায় বসেছিলেন, জনগনেরই রায়ে ??
কেন আপনি সেই ক্ষমতা গ্রহণ করলেন না এবং আপনি ফ্যাসিবাদের সকল দোষদের ৮ তারিখের পর পরই এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করে জেলে না পুরে প্রত্যেকটা কেউটে সাপকে এই রাষ্ট্রের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখলেন ??
আপনি কি বুঝতে পারছেন ? দেশটাকে আপনি কোথায় নিয়ে চলেছেন ??
কি ভাবছেন ?
যারা আপনাকে এই কু-বুদ্ধি দিয়ে আপনার বৈধ ক্ষমতাকে গ্রহণ করতে না দিয়ে পতিত সংবিধানের দড়ি দিয়ে বেঁধেছে, তারা কি শুধু আপনাকেই বিপদে ফেলেছে ? তারা গোটা দেশের মানুষকে আবারো বিপদের মধ্যে নিমজ্জিত করেছে এবং যে যতই নাটক করুক না কেন, এর আলটিমেট পরিণতি মোটেই ভালো হবে না । পরাজিত ভারতকে এই দেশের মানুষ আর কোনদিনও এই দেশ নিয়ে খেলতে দিবে না । এই দেশের জনগনকে রাজনীতিবিদরা বেকুব বানিয়েছে বার বার । তাই তারাও বার বার ভুল করেছে । আর সেই ভুল আবার ভেংগেছেও তারাই । আবার রক্ত দিয়েছে ।
আপনার কৃত ভুল এখনো সংশোধনের সুযোগ রয়েছে । আপনি যদি সেই ভুল সংশোধন না করেন, তাহলে আপনার ভুলের মাশুল গুনতে আবারো বিপ্লবের মাধ্যমেই সকল গাদ্দারদের এই দেশের জনগন পরাভূত করবে । তাতে আপনারই মান-সম্মান ধুলোয় লুটোবে । আপনাকে এই দেশের মানুষ এখনো বিশ্বাস করছে । তাই অনুরোধ, ভুল সংশোধন করুন । প্রোকলেমেশন নিয়ে টাল বাহানা না করে সরাসরি সংবিধান বাতিল করে আপনি প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিবেন । অপরাধী চুপ্পু এবং গাদ্দার জেনারেল সহ যে সকল রাজনৈতিক নেতা এবং উপদেষ্টাদের বুদ্ধিতে এই অপকর্ম করা হয়েছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করে জেলে ঢোকান । আপনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করুন । বিপ্লবের স্টেকহোল্ডারদের নিয়ে ছোট্ট মন্ত্রপরিষদ গঠণ করুন । সংবিধান গণপরিষদ ভোটের মাধ্যমে নতুন করে লিখিত হবে । এর কোন বিকল্প নেই । বিকল্প খুঁজতে গেলে আপনি নিজেই বিপদে পড়বেন, দেশের মানুষও নেমে যাবে রাজপথে নতুন করে তাদের বিপ্লব সফল করতে । দেশের তাবত মানুষকে বেকুব ভাবলে ভুল করবেন ।
এক ফ্যাসিস্ট তাড়িয়ে অন্য ফ্যাসিজম প্রতিষ্ঠার জন্যই কি আড়াই হাজার মানুষ এর জীবন কুরবানী হয়েছিল জুলাই -আগেষ্টে ? ভুল করেও সেই আশা যেন আপনার চারপাশে যেসব অলিগার্করা ঘিরে বসে আছে, তারা না করে । কারণ তাদের প্রভু ভারতকে এই দেশের মানুষ তোয়াক্কা করে না । কেননা তারা জানে, তারা ৫ই আগষ্ট ভারতকেও হাসিনার সাথে পরাজিত করেছে ।
©somewhere in net ltd.