![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে নতুন কাহানী শুরু হয়েছে । পৃথিবীতে যতগুলো বিপ্লবের ঘটনা ঘটেছে, তার মধ্যে বাংলাদেশের ১৯৭১ সালের সফল বিপ্লব যেটা ১৯৭২ সালেই ব্যর্থ হয়েছিল , ১৯৭৫ বিপ্লব পুনঃরুদ্ধারের পরে আবার ১৯৮১ সালে বিফল করে দেয়া হয়েছিল এবং ২০২৪ এর যুগান্তকারি সবচেয়ে সফল একটা গণ বিপ্লবকে মাত্র ৩-৫ মাসের মধ্যেই বিফল করে দেবার সব পথ পাকাপাকি করে ফেলার আয়োজন প্রকাশ্যেই চলে এসেছে । এরকম অবস্থায় এখনো কিছু ইনটেলেকচুয়ালদের কলম, বচন-বাচন থেকে নানা রকম ছটফটানী বেরিয়ে আসতে শুরু হয়েছে। তারা ৩৬ জুলাইয়ের বিপ্লবের সফলতা ধরে রাখার নসিহত করেন কিন্তু অন্তরে রয়েছে চরম ইসলামোফোবিয়া । যদিও তারা কথায় কথায় ইসলামোফোবিয়া থেকে মুক্ত থেকে সকল রাজনৈতিক দলকে নসিহত করছেন, ঐক্যবদ্ধ হয়ে ৩৬ জুলাইয়ের চেতনা ধারণ করে ভারতের হেজিমোনির বিরুদ্ধে সোচ্চার থেকে এই সরকারকে সহযোগীতা করার জন্য চিৎকার করেই যাচ্ছেন । কিন্তু তাদের অন্তরের অবস্থা কি ? সেটাও তাদের কথা এবং কলম থেকে বেরিয়ে আসছে ।
আসলে এই হতভাগ্যদের কপালে লান্নত চলতে থাকবে পৃথিবী যতকাল আছে, ততকাল । কিন্তু এরা এতটাই নিজেদেরকে বুদ্ধিমান মনে করে যে, এরা মনে করে, তাদের চেয়ে বেশী আর কেউ বোঝে না, এমনকি তাদের শ্রষ্টাও খুব নির্বোধ । এদের মত লোকরা যারা বি এন পি বা অন্য রাজনৈতিক দলের নেতারা আছেন, তাদের এই মোনাফেকী চরিত্রের কারণে বিপ্লব পরবর্তী সরকার গঠণেই যে মস্তবড় ভুল করা হয়েছিল, সেই ভুল কিন্তু নিছক ভুল ছিল না । ছিল একটা নতুন ষড়যন্ত্রের ফাঁদ, তা এখন অনেক হাড়পাকা সেয়ানা ফ্যাসিবাদ বিরোধী এইসব মাথামোটা রাজনীতিবিদ, বুদ্ধিজীবি তথা অন্তরে ইসলামে এলার্জি লালিত মোনাফেকরা খুব ভালো করেই বুঝতে পারছে । এ জন্য এরা দিশেহারা হয়ে বাচ্চা বাচ্চা ছাত্রদের উপর নাখোশ হচ্ছে, আবোলতাবোল কথা বলছে । আর ইউনুস সরকারকে বলছে ব্যর্থ অন্তবর্তী সরকার । তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তুমি সরে পড়, ১৬ বছর খাইনাই, পেটে বড় ক্ষুধার জ্বালা । এত সংস্কারের দরকার নেই । যা করার আমরা এসে করে ফেলব । আর তাদের এত ছটফটানী দেখে ঐসব আঁতেলরাই আবার এরকম জ্ঞান দিচ্ছেন ।
এ এক অভিনব ব্যাপার । এরা সবাই আল্লাহকে খুব বোকা মনে করছে । পরাজিত ফ্যাসিবাদী শক্তির সবচেয়ে বড় অবৈধ শক্তি পতিত শেখ পরিবারের পারিবারিক সংবিধান, প্রেসিডেন্ট চুপ্পু এবং হাসিনার একান্ত ঘনিষ্ট আত্মীয় সেনাপ্রধান ( যার মুখোস কিন্তু খুলে দিয়েছে, ভারতের সেনাপ্রধান) এর অধীনে একটা অন্তবর্তী সরকার বানিয়েছে । আর সকল গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে ফ্যাসিবাদের দোষর এক একটা জাত কেউটে সাপকে বসিয়ে রেখে বিপ্লব পরবর্তী একটা সরকার পরিচালিত হচ্ছে ? অথচ যাকে এর প্রধান বানিয়েছে, আন্তর্জাতিক অংগনে তার একটা বিশাল গ্রহণযোগ্যতা রয়েছে । এরকম একজন ব্যক্তিকে নাস্তনাবুদ করার জন্য আহারে কী যে চেষ্টা চলছে ফ্যোসিবাদের সকল দোষরদের গোপন চক্রান্তে, তা ইউনুস সাহেবের বোঝারই আর কোন উপায় নেই । উনার গোয়েন্দা সংস্থাও উনার নিয়ন্ত্রনে নেই । কিচ্ছু নেই তার হাতে মূলতঃ রাষ্ট্র নতুন ফ্যসিবাদের কবলে বন্দী । এটা বুঝতে পারছে এখনো তরুণ নেতৃত্ব, যারা জীবন বাজি রেখে লড়াই করে গাজী হয়েছেন , যাদের সহযোদ্ধা ২০০০ এর উপরে জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে শহীদ হয়েছেন এবং দেশ-বিদেশের অনেক মিডিয়া ব্যক্তিত্ব যারা বিপ্লবকে সফল করতে সহায়তা করেছিল, তারা । কিন্তু তাদের কারো কথায় কেউ কান দিল না ? এখন হা-হুতাশ , আফসোস আর ছটফটানী দেখাচ্ছেন ?
সব কিছু দেখে শুনে মনে হচ্ছে সকল ইসলামোফোবিয়ায় আক্রান্ত মোনাফেকরা একজোট হয়ে আসলে কিছু চোর বাটপাড়দের বাঁচানোর জন্যই এবং রাষ্ট্রের দায়িত্বশীল কোন পদে- সে রাজনৈতিক দলের হোক, আমলা, বিচারক, ব্যবসায়ি, মিডিয়া হোক কোথাও যেন কোন সৎ, যোগ্য, দেশ প্রেমিক মানুষ ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে, এ যেন তারই আপ্রাণ চেষ্টা চলছে । ভারতের আশির্বাদপুষ্ট হয়ে যারাই জনগনের ভোটকে প্রাধান্য না দিয়ে অথবা গণতন্ত্রের লেবাস পরে আবারো আগের মত জনগনের ভোটকে আনুষ্ঠানিকতার মোড়কে রেখে আমলা-কামলা দিয়ে যেন যেন ভাবে ক্ষমতায় আসার চেষ্টা করবেন, করতেই পারেন । তবে মনে রাখবেন, নতুন প্রজন্মের সামনে , এত গণসচেতনতার যুগে ঐভাবে ক্ষমতায় আসতে পারলেও আবারো ৫ই আগষ্ট হবে এই দেশে ।
সাবধান ! আপনারা আগুন নিয়ে খেলা করছেন । দেশের জনগনকে এতটা বেকুব ভাবার কোন কারণ নেই ।
পটভূমিঃ ১। কাজি জেসিন কর্তৃক পিনাকীর সাক্ষাৎকার
২। আমার দেশ পত্রিকার ২৯-১-২০২৫ তারিখের মিনার রশীদের কলাম ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিএনপি এখন শিয়ালের মত অপেক্ষা করছে। বাড়াবাড়ি করলে এদের পরিনতিও আওয়ামীলীগের মত হবে।