![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা সত্য যে, এই দেশের মানুষ পতিত ফ্যসিবাদের কবল থেকে মুক্তির জন্য একটা বড় দলের উপর খুব ভরসা করেছিল । তাদের প্রত্যাশা ছিল, হাসিনার সাথে পরাজিত ভারত থেকে মুক্ত করে এই দেশের মানুষ যে সরকার গঠণে ভুমিকা রেখেছিলো, তাদের নেতৃত্বে রাষ্ট্রের আমুল সংস্কার করে ভারতের আধিপাত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মানে সকল গণতন্ত্রকামী দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে ।
কিন্তু জুলাই বিপ্লবের পর কোন কোন দলের চরিত্র আর আওয়ামীদের চেহারার মধ্যে আম জনতা কোন পার্থক্য খুঁজে পেল না । তারা পুরোই হতাশ হয়েছে বুড়ো নেতাগুলোর আবোল তাবোল কথা শুনে ।
নতুন বোতলে পুরাতন মদ পেয়েছে বাংলাদেশের প্রতিটি চাঁদাবাজীর আখড়াখানাগুলোতে । এমনকি অপরাধী আওয়ামী নেতাদের পালাতে সাহায্য, জামিনের ব্যবস্থা , ইউনুস সরকারকে এত বিশাল ম্যান্ডেট দিয়ে আন্দোলনরত ছাত্র জনতা সহ আপামর জনগন ক্ষমতায় বসালো, সেই তাদেরকে প্রকৃত ক্ষমতা গ্রহণ না করতে দেবার জন্য ক্যান্টনমেন্ট সহ ভারতীয় দালালদের সাথে জোট বেঁধে একটা দুর্বল সরকার গঠণের অংশী হয়ে এই দেশের জনগনের পিঠে ছুরি মেরেছে । কেননা তাদের এই কর্মকান্ডের কারণে হাসিনার সাথে পরাজিত ভারত এই দেশ নিয়ে আবারো চক্রান্ত করার সুযোগ পেয়েছে ।
দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর এই ভুলের কারণে দেশের যে ক্ষতি আবারো হতে চলেছে, তার পরিণতি তাদেরকে চড়া মূল্য দিয়ে পরিশোধ করতে হবে । তারা ভুলের সাগরে ভেসে আছে । দেশের সাধারণ মানুষকে তারা আওয়ামীদের মতই বেকুব ভাবছে । অথচ তারা মাঠ পর্যায়ের খবরই রাখে না যে, তাদের কারো কারো জনপ্রিয়তা ইতমধ্যে ৭৫% থেকে কয়েকলাফেই নেমে ৬-৭% এ এসে ঠেকেছে ।
আমি মনে করি, এই দেশে এই মুহুর্তে গণভোট নিতে হবে । দেশের আম জনতা যে প্রত্যাশা নিয়ে ৫ই আগষ্ট হাসিনা এবং ভারতকে পরাজিত করে দশে মুক্ত করেছিল, সেই প্রত্যাশা পূরণের জন্য ইউনুস সরকারকে ততদিনি পর্যন্ত দেশের রাষ্ট্রপতি হিসেবে পেতে চায়, যতদিন এই দেশকে ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্ত করা না যাবে । হাসিনা সহ তাকে ফ্যাসিস্ট হতে সহায়তাকারী মিডিয়া, জেনারেলরা, সচিব, বিচারক, বুদ্ধিজীবি সহ সকল অপরাধীকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিৎ করতে হবে । আওওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে । ভারতের আধিপাত্যবাদের বিরুদ্ধে দেশকে শক্তিশালী অবস্থানে উন্নীত করে দেশে নতুন ধারার যুগোপযোগী রাজনীতি যারা করবে, তাদের মধ্যে নির্বাচন হবে ।
চাঁদাবাজীর উপর নির্ভরশীল , রাজনীতি যাদের পেশা এ ধরনের লোকজন যেন কোন দিন আর রাজনীতিতে আসতে না পারে, তার জন্য পুরো সিষ্টেমকে বদলে দিতে হবে ।
দেশকে একটা সিষ্টেমেটিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে , যেখানে যে দলই ক্ষমতায় আসুক, রাষ্ট্রের মূল নীতিতে কো্ন পরিবর্তন করার সুযোগ কেউ না পেতে পারে ।
এই দেশের ৯৮% জনগন সেই দিনের প্রত্যাশা করছে ।
©somewhere in net ltd.