নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

সম্মানিত হানাফী মাযহাবের আলেমগণ ঈমান আবু হানিফার নামে আর কত নিজেদের ছোট করবেন ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৯

দু’জন মানুষের কিছু সংলাপ পড়ুন ।

বছিরুদ্দিনঃ মুয়াজ্জিন সাহেব, আপনাদের মসজিদের ক্যালেন্ডারে আজকে ফজরের ওয়াক্ত শুরু কয়টায় লেখা ছিল ?
মুয়াজ্জিন সাহেবঃ ভোর ৫ঃ ১৪ ।


বছিরুদ্দিনঃ আপনি আযান দিলেন কয়টায় ?
মুয়াজ্জিন সাহেবঃ ৫ঃ ৩৫ এ

বছিরুদ্দিনঃ কেন ?
মুয়াজ্জিন সাহেবঃ আমাদের কমিটির সিদ্ধান্ত ।


বছিরুদ্দিনঃ আপনি যখন আযান দেবার জন্য প্রস্ততি গ্রহণ করেন, তখন নিরব কোলাহলমুক্ত পরিবেশে দূর থেকে ঠিক ৫ঃ১৪তেই ফজরের আযানের ধ্বনী আপনার কানে আসছিল কি না ?

মুয়াজ্জিন সাহেবঃ হ্যা । কিন্তু ওরা তো আহলে হাদীস ? আমাদের সাথে ওদের মিলবে না ।

বছিরুদ্দিনঃ কি বলেন ? কেন মিলবে না ? আপনি যে বললেন, আপনাদের মসজিদের ক্যালেন্ডারে টাইম লেখা আছে ৫ঃ ১৪ ?
মুয়াজ্জিন সাহেবঃ হ্যা, তা ঠিক । তবে --------


বছিরুদ্দিনঃ তবে কি ?

মুয়াজ্জিন সাহেবঃ আসলে আমরা হানাফী মাযহাব চাই, আমাদের কমিউনিটির সবাই যেন জামাতে অংশ গ্রহণ করতে পারে, তার জন্য সূর্যোদয়ের ৩০ মিনিট আগে ফজরের জামাত শুরু করি । এ জন্য ওদের সংগে আমাদের মিলবে না । ওদের জামাতে অংশগ্রহণকারি মুসল্লীদের সংখ্যাতো খুবই কম হয় । কেননা অধিকাংশ মানুষ কর্ম ব্যস্ত জীবন অতিবাহিত করেন । তাদেরকেতো সুযোগ দিতে হবে, তাই না ?


বছিরুদ্দিনঃ আপনার এই কথা কি রাসুল(সঃ) এর হাদীসের সাথে মিলে ? যখন তিনি সবাইকে নিয়ে ফজরের জামাত শেষে বাইরে আসতেন, তখন এতটাই অন্ধকার থাকত যে, কেউ কাউকে চিনতে পারতেন না । তা ছাড়া আপনাদের মসজিদেওতো ফজরের জামাতে দেড় কাতার লোকও হয় না । অথচ জুমআ’র দিনতো ৫ তলা ভরে গিয়ে পথেও মানুষ জামাতে দাঁড়ায় ।

মুয়াজ্জিন সাহেবঃ দেখুন , কেবল ঐ হাদীস নয় । আরো হাদীস আছে । আমরা সেটা ফলো করি ।


বছিরুদ্দিনঃ ঐ হাদিস কিন্তু সারা বছরের জন্য প্রযোজ্য নয় । কোন বিশেষ কারণে, কোন বিশেষ পরিস্থিতি বা অবস্থার পরিপ্রেক্ষিতে হত মাঝে মাঝে । নিয়মিত নয় তো । নিয়মিত তিনি সর্বদাই আউয়াল ওয়াক্তে নামায পড়াতেন । সাহাবীরাও তাই ফলো করতেন । তাহলে কেন আপনারা কেবল বিশেষ অবস্থার প্রেক্ষিতে ঘটনার অনুসরণকে সারা বছরের জন্য নিয়মিত করলেন ?

মুয়াজ্জিন সাহেবঃ ভাই, কমিটিকে বলেন । আমার সাথে বলে কি হবে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.