নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

প্রমাণিত রাষ্ট্রদ্রোহীদের কেন গ্রেফতার করা হচ্ছে না ? রহস্য কি ?

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৬

Click This Link

ইউটিউবে ৬ দিন আগে এই ভিডিও প্রচার হয়েছিল ।

এরকম স্পষ্ট প্রমাণ থাকার পরও কেন এই রাষ্ট্রদ্রোহী মাহফুজ আনামকে গ্রেফতার করা হলো না ?

প্রশ্ন জনমনেঃ তাহলে কি প্রঃ ইউনুস ব্যতিত সরকারের উপদেষ্টা মন্ডলীর সবাই ভারতের র’ কর্তৃক নির্বাচিত ?

এর জবাব চায় জাতি ।

শুধু এই একটা নয়, এরকম ৫ থেকে ৬ হাজার গাদ্দার রয়েছে সরকারের সামরিক -বেসামরিক প্রশাসন যন্ত্রের ভেতরে এবং বাইরে ।

অন্যতম গণমাধ্যমের গাদ্দার জাত কেউটে প্রথম আলুর মতিউর রহমান, কাল বেলার সন্তোষ শর্মা । ৭১, সময়, ডিবিসি, যমুনা সহ আরো যেগুলো হাসিনার ল্যাসপেন্সারী করে মাল কামিয়েছে, তারা সবাই । তাদের দেশ দ্রোহীতার প্রমাণ ইতমধ্যে সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রমাণ সহ প্রচার হয়েছে ।

অথচ কেন এসব গাদ্দারদের উন্মুক্ত রাখা হয়েছে বাক স্বাধীনতার অযুহাতে ? চিহ্নিত ভারতের দালাল, রাষ্ট্রদ্রোহীদের কি করে বাক স্বাধীতার নামে জেলে না পুরে স্বাধীন রাখা হচ্ছে ? কোন অজানা কারণে তাদেরকে গ্রেফতার করে জেলে ঢুকানো হচ্ছে না ?

সরকারের কাছে জবাব চাই ।

এইসব গাদ্দারদের আইনের আওতায় না আনলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মধ্যে নিমজ্জিত থাকবে । তবে কি জাতিকে ভয়ানক কোন গৃহ যুদ্ধের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে গাদ্দারগুলো একজোট হয়ে ?

দয়া করে সামান্য হাতে গোনা কিছু চরিত্রহীন গাদ্দারদের বাঁচানোর জন্য এই ভয়ানক খেলা কেউ খেলার ধৃষ্টতা দেখাবেন না । যারা এই গেম খেলছেন, তাদের পরিণতি হাসিনার চেয়েও ভয়ানক হবে । দেশের তাবৎ মানুষকে বেকুব ভাবার কোন কারণ নেই ।

আল্লাহ আমাদের সহায় হোন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.