![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই দেশে বিগত ৫৪ বছরের মধ্যে একমাত্র জিয়াউর রহমানের সফল একটা ভিষনারী রাজনীতি ছাড়া আর কোন শক্তিশালী দুরদর্শী রাজনৈতিক নেতৃত্ব দেশের মানুষের সামনে গড়ে উঠেনাই । বিশেষ করে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অযোগ্য, একজন মানসিক বিকারগ্রস্থ্য খুনী, ফেরাউনের চেয়ে ভয়ংকর এক শয়তানের শাসনের কবলে পড়ে একটা প্রজন্ম মেরুদন্ড ভাংগা অবস্থায় গড়ে উঠেছে । অর্থাৎ তাদেরকে মেরুদন্ড ভেংগে গড়েছেই ভারতের নেতৃত্বে সাইকোপ্যাথিস্ট মহিলা । শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে মেধাশূণ্য একটা জাতি গঠণ করার কাজ প্রায় ১৫ আনা বাস্তবায়ন করে গিয়েছে ।
এমনই ভংগুর অবস্থার মধ্যে এই জাতিকে অলৌকিকভাবে আল্লাহ কাপুরুষ ভারত এবং তাদের গৃহপালিত কৃতদাসী খুনী এবং দেশের সম্পদ লুন্ঠনকারি ডাকাত লেডি ফেরআউন এর হাত থেকে দেশটাকে রক্ষা করে দিলেও এই দেশের জনগন এখনো তেমন কোন দুরদর্শী, মেধাবী, সৎ এবং যোগ্য নেতা তথাকথিত রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে, তাদের মধ্যে খুঁজে পাচ্ছে না । বরং কি দেখা যাচ্ছে ? তা নিচের কয়েকটা লিংক থেকে স্পষ্ট হয়ে যায় ।
বি এন পির সংগে হেফাযতের নেতাদের একটা বৈঠক ।
https://www.youtube.com/watch?v=pf_58QA95nY
সেই বৈঠকে বি এনপি নেতাদের মুখে আওয়ামী বয়ান “ তথাকথিত মৌলবাদ” বলতে তারা শুধুমাত্র “জামাত”কে বুঝিয়ে থাকেন । এটা বলে যে হেফাযতীদের খুশী করা হয়েছে, তা যেমন তাদের বুঝতে অসুবিধা হয়নি, তেমনি সারা দেশের মানুষ বি এনপির আসল চেহারা গত প্রায় ৯ মাস যাবৎ প্রাকটিক্যালী দেখেও যেমন বুঝে আসছে, তেমনি এই কথা শুনে তাদের কাছে আরো পরিস্কার হয়েছে যে, এই বি এনপি আর জিয়াউর রহমান-খালেদা-তারেক এর বি এন পি নেই, এটা জাষ্ট ভারতের পা চাটা কুত্তা দলে পরিণত হয়েছে । যেমনটি খালেদ মহিউদ্দিনের টকশোতে এনসিপির এক তরুণী বলেছেন ।
https://www.youtube.com/watch?v=EAPtETsV_ps&t=2s
ভারতের প্রেসক্রিপশনে বি এনপি “জামাত” প্রসংগে হেফাযতীদের তেল মারতে গিয়ে অবিকল হাসিনার মত সাইকোপ্যাথিস্ট এর বয়ান খাওয়ানো নিয়ে তরুন নেতা ডঃ ফয়জুল এর ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে, বাংলাদেশের রাজনীতির আকাশে আবারো কালো মেঘ ঘনিয়ে এসেছে । বি এনপির রাজনৈতিক কবর তারা নিজেরাই ফাইনাল করে ফেলেছে ।
https://www.youtube.com/watch?v=1kA8NZcFpjw
আর সব কিছু বুঝে-শুনে ছাত্র-জনতা আজও মাঠ ছাড়েনাই । আশার কথা হচ্ছে, সরকারের ঘাড় থেকে আসিফ-ওয়াকারদের মত গাদ্দারদের ঝেটিয়ে বিদায় করে ৮ই আগষ্ট এর করা ভুল সংশোধন করার জন্য জনগন একপায়ে খাঁড়া আছে । কোন অবস্থাতেই কাপুরুষ তথা সারা বিশ্বের কাছে ধরা খাওয়া মিথ্যাবাদী ব্যাকপুটে পড়ে যাওয়া ভারতকে এই দেশের মাটিতে আর কোনদিনও জনগন মাথা তুলে দাঁড়াতে দেবে না ।
আল্লাহ ভরসা ।
©somewhere in net ltd.