![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পূর্বের এই পোষ্টে মোদি-ট্রাম্পের একটা সংলাপ লিখেছিলাম । সেটার সাথে আজকের লেখার একটা কানেকশন রয়েছে তাই সেটার লিংকটা এখানে দিলাম । পাঠক, এই সংলাপগুলো আগে পড়লে আজকের এই লেখার উদ্দেশ্য পরিস্কার হয়ে যাবে ।
https://www.somewhereinblog.net/blog/SDulu/30374538
আসলে মোদির হিন্দুত্ববাদী হিংস্র চিন্তা-চেতনায় ভারতকে মুসলিম শূণ্য করার প্ল্যানই শুধু নয়, তার আসেপাশে কোন মুসলিম শক্তি থাকুক, এটাই তাদের দল চায় না । তাদের এই চিন্তা-চেতনা নতুন কিছু নয় । এটির বীজ বপন করে গিয়েছিল গান্ধী-নেহেরুরা । তাদের উদার গণতান্ত্রিক ছদ্মাবরণে মূলতঃ ভারতকে কেবলমাত্র একটা হিন্দু রাষ্ট্র তৈরীর স্বপ্ন ছিল বলেই তাদেরই কারণে ভারত ভেংগে টুকরো হয় এবং দুর্বল রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠিত হয় । আর সেই পাকিস্তানের মানচিত্র ভাগাভাগির নাটকও ছিল সাজানো । এমনভাবে যে, এই পাকিস্তান ২ টুকরো যে এক থাকবে না, এটা এর সৃষ্টির শুরু থেকেই এই শয়তানগুলো জানত । তাই বৃটিশদের সাথে কারসাজী করে এমনভাবে পাকিস্তানের মানচিত্র তৈরী হয়েছিল ।
বাংলাদেশ যে কারণে স্বাধীন করার দরকার ছিল, শেখ মুজিবকে দিয়ে তার হাতে খড়ি শুরু করলেও মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই দেশ প্রেমিক সেনারা এবং দেশের সচেতন জনগন বুঝে ফেলেছিল । তার পরিণতিতে মুজিবের পতনের মধ্য দিয়ে যে বিপ্লব সফল হবার কথা ছিল, তা সফল হয়নাই । ভারতের চরেরা সেই সফলতাকে নস্যাৎ করে দিয়েছিল ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে । ধীরে ধীরে এরশাদের হাত ধরে প্রবেশ করে পুরো এক বহুমুখী মাষ্টর প্ল্যান, যা হাসিনার মাধ্যমে ভারত টানা ১৬ বছর এই দেশকে তার পায়ের তলায় পিষে অনেকখানি ধ্বংস করে দিয়েছে ।
তাদের সেই স্বপ্ন যে ২০২৪ এর মাঝপথে এসে ভংগ হয়ে যাবে, এটা তারা মালুমই করতে পারেনাই । তবে তারা ২০২৪ এর জুলাই বিপ্লবকে আবারো এই দেশীয় গাদ্দারদের দিয়ে ছিনতাই করতে পেরেছে । এখন তারা মরিয়া হয়ে উঠেছে আবারো এই রাষ্ট্রকে তাদের পায়ের তলায় ফিরিয়ে নেবার জন্য । বাঁধা প্রফেসর ইউনুস । আমেরিকার প্রিয়ভাজন, যার রয়েছে সারা দুনিয়াব্যাপী একটা বিশাল ইমেজ । যেখানে তাকে ছোঁয়া যাচ্ছে না। তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে । একটার পর একটা নাটক সাজিয়ে এই দেশকে অকার্যকর করার কতইনা অপচেষ্টা তারা করেছে। কিন্তু প্রত্যেকটা নাটক ফ্লপ করে দিয়েছে এই দেশের সাধারণ ছাত্র-জনতা অত্যন্ত সচেতনতার সাথে ।
কিন্তু সরকারের কাঁধে চাপানো হয়েছে একঝাক গাদ্দার । দেশের সকল শক্তিশালী আমলাদের চেয়ারে বসে আছে ফ্যাসিবাদের দোষর । সেনানিবাসেও রয়েছে জাত কেউটে কয়েক ডজন । দেশদ্রোহী কয়েকটা পত্রিকা এবং টেলিভিষণ মিডিয়া খুবই সক্রিয় গাদ্দার । এইসব গাদ্দারদের বুকে আগলে চলছেন আমাদের দুর্বল ইউনুস সরকার ।
জিয়াউর রহমানের বি এনপিকে গত ১৬ বছর তারা কিনে নিয়েছে চড়া দাম দিয়ে । তাদের চরিত্র দেখে জনগন পেয়েছে দারুন ভয় । ছাত্রদের রাজনৈতিক দল নামক চকোলেট হাত ধরিয়ে তাদের চরিত্র প্রায় ধ্বংস । জনগনের একমাত্র ভরসার স্থল জামাতকেও কেউটের বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে চলার পথে নামিয়ে দিতে সক্ষম হয়েছে ?
চিৎকার চলছে, দ্রুত নির্বাচন দেন, ইউনুস সাহেব বিদায় হন । চিৎকার শুনে জনগন ভয় পাচ্ছে । তারাও আহাজারী শুরু করেছে, “ ইউনুস সাহেব, যাই ঘটুক, আপনি আমাদের ফেলে চলে যাবেন না, তাহলে এইসব শকুনের দল আমাদের ছিড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে ।
এরই মধ্যে কাশ্মীরে ২৬ জনকে বলি দিয়ে সেই সাবরমোতি এক্সপ্রেসে আগুন দিয়ে নিজেদের ধর্মের নিম্নবর্ণের মানুষদের পুড়িয়ে মেরে ক্ষমতায় আসার নাটকের মত আর একটা নাটক করে পাকিস্তানকে দোষারোপ করে মূলতঃ পাকিস্তানকে যুদ্ধের উস্কানী দিয়ে কোন খেলা শুরু করেছে মোদি ? লস্করে তৈয়্যিবার যারা ঘটিয়েছে বলে রটিয়েছে, তাদের মূল নায়ক নাকি বাংলাদেশের । যাকে পাকিস্তান পেট্রোনাইজ করে এটা ঘটিয়েছে । কি বোঝাচ্ছে মোদি -অমিতরা ??
এমন সময় আরো কি কি ঘটছে ?
১। বিডিআর হত্যার তদন্ত কমিশনের জনপ্রিয় প্রধান নায়ক ফজলুর রহমানকে বিতর্কিত করা হচ্ছে ।
২। আমেরিকা জাতি সংঘের মাধ্যমে মানবিক করিডোর দিয়ে কথিত আরাকানের অসহায় আর্মীদের সাহায্য করাতে চাচ্ছে ইউনুস সরকারকে দিয়ে । কেন ?? তাতে আমাদের দেশের কি লাভ ?
৩। ইসরাইল-ভারতের বন্ধুত্ব কেন এত ঘনিষ্ট ?
৪। আরাকানের সাথে ঝামেলা পাকিয়ে কি চীনকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায় আমেরিকা-ভারত ? মায়ানমারকে দিয়ে আমাদের দেশে আক্রমণ করিয়ে ত্রিমুখী কোন যুদ্ধের নকশা ??
চিন্তার আছে অনেক কিছু । উপরের লিংকে নাটকে যেটা বলেছিলাম, আপাতত পরাজিত মোদিকে ইসরাইল শক্তিশালী কোন ভুমিকায় নিয়ে তার শোধ নেবে ???
কারণ আমেরিকা নাটক করে যদি সারা বিশ্বের মানুষের চোখের সামনে ফিলিস্তিন রাষ্ট্র ধ্বংস করতে পারে, ভারতকে কেন সেই সুযোগ দেয়া হবে না ??? হিসেবটা মেলে কি না ?
অতঃপর আমাদের করনীয়ঃ ভারতের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে যাব ইন শা আল্লাহ্ ! আমাদের পরবর্তী প্রজন্ম ভারতকে ভেংগে খান খান করে দিবে । ভারত আবারো মুসলিমরা শাসন করবে ।
আল্লাহ সেটা করেই দেখাবেন । আমরা দেখতে পাব না । আমাদের রুহ সেগুলো দেখবে ।
©somewhere in net ltd.