![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি এন পিও যদি ভারতের র’ এর এজেন্ট আর সাইকো হাসিনার দল আওয়মীলীগের মত মনে করে যে, এই দেশের তাবৎ জনগন বোকা, তাহলে ভুল করবে ।
জিয়াউর রহমানকে কু পরামর্শ দিয়েছিল কে বা কারা, হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার ? বি এনপির যে বা যারা এই কু পরামর্শ দিয়েছিল, সে বা তারা ছিল মূলতঃ ভারতের র’ এর এজেন্ট । ১৯৭৫ এর বিপ্লব সফল হতে দেয়নাই সেই গাদ্দারগুলো, যাদেরকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা উচিৎ । কেননা শেখ মুজিব এর আওয়ামীলীগ ১৯৭২-৭৫ এ হিটলারের নাৎসী পার্টির চেয়েও ভয়ানক মানবতাবিরোধী কাজ করেছিল । হিটলারের নাৎসী পার্টি তাদের দেশের সম্পদ চুরি করত না, কিন্তু মুজিবের আওয়ামীরা ১৯৭২-৭৫ এ কিভাবে লুটতরাজ করেছে, তা সেই সময়ের পত্রিকার পাতায় পাতায় ইতিহাস হয়ে রয়েছে । সুতরাং সেই সময় দেশের ৯৯% মানুষ বি এনপিকে দেশ প্রেমকি দল হিসেবে পাওয়ার স্বাদ গ্রহণ করলেও দলের গাদ্দার নেতাগুলোর কারণে আওয়ামীলীগকে নিষিদ্ধতো করেইনাই বরং শেখ হাসিনার মত একটা অসুস্থ্য, স্যাডিস মহিলাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতিতে পুনর্বাসিত করে পতিত, পচা, গলা দুর্গন্ধযুক্ত বিষাক্ত আওয়ামীলীগের চোর বাটপাড়গুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল । সেই হাসিনা, যে কিনা কেবলমাত্র তার পরিবারের লোকদের হত্যার প্রতিশোধ গোটা জাতির উপর প্রতিশোধ নেবার জন্যই আওয়ামী দলের সভানেত্রী হয়েছিল এবং রাজনীতিতে এসেছিল নানা রকম অভিনয় করে, এ সব কিছু বোঝার পরও বি এন পি ভারতের র’ এর এজেন্টদের খপ্পরে পড়ে দেশের সর্বনাশের সূচনা করেছিল । যার পরিণতিতে জিয়াউর রহমানকে হত্যা করা হয় । আর এই হত্যা ছিল বাংলাদেশকে আবারো ভারতের পায়ের তলায় সপে দেয়ার সূত্রপাত, সেটা কি কারো বুঝতে অসুবিধা আছে ?
এই বি এন পি ২০০১ সালে নির্বাচিত হয়ে এসেও আওয়ামী চক্রের দুরভিসন্ধি বুঝতে ব্যর্থ হয়েছে । তাদের বিরুদ্ধে টিআইবি এর যে রিপোর্ট তৈরী করা হত এবং প্রথম আলো, ডেইলী ষ্টার গং তাদেরকে দুর্ণীতির শীর্ষে উঠিয়ে দিয়েছিল কাগজে কলমে, তা ছিল মুলতঃ আওয়ামীলীগের চোর বাটপারদের ১৯৯৬-২০০০ এর অর্থনৈতিক দেউলিয়াত্বের ফসল, সেই ন্যারেটিভকে তাদের থিংক ট্যাংক নস্যাৎ করে দিতে ব্যর্থ হয়েছে । আওয়ামীরা যে সব ন্যারেটিভ তৈরী করে দেশকে একটা জংগীবাদী তকমা লাগিয়ে সারা বিশ্বের কাছে তুলে ধরেছিল, তার পাল্টা ন্যারেটিভ তৈরী করে জংগী নাটকের হোতাদের ধরতে না পারার ব্যর্থতার কারণে নিরবে সেই জংগীবাদী তকমার দায় তাদেরই হজম করতে হয়েছিল । তাদের গোয়েন্দা নেটওয়ার্ক যে পুরোটাই ভারতের র’ এর দখলে চলে গিয়েছিল, এটা তারা বোঝেইনাই । আর এই না বোঝার দায় বি এনপির টপ সারির নেতা সবগুলোর । এখন দেখুন তাদের আসল চরিত্র সবার সামনে চলে এসেছে কি না ? এই গাদ্দারগুলো মূলতঃ খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করে আওয়ামী ষ্টাইলের দল তৈরী করতে চেয়েছিল বলেই এরা ভারত, আওয়ামী, প্রথম আলো, ডেইলীষ্টারের লাগাতার ষড়যন্ত্র বুঝতেই পারেনি । তাদের সম্পূর্ণ ব্যর্থতার কারণেই ২০০৭ এ ১/১১ ঘটেছিল । আর সেই থেকে শুরু হয়েছিল ভারতের র’ এর নেতৃত্বে আওয়ামীলীগকে দিয়ে নব্য বাকশালী চরিত্রে দেশকে দখল করার । যা ২০২৪ এর ৫ই আগষ্ট পর্যন্ত মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছিল কি না ?
এই গাদ্দারগুলোর চরিত্র ২০০১ থেকে এই পর্যন্ত মিলিয়ে দেখুন, এরা প্রথমআলো, ডেইলী ষ্টার, কালবেলা যারা কি না তাদেরকে জংগী বানিয়ে সারা পৃথিবীর কাছে প্রমাণ করিয়ে নাকানী চুবানী খাওয়লো, যে আওয়ামীরা তাদের প্রকৃত দেশ প্রেমিক মেধাবী মাঠ কর্মীদের গুম, খুন করে তাদের দলকে মেধাশূণ্য করেছে, সেই আওয়ামীদের এখনও তারাই নিষিদ্ধ করতে বাঁধা সৃষ্টি করেছেই শুধু নয় , তাদেরকে পেট্রোনাইজ করছে । তাদেরকেই বিরোধী দলে দেখতে চায় এই গাদ্দারগুলো ?
দেশের সচেতন মানুষ সহ বি এন পির যে সকল দেশ প্রেমিক, নির্লোভ, মেধাবী ( কেবলমাত্র রাজনীতিই যাদের পেশা নয় ) সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মেধাবী তরুনদের নিয়ে শক্তিশালী দল গঠণ করুন । সংবিধান দেশের মানুষ বাতিল করে দিয়েছে ৫ই আগষ্ট ২০২৪ তারিখেই । ওটাকে কবর দিতেই হবে । আওয়ামীলীগ কোন রাজনৈতিক দল নয়, তারা হিটলারের নাৎসী পার্টির চেয়েও বড় ফ্যাসিস্ট, তাদেরকে নিষিদ্ধ করতে হবে । ছোট্ট এই দেশে মাথাভারী প্রশাসন দরকার নেই, এত বড় মন্ত্রী পরিষদের দরকার নেই, পার্লামেন্টারী সিষ্টেম এর সরকার এই দেশে অচল , তা বার বার প্রমাণ হয়েছে । সুতরাং যোগ্য প্রেসিডেন্ট হওয়ার মত নেতা তৈরী করুন। রাষ্ট্রকে মেরামত করতে সহায়তা করুন । ইউনুস সরকারকে সহযোগীতা করে দেশের সকল ফ্যাসিবাদের দোষরদের জেলে ঢোকানোর ব্যবস্থা করুন, দেশকে গাদ্দারমুক্ত করুন । ভারতের র’ মুক্ত করুন । ভারতের সাথে আমাদের কোন সম্পর্ক না থাকলে যে চলে, তা এই ৯ মাসে প্রমাণ হয়েছে কি না ? তাহলে কেন আমাদের ভারতকে পুঁছতে হবে ?
এই দেশ থেকে সকল গাদ্দারদের ফিনিশ করে দিয়ে যোগ্য, মেধাবী, সৎ একঝাক তরুনদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করুন । পেছনের পাপীদেরকে রাজনীতি থেকে চিরতরে বহিষ্কার করুন । তাহলে এই রাষ্ট্রকে নিয়ে ভবিষ্যতে কেউ কোন ষড়যন্ত্র করতে পারবে না । দেশের সকল মেধাবী তরুণরা যদি ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র গঠণে অংগীকারাবদ্ধ হন, তাহলে সফল হবেন ইন শা আল্লাহ্ !!
©somewhere in net ltd.