![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুবার বলেছি, ১৯৭২-৭৫ এই প্রমাণ করেছিল, আওয়ামীলীগ কোন রাজনৈতিক দল নয় । তারা হিটলারের ফ্যাসিস্ট নাৎসী পার্টির চেয়েও ভয়ানক ফ্যাসিস্ট । শুধু এই প্রমাণের ভিত্তিতেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইতিহাস থেকে প্রমাণিত যে, শেখ মুজিব নিজেও ছিল ফ্যাসিস্ট , তার দলও ছিল ফ্যাসিবাদী দল । তাদেরকে নিষিদ্ধ করার সুযোগ এই জাতি পেয়েছিল ১৯৭৫ সালে । কিন্তু জিয়াউর রহমানের কান ভারী করে তারই সহযাত্রী কতগুলো গাদ্দার সেই কাজ করতে দেয়নাই বলে জিয়াউর রহমানকে ১৯৮১ সালে হত্যা করা সহজ হয়েছিল। জিয়াউর রহমান সরকারের ঘরের ভেতরের সেই গাদ্দার এবং ভারতের র’ এর দালালদের খপ্পর থেকে জাতি আজও মুক্তি পায়নাই । তারা দেশটাকে অবরুদ্ধ করেছে । সাধারণ জনগনের কোন নাগরিক অধিকারই নেই এদেশে ।
সুযোগ এসেছিল আবারো ২০২৪ এর ৩৬শে জুলাই একটা সফল বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জনের মধ্য দিয়ে । দেশের আপামর জনতা ছাত্রদের সাথে এক কাতারে মিলে মিশে সেই দানবীয় ফ্যাসিস্টদের উৎখাৎ করেছিল । এর চেয়ে বড় গণরায় আর কী হতে পারে ? অথচ সেই একই ঘরের মধ্যে লালিত পালিত কিছু গাদ্দার এবং ফ্যাবাদের সুবিধাভোগী সামরিক-বেসামরিক আমলা, বিপ্লবের পক্ষে অভিনয় করা কিছু উপদেষ্টা , বিচারক, বুদ্ধিজীবি, সাংবাদিক মিলে মিশে ফ্যাসিবাদকে সংগোপনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে । এটা সরকার গঠণের শুরু থেকেই স্পষ্ট ছিল । বার বার তারা নানা রকম টোপ ফেলে ধোকা দিয়েছে ছাত্র -জনতার বিপ্লবী স্পিরিটকে নস্যাৎ করতে চেয়েছে । আমরা শুরু থেকেই বলে আসছিলাম, ছাত্ররা ভুল করেছ, তোমরা সরকারকে বাধ্য কর । জনতা তোমাদের সাথে আছে । কিন্তু অনেক দেরী করে ফেলেছে তারা । তাদেরকে নানা রকম টোপ দিয়ে কেনা হয়েছে, তাদেরকে বিভাজিত করে দেয়া হয়েছে, আরো কত কী ! কিন্তু দিন শেষে সবাই বুঝতে পেরেছে, তারা চরম ধোকা খেয়েছে ।
এরপরও যদি আমরা দেশ প্রেমিক জনগণ না বুঝি, তাহলে দেশকে ভয়ানক বিপদের মুখে ঠেলে দেয়া হবে ।
অতএব জরুরী ভিত্তিতে আবারো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে । আর কোন মূলা নয় । ছাত্রলীগ নিষিদ্ধ নাটকের মত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নামক ডাল পালা ছেটে দেয়ার নাটক করে পার পাওয়া যাবে না । এবার কিন্তু মানুষের ধৈর্য নিয়ে আর পরীক্ষা -নিরিক্ষা করতে দেয়া হবে না । প্রয়োজনে বিপ্লব আবারো হবে । তবু এই দেশে আওয়ামী ফ্যাসিস্টদের কোন ঠাই হবে না । তাদেরকে নিষিদ্ধ না করা পর্যন্ত তীব্র আন্দোলন চলবে । কেউ রাজপথ ছাড়ব না আমরা । যেসব ভারতের দালাল , চরিত্রহীন , লোভী চোর , ডাকাতরা আওয়ামীলীগ ছাড়া থাকতে পারবেন না, তারা গাদ্দার হিসেবে প্রমাণিত হবেন । তাদেরকে তালিকা করে দেশদ্রোহীতার খাতায় নাম লিখতে হবে । তাদের বলছি, হয় তোমরা এই দেশ থেকে চলে যাও, নয়তো তোমাদের মত গাদ্দারদের ধরে জেলে ঢোকানো হবে । কোন ছাড় নয় । আর কোন নাটক করার সুযোগ দেয়া যাবে না ।
ইনকিলাব জিন্দাবাদ ।
©somewhere in net ltd.