নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ নিষিদ্ধকরণ নিয়ে নতুন প্রতারনার ফাঁদ পাতা হচ্ছে ! সাধু সাবধান !!!

১১ ই মে, ২০২৫ সকাল ৮:১০

জানা গেছে আওয়ামীলীগের বিচার কার্যক্রম চলাকালে তাদের সংগঠণের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে , এরকমই প্রজ্ঞাপন আজ সোমবার জারী হবে। এর মানে কি ? মানে খুব পরিস্কার । নিষিদ্ধকরণের নামে একটা নতুন প্রতারনার ফাঁদ পাতা হচ্ছে । অযুহাত ? এই সরকারের নাকি নিষিদ্ধ করার ম্যান্ডেট নেই । সাবধান ! প্রজ্ঞাপন না দেখে কেউ রাজপথ ছাড়বেন না ।

এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতারনা । এই সরকার সফল জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে সবচেয়ে বড় ম্যান্ডেট পেয়েই ক্ষমতায় বসেছে । এটা স্বচ্ছ কাঁচের মত স্পষ্ট । কিন্তু এই স্বচ্ছতাকে ঘোলোটে করেছে কয়েকজন হাতে গোনা গাদ্দার । এই চিহ্নিত গাদ্দারগুলোকে আর একটা গণ বিপ্লবের মাধ্যমে টেনে হিঁচড়ে জনগনের সামনে আনতে হবে । গণআদালতেই তাদের বিচার হবে । তার আগে এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করে ইউনুসকে প্রধানবিচারপতির কাছে শপথ নিয়ে বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হবে । এটা করতে আপনারাই বাধ্য করতে পারবেন এই সরকারকে । এর কোন বিকল্প নেই কিন্তু ।

বিপ্লবীদের নিয়েই নতুন সরকার গঠণ করতে হবে । যেখানে উপদেষ্টাদের এত লম্বা বহর থাকবে না । মাত্র ১০ জনের একটা মন্ত্রী পরিষদই যথেষ্ট ।

আওয়ামীলীগকে নিষিদ্ধ সহ সেনানিবাস, সচিবালয়, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, গণমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকল চিহ্নিত গাদ্দারদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে ।

যে সব দেশ প্রেমিক সামরিক অফিসারদের চাকরি থেকে বের করে দেয়া হয়েছিল, তাদেরকে প্রাপ্য সিনিয়রিটি ফিরিয়ে দিয়ে তাদের ভেতর থেকে সবচেয়ে যোগ্য, ট্যালেন্ট অফিসারকে সেনাপ্রধান করে আর্মীকে রিফ্রেশ করতে হবে । বিচারপতি খাইরুল নিযামুল সহ যারাই বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তাদেরকে গ্রেফতার করে জেলে পুরতে হবে । ফ্যাসিবাদের শেকড় গাঁড়তে সহয়তাকারি সচিবালয়ে কমপক্ষে ৬০০ এর উপরে সচিব সহ এডিশনাল যারা আছে তাদেরকেও গ্রেফতার করে জেলে পুরতে হবে । গণমাধ্যমের সকল চিহ্নিত গাদ্দারদেরকে পালাতে দিবেন না । তারাই দেশের প্রথম সারির শত্রু । তাদেরকেও জেলে পুরতে হবে ।

এক কথায় সকল ফ্যাসিবাদের দোষরদের জেলে আটকে দিতে হবে ।

এর পরে রাষ্ট্র সংকার খুব দ্রুতই করে ফেলতে হবে ।

পিলখানা হত্যা কান্ড, শাপলা চত্তর হত্যা কান্ড , খুন, গুম এর বিচার কার্য দ্রুত শেষ করতে হবে । ইন্টারপেলের মাধ্যমে হাসিনা সহ তার দলবলকে দেশে এনে এই সকল গাদ্দারদের বিচারের সম্মুখে দাঁড় করিয়ে দ্রুত বিচার করে ফাঁসিতে ঝোলাতে হবে।

তাহলে দেখবেন, এই দেশে যারাই আবার ফ্যাসিস্ট হতে চাইবে, তারা নলের মত সোজা হয়ে যাবে । ভবিষ্যতে কেউ আর এই দেশকে নিয়ে তামাশা করার সাহস পাবে না ।

যতক্ষণ পর্যন্ত এটা না করা হবে, ততক্ষণ পর্যন্ত যদি কোন ফাঁদে পড়ে রাস্তা ছেড়ে দেন, তাহলে বিপ্লব আবারো হাতছাড়া হতে বাধ্য । এই সুযোগ ওদেরকে আর দেয়া যাবে না । সাধু ! সাবধান !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.