নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

গোপালগঞ্জে বি এন পির পূনর্জন্ম হয়েছে ১৬ বছর পর ?

২৭ শে মে, ২০২৫ দুপুর ১২:২৯

১। বি এন পিতে যোগ দিতে বলছেন । কাদেরকে ? যারা এতকাল আওয়ামীদের খেয়েছে, পরেছে ।


২। আওয়ামী ষ্টাইলে নেতাদের মুন্ডু লাগিয়ে অগ্রিম ক্ষমতায় যাবার প্রথম সিঁড়ি দেয়ালে দেয়ালে পোষ্টারিং


৩। তোরণ তৈরীও হয়েছে একদম আওয়ামী ষ্টাইলে ( মানে আগে ভাগেই হ্যাডম প্রদর্শণ


৪। ১৬ বছর যাবৎ এই অফিস ছিল কোথায় ?


জাতিসংঘের রিপোর্ট মোতাবেক ১৪০০ এর বেশী মানুষ হত্যা করেছে মাত্র ২-৪ দিনেই । যার পরিণতিতে দেশের মানুষ নারী, শিশু, শ্রমিক, মজুর, পেশাদার সবাই ঐক্যবদ্ধ হয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই দেশকে সবচেয়ে ভয়ানক ফ্যাসিস্ট এবং আধিপাত্যবাদী শক্তি ভারতকে পরাজিত করে দেশটাকে আবার স্বাধীন করেছে ।

এই মানুষ খুন নিয়ে আওয়ামী পিশাচদের যেমন অনুশোচনা নেই, তেমনি আগষ্ট এর ৮ তারিখের পর থেকে বি এনপি এর আচরণ প্রমাণ করেছে, তারা আওয়ামী ফ্যাসিস্টদের ডুপ্লিকেট হিসেবে মাঠে নেমেছে । তাদের মধ্যে ১৪০০ মানুষ হত্যা সহ বিগত ১৬ বছরে হাসিনার বি ডি আর হত্যার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে ধারাবাহিকভাবে যত গুম, খুন, গণহত্যা, আয়নাঘরের জুলুম, আলেমদের নিশ্চিহ্ন করার ভারতের এজেন্ডা বাস্তবায়ন, দেশকে সিকিম বানানোর সব রকম প্রচেষ্টা কোন কিছুই যেন বি এনপিকে এতটুকু বিবেকে নাড়া দেয়নাই । তাদেরও যেন কোন অনুশোচনা নাই । তাদের কাছে কেবল ক্ষমতার মসনদই সব কিছু ? মানুষ জান কোরবান করবে এবং সেই কোরবানীর রক্তের উপর দিয়ে অকৃতজ্ঞের মত মাস্তানী কায়দায় ক্ষমতায় যাবার মোহ যেন তাদের পেয়ে বসেছে । এ জন্য তারা ফ্যাসিবাদী শক্তির বিচার, দেশকে পুনঃগঠণ, রাষ্ট্রকে আগে মজবুত করে গড়ে তোলার পরিবর্তে যেনতেনভাবে প্রশাসন যন্ত্রে ফ্যাসিবাদের সকল দোষরদের চেয়ারে বসিয়ে রেখে তাদের মাধ্যমে কারসাজীর নির্বাচান করে ক্ষমতায় আসতে চায় ?

জনগনকে ইতমধ্যে তারা যে পরিমাণ ভয় দেখিয়ে দিয়েছে, তাতে এই দেশের মানুষ মনে করছে বি এনপির চরিত্র আর আওয়ামীদের চরিত্রের মধ্যে কোন পার্থক্য নেই । বি এনপি যদি সেই একই চরিত্র নিয়ে ক্ষমতায় আসতে চায়, তাহলে এত মানুষ জীবন দিয়েছে কি জন্য ? হাসিনাই ক্ষমতায় থাকত ? কেন আবার হাসিনার মতই আর কেউ ক্ষমতায় আসতে চাইছে ? দেশের মানুষ রাজনীতিতে এবং রাষ্ট্র কাঠামোতে পুরোপুরি রিফর্ম চায় । ২০০১ তেখে ২০২৪ পর্যন্ত যে পঁচা রাজনীতি চলে আসছে, তা আবারো ফিরে পেতে চায় না ।

সাধু ! সাবধান !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.