নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ইমদাদুল ইসলাম

গহীনে রক্তক্ষরণ

ধার্মিক, সৎ, যোগ্য এবং মেধাবী তরুনদের আমি ছাত্র

গহীনে রক্তক্ষরণ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কেন ২০২৫ এর রাজনীতিতে অচল ?

০২ রা জুন, ২০২৫ সকাল ৯:৩৮

Click This Link

উপরের লিংকটা ক্লিক করতে অনুরোধ করছি এবং এই আলোকে অধমের বিনীত নিবেদন ।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমানের মত জনপ্রিয় রাষ্ট্রনায়ক বাংলাদেশের মানুষ আর কোন দিন কেউ দেখতে পায়নি । তাকে হত্যা করার মাধ্যমে গাদ্দারগুলো শুধু বাংলাদেশকেই হত্যা করেনি, হত্যা করেছে এই দেশের তৃণমূলের সকল নাগরিকের নাগরিক মর্যাদা। দেশের মালিক দেশের জনগণ, এই সত্যকে বিলুপ্ত করে দেশকে ফ্যাসিবাদী শাসনের যাতাকলে ফেলতে প্রাথমিকভাবে কাজ শুরু করে মূলতঃ বি এনপিরই বাম ঘরানার রাজনীতিকরা । জিয়ার পরে যারা শাসন ক্ষমতার শীর্ষে ডিপ ষ্টেট পরিচালনায় চলে আসে, তারাই ভারতের র’এর খপ্পরে পড়ে নিজ স্বার্থে দল এবং দেশের ক্ষতি করতে আরম্ভ করে ( তবে প্রকাশ্যে নয়, গোপনে ) । মূলতঃ বাংলাদেশ বিপদে পড়া শুরু করে সেখান থেকেই । হাসিনা তৈরী হওয়ার জন্য পথ তৈরী শুরু হয় আসলে জিয়াকে হত্যার পর থেকেই ।

এরশাদকে পল্লীবন্ধুরূপে অভিনয় করিয়ে বিএনপিকে অজনপ্রিয় করাই শুধু নয়, জিয়াউর রহমানের বিএনপি যেন আর কোনদিন সেই মানের দল হিসেবে তৈরী হতে না পারে, তার পাকাপাকি ব্যবস্থাও তখন থেকে শুরু হয় এবং এরশাদের মত একটা লম্পট, খুনী, চরিত্রহীন মানুষকে নাট্যমঞ্চে অভিনয় করিয়ে তথাকথিত রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠার নামে আসলে ইসলামী আদর্শের মানুষগুলোকে একধরনের লোভের মূলা ঝুলিয়ে তাদেরকেও নৈতিকভাবে দুর্বল করে রাখার ব্যবস্থা করা হয় ।

এক সাথে বিএনপির মত জনপ্রিয় দলটাকে শেষ করে দেয়া, অপর দিকে ইসলামী চিন্তাবিদ, ট্যালেন্টেড মানুষগুলোকে টার্গেট করা হয় । অপরপ্রান্তে হাসিনার মত একটা সাইকোকে তৈরী করা হয় আরো চমৎকার অভিনেত্রী হিসেবে । ইসলামীষ্টদের মধ্যে কওমী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষদের নরম মনে বিশ্বাসের বীজ বপন শুরু করা হয় ১৯৯১ থেকে। মাথায় হিজাব, হাতে তসবীহ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাকে একটিবার সুযোগ দেয়া হলে দেশকে বিএপির চেয়েও আরো বেশী ইসলামী বান্ধব সরকার উপহার দিবে, এরকম অভিনয় করে মানুষের অন্তরে স্থান করে নেয় । বাম ঘারানার বিএনপি (যারা ১৯৯১ এর নির্বাচনে জামাতের সহযোগীতায় বিজয় অর্জন করে) এর চেয়ে তারাও যে ইসলামপন্থী মানুষদের জন্য আরো বেশী উপযুক্ত দল, সেটা প্রমাণের জন্য বিভিন্ন রকম ছলাকলা করে ১৯৯৬ সালে ক্ষমতায় আসে । প্রথম ৫ বছর তাদের ছিল হাতে তসবীহ, মাথায় হিজাবের মর্যাদা রক্ষার জন্য নিজেদের আসল চরিত্রকে আড়ালে রেখে ধৈর্যের পরীক্ষায় উত্তণীর্ণ হওয়া । কিন্তু না খাওয়া বুভূক্ষদের কারণে অনেকটা প্রায় মুখোস খুলে পড়ার হাত থেকে বেঁচে থাকার জন্য ২০০১ এর বি এনপি-জামাতের জোট সরকারকে মেনে নিয়ে তাদের হিসাব ক্যালকুশনের সঠিক নিশানা ঠিক করে জাকজমক হয়ে ২০০৭ সালে ১/১১ সৃষ্টি করে বিএনপির মত আবাল দলটাকে ফেলে দিয়ে গাদ্দার মইন ইউকে দিয়ে পুরোপুরি দেশকে কব্জা করার প্রাথমিক ধাপ এগিয়ে নেয় । সেই ক্যালকুলেশন অনুযায়ী ইসলাম নিধনের নামে জামাতের নেতাদের ফাঁসি, এরশাদের মত চরিত্রহীনকে কোলে তুলে নিয়ে নিজেদেরকে পাকাপোক্ত করা এবং ২০২৪ সাল পর্যন্ত একটানা ফ্যাসিবাদী শাসন কায়েম করে দেশকে ফিরআউনের শাসনে নিপতিত করে ধ্বংস করে দেয়া হয় ।

এই নিগুঢ় সত্য ঐতিহাসিকভাবে জনগণের সামনে উন্মোচিত হওয়ার পরও সেই বিএনপি কোন শিক্ষা গ্রহণ করেছে ? করেনাই । তাহলে কি করে ওরা ২০২৫ এর রাজনীতিতে টিকে থাকবে ? তাইতো বলছি, ওরা আবারো প্রমাণ করেছে জিয়াউর রহমানের দলটিকে আর সেই দলে ফিরে যেতে দেবেনা গাদ্দারগুলো । ওরা তাই এ যুগে অচল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.