![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন, প্রত্যেকে নিজের বুকে হাত দিয়ে নিজেকেই প্রশ্ন করি ।
“ পরাজয়ের শেকলে আমাদের নিজেদেরকে আবারো বন্দী করে ফেলার জন্য কাকে দায়ি করি আমরা ?”
প্রথমতঃ দায়ি আমরা প্রত্যেকটি পরিবারের দায়িত্বশীল একক ব্যক্তি ।
কারণ প্রতিটি ব্যক্তি “মানুষ”কে শ্রষ্টা সৃষ্টি করেছেন কেবলমাত্র তার “আমলের উত্তমতা পরীক্ষার জন্য” [ সূরা নং ৬৭ঃ আয়াত-২ এর অংশবিশেষ ]
আমাদের দেশের অধিকাংশ ব্যক্তি সেই পরীক্ষায় ফেল করে শয়ত্বানের কাছে আত্ম সমর্পণ করে পরজায় বরণ করে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটি মুহুর্তে । প্রতিটি পরিবারের “একক ব্যক্তির” পরজয়ের দায় চাপছে “সমগ্র পরিবারের” উপর । আর “পরিবারগুলো”র দায় জমছে সমাজ এবং রাষ্ট্রের হিসেবের খাতায়।
এ কারণে বাংলাদেশ রাষ্ট্রের ব্যালান্সশীট দাঁড়িয়েছে এরকমঃ
সম্পদের হিসাব= প্রায় জিরো । দায়ের হিসাব = প্রায় রাষ্ট্রের দেউলিয়াত্ব
রাষ্ট্রের “দায়” হিসাবটির একনজরে সমীকরণঃ
রাষ্ট্রের দেউলিয়াত্ব = প্রতিটি ব্যক্তির শয়তানের কাছে আত্ম-সমর্পণের সামগ্রিক দায়ের সমষ্টি ।
এই সমীকরণটি যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন, দয়া করে যুক্তি দিয়ে প্রমাণ করলে কৃতজ্ঞ থাকব ।
আমার মতে, এই সমীকরণটি সঠিক বলেই “বাংলাদেশ রাষ্ট্রটি ২০২৪ এর ৩৬ শে জুলাই-এ এক অলৌকিক বিজয় হাতে পেয়েও আবার খুব দ্রুতই পরাজয়ের শেকলে বাঁধা পড়তে যাচ্ছে !!
আল্লাহ কি এবার আমাদের এই সামগ্রিক ব্যর্থতা এবং আল্লাহর প্রতি চরম অবাধ্যতার কারণে ক্ষমা করবেন ?
©somewhere in net ltd.