নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক › বিস্তারিত পোস্টঃ

দিনে তাপমাত্রা কমে বাড়বে শীত

১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস আরো জানায়, আগামীকাল শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও পরদিন রবিবার সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে। সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: আজ তো শীতের নামও নেই মনে হচ্ছে। একটু আগে ফ্যানও চালিয়েছিলাম!

২| ১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৪

এইচ এন নার্গিস বলেছেন: আবহাওয়া পরিবর্তন হচ্ছে ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: এবছর আমি শীতের জামা পড়ি নাই। হে হে হে--
অবশ্য এ বছর আমি শীতে ঢাকার বাইরে যাইনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.