নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক › বিস্তারিত পোস্টঃ

তফাত শুধু শিরদাঁড়ায় !

১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪৪

বিশ্বের দরিদ্রতম দেশগুলির একটা ইয়েমেন। স্রেফ নৈতিক কারণে লোহিত সাগর দিয়ে ইসরাইল অভিমুখী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বহুদিন।
ফলে ইসরাইলের আইলাত বন্দর দেউলিয়া হয়ে গেছে। এশিয়া আফ্রিকা থেকে আমদানীতে তুমুল সমস্যা, অতিরিক্ত খরচ আর সময় লাগছে।
সম্প্রতি ইরানে হামলার কারণে ইরান ইসরাইলের প্রধান বন্দর হাইফাতে মিসাইল আক্রমণ চালায়, হাইফার ক্ষতি খুব বেশি।
কাজেই ইসরাইল গেছে আমেরিকার কাছে, আমেরিকা ইয়েমেনের হুথিদের প্রস্তাব দিয়েছে - লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল করতে দিলে হুথি সরকারকে স্বীকৃতি দেবে আমেরিকা।
হুথিরা সোজাসাপ্টা বলে দিয়েছে - আমরা ফিলিস্তিনিদের ওপর অত্যাচারের প্রতিবাদে এসব করছি, কোন কিছু পাবার আশায় নয়।
আর ইয়েমেন থেকে বহু দূরের এক দেশে এক ইউনুস্কি তার দেশের ভবিষ্যৎ ধ্বংস করে আমেরিকাকে খুশি করতে উঠে পড়ে লেগেছে।
ওরাও মানুষ, এরাও মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায় !


copy

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:০০

সৈয়দ কুতুব বলেছেন: হুতি কে এতো পজেটিভা ভাবে দেখানোর কিছু নেই। আন্তর্জাতিক মনোযোগ পেতে ফিলিস্তিন ইস্যু ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে। হুথিরা মূলত জায়দি শিয়া ইমামত ও শাসনের অধিকার আলি বংশীয় নেতাদের হাতেই থাকা উচিত বলে তারা বিশ্বাস করে।হুথিরা ইরানের "প্রক্সি বাহিনী" হিসেবে কাজ করে, যাতে সৌদি আরব, আমেরিকা, এবং ইসরায়েলের মোকাবেলায় চাপ সৃষ্টি করা যায়। লাখ লাখ শিশু মেরেছে তারা ইয়েমেনে । হুথিরা বহু সালাফি ও সুন্নি আলেমদের পরিচালিত মাদ্রাসা ও মসজিদ ধ্বংস করেছে । হুথি মুখে ফিলিস্তিন, কাজে সুন্নি নিধন ।

এদের কে হিরো হিসাবে দেখানো ঠিক না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.