| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহীদুল হক মানিক
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছরে পা রাখলাম।
ভুল–ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে,
ভালোবাসা আর বিশ্বাসকে সঙ্গী করে
নতুন বছরে আরও সুন্দর মানুষ হয়ে উঠতে চাই।
সবাই দোয়া/ আশীর্বাদ করবেন—
যেন সুস্থতা, শান্তি আর সম্মানের পথে
চলাটা কখনো থেমে না যায়। ❤️ 
২|
১৪ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪
জুয়েল তাজিম বলেছেন: প্রিয় সহীদুল হক মানিক ভাই,
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিনের সহকর্মী হিসেবে আপনার সুস্থতা ও কল্যাণ আমাদের জন্য সবসময়ই কাম্য। আপনার জীবন হয়ে উঠুক আরও সুন্দর, শান্তিময় ও সাফল্যে ভরপুর। আগত দিনগুলো বয়ে আনুক সমৃদ্ধি, সুখ ও নতুন অর্জন। শুভ জন্মদিন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২২
ডঃ এম এ আলী বলেছেন:
জন্ম দিনের শুভেচ্ছা রইল ।
জীবন হয়ে উঠুক আরো সুস্থ ও কল্যানময়।
আগত দিনগুলিতে বয়ে আনুক সমৃদ্ধি ও সুখ
এ কামনাই রেখে গেলাম ।