নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবহেলিত শামস্‌

সামাজিক কাজে অংশ গ্রহন করতে চাই।

শামস্‌ মো: জিয়াউল হক

ব্লগে যাহা লিখব তা যেন প্রকাশ করা হয়।

শামস্‌ মো: জিয়াউল হক › বিস্তারিত পোস্টঃ

রি-পোষ্ট:-গণতন্ত্র বলতে আমরা যা বুঝি তা কি আসলেই ঠিক???? নিচের ব্যাখ্যাটি পরে একবার ভাবুনতো !!!!!!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

গণতন্ত্র বলতে কি বুঝাই? নিশ্চয় সবাই বলবেন সকলের সমান অধিকার কে নিশ্চিত করার নামই হল গণতন্ত্র। আমিও একমত,

কিন্তু গণতান্ত্রিক দেশে ভোটের মাধ্যমে গণতন্ত্র কিভাবে নির্ধারণ করা হয়? নিশ্চয় সবাই বলবেন যেই প্রার্থী সর্বাধিক ভোট পাবে তাকেই নির্বাচিত হিসেবে ধরে নেয়াকে গণতন্ত্রের প্রতিষ্ঠা বলা হয়ে থাকে। আপনারা কি সবাই জানেন,এই কথাটা সম্পূর্ণ মিথ্যে !!!!!!!!!!!!!!!!!!! আসলে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হল যেই প্রার্থীকে সর্বাধিক ভোটার ভোট দেয় নাই, তাকেই নির্বাচিত করাকেই গণতন্ত্র বলে।

অর্থাৎ যেই প্রার্থীকে সর্বাধিক ভোটার ভোট দেয় নাই, তাকেই নির্বাচিত করে ক্ষমতায় বসানোর নামই গণতন্ত্র প্রতিষ্ঠা!!!!!!!!!!!!!!!

নিশ্চয় সবাই বলবেন, এই পাগল আবার আসল কোত্থেকে? কি বলে আবোলতাবোল ?

নিচের বিষয়টি দেখলেই আশা করি সবই পরিষ্কার হয়ে যাবে.........

ধরুন একটি দেশের একটি নির্বাচনে মোট ভোটার হল ১০০ জন, অর্থাৎ মোট ভোট সংখ্যা ১০০টি। নির্বাচনে প্রার্থী দাঁড়ালো ৪ জন যথাক্রমে মিঃ এ(A), মিঃ বি (B), মিঃ সি(C) ও মিঃ ডি(D). এবং ঊক্ত নির্বাচনে সকল প্রার্থী ভোট পেল যথাক্রমে মিঃ এ(A) পেলো ২৭টি, মিঃ বি (B) পেলো ২৬টি, মিঃ সি(C) পেলো ২৪টি এবং মিঃ ডি(D) পেলো ২৩টি. তাহলে গণতন্ত্রের ভাষায় কি দাঁড়ালো? যেই ব্যক্তি সর্বাধিক ভোট পেয়েছেন তাকেই নির্বাচিত করা হয়, যদি তাই হয়, তাহলে উপরোক্ত নির্বাচনের ফলাফল অনুযায়ী মিঃ এ (A) সর্বাধিক ২৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ ২৭ জন ভোটার ভোট দিয়েছেন।

কিন্তু একবার ও কি ভেবে দেখেছেন, ঊক্ত নির্বাচনের মোট ১০০ জন ভোটারের মধ্যে ৭৩ জন ভোটার মিঃ এ (A) কে ভোট দেয় নাই, ভোট দিয়েছেন মাত্র ২৭ জন ভোটার। অথচ মিঃ এ(A) ১০০টি ভোটের মধ্যে মাত্র ২৭টি ভোট পেয়ে (সর্বাধিক ভোটারের ভোট না পেয়েও) নির্বাচিত হয়ে গেল!!!!!!!!!!!!!!!

অর্থাৎ কি দাঁড়ালো?

যেই প্রার্থীকে সর্বাধিক ভোটার ভোট দেয় নাই, তাকেই নির্বাচিত করে ক্ষমতায় বসানোর নামই গণতন্ত্র প্রতিষ্ঠা!!!!!!!!!!!!!!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩

আব্দুর রহ্‌মান বলেছেন: আরে জটিল তো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.