![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত
প্রতিটি ব্যক্তির নিজস্ব রুচি এবং পছন্দ এক নয়। আবার এক হওয়াটাও সম্ববত ঠিক নয়। তবে মানুস হিসেবে কিছু মানবিক গুণ অবশ্যই থাকতে হবে। আমাদের সমাজে নারী-পুরুষের সম্পর্ক নিয়ে হামেশাই তর্ক বির্তক চলছে। কেউ ধর্মকে, কেউ প্রাচীন প্রথা ও অন্ধ বিশ্বাসকে কেন্দু করে নারী-পুরুষের স্বাভাবিক সর্ম্পককে অস্বাভাবিক ও বিরোধপুর্ণ করে তুলেছে। এবং এই প্রক্রিয়াকে একটি অস্বস্থিকর ও পাশাবিক পর্যায়ের প্রথাসিদ্ধ করে তুলেছে।
আজ নারী দিবসের ভাবনায় আমি নিজেকে প্রশ্ন করি যে আমি নিজে ঠিক কি রকম একজন নারী চাই। আসলে এই চাওয়া একজন পুরুষ হিসেবে স্বাভাবিক। একজন পুরুষ যেমন একজন নারীর ভালবাসা আকাঙ্খা করে, তেমনি একজন নারীও একজন পুরুষের আকাঙ্খা করে। সেখানে এর পরে ঘটে তাদের সাথে সমাজের এবং পারস্পারিক সম্পর্ক। সেটা নিশ্চই হতে হবে উভয়ের শ্রদ্ধার অবস্থান থেকে।
আমি চাই আমার স্ত্রী আমার বন্ধু হোক, অধস্তন নয়। এবং আমি নিজেই এটা ভাবলে হবে না. আমার স্ত্রীকেও সমমনা হতে হবে। সে যদি গতানুগতিক নারী হিসেবে নিজেকে পুরুষের অধস্তন মনে করে তবে সেটা আমাকে পীড়া দেবে। আমি চাই সে আমার সাথে পাশাপাশি হাটুক, সিদ্ধান্ত নিক এমন কি আমাকে ভালবাসার জন্য আমার মতোই নির্লজ্জ হোক।
আজ আমার বন্ধু ও প্রিয়তমা স্ত্রীর প্রতি রইল ভালবাসা।
০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০১
সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২২
বেলা শেষে বলেছেন: For েসতু আশরাফুল হক:
০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯
সেতু আশরাফুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
৩| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭
চিত্রা নদীর পাড়ে বলেছেন: ভাল লেখেছেন
১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১
সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪
উদাস কিশোর বলেছেন: শুভ কামনা আপনাদের জন্য