নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেটাই প্রবল; লেখালেখি দুর্বল

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

সেতু আশরাফুল হক

All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

সেতু আশরাফুল হক › বিস্তারিত পোস্টঃ

একটি ইন্টারভিউয়ের কহিনী

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

বিসিআইসিতে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা চলছে, চেয়ারম্যান স্বয়ং উপস্থিত। কেমিকেল ইঞ্জিনিয়রের পদ রয়েছে মোট ১৭টি, লিখিত পরীক্ষায় টিকেছে ১১৮জন। এক এক করে প্রার্থী আসছে চলে যাচ্ছে, মন খারাপ করে। মাঝামাঝি সময়ে এক প্রার্থী এলো। তাকে প্রশ্ন করা হলো.

'কি নাম?'

'রিতু বড়ুয়া'

'ও আইচ্ছা, মোঃ রিতু বড়ুয়া?'

'মোহাম্মদ না স্যার, কেবল রিতু বড়ুয়া।'

'বাড়ি কোথায়?'

'চট্টগ্রাম।'

'কোন থানায়:'

'মিরেসরাই।'

'আইচ্ছা, আইচ্চা, মিরেসরাইয়ে কয়ডা পৌরসভা বলেন?''

প্রার্থী চুপ।

'মিরেসরাইয়ে কয়জন ভান্তে আছে, বলেন তো।'

প্রার্থী চুপ।

'দীলিপ বড়ুয়া কোন এলাকার নেতা বলেন তো?'

প্রার্থী চুপ।

'আপনি তো কিছুই জানেন না। চাকরি করবেন কিভাবে?'

প্রার্থী তবুও কোন কথা বলতে পারলো না। একবার ইচ্ছে হলো বলে যে, আমি তো কেমিকেল ইঞ্জিনিয়র হিসেবে কাজ করবো, এতে এসব প্রয়োজন কেন স্যার? কিন্তু বলতে পারলো না কিছুই।



বোর্ড তাকে বললো, আপনি আসেন।



রিতু বড়ুয়া তার কাগজপত্র গোছাতে গোছাতে শুনলো, পাশে থাকা এক পক্ষকেশ বোর্ড সদস্য খুব ক্ষীণস্বরে বললেন, ভাল রেজাল্টের সাথে সাথে কিছু বাহ্যিক জ্ঞান থাকতে হয়, তবেই সরকারি চাকরি পাওয়া যায়। আপনি আপনার এলাকার নেতাদেরওকেও দেখি চেনেন না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪

হরিণা-১৯৭১ বলেছেন: ওরা চাকুরী ঘুষ নিয়ে; তবে একজন ইঞ্জিনিয়ারের রাজনৈতিক, সামজিক ও অর্থনৈতিক বিষয়ে পরিস্কার ধারণা থাকটে হয়।

চট্ট্গ্রামের লোক তাই গালি দিলাম না।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: টিপিক্যাল , হতাশাজনক ।

ভালো থাকবেন :)

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

তাসজিদ বলেছেন: প্রকৌশলীর দায়িত্ত কিন্তু অনেক বড়। কোন কোন ক্ষেত্রে তাকে ম্যানেজারের দায়িত্তও পালন করতে হয়। তাই সব কিছুই জানতে হয়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৭

সেতু আশরাফুল হক বলেছেন: সে ছিল একজন কেমিকেল ইঞ্জিনিয়ার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.