নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছুই আপেক্ষিক তবে......

সকল প্রশংসাই সৃষ্টি কর্তা মহান আল্লাহ্‌র

সিফাত সারা

আমি বিশ্বাস করি এই দুনিয়াতে সবকিছুই আপেক্ষিক। শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, তিনি এক, অদ্বিতীয় । সকল প্রশংসাই মহান আল্লাহর ।

সিফাত সারা › বিস্তারিত পোস্টঃ

জেনে রাখুন দাঁত ব্যথার কিছু প্রাকৃতিক নিরাময় :D

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬

দাঁত ব্যথা হলে ঘরেই আপনার ব্যথা কমিয়ে ফেলতে পারবেন। নিরাপদ প্রাকৃতিক ব্যথা নিরোধক দিয়ে দাঁত ব্যথা কিছুটা হলেও কমানো সম্ভব। আসুন দেখে নেয়া যাক প্রাকৃতিক উপায়ে দাঁত ব্যথা কমানোর উপায়গুলো :



◘ গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করতে থাকুন যতক্ষণ সম্ভব। দাঁত ব্যথা কমে যাবে।

◘ ভ্যানিলা ভিজিয়ে রাখা পানি তুলায় ভিজিয়ে দাঁতে ধরে রাখুন। দাঁত ব্যথা কমে আসবে।

◘ আপেল সাইডার ভিনেগার তুলায় লাগিয়ে দাঁতের সাথে ধরে রাখলে ব্যথা কমে আসে।

◘ আক্রান্ত দাঁত দিয়ে একটুকরো আদা চিবিয়ে নিন।

◘ রসুন থেঁতো করে লবণ দিয়ে দাঁতের গোঁড়ায় চেপে রাখুন। দাঁত ব্যাথায় আরাম পাবেন।

◘ চিনি ও দুধ ছাড়া গরম চায়ের লিকার খান। দাঁত ব্যথায় সাময়িক আরাম পাবেন।

◘ লবঙ্গের তেলের সাথে এক চিমটি গোলমরিচ গুড়ো মিশিয়ে ব্যথাযুক্ত দাঁতের গোড়ায় লাগাতে হয়। এতে বেশ ভালো ফল পাওয়া যায়।

◘ সরিষার তেলের সাথে এক চিমটি লবন মিশিয়ে আক্রান্ত দাঁতের গোড়ায় ডলে দিতে হয়। এতে দাঁত ব্যথা কমে যায়।

◘ কয়েক ফোঁটা লেবুর রস আক্রান্ত দাঁতে দিলে দাঁতব্যথা কমানো যায়।

◘ এক টুকরা তাজা পেঁয়াজ আক্রান্ত মাড়ি বা দাঁতে রেখে দাঁতব্যথা কমানো সম্ভব।



দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝুন। ধন্যবাদ :)



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৯

এহসান সাবির বলেছেন: বেশ তো......!!

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪২

সিফাত সারা বলেছেন: ধন্যবাদ ।

দোয়া করবেন যেন এ দেশের একজন বড় ডেন্টাল সার্জন হতে পারি । :-B

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

এহসান সাবির বলেছেন: অবশ্যই দোয়া থাকবে.......

এটা দেখতে পারেন

https://www.facebook.com/D2DBangladesh?ref=hl

ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সিফাত সারা বলেছেন: :#) :#) :#) :#)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

শায়মা বলেছেন: আমার কোনো দন্ত সমস্যা নেই।

আমি জীবনেও দাঁতের ডক্টরের কাছে যাইনি।:)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

সিফাত সারা বলেছেন: মাশাআল্লাহ আপু এত দারুন কথা :)




( হায় হায় সবাই যদি আপনার মত ফিট থাকে তাহলে আমাদের

ডক্টরদের কি হবে ) :(( :((

৪| ০৩ রা মে, ২০১৪ রাত ২:৩৩

রেজাউর রাতুল বলেছেন: চিকিৎসার অভাবে প্রায়ই আমি দাঁতের ব্যাথায় ভুগি :( :( ডাক্তার সাহেবা আমার চিকিৎসা করলেন না :( :(

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:০৬

সিফাত সারা বলেছেন: চিকিৎসা করুম না মানে , একশো বার করমু B-)

আপনার যাবতীয় দন্ত সমস্যা হবু দন্ত চিকিৎসক ( আপাতত হাতুড়ে :( ) ডঃ সারা কে লিখে অতিসত্তর ফেসবুকে ইনবক্স করতে বলা হইতেসে B:-/ :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.