নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছুই আপেক্ষিক তবে......

সকল প্রশংসাই সৃষ্টি কর্তা মহান আল্লাহ্‌র

সিফাত সারা

আমি বিশ্বাস করি এই দুনিয়াতে সবকিছুই আপেক্ষিক। শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, তিনি এক, অদ্বিতীয় । সকল প্রশংসাই মহান আল্লাহর ।

সিফাত সারা › বিস্তারিত পোস্টঃ

কি ভাবে বুঝবেন আপনার মনের মানুষটি ঠিক ততোটা বিশ্বাসযোগ্য নয় B:-)

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

কি ভাবে বুঝবেন আপনার মনের মানুষটি ঠিক ততোটা বিশ্বাসযোগ্য নয় :(( ?

জেনে নিন কিছু পরীক্ষিত সত্য ঃ :-*



১)যখন তিনি সবার কাছে আপনাকে লুকাতে চাইবেন। পরিবারে না হয় সমস্যা কিন্তু বন্ধু বান্ধব?



২) শারিরীক সম্পর্ক স্থাপনের জন্য জোর করবে। এ নিয়ে প্রায়ই ঝগড়া করবে।



৩) বিনা কারনে মোবাইল বন্ধ রাখবে ও নানান অজুহাত তৈরী করবে।



৪) প্রায় প্রতিদিন ই অনেক সময় ধরে মোবাইল এ কথা বলবে বিশেষত রাএিবেলা।



৫) দেখা করতে চাইলে নানা কারন দেখিয়ে এড়িয়ে যাবে।



৬) আপনাকে ব্যস্ততা দেখিয়ে সময় কম দিবে।



৭) আপনার কাজের ব্যাপারে ততোটা আগ্রহী থাকবেনা



৮) আপনার ব্যক্তিত্বে আঘাত করে কথা বলবে।



৯) বিনা কারনে আপনাকে অন্যদের সাথে তুলনা করবে।



১০) তবে কি তুমি আমাকে ভালবাসনা এ জাতীয় আবেগীয় কথা বলে ব্লাকমেইল করবে।



১১) মেয়েরা দামী উপহার ও ছেলেরা টাকা ধার চাইতে পারে।



১২) আমাদের সম্পর্ক কেউ মেনে নেবেনা চলো পালিয়ে বিয়ে করি



১৩) সঠিকঠিকানা দিতে নানা অজুহাত তৈরী করবে।



১৫) আপনার কোন ধরনের সমস্যায় আপনার পাশে দাড়াবে না।

X((X((X((



যদি আপনার বিএফ/ জিএফ এর সাথে এই পোস্টএর ক্যাটাগরি গুলো মিলে যায় তো-- :-/

এরপর সিদ্ধান্ত আপনার... :P :P

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৭

বেঈমান আমি. বলেছেন: আমি চিনিগো চিনিগো তোমারে ওগো আপুনিমনি ;) B-)) :P

ওয়েলকাম আপুনি।হ্যাপি ব্লগিং।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

সিফাত সারা বলেছেন: আল্লাহ আমাকে চিনে ফেলেছেন ভাইয়া ... :!> :#>

চোখ বন্ধ করুন ...
আমি লুকাব :P


হাহাহা, ধন্যবাদ ভাইয়া :D :#)

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫

গেরিলা রুমি বলেছেন: ৪ নম্বরের সাথে একমত হতে পারলাম না

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

সিফাত সারা বলেছেন: যেসব ছেলে/ মেয়েরা একাধিক ছেলে / মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায় , ৪ নম্বরটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য


ধন্যবাদ :)

৩| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১:১৯

রেজাউর রাতুল বলেছেন: মনে হইতেছে তুমি এইসব ব্যাপারে খুব অভিজ্ঞ ;)

০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

সিফাত সারা বলেছেন: এক জনরে দিয়াই আমার চরম অভিজ্ঞতা হইসে X( X( X((

৪| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

ডার্ক ম্যান বলেছেন: জয় মাতা সারা
আমাদের দিলেন এক অনন্য ইশারা
B-) B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.